ফটোগ্রাফি পোস্ট- নিজের ভালো লাগা কিছু এলোমেলো ফটোগ্রাফি ||original photography by @maksudakawsar||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

নিজের ভালো লাগা কিছু এলোমেলো ফটোগ্রাফি

image.png

শুভ সকাল প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবার। সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আবারও চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়। কয়েকটি দিন হলো শরীর টা তেমন ভালো যাচেছ না। চারদিকে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে দেহের রংও যেন বদলাতে শুরু করে দিয়েছে। কেন জানি দেহটা হয়ে পড়ছে নিস্তেজ। শরীরের মধ্যে বাসা বেধেঁছে জ্বর আর ঠান্ডা নামক ‍ছারপোকা। তুবও তো আসতে হবে আপনাদের কাছে। তা না হলে যে আমার আবার ভালো লাগবে না।

মাঝে মাঝে এমন হয় যে পোস্ট করার জন্য কোন টপিকই খোঁজে পাওয়া যায় না। সারাদিন ভেবেও তেমন কিছু চোখে পড়ে না। কিন্তু এ কথা বললে কি আর চলবে? কিছু না কিছু তো পোস্ট করতেই হবে। তাই মোবাইল নিয়ে শুরু করলাম ঘাটাঘাটি। দেখা পেলাম কিছু সুন্দর সুন্দর নজরকাড়া ফটোগ্রাফি। যে গুলো দিয়ে খুব সহজেই আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করা যায়। আর এমন একটি সুযোগ পেয়ে তো আর বসে থাকা যায় না, তাই না? তাই তো চলে আসলাম আপনাদের মাঝে আমার মোবাইল ফোনের গ্যালারিতে রাখা কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে একটি পোস্ট শেয়ার করতে। আশা করি আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

image.png

379636542_276243071970744_2361493484516681818_n.jpg

খুব প্রিয় একজন মানুষের বাসায় গিয়েছিলাম সেদিন বেড়াতে। আমার প্রিয় মানুষটি আবার নানা রকমের পাখি পালন করেন। সেদিন আমরা যখন তার বাসায় গেলাম তখন এই পাখি দুটো তার বেড় রুমে ঘুরাঘুরি করছিল। লক্ষ্য করে দেখলাম খুব যত্ন করে সেখানে পাখিদের জন্য বাসাও বানানো হয়েছে। আমার তো দারুন লাগছিল পাখি আর পাখির বাসা। তবে পাখিগুলোর নাম কিন্তু আমার জানা হয় নাই। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন।

image.png

image.png

কয়েকদিন আগে নৌকা ভাড়া করে তুরাগ নদীর বুকে ঘুরে বেড়িয়েছিলাম প্রায় ঘন্টা খানেক। আর এই একঘন্টা সময়ের মধ্যে দেখেছি বাংলার অপার সৌন্দর্য। দেখেছি দূর আকাশের মেঘেরে ভেলা কে নদীর বুকে মিশে যেতে। আর তার সাথে দেখেছি সূর্যের রশ্মি কি করে নদীর বুকে আলো ছড়িয়ে নদীকে আলোকিত করে। বেশ দারুন ছিল সেই দৃশ্য গুলো। তাই সেখান থেকে আর দুটো ফটোগ্রাফি আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম।

image.png

আমার মনে হয় এবার আপনারা বেশ খুশি হবেন। কারন বাংলার ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় আজ আপনাদের সাথে তুলে ধরবো। প্রাচীনকালে বাংলার রাজা বাদশাদের একমাত্র বাহন ছিল ঘোড়ার গাড়ি। আর এই ঘোড়ার গাড়ির প্রচলন এখনও আছে পুরান ঢাকায়। আজ আমি তেমনি একটি ঘোড়ার গাড়ি আপনাদের জন্য নিয়ে আসলাম। তবে আফসোস হলো এত কাছে পেয়েও কিন্তু ঘোড়ার গাড়িতে চড়তে পারিনি।

image.png

image.png

বেশ কিছুদিন আগে গিয়েছিলাম যশোরে নানাবাড়ি বেড়াতে। জীবনে কখনও ট্রেন জার্নি করা হয়নি। রাতের ট্রেন ভ্রমন যে কি মজার তা বলে শেষ করা যাবে না। ট্রেনের জানালার পাশে বসে রাতের আকাশের তারা আর ভোরের আকাশের সূর্যোদয় দেখা কখন হয়ে উঠেনি। কিন্তু রাতের আকাশের তারা আর ভোরের সূর্যোদয় যে কত সুন্দর তা এই ফটোগ্রাফিটি না দেখলে বিশ্বাস করবেন না।

image.png

image.png

গত শীতে গিয়েছিলাম ঘুরতে পূর্বাঞ্চলের লেক ভিউ তে। শীতের কুয়াশা মাখা লেক ভিউ যে কি অপরূপ তা একবার ঘুরে আসলে কিন্তু বোঝা যায়। লেকভিউ কে সাজানো হয়েছে ছোট ছোট কুড়েঁঘর আর নানা রকমের দৃশ্য দিয়ে। সাথে কিন্তু রয়েছে রং বে রং এর নৌকা। দূর দূরান্ত হতে মানুষ এখানে এসে যেমন নৌকায় ঘুরে আনন্দ পায়, তেমনি কুড়েঁঘরেও কিন্তু কিছুটা সময় কাটাতে পারে মনের সুখে। তো সেখান থেকেও দুটো ফটোগ্রাফি আ আপনাদের সাথে শেয়ার করলাম।

পোস্টের বিবরন
পোস্টের ধরনফটোগ্রাফি পোস্ট
ডিভাইসVIVO-Y22S
ফটোগ্রাফার@maksudakawsar
স্থানঢাকা, বাংলাদেশ

আজ এখানেই রাখছি। আগামীতে আবারও ফিরে আসবো নতুন করে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে। কেমন লাগলো আমার আজকের ফটোগ্রাফি গুলো? জানার আগ্রহ নিয়ে অপেক্ষায় রইলাম। আশা করি আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে উৎসাহিত করবেন।

❤️ধন্যবাদ সকলকে❤️

image.png

Add a heading (1).png

image.png

image.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

বাহ আপনার করা ফটোগ্রাফিগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি
আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে নদীর ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া উৎসাহমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আপু আপনার ফটোগ্রাফি গুলো এলোমেলো হলেও প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ছিলো। খুবই সুন্দরভাবে প্রতিটি ফটোগ্রাফির বর্ণনা করেছেন যা দেখে বেশ ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে দারুণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে টমটম গাড়ি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি শোভা পেয়েছে এই পোষ্টের মাঝে। অনেক ভালো লাগলো সুন্দর সুন্দর দৃশ্যমূলক ফটোগুলো।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

এলোমেলো ফটোগ্রাফি হলেও প্রতিটি ফটোগ্রাফিই খুবই দেখতে সুন্দর আপু।আর আমার কাছে বেশ ভালো লেগেছে।পাশাপাশি প্রতিটি ফটোগ্রাফিরই সুন্দর ভাবে বর্ণনা করে আমাদের মাঝে তুলে ধরেছেন।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ফটোগ্রাফির অপেক্ষায় রহিলাম।

 last year 

চেষ্টা করেছি ফটোগ্রাফি পোস্টটি সুন্দর করার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year (edited)

নদীর ফটোগ্রাফি গুলো সব সময় আমার কাছে অনেক ভালো লাগে আপু।আপনার করা নদীর ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। পাখি দুইটা ও খুব দারুণ ছিল। পাখির বাসার সাথে পাখির যে ছবিটা তুলেছেন ওটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65769.61
ETH 2674.27
USDT 1.00
SBD 2.86