সিজন-৩, ১১০ স্টিম পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগ8 months ago (edited)

আসসালামু আলাইকুম

সিজন-৩, ১১০ স্টিম পাওয়ার আপ

Add a heading.png

Source
Made By-@maksudakawsar

কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে আমার আজকের ব্লগ শুরু করতে যাচিছ। পাওয়ার আপ কথাটি শুনতেই যেন কেমন লাগে। মনে হয় নিজের ভিতর নতুন করে শক্তি সঞ্চার হচেছ। আর নিজের ভিতর যদি শক্তি সঞ্চারিত হয় তাহলে কেমন যেন একটু অন্য রকমের ভালো লাগা কাজ করে। নিজেকে একটু পাওয়ারফুল মনে হতে থাকে। ঠিক তেমনি করে আমাদের স্টিমিট একাউন্টে যখন কোন শক্তি সঞ্চার করা হয় ঠিক সেই একাউন্টের ও অবস্থা আমাদের মতই হয়। আর আমরাও তখন সেই একাউন্ট নিয়ে ভালো করে কাজ করতে পারি। আর তাই তো পাওয়ার আপ করার জন্য আমি নিজেই একটি টার্গেট গ্রহণ করেছি। আর আমার সেই লক্ষ্য অর্জনের জন্য প্রতি সপ্তাহেই একটি করে পাওয়ার আপ করার চেষ্টা করেই যাচিছ। সিজন-৩ তে ৫০০০ স্টিম পাওয়ার অর্জন করার জন্য আজও আমি একটি পাওয়ার আপ করেছি। যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচিছ।

পাওয়ার আপ করার পর ওয়ালেটের অবস্থা

পাওয়ার আপ করার জন্য প্রথমে স্টিমিট একাউন্টের নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে ওয়ালেটে প্রবেশ করতে হবে।

1.png

এবার স্টিমিট ওয়ালেটে দেখে নিতে হবে যে, এ সপ্তাহে পাওয়ার আপ করার আগে আমার ওয়ালেটে স্টিম এবং স্টিম পাওয়ার এর অবস্থা কি ছিল। এ সপ্তাহে পাওয়ার আপ করার আগে আমার লিকুইড স্টিম ছিল ১১৯.৩৪৪ এবং স্টিম পাওয়ার ছিলো ৪৮৪৭.৮৬৬।

2.png

এবার পাওয়ার আপ করার জন্য ওয়ালেটের লিকুইড স্টিম এর ব্যালেন্স এর পাশে রক্ষিত ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে। দেখা যাবে সেখানে অনেকগুলো অপশন আসছে। সেখান থেকে পাওয়ার আপ অপশনটিতে ক্লিক করতে হবে।

3.png

এখন যে ইন্টারফেইজটি আসবে তাতে এমাউন্টের ঘরে যে পরিমান স্টিম পাওয়ার আপ করা হবে তা লিখতে হবে। যেহেতু এ সপ্তাহে আমি ১১০ লিকুইড স্টিম কে পাওয়ার আাপ করবো। তাই এমাউন্টের ঘরে ১১০ লিখতে হবে। তারপর পাওয়ার আপ অপশনে ক্লিক করতে হবে।

4.png

এখন যে ইন্টারফেইজটি আসবে সেটা ভালভাবে চেক করে নিতে হবে। এরপর সেখানে থেকে ওকে বাটনে ক্লিক করবো।

5.png

এবার যে ইন্টারফেইজটি এসেছে তাতে ইউজার এর ঘরে স্টিমিট আইডি ঠিক আছে কিনা তা চেক করে নিয়ে স্টিমিট এর একটিভ কী দিতে হবে। তারপর সাইন ইন এ ক্লিক করতে হবে। তাহলে হয়ে গেল এ সপ্তাহের ১১০ স্টিম লিকুইড কে পাওয়ার আপ করার কার্যক্রম।

6.png

সাইন ইন করার পর একটি ইন্টারফেইজ আসবে। আর তাতে দেখা যাচ্ছে ১১০ স্টিম লিকুইড এখন পাওয়ার আপ হয়ে গেছে। তাই স্টিম ওয়ালেটের লিকুইড স্টিম আর স্টিম পাওয়ার এর ভ্যালুও পরিবর্তন হয়ে গেছে।

পাওয়ার আপ করার পর ওয়ালেটের অবস্থা
পূর্বের এসপি৪৮৪৭.৮৬৬
পাওয়ার আপ১১০ স্টিম
বর্তমান এসপি৪৯৫৭.৮৭০

আজ এখানেই শেষ করছি। আবার আসবো আপনাদের মাঝে নতুন করে নতুন কোন ব্লগ নিয়ে। সকলের সুস্থ্তা কামনা করে বিদায় নিচ্ছি। কেমন লাগলো আমার আজকের শৈশবের কাহিনী। আপনাদের সুন্দর সুন্দর মতামতের অপেক্ষায় রইলাম।

image.png

আজ এখানেই রাখছি। আগামীতে আবারও ফিরে আসবো নতুন করে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে। কেমন লাগলো আমার আজকের পাওয়ার আপ? জানার আগ্রহ নিয়ে অপেক্ষায় রইলাম। আশা করি আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে উৎসাহিত করবেন।

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW735LWMMgvNdmzY9gdTZLTvQUTjfuGerk7HkVFhydr9py91MzKuGJCHc5dMf2oCskaPxXaG7tSHnDFRpNk7aguG1SQ6oAXaRhaP3L8tnwaXyT.gif

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

আমার ব্লগটির সাথে থাকার জন্য এবং ধৈর্য সহকারে আমার ব্লগটি পড়ার জন্য সবাই কে জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সাথে সবার প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

image.png

image.png

Sort:  
 8 months ago 

পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।আমাদের যদি স্টিমিট প্ল্যাটফর্মে নিজের অবস্থান শক্ত করতে হয় তাহলে পাওয়ার আপ করতে হবে। আপনি যে টার্গেট গ্রহণ করেছেন আমি দোয়া করি আপনি যেন আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেন খুব শীঘ্রই। প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আমার ভীষণ ভালো লাগলো। আপনাকে দেখে ভীষণ অনুপ্রেরণা পেলাম পাওয়ার আপ করার জন্য ।এটি কিভাবে সম্পূর্ণ করতে হয় বিস্তারিত আলোচনা করেছেন। যে কেউ দেখলে পাওয়ার আপ টি শিখে নিতে পারবে। আপনার জন্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

এত সুন্দর মন্তব্য করেছেন যে পড়েই মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 8 months ago 

অনেক বড় এমাউন্ট পাওয়ার আপ করলেন। আসলে পাওয়ার আপ মানে নিজের ক্ষমতা বৃদ্ধি করা। আর নিজের ক্ষমতা যত বৃদ্ধি হবে, তত আপনি সমতা শক্তিমান হবেন। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 8 months ago 

জি ভাইয়া চেষ্টা করে যাচ্ছি প্র্রথম ডলফিনের। ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।

 8 months ago 

বাহ্! আপনি বেশ বড় এমাউন্ট এর পাওয়ার আপ করেছেন আপু। আপনি ১১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৪৯৫৭+ এসপি তে পৌঁছে গেলেন। এতে করে আপনার কাঙ্খিত লক্ষ্য ৫০০০ এসপি অর্জনের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেলেন। আশা করি পরবর্তী সপ্তাহেই আপনি প্রথম ডলফিন অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 8 months ago 

জি সেই মূহূর্তের অপেক্ষায় আছি। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 8 months ago 

পাওয়ার আপের কোন বিকল্প নেই। যত বেশি পাওয়ার তত বেশি সক্ষমতা। দেখতে দেখতে আপু আপনি অনেক গুলো পাওয়ারের মালিক হয়ে গেলেন। এভাবেই পাওয়ার আপ করার মাধ্যমে এগিয়ে যান। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 8 months ago 

জি ভাইয়া তাই তো নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছিন। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 8 months ago 

যে যত বেশি পাওয়ার আপ করবে, সে ততো তাড়াতাড়ি নিজের লক্ষ্য পূরণ করতে পারবে। আপনি ১১০ স্টিম পাওয়ার আপ পোস্ট করে ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন দেখে দারুণ লেগেছে। আপনার পাওয়ার বৃদ্ধি করার অ্যামাউন্ট কিন্তু অনেক বেশি ছিল। আর এই বিষয়টা দেখে আমি খুবই উৎসাহিত হয়েছি।

 8 months ago 

কি করবো বলেন তো আপু? কতই তো চেষ্টা করে যাচিছ প্রথম ডলফিন অর্জন করার। কিন্তু পারছি আর কই। ধন্যবাদ আপনাকে উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

 8 months ago 

আপনি আজকে অনেক বড় এমাউন্টের পাওয়ার আপ পোস্ট করেছেন দেখে খুবই উৎসাহিত হয়েছি আপু। পাওয়ার আপ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রতিনিয়ত পাওয়ার আপ করলে নিজের একাউন্টের ক্ষমতা অনেক বেশি শক্ত করা যায় এবং কি নিজের লক্ষ্যটাও শীঘ্রই পূরণ করা যায়।

 8 months ago 

সত্যিই কিন্তু ভাইয়া পাওয়ার আপ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 8 months ago 

নিজের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আপনি এগিয়ে চলেছেন দেখে খুবই ভালো লাগলো। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে হলে পাওয়ার বৃদ্ধির গুরুত্ব অপরিসীম। এভাবে পর বৃদ্ধি করতে থাকলে আপনার লক্ষ্যে পৌঁছাতে বেশি সময় লাগবে না।

Posted using SteemPro Mobile

 8 months ago 

ধন্যবাদ ভাইয়া উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 8 months ago 

অনেক বড় একটি এমাউন্টের স্টিম পাওয়ার আপ করেছেন ৷ আপনার পাওয়ার আপ পোস্ট দেখে ভীষণ ভালো লাগলো ৷ আসলে পাওয়ার আপ মানেই নিজের অ্যাকাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা ৷ অনেকটাই এগিয়ে গেলেন ৷

 8 months ago 

ঠিক বলেছেন পাওয়ার আপ মানে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 8 months ago 

যত বেশি পাওয়ার আপ ততই নিজের ক্ষমতা বৃদ্ধি। নিজের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে পাওয়ার আপের কোন বিকল্প নেই। বড় একটি এমাউন্ট পাওয়ার আপ করেছেন আপনি। যা দেখে আমার কাছে বেশ ভালই লেগেছে। এভাবে প্রতিনিয়ত পাওয়ার আপ করলে আপনার কাঙ্খিত লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 8 months ago 

জি আপু পাওয়ার আপ করে আমার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে আর বেশী দেরি নেই। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 8 months ago 

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64153.02
ETH 3205.80
USDT 1.00
SBD 2.63