১০ স্টিম পাওয়ার আপ টার্গেট ডিসেম্বর সিজন - ৩

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

হ্যালো, বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে একটি পাওয়ার আপ পোস্ট করার জন্য। তাই আজ আবার নতুন একটি পাওয়ার আপ পোস্ট নিয়ে চলে আসলাম।

নিজের দক্ষতাকে আরও বেশী ফুটিয়ে তুলতে এই প্লাটফর্মে অবশ্যই আমাদের কে ‍শক্তি অর্জন করতে হবে। কারন যার একাউন্টের শক্তি যতবেশী তার সক্ষমতা তত বেশী। আর যে যতি পাওয়ার আপ করতে পারবে তার একাউন্টও তত সচল হবে। আর তাই তো আমাদের প্রত্যেকের প্রতি সপ্তাহে অনন্তঃ একটি পাওয়ার আপ করা উচিত।

বন্ধুরা আমার বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক আয়োজিত পাওয়ার আপ সিজন-৩ এর প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে আমি ইতোমধ্যে আমি ১৩তম সপ্তাহের পাওয়ার আপ করে ফেলেছি। আশা করি এভাবে পাওয়ার আপ করলে আমি সিজন-৩ তে ৫০০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করতে পারবো। তাই আজ ১৪তম সপ্তাহের পাওয়ার আপ করে ফেললাম। এবার আমি ১০ স্টিম পাওয়ার আপ করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি এভাবে পাওয়ার আপ করে আমি আমার নির্ধারিত লক্ষ্যে অবশ্যই পৌছাতে পারবো।

৭০ স্টিম পাওয়ার আপ টার্গেট ডিসেম্বর সিজন - ৩ (6).png

ছবি সোর্স
Made By-@maksudakawsar

সিজন-৩, ১৪ তম সপ্তাহে পাওয়ার আপ করার আগে স্টিম ওয়ালেটের অবস্থা-

ধাপ-১

image.png

পাওয়ার আপ করার জন্য প্রথমে স্টিমিট একাউন্টের নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে ওয়ালেটে প্রবেশ করতে হবে।

ধাপ-২

2.png

এবার স্টিমিট ওয়ালেটে দেখে নিতে হবে যে, সিজন-৩ এর ১৪ তম সপ্তাহে পাওয়ার আপ করার আগে আমার ওয়ালেটে স্টিম এবং স্টিম পাওয়ার এর অবস্থা কি ছিল। ১৪ তম সপ্তাহে পাওয়ার আপ করার আগে আমার লিকুইড স্টিম ছিল ১৯.৪৮৭ এবং স্টিম পাওয়ার ছিলো ১৯৬৩.৯৩১।

ধাপ-৩

3.png

এবার পাওয়ার আপ করার জন্য ওয়ালেটের লিকুইড স্টিম এর ব্যালেন্স এর পাশে রক্ষিত ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে। দেখা যাবে সেখানে অনেকগুলো অপশন আসছে। সেখান থেকে পাওয়ার আপ অপশনটিতে ক্লিক করতে হবে।

ধাপ-৪

4.png

এখন যে ইন্টারফেইজটি আসবে তাতে এমাউন্টের ঘরে যে পরিমান স্টিম পাওয়ার আপ করা হবে তা লিখতে হবে। যেহেতু সিজন-৩ এর ১৪ তম সপ্তাহে আমি ১০ লিকুইড স্টিম কে পাওয়ার আাপ করবো। তাই এমাউন্টের ঘরে ১০ লিখতে হবে। তারপর পাওয়ার আপ অপশনে ক্লিক করতে হবে।

ধাপ-৫

5.png

এখন যে ইন্টারফেইজটি আসবে সেটা ভালভাবে চেক করে নিতে হবে। এরপর সেখানে থেকে ওকে বাটনে ক্লিক করবো।

ধাপ-৬

5.png

এবার যে ইন্টারফেইজটি এসেছে তাতে ইউজার এর ঘরে স্টিমিট আইডি ঠিক আছে কিনা তা চেক করে নিয়ে স্টিমিট এর একটিভ কী দিতে হবে। তারপর সাইন ইন এ ক্লিক করতে হবে। তাহলে হয়ে গেল সিজন-৩ এর ১৪ তম সপ্তাহের ১০ স্টিম লিকুইড কে পাওয়ার আপ করার কার্যক্রম।

সপ্তম ও শেষ ধাপ

সাইন ইন করার পর একটি ইন্টারফেইজ আসবে। আর তাতে দেখা যাচ্ছে ১০ স্টিম লিকুইড এখন পাওয়ার আপ হয়ে গেছে। তাই স্টিম ওয়ালেটের লিকুইড স্টিম আর স্টিম পাওয়ার এর ভ্যালুও পরিবর্তন হয়ে গেছে।

7.png

সিজন-৩ এর ১৩তম সপ্তাহে পাওয়ার আপ করার পর ওয়ালেটের অবস্থা

পূর্বের এসপি১৯৬৩.৯৩১
পাওয়ার আপ১০ স্টিম
বর্তমান এসপি১৯৭৩.৯৩১
আজ এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার আসবো নতুন কোন টার্গেট নিয়ে ? মতামতের অপেক্ষায় রইলাম।

ভাল থাকুন, সুস্থ্য থাকুন এবং জীবন কে উপভোগ করুন।

image.png

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsa

Sort:  
 2 years ago 

পাওয়ার আপের তুলনা নেই নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য।আশা করি অল্প অল্প করে পাওয়ার আপ করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন।আমিও গতদিন 10 স্টিম পাওয়ার আপ করলাম, শুভকামনা রইলো আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু খুব সুন্দর এবং চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

সিজন থ্রিতে আপনি খুব বড় অংকের একটি টার্গেট নিয়ে পাওয়ার আপ করছেন আপু। আপনি দশ স্টিম পাওয়ার আপ করেছেন। নিজের সক্ষমতাকে টিকে রাখার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। এভাবে নিয়মিত পাওয়ার আপ করে যান নিশ্চয়ই তারে পূর্ণ করতে পারবেন।

 2 years ago 

দোয়া করুন ভাইয়া এভাবে যেন প্রতি সপ্তাহের পাওয়ার আপ করতে পারি। ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 

সুন্দর একটি পাওয়ার আপ করেছেন। আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করেন একাউন্টের ক্ষমতা বৃদ্ধির জন্য বেশ ভালো একটি পরিকল্পনা। এভাবে পাওয়ার আপ করতে থাকলে আশা করি আপনার পাওয়ার অনেক বৃদ্ধি পাবে। ভালভাবে কাজ করার জন্য পাওয়ার আপের কোন বিকল্প নেই ধন্যবাদ।

 2 years ago 

জি দোয়া রাখবেন আমি যেন একাউন্টের সক্ষমতা অনেক বৃদ্ধি পেতে পারি।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার বর্তমান এসপি ১৯৭৩.৯৫১ এসপি।আপনি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করলেন।এতে করে অনেকটা সমৃদ্ধ হলো আপনার একাউন্ট।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ্ ভালই তো মন্তব্য করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার পাওয়ার আপ পোস্ট দেখে খুব ভালো লাগলো। আপনি ৫ হাজার স্টিম পাওয়ার করতে প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন।আজ ও ১০ স্টিম পাওয়ার আপ করলেন। এভাবেই এগিয়ে যান। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

কি আর করবো বলেন, পাওয়ার আপ না করে কি থাকা যায়? ধন্যবাদ আপু।

 2 years ago 

ধীরে ধীরে আপনি অনেক দূর এগিয়ে যাচ্ছেন আপু। আমার কাছে পাওয়ার আপ পোস্ট দেখলে অনেক বেশি ভালো লাগে। পাওয়ার আপ পোস্ট মানে একধাপ এগিয়ে যাওয়া। ভীষণ দ্রুত গতিতে আপনি এগিয়ে যাচ্ছেন। শুভকামনা রইল আপু।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া বেশ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আজকে ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে আপনার স্টিম পাওয়ার হলো ১৯৭৩। এভাবে ধারাবাহিক পাওয়ার বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যান আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

জি আমিও চাইছি এভাবে ধারাবাহিক ভাবে পাওয়ার বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যেতে।

 2 years ago 

আপনি পাওয়ার আপ করে খুবই সুন্দর ভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন দেখে ভীষণ ভালো লাগলো। নিজের ধারাবাহিকতা বজায় রেখে এভাবে অল্প অল্প পাওয়ার আপ এর মাধ্যমে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। আশা করছি আপনি আপনার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন।

 2 years ago 

ভাইয়া আপনার এ ধরনের উৎসাহ মূলক মন্তব্য গুলো সত্যি আমাকে আরও উৎসাহিত করে তোলে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার বাংলা ব্লগে পাওয়ার আপ পোস্ট দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। পাওয়ার আফ মাণে নিজের সক্ষমতাকে বৃদ্ধি। আর আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে সেটাই করে চলেছেন। শুভকামনা রইল আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন এভাবে এগিয়ে যান সামনের দিকে।

 2 years ago 

জি দোয়া করবেন আমি যেন প্রতি সপ্তাহে একটি পাওয়ার আপ করতে পারি।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.034
BTC 109886.57
ETH 3850.67
USDT 1.00
SBD 0.60