গান রিভিউ- রূপালী গিটার ||Song Review By @maksudakawsar|

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন প্রিয় বন্ধুরা আমার ? আর বলবো না ভালো নেই।যেমনই আছি বেশ ভালোই আছি। আর ভালো আছি বলেই সারাদিনের ব্যস্ততার পর বসে গেলাম আপনাদের জন্য একটি পোস্ট শেয়ার করতে। পোস্ট শেয়ার না করতে পারলে মনটাই যেন কেমন উরু উরু লাগে। তাই তো শত কষ্টের মাঝেও পোস্ট করা হতে বিরত থাকিনি। বিরত থাকিনি নিজের একটিভিটিজ ধরে রাখতে। সেই ধারাবাহিকতায় আজ চলে আসলাম আপনাদের মাঝে নিজের আরও একটি ভালো লাগার পোস্ট শেয়ার করতে। দোয়া করবেন হাজারও ব্যস্ততার মাঝে আমি যেন আপনাদের সাথে থাকতে পারি।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত গর্বিত ইউজার। গর্বিত বলছি এই কারনে যে, আমার চেয়ে ভালো ভালো অনেক ক্রেয়েটিভ মানুষ আছে যারা এমন একটি প্লাটফর্ম খুঁজে বেড়াচ্ছে নিজেদের যোগ্যতাকে মেলে ধরার জন্য। অথচ আমি কত ক্ষুদ্র একজন ইউজার, যার নেই তেমন ক্রেয়েটিভিটি। তবুও আমি এমন সুন্দর একটি প্লাটফর্মের একজন ভেরিফাইড ইউজার। তাই তো শত ব্যস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। তাই তো আজ আবার একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।

গান ভালোবাসে না তেমন মানুষ খুঁজে পাওয়াটাই বেশ কষ্টের। জীবনে একবার হলেও আমরা গুনগুনিয়ে গান করেছি। আর অনেকে তো সুর না থাকলেও গলা ছাড়িয়ে গান করি। তবে গানের ক্ষেত্রে এক একজনের পছন্দ এক এক ধরনের। কেউ পছন্দ করে আধুনিক গান, কেউ পছন্দ করে পল্লীগীতি। আর কেউ বা পছন্দ করে ডুম তারাক্কা গান। তবে আমার কাছে কিন্তু যে গান মনের সাথে মিশে যায় সেই গানই বেশ ভালো লাগে। আর তাই তো আজ ভাবলাম নিজের পছন্দের গানের রিভিউ আপনাদের মাঝে একটু শেয়ার করি।

রূপালী গিটার

1.png

প্রাপ্তি: YouTube

গানটির কিছু তথ্য

নামরূপালী গিটার
শিল্পীআইয়ুব বাচ্চু
এলবামফেরারী মন
দৈর্ঘ্য০৫ মিনিট
মুক্তির তারিখ৯০ দশক

গানটির মূল শিল্পী

★আইয়ুব বাচচু

গানটি নিয়ে যত কথা

2.png

প্রাপ্তি: YouTube

নব্বই দশকে যে সকল জনপ্রিয় ব্রা্ন্ড দল ছিল তাদের মধ্যে বিপ্লবের প্রমিথিউস ছিল অন্যতম। বিপ্লবের গান কে ভালোবাসেনি এমন লোক খুব কমই পাওয়া যাবে। বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে তার। তখনকার সময়ের তরুন তরুনীরা বেশ পছন্দ করতো বিপ্লব কে। শুধু তাই নয় বিপ্লব ছিল একাধারে গীতিকার, সুরকার এবং শিল্পী। তার বেশ কিছু গানের মধ্যে অন্যতম গান হলো এই গানটি।

Screenshot_1.png

প্রাপ্তি: YouTube

নব্বাই দশকে গানটি ইয়াং জেনারেশনের ‍মুখে মুখে শোনা যেত। বেশীর ভাগ মানুষই তাদের প্রিয় মানুষটিকে মনে ধারন করে গানটি গুনগুনিয়ে গাইতো বা শুনতো। কারন গানটির মধ্যে মনের মধ্যে বন্দি থাকা প্রিয় মানুষের প্রতি ভালোবাসার কথা গুলোই সুরের মাধ্যমে বিলিয়ে দিয়েছে। কতটা ভালোবাসা বহন করছে একজন প্রিয় তার প্রিয়ার জন্য সেটাই বুঝানোর চেষ্টা করা হযেছে। আর তাই তো গানটি তখন বেশ জনপ্রিয় হয়েছিল।

Screenshot_2.png

প্রাপ্তি: YouTube

আজও কিন্তু গানটি সমান জনপ্রিয়। এ যুগের ছেলেমেয়েদের মুখে মুখেও শোনা যায় গানটি।গানটি শুনলে কেন জানি মনের ভিতর অন্য রকমের এক অনুভূতি তৈরি হয়। আর তৈরি হয় প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা।গানটির কথা, সুর আর কন্ঠ সবই কিছুই যে কোন জেনারেশনের ছেলেমেয়েদের আকর্ষণ করতে যথেষ্ট।আর সেই গানটিই আজ চেষ্টা করলাম আপনাদের জন্য শেয়ার করতে।

ব্যক্তিগত মতামত

আমি জানিনা গানটি আপনাদের কার কার কাছে ভালো লাগে। তবে আমি গানটি যতবারই শুনি কোথায় যেন একটি শূণ্যতা অনুভব করি। সেই দিক থেকে আমি মনে করি গীতিকার যেমন ‍সুন্দর করে গানটি লিখেছিলেন, সুরকার তার সবটুকু দক্ষতা দিয়ে গানটির সুর করেছেন এবং প্রিয় শিল্পী তার নিখুঁত সুরের মাধ্যমে গানটি তার সুরে ফুটিয়ে তুলেছেন। যার কারনে সেই সময়ে গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। যা কিনা এই সময়ের ডিজিটাল ছেলেমেয়েদের কাছে সমান প্রিয় হয়ে আছে।

ব্যক্তিগত রেটিং

১০/১০

গানটির ভিডিও লিংক

শেষ কথা

সত্যি বলতে আমার বেশ পছন্দের এই গানটির একটি রিভিউ করার চেষ্টা করলাম। আর আশায় রইলাম আপনাদের মতামতের। আশা করি আপনাদের সমালোচনার ঝড় দিয়ে আমাকে মুগ্ধ করবেন।

image.png

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

Twitter_Banner_24.webp

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 months ago 

সত্যিই আপু গানটিতে শূন্যতা অনুভুত হয়।আমিও খুব শুনেছি এই গানটি।আশাকরি সবার কাছেই এই গানটি ভালো লাগে।আপনার করা গানের রিভিউটি খুবই ভালো লেগেছে আমার।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই গানটির রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago (edited)

এই গানটি আগে কখনো শোনা হয়নি। আজকেই প্রথম শুনলাম। দারুন লেগেছে। অসাধারণ একটি গান রিভিউ উপস্থাপন করেছেন। গান রিভিউয়ের আইডিয়াটা কিন্তু দারুন লেগেছে আপু।

 3 months ago 

ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 months ago 

খুবই সুন্দর এবং জনপ্রিয় একটি গান আজকে আপনি রিভিউ করলেন। আপনার কন্ঠে গানটি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি গান শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

গানটি অনেক বার শোনা হয়েছে। এক সময়ে আপনার বেশ প্রিয় গান ছিল এইটি। আপনি খুব ‍সুন্দর করে গানটির রিভিউ করেছেন। আপনার রিভিউ পড়ে বেশ ভালোই লাগলো। ধন্যবাদ আপু এমন দারুন একটি গান রিভিউ করার জন্য।

 3 months ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

মুভি,নাটক,বুক কিংবা ওয়েব সিরিজের রিভিউ দেখলেও,গানের রিভিউ দিতে এর আগে কাউকে দেখিনি। তাই আপনার আইডিয়াটা ইউনিক লেগেছে। যাইহোক আইয়ুব বাচ্চুর প্রায় সব গান আমার খুব পছন্দ। এই গানটিও দারুণ লাগে। এতো চমৎকার একটি গানের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96919.66
ETH 2712.79
SBD 0.62