স্পোর্টস পোস্ট-  বিশ্বকাপের বাছাই পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্জেন্টিনা||sports post by@maksudakawsar ||

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম

বিশ্বকাপের বাছাই পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্জেন্টিনা

1.png

source

শুভ রাত্রি ভালোবাসার আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সকলকে। সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ। খেলা বা বিনোদন যাই বলি না কেন আমাদের জীবনে কিন্তু অনেক গুরুত্ব বহন করে। আর গুরুত্ব বহন করে বলেই কিন্তু আমরা এসব মাধ্যম থেকে কিছুটা আনন্দ উপভোগ করতে পারি। তাই তো সময়ে সময়ে আমরা আমাদের সকল দুশ্চিন্তার গ্লানি থেকে নিজেকে একটু আনন্দ দিতেই খুঁজে ফিরি বিনোদনের মাধ্যম। সে যাই হোক আর্জেন্টিনার খেলা হবে আর আমার ঘরে টিভি চলবে না তাতো হবার নয়। হোক সেটা ভোট ৫.০০টা কি ভোর ৩.০০ টা। আর তাই তো আজও প্রিয় দলের খেলা দেখতে ভোর ৫.০০ টায় ঘুম থেকে জাগতে হলো। আর উপভোগ করলাম প্রিয় দলের নজর কারা সেই খেলা। বন্ধুরা আজও আমি আপনাদে মাঝে আরও একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করি টাইটেল দেখে এতক্ষনে আপনারা বুঝে গেছেন যে আজ আমি কি পোস্ট করতে যাচিছ। তাই না?

Screenshot_12.png

source

আগের দিনই কোচ লিওনেল স্কালোনী জানান দিয়েছিলেন ম্যাচের শুরুর দিকে দেখা নাও মিলতে পারে লিওনেল মেসির। হলোও তাই। তবে বুয়েনাস এ্যারিসের এ্যাসতাদিও মনুমেন্টাল স্টেডিয়াম প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার জয়ে কোন বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মিলেছে ১-০ গোলের জয়। যদিও ব্যবধানটা হতে পারতো আরও বেশী। ম্যাচের শুরুতে মাত্র তিন মিনিটের মাথায় রদ্রিগো ডি-পল এর কর্ণার কিক, সেখান থেকে সরাসরি বল দিয়ে গোল আদায় করে নেন নিকোলাস ওটা মেন্ডি। আর এনে দেয় ম্যাচের পার্থক্য।

Screenshot_5.png

source

ম্যাচের ৩৭.০০ মিনিটে নিকোলাস গঞ্জালেসের হেড অসাধারন দক্ষতায় ফিরিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক। তবে হাফ টাইমের বাশিঁ বাজার সামান্য আগে বড় মিস টা করেন মিড ফিল্ডা রদ্রিগো ডি-পল। জোড়ালো শট সামান্য অবহেলায় বাধাঁ পেয়ে ফিরে আসে গোল বার থেকে। পুরো প্রথমার্ধ লড়াইটা জমেছে শুধুই আর্জেন্টাইন আক্রমনে। সমস্ত মাঠ জুড়েই ছিল শুধু আর্জেন্টাইন প্লেয়ারদের আক্রমন আর আক্রমন।

Screenshot_7.png

source

দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য একটা জোড়ালো আঘাত করে বসে প্যারাগুয়ে। ‍উইংগার রেমন সোসার এর জোড়ালো শট ফিরিয়ে দেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের পর যার জন্য আজ পর্যন্ত একটি গোলও হজম করতে হয়নি আর্জেন্টিনার। ক্লিনসিটের কৃতিত্বটা তাই দিতেই হয় মার্টিনেজ কে।

Screenshot_5.png
source

এরপরই স্থানীয় দর্শকদের উচ্ছাসে মাতিয়ে আলভারেজের পরিবর্তে মাঠে নামেন আর্জেন্টাইন সুপার ষ্টার লিওলেন মেসি। তবে প্রথমার্ধের মত আক্রমনটা অত ধাঁরালো না হলেও দ্বিতীয়ার্ধের আক্রমনে রাজ করেছেন মেসি।৭৬.০০ মিনিটের মাথায় অল্পের জন্য কর্ণার থেকে গোল মিস করেন বিশ্বকাপানো এই তারকা। ইনজুরি টাইমে ফ্রিকিক থেকে পোস্টের কোল ঘেষে আরও একবার গোল মিস হয় মেসির। কিন্তু তবুও জয় থেকে ছিটকে পড়েননি টিম মেসি বাহিনী। জয়ের মালা তুলে নেন টিম আর্জেন্টিনা।

Screenshot_6.png

source

তারপরও ‍পুরো ম্যাচ খেলে ৩.০০ পয়েন্ট তুলতে কষ্ট করতে হয়নি মেসি বাহিনী কে। আর এর মধ্যে পুরো বিশ্বকাপ বাছাই পর্বে তিনটি ম্যাচ খেলে ৯.০০ পয়েন্ট তুলে নিয়েছে মেসি বাহিনী। যার কারনে মেসি বাহিনীই পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে বিশ্বকাপ বাছাই পর্বে। আর এই জয়ের স্বাদ নিয়েই পরের ম্যাচ খেলতে যাবে টিম আর্জেন্টিনা।

Screenshot_9.png

source

আজ এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোন পোস্ট নিয়ে নতুন ভাবে আপনাদের কাছে। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ? আপনাদের মূল্যবান মন্তব্যের আশায় রইলাম। সবাই ভালো থাকবেন ।

পোস্টের বিবরন
পোস্টের ধরনস্পোর্টস
ডিভাইসvivo-y22s
পোস্ট তৈরি@maksudakawsar
স্থানঢাকা, বাংলাদেশ
স্কিন শটyoutube channel

আজ এখানেই শেষ করছি। আবার আসবো আপনাদের মাঝে নতুন করে নতুন কোন ব্লগ নিয়ে। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। কেমন লাগলো আমার আজকের ব্লগটি? আপনাদের সুন্দর সুন্দর মতামতের অপেক্ষায় রইলাম।

image.png

আমার নিজের কিছু কথা

384549715_171479776007493_3210441826564088767_n.jpg
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। আমি একজন বাংলাদেশী নাগরিক। পেশাগত জীবনে আমি একজন চাকরি জীবি এবং গৃহীনি। সেই ছেলেবেলা হতেই আমি গল্প আর কবিতা লেখার চেষ্টা করে আসছি। অনলাইন প্লাটফর্মে কাজ করা আমার যেমন সখ, তেমনি ভাবে নিজেকে কিছুটা স্বচছতার মধ্যে পরিচালিত করাও আমার প্রতিজ্ঞা। সেই ছেলেবেলা হতেই গান বেশ ভালোবাসি। গান শুনতে ও গাইতে আমি বেশ পছন্দ করি। সেই সাথে পছন্দ করি গল্প কবিতা লিখতে। আমি ভিডিও এডিটিং সহ অনলাইন প্লাটফর্মের নানাবিধ কাজ করতে পারি। মাঝে মাঝে গলা ছেড়ে গান করতে বা গান রেকডিং করা আমার এক সময়ের বেশ জনপ্রিয় সখগুলোর একটি। তবে ইচ্ছে আছে নিজের দক্ষতা কে আরও বেশী বৃদ্ধি করে নতুন নতুন কাজ নিজের আয়ত্বে আনা। অবশ্য আল্লাহ যদি চান। ভালোবাসি প্রাণপ্রিয় মাকে। ‍যিনি মহান আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন ওপারে। তবে জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো আমার প্রাণপিয় মাকে নিজের ভালোবাসার কথা বলতে না পারা। সবার কাছে আমার জান্নাতি মায়ের জন্য দোয়া চাই ।

আমার ব্লগটির সাথে থাকার জন্য ধন্যবাদ

image.png

image.png

Sort:  
 last year 

মার্টিনেজ আসলেই দুর্দান্ত একজন গোলকিপার। এমন একজন গোলকিপার দলে থাকলে জয়টা অনেকখানি নিশ্চিত থাকে এমনিতেই। তবে ডি পল এমনিতে দারুণ খেলে। আমার খুবই ভালো লাগে ডি পলের খেলা। যাইহোক এই ম্যাচে তাহলে মেসি নেমেছিল। আপনি আসলেই আর্জেন্টিনার ডাই হার্ট ফ্যান। তাইতো এতো রাত জেগে বাছাই পর্বের খেলা দেখেছেন। যাইহোক আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে, এটা জেনে খুব ভালো লাগলো। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

ধন্যবাদ ভাই আমার পোস্টি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 11 months ago 

খেলাধুলা তোমন একটা দেখা হয় না ব্যস্ততার কারণে। আর সেজন্য এই নিউজটিও পাইনি। তবে আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম যে বিশ্বকাপের বাছাই পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্জেন্টিনা।বিষয়টা যেন খুব ভালো লাগলো আপু।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 11 months ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।

 11 months ago 

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66070.34
ETH 2691.62
USDT 1.00
SBD 2.88