ফটোগ্রাফি পোস্ট-সুবর্ণগ্রামের কিছু অপরূপ দৃশ্যের ফটোগ্রাফি ||original photography by @maksudakawsar||

in আমার বাংলা ব্লগlast month (edited)

আসসালামু আলাইকুম

মানুষ কখনই মার পেট হতে কোন কিছু শিখে আসে না। পৃথিবীতে বেড়ে উঠতে উঠতে মানুষ তার প্রয়োজনে সব কিছু শিখে নেয়। আর ধীরে ধীরে করে তোলে দক্ষ। তবে এর জন্য প্রয়োজন প্রচন্ড ধৈর্য। যার জীবনে যত বেশী ধৈর্য বিদ্যমান আছে তার সফলতা তত বেশী। আমরা যদি বিখ্যাত মানুষ গুলোর জীবনি বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা এই সত্যতাই খুঁজে পাবো। তাই তো আমাদের কেও নিজেদের জ্ঞান বৃদ্ধির জন্য বেশী বেশী করে ধৈর্যের সাথে পরিশ্রম করে যেতে হবে।

কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমিও বেশ ভালো আছি।যদিও শাররীক ভাবে ততটা সুস্থ আমি নয়। তবুও প্রতিদিনের মত আজও চলে আসলাম হাটি হাটি পা পা করে আপনাদের কাছে নতুন আরও একটি পোস্ট নিয়ে। আজ আবারও চেষ্টা করবো আরও কিছু প্রকৃতির ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। আমি নিশ্চিত যে আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

মিথ্যে ভালোবাসা (14).png

সুবর্ণগ্রামের কিছু অপরূপ দৃশ্যের ফটোগ্রাফি

image.png

image.png

আসলে সত্যি বলতে আপনারা যারা সুবর্ণগ্রাম এখনও ঘুরে আসেন নি তারা কিন্তু দারুন মিসটেক করেছেন সেখানকার প্রকৃতি। সুবর্ণগ্রাম যেন একটি রিসোর্ট নয় এ যেন মন জুড়ানো একটি দারুন বিনোদন কেন্দ্র। আমি কিন্তু সেখানে যেয়ে বেশ মজা পেয়েছিলাম। আর মনটাও ভরে গিয়েছিল। যেমন সুন্দর সেখানকার প্রকৃতি তেমনি করে সুন্দর সেখানকার দৃশ্য গুলোও। যা রিসোর্টটিতে প্রবেশ করার পথ থেকেই শুরু হয়েছে।

image.png

image.png

image.png

এখানকার প্রকৃতিকে দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। তবে এখানকার এমন সুন্দর প্রকৃতিকে ঘুরে ঘুরে দেখার জন্য কিন্তু এখানে রাখা হয়েছে বিভিন্ন রকমের যানবাহন, ঘোড়ার গাড়ী, স্পিডবোড ইত্যিাদি। যে গুলোতে ভ্রমন করে যে কেউ পুরো সুবর্ণগ্রাম রিসোর্টটি ঘুরে দেখতে পারে। দেশের এই প্রান্ত হতে ঐ প্রান্তরের মানুষ গুলো প্রকৃতির এমন প্রকৃতিকে উপভোগ করতে ছুটে আসে এই সুবর্ণগ্রাম রিসোর্টের সৌন্দের্য উপভোগ করতে। তাই আমরাও সেদিন গিয়েছিলাম একটু প্রকৃতিকে সামনে থেকে দেখার জন্য।

image.png

image.png

লেকের স্বচ্ছ পানিতে মা ভেসে বেড়া স্বাচ্ছ পানি।তার উপর আমার লেক মাঝে ভোস উঠা বিভিন্ন স্থাপনা সব যেন মনের চোখ কে আরও বেশ শীতল করে দিয়েছি। যতই বেলা গড়াতে শুরু করে ততই যেন এখানের প্রকৃতি তার রূপ করে আরও বেশী পকাশ করতে থাকে। সব মিলিয়ে বেশ দারুন ছিল সুবর্ণগ্রাম রিসোর্ট এর প্রকৃতি । এ দেশে এমন সুন্দর একটি রিসোর্ট আছে সেটা কিন্তু জানা ছিল না। তবে আমি সেখানে বেড়া গিয়ে বেশ আনন্দ পেয়েছিলাম।

image.png

image.png

image.png

দূর দূরান্ত হতে বেড়াতে আসা মানুষ গুলো কিন্তু সুবর্ণগ্রামে বেড়াতে এসে তাদের আনন্দ কে উপভোগ করতে ভুল করেনি। তাই তো তারা রিসোর্ট এর মধ্যে ঘুরতে গিয়ে কোথাও মিস করতে নারাজ। যে করেই হোক ঘুরে দেখতে হবে এখানকার প্রকৃতি। তাই তো দলে দলে মানুষ গুলো প্রকৃতির অপরূপ রূপ কে উপভোগ করার জন্য তাদের সবটুকু দিয়ে ঘুরে বেড়ানোর চেষ্টা করছে।

পোস্টের বিবরন
পোস্টের ধরনফটোগ্রাফি পোস্ট
ডিভাইসVIVO
মডেলVIVO-Y22S
ফটোগ্রাফার@maksudakawsar
স্থানসুবর্ণগ্রাম, বাংলাদেশ

শেষ কথা

জানিনা আমার আজকের ফটোগ্রাফিগুলো আপনাদের কেমন লাগবে। তবে আমি প্রকৃতির এমন রূপ দেখে তো মুগ্ধ আর প্রাণবন্ত। আশা করি আপনাদের সুন্দর সুন্দর মতামত গুলো দিয়ে আমাকে ধন্য করবেন।

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

Screenshot_1.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last month 
 last month 

আপু শেখার কোনো শেষ নেই,যতোদিন যাবে আমরা বাস্তবতার সম্মুখীন হবো আর সেই সাথে আমাদের অভিজ্ঞতাগুলো দিন দিন বেড়ে যাবে।আগে ভাবতাম জীবন অনেক সহজ এবং সুন্দর হবে কিন্তু তা না এখন যতদিন যাচ্ছে আমাদের জীবন ততটাই জটিল হয়ে যাচ্ছে।আর এভাবেই আমরা নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি।মাঝে মাঝে প্রকৃতির সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে।সুবর্ণ গ্রামের অপরূপ সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে গেলো।এরকম সুন্দর জায়গায় গেলে শরীরও মন দিয়ে ভালো হয়ে যায়।অপরূপ সৌন্দর্য ঘেরা একটি পোষ্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

খুব সুন্দর করে মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ

 last month 

ঠিকই বলেছেন আপু যে যত বেশি ধৈর্য ধরে থাকতে পারবে সেই বেশি সফলতা অর্জন করতে পারবে । আর আমার তো ধৈর্যও নাই আমি সফলতা কোনদিন অর্জন করতে পারবও না । আপনি সুবর্ণ গ্রামের অপরূপ কিছু ছবি শেয়ার করেছেন আমার কাছে খুবই ভালো লাগলো ছবিগুলো । যেকোনো রিসোর্ট এ এরকম পানি থাকলে দেখতে ভালো লাগে । আর এই রিসোর্ট এ ওরা দারুন সুন্দর পানির ব্যবস্থা রেখেছে বোট নিয়ে ভেসে বেড়াতে তো আমারই ইচ্ছা করছে । ভালো লাগলো আপু আপনার ছবিগুলো ।

 last month 

আপু পারলে একবার ঘুরে আসেন। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last month 

অনেকদিন পর আপনার মাধ্যমে ঘোড়ার গাড়ি দেখতে পারলাম। আসলে অনেক আগে একবার ঘোড়ার গাড়ি দেখেছিলাম। তবে আপনার মাধ্যমে সুবর্ণ গ্রামের সৌন্দর্য দেখে খুবই ভালো লাগলো। নতুন কোন জায়গায় গেলে নতুন ধরনের অভিজ্ঞতাগুলো তৈরি হয়। তেমনি আপনার অভিজ্ঞতাগুলো পরে ভীষণ ভালো লাগলো। তাছাড়া জায়গাটা সত্যিই অনেক সুন্দর।

 last month 

আপু এত সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last month 

আপু আসলে ওখানে ঘোরাঘুরি ও সুন্দর সময় কাটানোর খুব ভালো একটি জায়গা।সেদিন আসলেই প্রকৃতির এত মনমুগ্ধকর একটি জায়গায় গিয়ে আসলেই মনটি অনেক ভালো হয়ে গেছে। এই জায়গাটি দেখে মনে হবে বাহিরের কোন দেশে ঘুরতে গিয়েছি। কিন্তু আপু একটি কথা আমরা এক সাথেই গিয়েছি। তবে আপনি খুব সুন্দর দৃশ্যগুলো মোবাইলে ক্যাপচার করেছেন। দৃশ্যগুলো দেখতে অসাধারণ লাগছে।সেদিন সেইরকম মজা করতে পারিনি আবারও কোন এক সময় যাবো।ধন্যবাদ আপু ভ্রমণ পোস্টি সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last month 

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last month 

সুবর্ণগ্রাম খুবই সুন্দর একটি পর্যটন কেন্দ্র সেটা জানতাম। তবে সেটা যে এত সুন্দর সেটা জানতাম না। আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে, আজকেই যেতে মন চাইছে। তবে ঈদের পরে সিউর যাবো, ইনশাল্লাহ। ধন্যবাদ।

 last month 

ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60191.28
ETH 3302.01
USDT 1.00
SBD 2.36