জেনারেল পোস্ট- বিশ্বাস || written by@maksudakar ||

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম

বিশ্বাস

fantasy-2861107_1280.jpg

source

শুভ রাত্রি ভালোবাসার আমার বাংলা ব্লগ পরিবার। নিশ্চয় আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ্ বেশ ভালো আছি। তবে ভালো থাকাটা যেন বেশ কঠিন হয়ে দাড়াঁচ্ছে দিনে দিনে। কারন চারদিকের পরিবেশ যেন বিষাক্ত হয়ে উঠছে। মানুষ হয়ে পড়ছে হতাশাগ্রস্থ। মানুষের প্রতি দিন দিন কমে যাচেছ মানুষের মায়া মমতা। আর এই সমস্ত কিছুর মূলেই রয়েছে বিশ্বাস। বিশ্বাস যদি না থাকে তাহলে কোথাও কোন শান্তি পাওয়া যায় না। পাওয়া যায় না স্বস্থিও। আজও চলে আসলাম সকলের সু-স্বাস্থ্য এবং ‍সুন্দর জীবন কামনা করে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগটি পড়ে আপনাদের বেশ ভালো লাগবে।

বিশ্বাস হলো একটি সম্পর্কের মূলমন্ত্র। যেখানে বিশ্বাস নেই সেখানে কোন সর্ম্পক টিকিয়ে রাখাটাই দায়। হোক সেটাবন্ধুত্ব, রক্তের বা ভালোবাসার। সব জায়গায়ই বিশ্বাস থাকাটাই দরকার। মানুষের প্রতি মানুষের বিশ্বাসটাই এখন কঠিন একটি বিষয়। ‍ আজকাল একজনের যেন অন্য কোন মানুষের প্রতি বিশ্বাস থাকছে না। আর এই বিশ্বাস না থাকার কারনে কমে যাচেছ ভালোবাসার বন্ধন গুলোও।< /p>

পৃথিবীতে এমন অনেক স্বামী স্ত্রী রয়েছে যারা অবিশ্বাসের ভিত্তিতে বসবাস করেও পার করে দিচেছ যুগের পর যুগ। হয়তো বিশ্বাসের কারনে তাদের ভালোবাসা গুলোও হয়ে পড়েছে ঠুনকো। তবুও তারা পথ চলে যাচেছ একসাথে। হয়তো বা যদি একের প্রতি অন্যের বিশ্বাসের স্তরটি আরও একটু শক্ত হতো তাহলে তাদের জীবন আরও একটু সুন্দর হতে পারতো। সুন্দর হতে পারতো তাদের এক সাথে পথ চলা। আবার এই বিশ্বাসের কারনেই ভেঙ্গে যাচেছ হাজারও সাজানো সুখের সংসার । নষ্ট হয়ে যাচেছ হাজারও ভালোবাসা।

আজকাল তো বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা গুলো নষ্ট হয়ে যাচেছ একমাত্র বিশ্বাসের কারনে। বিশ্বাস থাকবে কি করে? আজকাল বেড়ে যাচ্ছে মানুষের স্বার্থপরতা। বেড়ে যাচেছ মানুষের লোভ আর চাহিদা। আগের দিনে একজন বন্ধুর অন্য বন্ধুর জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করতো না। কিন্তু আজকাল তো জীবন দিবে দূরের কথা বরং বন্ধু হয়ে বন্ধুর জীবন নিতে কুন্ঠাবোধ করে না। ‍আজকাল বন্ধু গুলো এমন হয়ে গেছে যে তাদের কে কোন ভাবেই যেন বিশ্বাস করা যায় না। যদিও বিশ্বাস করে কোন বন্ধুর জন্য কিছু করা হয় পরবর্তীতে সেই সে বিশ্বাসের অবমাননা করে। আর সেটা যদি হয় কোন আর্থিক বিষয় তাহলে তো কথাই নেই। সে তো বন্ধুত্ব হারাবেই, সাথে হারাবে বিশ্বাস আর আত্নসস্মান।

আজকাল আমাদের চারপাশে এমন কিছু মানুষ দেখা যায় যারা শুধু স্বার্থের কারনে কাছে আসে। কিন্তু তাদের ব্যবহারে বুঝার উপায় থাকে না যে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য কাছে এসেছে। তাদের সাথে চলাফেরা করলে বুঝা যায় যে তারাই আমাদের সবচেয়ে কাছের মানুষ। এমন মনে হয় যে তারা আমাদের জন্য তাদের জীবন কেও বাজি রাখতে পারে। আর আমরা আমাদের অন্ধ বিশ্বাসের কারনে সেই সমস্ত মানুষ গুলো কে এতটাই বিশ্বাস করি যে তাদের উপকারে নিজেদের সবকিছু বিসর্জন করতেও দ্বিধা বোধ করি না। আর এতো বিশ্বাস করা মানুষটি যখন আমাদের সাথে বিশ্বাস ঘাতকতা করে তখন আমরা হয়ে পড়ি হতাশাগ্রস্থ।

আর তাইতো আজকাল বিশ্বাস টাই হয়ে গেছে আমাদের কাল। আমরা যে কাকে বিশ্বাস করবো সেটাই বুঝে উঠতে পারি না। কারন জীবনে হোচঁট খেতে খেতে আমাদের অবস্থা এমন হয়ে পড়েছে যে আমরা আজকাল কাউকে বিশ্বাস করতেই ভয় পাই। কারন আজকাল মানুষ গুলো এমন যে, কে যে ভালো , কে যে বিশ্বাসী, আর কে যে আপন সেটাই তো বুঝা যায় না। তাহলে আমরা মানুষ কে বিশ্বাস করবো কি করে? আমরা যে ঘর পোড়া মানুষ। একবার যখন চুন খেয়ে মুখ পুড়েছে তখন তো দই দেখলে ভয় লাগবেই। তাই তো আজকাল আমাদের কাছে বিশ্বাস শব্দটি যেমন অনেক কঠিন, তেমনি অনেক মূল্যবানও।

আজ এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোন পোস্ট নিয়ে নতুন ভাবে আপনাদের কাছে। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ? আপনাদের মূল্যবান মন্তব্যের আশায় রইলাম। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।

❤️ধন্যবাদ সকলকে❤️

image.png

আমার নিজের কিছু কথা

384549715_171479776007493_3210441826564088767_n.jpg
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। আমি একজন বাংলাদেশী নাগরিক। পেশাগত জীবনে আমি একজন চাকরি জীবি এবং গৃহীনি। সেই ছেলেবেলা হতেই আমি গল্প আর কবিতা লেখার চেষ্টা করে আসছি। অনলাইন প্লাটফর্মে কাজ করা আমার যেমন সখ, তেমনি ভাবে নিজেকে কিছুটা স্বচছতার মধ্যে পরিচালিত করাও আমার প্রতিজ্ঞা। সেই ছেলেবেলা হতেই গান বেশ ভালোবাসি। গান শুনতে ও গাইতে আমি বেশ পছন্দ করি। সেই সাথে পছন্দ করি গল্প কবিতা লিখতে। আমি ভিডিও এডিটিং সহ অনলাইন প্লাটফর্মের নানাবিধ কাজ করতে পারি। মাঝে মাঝে গলা ছেড়ে গান করতে বা গান রেকডিং করা আমার এক সময়ের বেশ জনপ্রিয় সখগুলোর একটি। তবে ইচ্ছে আছে নিজের দক্ষতা কে আরও বেশী বৃদ্ধি করে নতুন নতুন কাজ নিজের আয়ত্বে আনা। অবশ্য আল্লাহ যদি চান। ভালোবাসি প্রাণপ্রিয় মাকে। ‍যিনি মহান আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন ওপারে। তবে জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো আমার প্রাণপিয় মাকে নিজের ভালোবাসার কথা বলতে না পারা। সবার কাছে আমার জান্নাতি মায়ের জন্য দোয়া চাই ।

আমার ব্লগটির সাথে থাকার জন্য ধন্যবাদ

image.png

image.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

আপু বিশ্বাস জিনিসটা আমাদের জন্য সবারই জরুরি। তবে এই বিশ্বাস করা কঠিন আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। আবার বিশ্বাস ছাড়া ও কিছু করা সম্ভব নয়।যাইহোক জীবনে চলতে হলে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে।তবে এযে বললেন আমরা কপাল পোড়া।চুন খেয়ে মুখ পুড়লে দই দেখে ভয় লাগা স্বাভাবিক। ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন ।

 11 months ago 

অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন আপু। ধন্যবাদ আপু এভাবে মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 11 months ago 

অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে। আসলে একটি মানুষের উপর বিশ্বাস না থাকলে যে কোন সম্পর্ক টিকে রাখা যায় না। বিশ্বাস করা ভালো কিন্তু আবার অন্ধবিশ্বাস ভালো নয়। বিশ্বাস করেও ঠকতে হয়। আর এখন তো মানুষ স্বার্থের পাগল নিজের স্বার্থের জন্য অনেক কিছু করে। ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মাঝে মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলেই মানুষ স্বার্থের পাগল। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 11 months ago 

আসলে এখন কিন্তু কাউকে বিশ্বাস করা যায় না, কারণ মানুষের এক মিনিটও সময় লাগে না বিশ্বাস ভেঙে ফেলতে। তবে বিশ্বাসটা আমাদের মধ্যে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়, আমরা যাকে অনেক বেশি বিশ্বাস করি সে আমাদেরকে ঠকায়। আপনি বাস্তবিক একটা টপিক নিয়ে আজকের পোস্ট লিখেছেন দেখে পড়তে ভালো লেগেছে।

 11 months ago 

ভাইয়া চেষ্টা করেছি কিছু বাস্তব কথা কে তুরে ধরার। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 11 months ago 

দুনিয়াটা এরকম আপু, যেখানে মানুষের কোন বিশ্বাস নেই। আর যে সমস্ত মানুষগুলো আপনার নিকটস্থ হবে অবশ্যই তার স্বার্থ রয়েছে। স্বার্থ ছাড়া কেউ কখনো আপনার আপন হতে আসবে না। আপনি বিশ্বাস করবেন কাকে, যখন সে স্বার্থ উদ্ধার করবে তখন প্রিয়জন। আর যখন স্বার্থ উদ্ধার হয়ে যাবে তখন আপনার আর তার প্রয়োজন নেই।

 11 months ago 

দারুন লিখেছেন কিন্তু। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 11 months ago 

বিশ্বাস সব মানুষের যেমন সব মানুষকে করতে পারে না, তেমনি বিশ্বাস সব মানুষ রাখতেও পারে না। আপনি আজকে পুরো পোস্টটা বিশ্বাস নিয়ে লিখেছেন এই বিষয়টা দারুন লেগেছে আমার কাছে। আসলে এখন বিশ্বাস করা যায় না মানুষকে, কারণ মানুষ বিশ্বাস ভাঙতে দেরি করে না। আপনার লেখার পোস্ট বেশ দারুন ছিল।

 11 months ago 

দোয়া রাখবেন আপু আমি যেন আরও ভালো লিখতে পারি। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 11 months ago 

বিশ্বাস নিয়ে চমৎকার একটি পোস্ট শেয়ার করলেন। পড়ে ভীষণ ভালো লাগলো।খুব সত্যি কিছু কথা লিখেছেন আপু।এটা সত্যি বিশ্বাস ছাড়া কোন সম্পর্ক ই আসলে টিকে না।এই বিশ্বাস একবার উঠে গেলে কারো উপর থেকে তখনই দই দেখলে ও ভয় লাগবে আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 
 11 months ago 

আসলে যেকোনো সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর ভিত্তি করে। কিন্তু বর্তমানে কাউকে বিশ্বাস করা খুবই কঠিন। কারণ বেশিরভাগ মানুষ বিশ্বাসের মর্যাদা দেয় না। একটা সময় ছিলো মুখের কথা বিশ্বাস করে মানুষ ধন সম্পদ পর্যন্ত লিখে দিতো। আর বর্তমানে কাউকে বিশ্বাস করলে,সুযোগ পেলেই ক্ষতি করে ফেলে। তাই দিনদিন বিশ্বাস নামক শব্দটা উঠে যাচ্ছে আমাদের জীবন থেকে। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 63441.26
ETH 2477.91
USDT 1.00
SBD 2.64