ট্রাভেল পোস্ট- " ভোরের প্রকৃতির ছোঁয়ায় কিছুটা সময়" II written by @maksudakawsarII

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম

সেই ছেলেবেলায় পড়েছিলাম সুস্থতার মূলমন্ত্র হলো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠা। অবশ্য সেই থেকে মাঝে মাঝে ঘুম থেকে জেগে উঠার চেষ্টা করি। আরে না চেষ্টা করি বলি কেন? আজকাল তো প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। সেই যে কাক ডাকা ভোরে ঘুম ভাঙ্গে। আর সেই ঘুমাতে ঘুমাতে রাত ১২-১.০০। জীবনটা এমনই ভাবে চলছে ব্যাস্ততার বেড়াজালে। আর চলবেই না কেন? আমার তো মনে হয় জীবনের নাম মহাশয় যেটা দিবা সেটাই সয়।

বন্ধুরা সবাই কেমন আছেন বলেন তো? আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি। আর ভালো আছি বলেই প্রতিদিনের মত আজও আবার চলে আসলাম। চলে আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। অবশ্য এতক্ষনে টাইটেল পড়ে আপনারা বেশ ভালোই বুঝে গেছেন যে আজ আমি কি পোস্ট নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের সাথে ভোরের প্রকৃতির ছোঁয়ায় কাটানো কিছু সময়ের গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার আজকের ভ্রমন পোস্টটিও আপনাদের বেশ ভালো লাগবে।

নদী পাড়ের কিছু প্রাকৃতিক দৃশ্যের ভিডিও গ্রাফি (22).png

Canva দিয়ে তৈরি

ভোরের প্রকৃতির ছোঁয়ায় কিছুটা সময়

image.png

image.png

image.png

ইদানিং যে গরম পড়েছে তাতে মনে হয় জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। আর গরমের যন্ত্রণায় তো দেহে কোন শান্তিই যেন পাই না। প্রতিদিন সকালে ঘুম থেকে জেগে বাসে ঝুলে অফিসে যেতে হয়। আর তাতে করে প্রচুর পরিমানে ঘামাতেও হয় প্রতিদিন। আর সেই ঘাম যখন শুকিয়ে যায় তখন আবার শরীরে তৈরি হয় আর এক জ্বালা। আর সেই জ্বালার নাম হলে খুশখুশি কাশি। হ্যাঁ প্রিয় বন্ধুরা এ যেন একবারে মরার উপর খাঁড়ার ঘা। কি আর করার এমন করেই চলতে হবে। আর চলেও তো যাচিছ।

image.png

image.png

image.png

যাই হোক এখন আসল কথায় চলে আসি। আমাদের অফিসের বাহিরে খুব সুন্দর একটি পার্ক আছে। যেখানে প্রতিদিন সকালে হাসপাতালে আসা রোগী এবং মেডিকেল রিপ্রেজেন্টট্রেটিভরা তাদের বিশ্রাম নেয় প্রকৃতির ছায়া তলে। অবশ্য মেডিকেল রিপ্রেজন্টট্রেবিভরা তাদের প্রমোশনাল সভাটিই বেশী করে এখানে বসে। তো কয়েকদিন আগে যখন আমি বাস হতে নামলাম তখন দেখি ঘেমে একেবারে গোসল হয়ে গেছে। তো ভাবলাম একটু এখানে বসে বিশ্রাম নিয়ে যাই কিছু সময়। তাই ঢুকে গেলাম পার্কের ভিতরে। বেশ পরিচ্ছন্ন এই পার্কটি। ঢকেই দেখি পার্কের মাটিতে পড়ে পথচারীরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। বেশ মায়া লাগলো। আস্তে আস্তে যখন ভিতরে প্রবেশ করলাম তখন দেখি খুব সুন্দর করে পার্কটিকে পরিস্কার করছেন একজন ঝাড়ুদার।

image.png

image.png

image.png

আমি ধীরে ধীরে প্রকৃতি সুন্দর আবহাওয়া উপভোগ করতে করতে সামনের দিকেএগোতে থাকলাম। দু পাশে লক্ষ্য করে দেখলাম এখানে বেশ ভালোই মেডিকেল প্রমোশনের সভা চলছে। আবার কিছু হাসপাতালে আসা রোগীরাও বিশ্রাম নিচ্ছে। আমিও আস্তে আস্তে সামনে যেয়ে জুতা আর ব্যাগ রেখে সবুজ ঘাসের উপর বসে পড়লাম।বেশ ভালোই লাগছিল। ভাবলাম বেশ কিছু সময় এখানে বসবো। আজ একটু দেরী করেই অফিসে ঢুকবো। হঠাৎ মাথায় আসলো বসে না থেকে এমন সুন্দর পরিবেশের কিছুটা ফটোগ্রাফি করলেও তো আমি প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো। তাই শুরু করে দিলাম ফটোগ্রাফি।

image.png

image.png

image.png

বেশ ভালোই কিন্তু ফটোগ্রাফি করছিলাম। হঠাৎ একজন সিকিউরিটি কাকা আমার দিকে এগিয়ে আসলো। আমি তো বেশ ভয় পেয়ে গেলাম। কিরে ভাই কি বলবে আমার উনি। নাকি আমাকে ফটোগ্রাফি করতে দিবে না। বেশ ভয় হচ্ছিলো আমার । কিন্তু নারে ভাই কোন ভয়ের কারন নেই। কাকা এসে আমাকে বেশ হাসি মুখে জিজ্ঞেস করলো ম্যাডাম এতো ছবি তুলে কি করবেন। আমি যখন তাকে বললাম যে আমার এই ফটোগ্রাফি গুলো একটি আর্ন্তজাতিক প্লাটফর্মে দিবো তখন তো উনি বেশ খুশি হয়ে গেল। উনি বললো যে উনার কি একটি ফটোগ্রাফি করা যায়? আমিও রাজি হয়ে গেলাম। আর চাচাও বেশ হাসি মুখে পোছ দিয়ে ছবি তুলতে দাঁড়িয়ে গেল। তারপর চাচা নিজে আমাকে দেখিয়ে দিলো কোন কোন জায়গায় ভালো ভালো ফুল গাছ আছে। আর কোন কোন জায়গায় ভালো ভালো দৃশ্য আছে।

image.png

image.png

image.png

আমি চাচা কে বললাম আমার ব্যাগ আর জুতা লক্ষ্য করতে। আর আমি চারপাশের সুুন্দর আর নান্দনিক সব দৃশ্যগুলো আমার ক্যামেরা বন্দী করতে লাগলাম। আমার কাছে বেশ ভালোই লগছিল। নিজের অফিসের ভিতর এমন সুন্দর একটি জায়গা আছে সেটা কিন্তু আগে জানতাম না। আর যাই হোক এখানে বসে তো সকাল সকাল কিছু সময় একটু বিশ্রাম নেওয়া যাবে। সেই সাথে প্রকৃতির সাথে মনের ভাবের বেশ আদান প্রদানও করা যাবে। তারপর কিছু সময় পার্কের ভিতর ঘুরে ফিরে বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্য। আমার কাছে পার্কের দৃশ্য এবং পরিবেশ কিন্তু দারুন লেগেছে সেদিন।

শেষ কথা

সকাল সকাল এমন সুন্দর প্রকৃতি দেখে কার মনে চায় অফিসের খুপরিতে ঢুকতে। আমার তো মনে হয় যে প্রতিদিনই এই পার্কটি আমাকে ডাকে। একটু আসো, আমার ছায়ায় পরিশ্রান্ত হয়ে যাও। তাই ভাবছি এখন থেকে চেষ্টা করবো সকালের কিছুটা সময় এখানে বসে বিশ্রাম নিতে। সেই সাথে প্রকৃতির সাথে প্রেম করতে। কেমন লাগলো আমার আজকের পোস্ট? জানার অপেক্ষায় রইলাম।

image.png

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে।

image.png

Screenshot_1.png

Sort:  
 6 days ago 

সত্যি আপু হসপিটালে গেলে অনেক রোগী দেখা যায়। আর অনেক মানুষের ভিড় থাকে। তবে বর্তমানে আমাদের এদিকে গরম অনেকটাই কম। আপু আপনি সকালবেলায় অনেক সুন্দর সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো। সকাল বেলার পরিবেশটা সত্যি অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 6 days ago 

ধন্যবাদ অপু সুন্দর মন্তব্য করে ৫ টাকার জন্য।

 6 days ago 

অনেক সুন্দর জায়গা ভ্রমন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আজকের এই ভ্রমন পোস্ট দেখে খুবই ভালো লাগলো। দারুন একটি জায়গা আমাদের মাঝে উপস্থাপন করে দেখিয়েছেন। খুব সুন্দর ছিল জায়গাটা। প্রচন্ড গরমের দিনে এরাম ফাঁকা পরিবেশে ঘোরাঘুরি করলে মনে একটা প্রশান্তি আসে।

 6 days ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 6 days ago 

ভোরের প্রকৃতির ছোঁয়ায় বেশ ভালো সময় কাটিয়েছেন তা আপনার লেখায় বোঝা যাচ্ছে। পোস্টটি অনেক সুন্দর হয়েছে আপু। লেখার স্টাইল অনেক সুন্দর। ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে পার্কটি অনেক সুন্দর।হাসপাতাল কতৃপক্ষকে ধন্যবাদ এত সুন্দর ছিমছাম একটি পার্ক তৈরি করার জন্য। সব প্রতিষ্ঠানের উচিত তাদের খোলা জায়গায় এমন বাগান বা পার্ক করা। তাহলে সেবা গ্রহণকারিরা ও অফিস স্টাফরা অবসরে প্রকৃতির সাথে সময় কাটাতে পারবেন। পোস্টের ফটোগ্রাফি গুলোও অনেক সুন্দর হয়েছে। সবমিলে পোস্টটি ভালো লেগেছে আপু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 6 days ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 6 days ago 

প্রকৃতির মাঝে সময় কাটাতে সবার কাছেই ভালো লাগে। অফিসের পাশে এত সুন্দর জায়গা অথচ আজকে দেখলাম। চাচা হয়তো প্রথমে আপনাকে দেখে পাগল ভেবেছিলো,যে এত ফটোগ্রাফি করে কি করবে,যখন জানতে পারলো আন্তর্জাতিক প্লাটফর্মে এই ছবিগুলো শেয়ার করবেন, তখন অনেক খুশি হলো। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু।

 6 days ago 

আরে না না আমাকে পাগল ভাববে কেন? ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 6 days ago 

পার্কের ভিতরে পথচারীদের দেখে আমারও বেশ মায়া লাগলো। যাই হোক, বেশ সুন্দর একটি ট্যুর দিলেন যেটা অনেক ভালো একটা ব্যাপার। কারণ আমাদের দৈনন্দিন জীবনে নতুন অভিজ্ঞতা এবং নতুন কিছু শিখতে হলে অবশ্যই টুর দেয়া উচিত এবং ট্রাভেল করা উচিত।

 6 days ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64400.67
ETH 3506.16
USDT 1.00
SBD 2.53