জেনারেল রাইটিং:-"কান্নায় অনন্ত সুখ আছে তাইতো কাঁদতে এত ভালবাসি"

in আমার বাংলা ব্লগ12 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার রহমতে । আমিও আছি আপনাদের দোয়ার বরকতে জীবন নিয়ে ভালোই। দিন যায় কথা থাকে। দিন কিন্তু সত্যি সত্যি চলেই যাচ্ছে। চলে যাচ্ছে সময়। সময় কখন আসে আর কখনই বা যায় সেটা টেরই পাই না। তাই ব্যস্ততার পরিমানও দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আজকাল যেন জীবনের সাথে যুদ্ধ করেই জীবন পার করতে হচ্ছে। তবুও সময় করে বসে পড়লাম আপনাদের জন্য একটু লেখালেখি করার জন্য। আমি আশা করি আজকের ব্লগ আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। সব সময় চেষ্টা করি ভালো ভালো ব্লগগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

fall-8338751_1280.jpg

Source

জীবন এক কঠিন অধ্যায়। হাসি কান্না আর আনন্দের মাঝেই কেটে যায় জীবনের দিনগুলো। আর এই কেটে যাওয়া দিন গুলোর মাঝেই লুকিয়ে থাকে মানুষের সাফল্য আর ব্যর্থতা। কিন্তু জীবন চলার পথে সেই জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানুষকে অতিক্রম করতে হয় এক অদ্ভুত জীবন। যে জীবনে মানুষ একধারে টক মিষ্টি আর ঝাল সব কিছুর সাধ একত্রে গ্রহণ করে থাকে।মানুষ যদি তার এক জীবনের হিসাব এক সাথে বসে হিসাব করতে বসে তাহলে দেখা যাবে যে তার জীবনে সুখের চেয়ে দুঃখ আর না পাওয়ার বেদনাটাই বেশী। কারন মানুষের চাহিদার কোন শেষ নেই। কে যে কিসে সুখী মানুষ নিজেও জানেনা। কারন আজকাল তো মানুষের শুধু চাই আর চাই। এটা পাই তো ওটা চাই। এমন করেই চলছে মানুষ।

পৃথিবীতে হাজারও মানুষ আছে যারা কিনা তাদের দুঃখ গুলোকে সুখে রূপান্তর করে মানুষের মাঝে হাসি মুখে দিন কাটায়। হয়তো বা রাতের আধাঁরে বালিশের উপর হৃদয়ে জমে থাকা হাজারও কষ্টগুলোকে কান্নার নোনা জলে ভিজিয়ে দিয়ে বুকের কষ্টগুলোকে দূর করে দেয় নিমিষেই।আর একমাত্র কান্নাই কিন্তু মানুষের মনের কষ্টগুলোকে দূরে সরিয়ে কিছুটা আনন্দ দিতে পারে।

শুধু আমি নয়, আপনারাও লক্ষ্য করে দেখবেন যে প্রচুর কষ্ট বুকে নিয়ে যদি নিরবে কিছুটা সময় চোখের জলে বুক ভেজানো যায় তাহলে কিন্তু বুকের ভিতরে এক অন্য রকমের শান্তির অনুভূতি জেগে উঠে। তাই তো কষ্টগুলোকে দূর করার জন্য মাঝে মাঝে চোখের পানিতে বুকটাকে একটু শান্ত করতে হয়।

লক্ষ্য করলে দেখা যায় যে আমরা যদি আমাদের মনের দুঃখগুলোকে এর কাছে তার কাছে বলে বেড়াই। অথবা কারও সাথে শেয়ার করি। তখন আমাদের কে সারা জীবনের জন্য সেই মানুষটির কাছে ছোট হয়ে থাকতে হয়। আর নিজের কষ্টগুলোর কথা তখন একজনের কাছ থেকে ছড়িয়ে পড়ে হাজারও মানুষের কাছে। এতে কি আমাদের কোন ফায়দা হয়? না আমার মনে হয় না। আমার মনে হয় এতে করে আমরা সমাজ আর মানুষের কাছে ছোট হয়ে থাকি।

আর এসব কারনেই আজকাল আমি কাঁদতে ভালোবাসি। রাতের আধাঁরে যখন সমস্ত পৃথিবী ঘুমিয়ে পড়ে তখন কেন জানি বুকের কষ্টগুলো কান্না হয়ে ঝড়ে পড়ার জন্য তাড়াহুড়া করে। আর তাই তো আমি নিস্তব্দ রাতের আধাঁরে চোখের কান্নায় বুক ভাসিয়ে নিজের বুকে জমে থাকা কষ্টগুলোকে উপলব্দি করি।উপলব্দি করি কান্নার অনুভূতি আর ভালোবাসা। অনুভব করি কান্না গুলো কেমন করে ঝড়ে পড়ে হৃদয়টাকে শান্ত করে দেয়। আর তাই তো আমি মনি করি কান্নায় অনন্ত সুখ আছে তাইতো কাঁদতে এত ভালোবাসি।

জানিনা কেমন লাগলো আমার আজকের টপিকটি। আশা করি আমার মত করে আপনারাও কাঁদতে অনেক অনেক ভালোবাসেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। আর নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন।

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  
 12 days ago 

1000010995.jpg

1000010994.jpg

1000010751.jpg

 11 days ago 

আপু দারুন লিখেছেন কিন্তু। আপনার আজকের পোস্ট পড়ে মুগ্ধ না হয়ে পারলাম না। আসলে পৃথিবীতে এখন কান্নায় সুখ বেশী। আর তাই তো অনেক মানুষই বেশী বেশী কান্না করতে ভালোবাসে। এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 11 days ago 

ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 11 days ago 

সত্যি কথা আপু কাঁদলে মনটা হালকা ও হয়।আমিও মন খারাপ হলে কাঁদি।মনটাকে হালকা করি কান্না করে।মানুষ কে মনের কথা বলে কি কোন লাভ হয়।কোন লাভ নেই।তাই কেঁদে মনটাকে হালকা করাই ব্যাটার।

 11 days ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 11 days ago 

এটা ঠিক বলেছেন আপু জীবন একটি কঠিন অধ্যায়। আর জীবনের সমীকরণটাও অনেক কঠিন। তবুও আমাদের সবকিছু মেনে নিয়ে ভালো থাকার চেষ্টা করতে হয়। মাঝে মাঝে মনে হয় জীবনের সমীকরণটা আরেকটু সহজ হলে ভালো হতো।

 11 days ago 

আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.27
JST 0.041
BTC 97670.77
ETH 3608.66
SBD 2.25