জেনারেল পোস্ট- স্বপ্ন পূরণ 5000 Steem Power | Achievement Dolphin | 1x Dolphin 🐬 || written by@maksudakar ||

in আমার বাংলা ব্লগ8 months ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? ভালো আছেন তো আপনারা সবাই? আমি কিন্তু বেশ আছি। তাইতো আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে। সফলতার কিছু কথা নিয়ে। জীবনে সফলতা খুব বেশী ধরা দেয় না। আর তাইতো সফলতার গন্ধ পেলেই কেমন যেন মনটা নেচে উঠে। আনন্দে মেতে উঠে মন আর হৃদয়। ইচেছ হয় এমন সকলের মাঝে আনন্দটা ভাগাভাগি করে নিতে। আর তাইতো তেমন একটি আনন্দ আজ আপনাদের মাঝে ভাগাভাগি করে নিতে চলে আসলাম। চলে আসলাম জীবনের প্রথম Dolphin পাওয়ার মূহূর্তটা শেয়ার করতে। ভাবলাম আমি কেন একা একা আনন্দ উপভোগ করবো? আপনাদের সাথে না হয় কিছুটা ভাগ করে নেই।

Add a heading (1).png

source

স্বপ্ন পূরণ 5000 Steem Power

সেই ২০২২ সালের জুন মাসের দিকে আমার বাংলা ব্লগের সাথে পথ চলা। প্রথম দিকে পাওয়ার আপ বিষয়ে লেভেল- ২ এর লেকচারে পড়েছিলাম। তারপর সবাই দেখতাম পাওয়ার আপ করে। কিন্তু আমি ততটা পাওয়ার আপ সম্পর্কে বুঝতে পারিনি। তাই বিষয়টি এতটা গুরুত্বও দেই নি। কিন্তু ধীরে ধীরে যখন লেভেল গুলো অতিক্রম করা শুরু করলাম তখন বুঝতে পারলাম আসলে পাওয়ার আপ না করলে কোন ভাবেই এই প্লাটফর্মে টিকে থাকা সম্ভব নয়। তাই আমিও সিদ্ধান্ত নিলাম পাওয়ার আপ করার।

আর সেই থেকেই পাওয়ার আপের সাথে আমার পথ চলা। ধীরে ধীরে পাওয়ার আপ করতে করতে এক সময় আমি নিজেই আমার একাউন্টের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেলাম। হতবাক হয়ে গেলাম আমার একাউন্টের Steem Power এর দিকে তাকিয়ে। দেখলাম ধীরে ধীরে আমার একাউন্টের Steem Power এর পরিমান বৃদ্ধি পেতে থাকলো। সেই থেকে আমার পাওয়ার আপ করার আগ্রহ অনেক বেড়ে গেল। ভাবলাম যে করেই হোক নিজের একাউন্টের শক্তি আমাকে অনেক বৃদ্ধি করতেই হবে। আর তা না হলে আমি ভালো কোন কিউরেশন পাবো না। তাই যেই ভাবনা সেই কাজ। আমি পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রাখলাম।

এদিকে আমাদের কমিউনিটির ফাউন্ডার @rme দাদার তত্ত্বাবধায়নে আমাদের সবার প্রিয় @rex-sumon ভাই আয়োজন করলো পাওয়ার আপ প্রতিযোগিতার। সেই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সিজন-২ তে নিজের একাউন্টের Steem Power কে বাড়িয়ে নিয়েছিলাম ২০২২ সালেই। কিন্তু প্রথম ডলফিন পাওয়ার যে এত টা কষ্ট সেটা বুঝতে পারলাম না। তাই সিদ্ধান্ত নিলাম পাওয়ার আপ সিজন-৩ থ্রিতে আমি ৫০০০ Steem Power সংগ্রহ করবোই। তাই পাওয়ার আপ সিজন-৩ এর জন্য এবং প্রথম ডলফিন অর্জন করার জন্য ৫০০০ Steem Power অর্জন করার টার্গেট নিলাম।

ধীরে ধীরে আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকলাম। আর আমার টার্গেট পূরন করার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আপাততঃ আমার একাউন্ট থেকে কোন টাকা তুলবো না। আর করলামও তাই। আজ অবদি আমি Steemit Platfrom হতে কোন অর্থই তুলিনি। শুধু মাত্র স্বপ্ন পূরণের জন্য প্রতি সপ্তাহে পাওয়ার আপ করে চলেছি।আর এভাবেই এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। কিন্তু ঐ যে বললাম সফলতা আমার কাছে খুব সহজে ধরা দেয় না। জীবনে আমার কাছে যত সফলতা এসেছে তার মধ্যে ছিল হাজারটা বাধা বিপত্তি। কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সফলতা আমি অর্জন করেই তবে শান্ত হই।

নিজের ছোট বোন @mahfuzanila কে আমার বাংলা ব্লগে জয়েন করালাম। কিন্তু এখানে কাজ করে যে অর্থ উপার্জন করা যায় সেটা সে কিছুতেই বিশ্বাস করতে চায় না। তাই আমি ভাবলাম তাকে পাওয়ার আপ করার পরামর্শ দেই। কিন্তু সে Steem পাবে কোথায়? তাই চিন্তা করলাম আমার নিজের একাউন্ট থেকে কিছু কিছু Steem যদি তাকে দেওয়া যায় তাহলে হয়তো তার কাজের আগ্রহ বাড়বে। আর তাই তো প্রতি সপ্তাহেই নিজের একাউন্ট হতে তাকে কিছু কিছু Steem দিয়ে সহায়তা করেছি। আর এজন্যই ভয়ে ছিলাম হয়তো ডিসেম্বরে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। কিন্তু না অবশেষে গত দু দিন আগে আমার একাউন্টটি পৌঁছে গেল ৫০০০ Steem Power এর দারপ্রান্তে । আর আমি অর্জন করে নিলাম জীবনের প্রথম 1x Dolphin 🐬।

Screenshot_2.png

অবশ্য যদি আমি আমার ছোট বোন কে Steem দিয়ে সহয়তা না করতাম তাহলে হয়তো আরও আগেই আমি আমার লক্ষ্যটায় পৌঁছে যেতে পারতাম। তবুও ডিসেম্বরের আগেই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারায় কেমন যেন ভালো লাগা কাজ করছে নিজের মধ্যে। আর তাই তো ভাবছি পরবর্তী সিজনে আরও বেশী বেশী পাওয়ার আপ করে নিজেকে আরও অনেক দূর নিয়ে যাবো।

তবে জীবনের প্রথম 1x Dolphin 🐬 প্রাপ্তির জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মনিত ফাউন্ডার @rme দাদা কে। যার অনুপ্রেরণা না থাকলে হয়তো আমরা পাওয়ার আপ করার আগ্রহটাই পেতাম না। ধন্যবাদ প্রিয় @rme দাদা। আমি কৃতজ্ঞ আমাদের আমার বাংলা ব্লগের কো ফাউন্ডার , এডমিন, মডারেটর সহ সর্বস্তরের সকলের প্রতি। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের সবার প্রিয় @rex-sumon ভাইয়াকে। যার অক্লান্ত পরিশ্রমের ফসল হলো পাওয়ার আপ প্রতিযোগিতা। আমি আরও ধন্যবাদ জানাতে চাই আমরা বাংলা ব্লগের সকল ইউজারদের কে। যাদের উৎসাহ না পেলে আমি হয়তো আজকের 1x Dolphin 🐬 অর্জন করতে পারতাম না।

image.png

আজ এখানেই রাখছি। আগামীতে আবারও ফিরে আসবো নতুন করে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে। কেমন লাগলো আমার আজকের ব্লগটি? জানার আগ্রহ নিয়ে অপেক্ষায় রইলাম। আশা করি আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে উৎসাহিত করবেন।

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

আমার ব্লগটির সাথে থাকার জন্য এবং ধৈর্য সহকারে আমার ব্লগটি পড়ার জন্য সবাই কে জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সাথে সবার প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

image.png

image.png

Sort:  
 8 months ago 
 8 months ago 

অভিনন্দন

 8 months ago 

সবকিছু ভাই আপনার পরিশ্রমের বহিঃপ্রকাশ। ধন্যবাদ ভাই আপনাকে সবসময় এভাবে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি প্রথম ডলফিন অর্জন করার জন্য। আসলেই এই মুহূর্তটা স্পেশাল। কিছুদিন আগে আমিও প্রথম ডলফিন অর্জন করেছিলাম। তখন সত্যিই খুব ভালো লেগেছিল। আমাদের কমিউনিটির সবাই বেশ হেল্পফুল। আশা করি এভাবেই অনেক দূর এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল। যাইহোক এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

ধন্যবাদ ভাইয়া উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 8 months ago 

ডলফিন ক্লাবে পদার্পণ করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন। প্রতিনিয়ত ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপের মাধ্যমে নিজেকে এভাবে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবেন, সব সময় এই কামনা করি।

 8 months ago 

ধন্যবাদ ভাইয়া উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64153.02
ETH 3205.80
USDT 1.00
SBD 2.63