একগুচ্ছ অনু কবিতা-মনের মাঝে ইচ্ছে যত || Original Poetry by @maksudakawsar||
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।
অনু কবিতা কি বা কাকে বলে হয়তো আগে জানতাম না। বুঝতাম না কি করে লেখবো মনের ভিতর লুকিয়ে থাকা কবিতার লাইনগুলো।কিন্তু প্রিয় এই কমিউনিটিতে কাজ করে জানতে পারলাম যে অনু কবিতা কি। মাঝে মাঝে নিজের মনের গভীর হতেই ভেসে আসে অনেক সুন্দর কিছু ছন্দ কথা। আর সেই ছন্দ কথা গুলোকে নিজের মত করে গুছিয়ে লেখা গুলোই হয়তো অনু কবিতা। আর আজ তাই বিভিন্ন সয়য়ে নিজের মনের মাঝে লুকিয়ে রাখা কিছু অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করতে ইচ্ছে হলো। দেখুন তো কেমন হলো আমার অনু কবিতা গুলো।
.png)
মাঝে মাঝে হৃদয় মাঝে জমে থাকে হাজারও কথা আর আবেগ। যা হয়তো বা কোথাও প্রকাশ করা যায় না। কখন যে সে কথাগুলো বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে সেটা বোঝার উপায়ও কারও নেই। কারন সেই কথা গুলো থাকে একান্ত নিজের। থাকে নিস্তব্দ। আর এমন হাজারও কথা গুলোই মাঝে মাঝে কবিতা বা অনু কবিতা হয়ে ঝড়ে পড়ে কোন সাদা কাগজের পাতায়। তাই আজ আমি মনের তেমনি কিছু কথা নিয়ে আমার অনু কবিতাগুলো শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে।
মেঘের দেশে ভাসিয়ে দিলাম,
মনের যত কষ্ট গুলো,
ভালোবাসায় মুছে দিলাম,
মিছে সব আবেগ গুলো ।।
হৃদয় দিয়ে বাসবো ভালো,
দেখবে তোমার দুটি চোখ,
সত্যিকারের আবেগ দিয়ে,
ভরবো তোমার হৃদয় বেশ।।
নীল আকাশের মেঘের ভেলায়,
আছে পরম সুখ,
পৃথিবীতে দুঃখ ছাড়া,
পেলাম না কো সুখ ।।
মেঘের ভেলায় ঘুরে ফিরে,
মনের মাঝে স্বপ্ন জাগে,
স্বপ্নের মাঝে হারিয়ে আমি,
নতুন করে বাঁচতে শিখে।।
চাইনা আমি মিথ্যে আশা,
মিথ্যে ভালোবাসা,
নিজের জীবন নিজে গড়বো,
গড়বো নতুন বাসা।।
ভালোবাসার কথা বলে,
যারা দিল ফাঁকি,
তাদের জন্য নেইকো মায়া,
ঘৃণা নিয়ে বাচিঁ।।
তোমার চোখের পানে,
হারাতে চাই বারবার,
তোমার হৃদয় কে নিয়ে,
স্বপ্ন বুনি হাজার বার ।।
হারাতে দিব নাকো কভু তোমায়,
রাখিবো বাধিয়া হৃদয়ের কুঠিরে,
থাকিবো মোরা জনম জনম ধরে,
সুখেরই এই ভুবনে।।
তোমার ভালবাসাকে যত্নে রেখে,
কত রাত কাটিয়েছি মনের কষ্টে,
তোমারই প্রতীক্ষায় কাটিয়ে নিশি,
আজও ওগো চোখ মেলে অপেক্ষায় থাকি ।।
তোমার ভালোবাসায় রাঙানো সেই মন,
আজও দেখে মনে মনে তোমারই স্বপন,
তোমার দেওয়া শত আঘাত পেয়ে,
হৃদয়টা হয়ে গেছে সর্বনাশী ।।

শেষ কথা
শেষ কথা
জানিনা কেমন লাগলো আমার আজকের অনু কবিতা গুলো আপনাদের সবার কাছে। যদি আজকের অনু কবিতা গুলো আপনাদের মনটাকে এতটুকু ছুঁয়ে দিতে পারে তাহলেই কিন্তু আমি স্বার্থক। আপনাদের মতামত জানার অপেক্ষায় থেকে শেষ করছি।
পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা |
---|---|
ক্যামেরা | Vivo y18 |
পোস্ট তৈরি | @maksudakawsar |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/maksudakawsar/status/1917919258266505261
https://x.com/maksudakawsar/status/1917919399518015845
https://x.com/maksudakawsar/status/1917920423226007867
https://coinmarketcap.com/community/post/357952988
অনেক সুন্দর কিছু অনু কবিতা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। এক একটি কবিতা এক এক রকম আবেগ প্রকাশ করেছে। তবে আমার শেষের তিনটি কবিতা সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনি অনেক সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।
অনেক অনেক ধন্যবাদ আপু।