জেনারেল পোস্ট- প্রকৃতি কোন ঋণ রাখে না,সময় মত ফিরিয়ে দেয় || written by@maksudakar ||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

প্রকৃতি কোন ঋণ রাখে না
সময় মত ফিরিয়ে দেয়

শুভ সকাল ভালোবাসার আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবার। সকলের সুস্বাস্থ্য এবং ‍সুন্দর জীবন কামনা করে আবার আজ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। প্রতিটি জিনিসেরই কিন্তু একটি ঘাত প্রতিঘাত সত্ত্বা রয়েছে। কেউ সেটা বুঝে আর কেউ তা বুঝে না। ঢিলটি মারলে কিন্তু পাটকেলটি খেতেই হয়। কেন বিজ্ঞানী নিউটনের মধ্যাকর্ষণ শক্তির সূত্রটি তো আমাদের সকলেরই কম বেশী জানা। আমরা আমাদের জীবনে চলার পথে যাই করি না কেন সময় মত তার প্রতিদান আমাদের কাছে ফেরত আসে।

মানুষ নিজের স্বার্থে বিনা কারনে প্রকৃতি কেটে ধ্বংস করে দিচেছ। কিন্তু প্রকৃতি তখন নীরব নিস্তব্দ হয়ে মানুষের সকল যন্ত্রণা ভোগ করে নেয়। কারন প্রকৃতির তো কোন প্রতিবাদের ভাষা নেই। আর মানুষের এরকমের আচরণ গুলো নিরবে নিস্তব্দ ভাবে প্রকৃতি সইতে সইতে এক সময় প্রকৃতিও হয়ে পড়ে ধৈর্য হারা। তখনই প্রকৃতি তার ভিতরে জমে থাকা হাজারো কষ্টের মেঘগুলো দিয়ে পৃথিবীকে করে তুলে অশান্ত। ভেঙ্গে দিয়ে যায় চারপাশের পরিবেশ কে। আর প্রকৃতির এমন চরিত্রের কাছে মানুষ তখন হয়ে পড়ে অসহায়।

pexels-pixabay-416920 (1).jpg

source

পৃথিবীতে মানুষ হিসাবে জন্ম গ্রহণ করেছি। পৃথিবীতে আমরা কেউ কিন্তু চির স্থায়ী নয়। তাই পৃথিবীতে আমাদের বসবাসটিও কিন্তু একজন মেহমানের মত হওয়া দরকার। কিন্তু সত্যিই কি আমরা পৃথিবীতে মেহমানের মত করে বসবাস করতে পারছি? আমার কিন্তু মনে হয় আমরা তা পারছি না। আমাদের ব্যবহার দেখলে কিন্তু মনে হয় আমরা যুগের পর যুগ পৃথিবীতে বসবাস করবো। তাই প্রতিনিয়ত আমরা আমাদের আচার ব্যবহার দিয়ে পৃথিবীকে অশান্ত করে করে তুলছি। বিষাক্ত করে তুলছি চারপাশের পরিবেশ। একের হিংসাত্বক আক্রোশের কারনে আর একজন মানুষের জীবন হয়ে যাচ্ছে দূর্বিসহ। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে এটা আমাদের জন্য কতটা ভয়াবহ হয়ে এক সময়ে আমাদের কাছে ফিরে আসে। হুম আমাদের মাঝে কেউ হয়তো এটা বুঝি, আবার কেউ বুঝেও না বুঝার ভান করি।

আমরা অন্যের ভালো দেখলে নিজের মাথার চুল নিজেই ছিড়ি।কতক্ষনে সেই ভালো থাকা মানুষটির রাতের ঘুম হারাম করে দিবো তা নিয়ে ব্যস্ত হয়ে পরি। আর অন্যের খারাপ চাইতে চাইতে কিন্তু এক সময়ে আমাদের নিজেদের জীবন হয়ে পড়ে দূর্বিসহ। কিন্তু আমরা কিন্তু সেটা একবারও উপলব্দি করতে পারি না, বা উপলব্দি করতে চাইনা।আর উপলব্দি করবোই বা কি করে প্রকৃতির নির্মম আচরণ তো আমাদের কে স্পর্শ করে না এতটুকুর জন্য। আমরা ভাবি অন্যের অতিষ্ট করে আমরা ভালো থাকি। কিন্তু প্রকৃত কি তাই? একবার ভেবে দেখবেন তো।

পিতা মাতা কত যত্ন আর আদর ভালোবাসা দিয়ে আমাদের কে এই পৃথিবীতে নিয়ে আসে। আমাদের কে বড় করে। মানুষের মত করে মানুষ করে। আর আমরা বড় হয়ে এক সময়ে সেই পিতামাতাকেই অবহেলা করি। আর প্রকৃতি কিন্তু তার প্রতিদান আমাদের কে সত্যিই ফিরিয়ে দেয়। আমার তো মনে হয় এমন সন্তান তার জীবন দর্শায় একই প্রতিদান পায় তার সন্তানের কাছ হতে। আবার হয়তো বা কেউ কেউ জীবনে শান্তিতেও থাকতে পারে না। হয়তো অনেকে অর্থ বিত্ত নিয়েও জীবনে সুখী হতে পারে না।

সমাজে অনেক মানুষ আছে যারা অন্যকে ঠকিয়ে নিজে ভালো থাকতে চায়। হয়তো অন্যের ঘাড়ে পারা দিয়ে নিজের জীবনের উন্নতির চাবিটা নিজের জন্য ছিনিয়ে নিতে পারে। কিন্তু বিশ্বাস করেন, যদি ভালোভাবে খোজঁ নিয়ে দেখেন তারা কি সেই অর্থ বিত্তের মাঝে এতটুকু সুখী আছে কিনা। না আমার বিশ্বাস অন্যের ঘাড়ে পাড়া দিয়ে পৃথিবীতে কেউ কখনও বড় হতে পারে না।পারে না নিজের জীবনে উন্নতি করতে। আচ্ছা বলেন তো অন্যের ঘাড়ে পারা দিয়ে কি সত্যিই নিজে উপরে উঠা যায়?

আমাদের চারপাশে দেখা যায় হাজার মানুষ আছে যারা অনেক যোগ্য মানুষ। যাকে বলে এক কথায় অল স্কয়ার। কিন্তু সেসব মানুষ তাদের প্রকৃত যোগ্যতার মূল্যায়ণ কোথাও পায় না। বা তাদের কে কেউ সেই ভাবে মূল্যায়ণ করতে জানে না। আরে মূল্যায়ণ করবে কি করে? দিনে দিনে তেলের দাম যে হারে বেড়ে যাচেছ, আর সাথে সাথে বেড়ে যাচেছ তেল মারা মানুষের পরিমানও । তেল মারা মানুষগুলোর জন্য চারদিকে আজ যোগ্য লোকগুলো অবহেলিত। কিন্তু আমার বিশ্বাস একদিন হলেও সে সব যোগ্য মানুষ তাদের মূল্যায়ণ পাবেই। কারন ঐ যে প্রকৃতি ছাড় দেয়, ছেড়ে দেয় না।

আসেলে আমার কি মনে হয় জানেন? কোন লাভ নেই অন্যকে ঠকিয়ে, অন্যের হক আত্নসাৎ করে, যোগ্য লোকের প্রকৃত মূল্যায়ণ না করে, অন্যের ক্ষতি করে আর অন্যের সুখ দেখে নিজে পুড়ে মরে। কারন এসেছি একা, আর যাবোই কিন্তু একা। আমরা তো মাত্র মেহমান এখানকার। আমাদের মনে রাখতে হবে যে, প্রকৃতি কোন ঋণ রাখে না,সময় মত ফিরিয়ে দেয়। তাহলেই আমরা ভালো থাকতে পারবো। আর ভালো রাখতে পারবো চারদিকে পরিবেশটাকেও

আজ এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোন পোস্ট নিয়ে নতুন ভাবে আপনাদের কাছে। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ? আপনাদের মূল্যবান মন্তব্যের আশায় রইলাম। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।

❤️ধন্যবাদ সকলকে❤️

image.png

Add a heading (1).png

image.png

image.png

Sort:  
 last year 

কথায় আছে অন্যের ক্ষতি চাইলে সেটা নাকি নিজের ক্ষতি হয়। অনেক সময় এটা আমাদের বাস্তবতা হয়েও দেখা দেয়। এটা আপনি ঠিকই বলেছেন আপু আমাদের চারপাশে বিভিন্ন ধরনের যোগ্য লোক রয়েছে যাদেরকে আমরা মূল্য দিই না আমরা সেই সমস্ত লোকদের মূল্য দিয়ে থাকি যাদের প্রচুর অর্থ আছে। এরকম শিক্ষা নিয়ে একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আপু চেষ্টা করেছি একটি শিক্ষামূলক পোস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

মানুষ মানুষের সাথে বেইমানি করতে পারে কিন্তু প্রকৃতি কখনো সেটা করে না। প্রকৃতি কোনো না কোনো সময় অবশ্যই আপনাকে তা দিবে যা আপনি পাওয়ার যোগ্য। মানুষের মধ্যে হিংসা প্রবণতা দিন দিন বেড়েই চলেছে আর এই হিংসার জন্য মানুষ নিজেই নিজেকে ধ্বংস করে। যদিও এই বিষয়টি স্বচক্ষে দেখা যায় না কিন্তু প্রকৃতপক্ষে সে নিজে ধ্বংস হয়। আপনার লেখাগুলো পড়ে ভীষণ ভালো লেগেছে আপু ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

আমি বিশ্বাস করি ভাই এটা প্রকৃতি কোনো ঋণ রাখেনা। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আমরা মানুষের ভালো থাকাটা সহ্য করতে পারি না। আমাদের মনে হিংসায় ভরা। কিন্তু প্রকৃতি আমাদের এই শিক্ষা দেয় নি। প্রকৃতি আমাদেরকে উদার হতে বলেছে। প্রকৃতির সাথে আপনি যেমন ব্যবহার করবেন প্রকৃতির থেকে আপনি ঠিক তেমন কিছুই ফেরত পাবেন।ধন্যবাদ শিক্ষামূলক পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

একবারে সত্য কথা প্রকৃতির সাথে আমি যেমন ব্যবহার করব তেমন ব্যবহারই ফিরে পাবো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

স্বাগতম আপু

 last year 

প্রকৃতি ঠিক এই কোন না কোন সময় আমাদের নিজের ভুলটাকে নিজের মাধ্যমে ধরিয়ে দেয়। তাই আমাদের কখনো কারো ক্ষতি যাওয়া উচিত নয়। মানুষের মনের হিংসার কারণে আজকে সমাজ এতটা খারাপ হয়ে গেছে। সত্যি অনেক মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারেন পারেনা। কিন্তু দেখা যায় তাদের এই হিংসার কারণে তারা নিজেরাই পুড়ে মরে। ধন্যবাদ আপু এরকম শিক্ষানীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অন্যের সুখ দেখে যারা জ্বলে মরে, তাদের কিন্তু শান্তি হয় না। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আসলেই আপু বেশিরভাগ মানুষ পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকার জন্য, ভোগ বিলাসিতা করার জন্য কতো ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে প্রতিনিয়ত। তাদেরকে দেখে মনে হয় তারা দুনিয়াতে চিরস্থায়ী ভাবে বসবাস করবে। চোখের সামনে কতো মানুষ মারা যাচ্ছে প্রতিনিয়ত, এগুলো দেখেও তাদের শিক্ষা হয় না। তারা ভাবে তাদের সুপার পাওয়ার আছে,আর টাকাই আসল শক্তি। তাই পৃথিবীতে তারা সবসময় থাকবে। তবে এটা ঠিক কাউকে ঠকিয়ে কেউ কখনো জিততে পারে না। প্রকৃতি কখনো না কখনো ঠিকই সেই বিচার করে। দারুণ লিখেছেন আপু। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক সুন্দর, চমৎকার এবং মন ছুয়ে দেওয়ার মত কিছু কথা দিয়ে সুন্দর একটি মন্তব্য করলেন ভাইয়া। শুভকামনা রইল আপনার প্রতি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68298.11
ETH 2705.95
USDT 1.00
SBD 2.70