জেনারেল পোস্ট- হাত বাড়ালেই সবাই বন্ধু নয় || written by@maksudakar ||

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

আসসালামু আলাইকুম

প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তবে চারদিকের এমন থমথমে পরিবেশের মধ্যে তো ভালো থাকাটাই অনেক বড় একটি বিষয়। কিন্তু কি করবো বলেন আমাদের তো আর কিছু করার নেই। আমরা শুধু নূীরব দর্শক হয়ে দাড়িঁয়ে দাড়িঁয়ে দেখছি। আর ভিতরে ভিতরে জ্বলছি। ভাবছি সব বাদ দিয়ে শুধু ভর্তা ভোজী হয়ে জীবন পার করে দিবো। তাতে করে যেমন বেচেঁ যাবে তেল, তেমন বেচেঁ যাবে মসলার খরচ। আর তা দিয়ে না হয় ভর্তা জন্য সবজি কিনবো। আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের ব্লগটি পড়ে আপনাদের বেশ ভালো লাগবে।

selfishness-7483517_1280.jpg

source

হাত বাড়ালেই সবাই বন্ধু নয়

বন্ধু একটি শব্দ। আর এই শব্দটি বেশ অর্থবহ। এই শব্দটির অর্থ বুঝার মতো এখন আর তেমন কাউকেই খুঁজে পাওয়া যায় না।খুজেঁ পাওয়া যায় না সত্যিকারের অর্থে জীবন দেওয়ার মত কোন বন্ধুও। আমরা হয়তো খালি চোখে আমাদের চারপাশে কত শত বন্ধু দেখি। আর দেখি তাদের মাঝে লোক দেখানো ভালোবাসা। সত্যিকারের অর্থে এখন কেউ আর স্বার্থ ছাড়া কাউকেই ভালোবাসে না। অথবা কাছে আসে না। আমরা আমাদের চারপাশে যেসব বন্ধুকে দেখি তারা কিন্তু স্বার্থের টানেই আমাদের আশে পাশে ঘুরে বেড়ায়। শুধু একবার যদি তাদের স্বার্থে বেঘাত ঘটে তাহলে কিন্তু আর সেই বন্ধুত্ব খুঁজে পাওয়া যায় না।

আমরা চলার পথে এমন অনেক বন্ধু পাই যে যাদের সাথে কথা বললে আমাদের ভালো লাগে। যারা আমাদের সাথে বেশ ভালো ব্যবহার করে। যারা সবসময় ছায়ার মত সাথে লেগে থাকে। কিন্তু বিশ্বাস করেন, বেশ ভালো করে খেয়াল করে দেখবেন যে হয়তো আপনার কাছে তার কোন না কোন স্বার্থ আছে। যার কারনে সে আপনার জন্য সময় দিচেছ। জীবনে ভালো বন্ধু খোঁজে পাওয়াটাই বেশ কষ্টের। আর বর্তমানে তো নয়ই। আমার তো মনে হয় এই ডিজিটাল যুগে মানুষ গুলোও সব ডিজিটাল হয়ে গেছে। পরিবর্তন হয়ে গেছে তাদের আবেগ আর ভালোবাসা গুলোও।

জীবনে চলার পথে অনেকেই আপনার সাহায্যে হাত বাড়িয়ে দিবে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে সেই হাত কতটুকু বিশ্বস্থ। এই যে কদিন আগে আমাদের দেশের একজন সু পরিচিত নাট্য অভিনেত্রী কে অকালে জীবন দিতে হলো এই বন্ধুত্বের কারনে। কারন সে সঠিক বন্ধু নির্বাচন করতে পারেনি। পারেনি সেই বন্ধুদের খারাপ উদ্দেশ্য কে বুঝে উঠতে। তাই হাত বাড়ানো সব হাত গুলোকেই বন্ধু ভাবা যাবে না। যাবে না তাদের কে সাথে নিয়ে পথ চলা। কারন আপনার একটি ভুল সিদ্ধান্তই আপনাকে নিয়ে যেতে পারে অন্ধকারে। আপনার জীবন কে করে তুলতে পারে দূর্বিসহ।

লক্ষ্য করলে দেখবেন যে আমাদের জীবনে এমন কিছু বন্ধু হাত বাড়িয়ে দেয় যাদের মূল উদ্দেশ্যই থাকে আপনার আমার জ্ঞান আর মেধা কে কাজে লাগিয়ে নিজের স্বার্থকে উদ্ধার করা। আর এসব বন্ধু গুলো কিন্তু এক সময়ে আমাদের জীবন কে করে তুলে দূর্বিসহ। তাদের স্বার্থ যখন উদ্ধার হয়ে যায় তখন আমাদের কে ছুড়ে ফেলে দেয় ডাস্টবিনে। আমরা শুধু তাদের কাছে ইউজড টু হিসাবে থাকি। ভালোবাসার বন্ধু নয়। তখন যেন তারা আমাদের কে চিনেই না। আর আসে না আমাদের কোন কাজে বা বিপদে।

আবার এমন কিছু মানুষ আছে যারা আমাদের সামনে বেশ বন্ধু সুলভ। আমাদের কাছ থেকে সব কিছু জেনে নিয়ে বা আমাদের কাছ হতে সব কিছু বুঝে নিয়ে এক সময়ে আমাদেরই ক্ষতি করে দেয়। কিন্তু আমরা ভুলেও বুঝতে পারি না যে তারাই আমাদের প্রকৃত শুক্রু। তাই আমাদের জীবন চলার পথে সব মানুষের কাছে নিজের গোপন কথা গুলো না বলাই শ্রেয়। আবার এমন কিছু বন্ধু আছে যারা সুযোগ সন্ধানী। আর আমাদের দূর্বল জায়গা গুলোতে আঘাত করে আমাদের থেকে হাতিয়ে নেয় নগদ অর্থ। কিন্তু সেই অর্থই এক সময়ে হয়ে যায় আবার কাল। অর্থ তো ফেরত দিবে দূরের কথা, অর্থ চাইতে গেলেই কিন্তু আমাদের জীবনে নেমে আসে বিপদ।

না হাত বাড়ানো সব মানুষই আমাদের বন্ধু নয়। নয় আমাদের আপন। আমাদের কে বুঝতে হবে অনেকের হাতে শুধু ভালোবাসাই থাকে না, বরং ভালোবাসার আড়ালে থাকে বিষের ছোঁয়া। যে হাত এক সময়ে আমাদের জীবনে ঢেকে আনতে পারে চরম অসহায়ত্ব বা একাকিত্ব। আমাদের বুঝতে হবে যে সবাই কিন্তু বন্ধু নয়। বন্ধুর বেশ ধরে আমাদের চারপাশে অনেক মুখোসধারী মানুষ ঘুরে বেড়ায়। যারা কিনা আমাদের ভালো কিছু দেখে জ্বলে। আর এক সময়ে তারাই হয়ে পড়ে আমাদের ক্ষতির কারন। তাই আমি বলি হাত বাড়ালেই সবাই কিন্তু বন্ধু নয়।তাই সবাই কে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না।

সর্বোপুরি আমি মনে করি দুষ্ট গরুর চেয়ে শূণ্য গোয়াল বেশ ভালো। তাই নাই বা থাকলো জীবনে কোন বন্ধু। নাই বা হলো কিছু আড্ডা আর সময় কাটানোর মানুষ। নিজেকে ভালোবেসে নিজের ভবন নিজেকেই সাজিয়ে নিতে হবে। কিছু ভালো সময়ের জন্য নিজের জীবন কে সর্বনাশের দিকে না ঠেলে দিতে চাইলে বাড়িয়ে দেওয়া সব হাতকেই গ্রহণ করা যাবে না। বন্ধুর হাতে নিজের সর্বনাশ দেখার চেয়ে বন্ধু বিহীন সুখী জীবন হোক আমাদের আগামীর চাওয়া।

আজ এখানেই রাখছি। আগামীতে আবারও ফিরে আসবো নতুন করে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে। কেমন লাগলো আমার আজকের ব্লগটি? জানার আগ্রহ নিয়ে অপেক্ষায় রইলাম। আশা করি আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে উৎসাহিত করবেন।

image.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW735LWMMgvNdmzY9gdTZLTvQUTjfuGerk7HkVFhydr9py91MzKuGJCHc5dMf2oCskaPxXaG7tSHnDFRpNk7aguG1SQ6oAXaRhaP3L8tnwaXyT.gif

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

আমার ব্লগটির সাথে থাকার জন্য এবং ধৈর্য সহকারে আমার ব্লগটি পড়ার জন্য সবাই কে জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সাথে সবার প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

image.png

Sort:  
 11 months ago 

পরার্থ এর চেয়ে স্বার্থপরতাই বেশি আমাদের সমাজে। আমাদের চারিপাশে অনেক মুখোশধারী মানুষ আছে যারা শুধু স্বার্থন্বেষীর জন্যই আছ। তাদের মুখোশ তখনই খসে পড়ে যখন বিপদের সময় আসে।

 11 months ago 

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

বন্ধু এমন একটি শব্দ কিন্তু বন্ধুত্ব রাখার মত মানুষ খুব কমই পাওয়া যায়। তবে ঠিক বলেছেন বর্তমান ডিজিটাল যুগে বন্ধু সিনা বড় কষ্টকর। হাত বাড়ালে সবাই বন্ধু হওয়া যায় না। বন্ধু হতে হলে মন থাকা দরকার। একজনের আপদে বিপদে পাশে থাকা দরকার। তবে সময়ের কারণে এখন স্বার্থপর বন্ধু বেশি দেখা যায়। যে বন্ধুগুলো সুসময় থাকে দুঃসময়ে অনেক দূরে চলে যায়। ধন্যবাদ আপনার খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

ভাইয়া অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 11 months ago 
 11 months ago 
 11 months ago 

বন্ধু নির্বাচনে অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে। কারণ এখনকার বেশিরভাগ মানুষই ভীষণ স্বার্থপর। একজন বন্ধু আমাদেরকে ভালো পথে নিয়ে যেতে পারে, আবার খারাপ পথেও নিয়ে যেতে পারে। অনেকে বিভিন্ন ধরনের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে। এই সমস্ত মানুষদের সাথে মোটেই বন্ধুত্ব করা উচিত নয়। তবে আমার মতে ছোটবেলার বন্ধুগুলো তুলনামূলক ভাবে খুব ভালো হয় এবং নিঃস্বার্থ ভাবে আমাদের পাশে থাকে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

ভাইয়া একদম সত্য কথা বলেছেন। আমাদের ছোটবেলার বন্ধু গুলোই বেশ ভালো ছিল। ধন্যবাদ মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60632.49
ETH 2366.53
USDT 1.00
SBD 2.56