জেনারেল রাইটিং- নিয়তির কাছে পারিবারিক বন্ধন অসহায় || written by@maksudakar ||

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)

আসসালামু আলাইকুম

প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে থাকেন আর যেমনই থাকেন খুব ভালো থাকার চেষ্টা করবেন। আমিও আছি আপনাদের দোয়ায় ভালো আর মন্দ মিলিয়ে। তবে চারদিকের অবস্থায় মনটা বেশ ভারাক্রান্ত। আজ বার বার বলতে মনে চায়- আমি চিকিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে নিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত গর্বিত ইউজার। শত ব্যস্ততার মাঝেও প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাচিছ আপনাদের সাথে যুক্ত থাকার। কারন নিজের অজান্তেই কখন যে আমার বাংলা ব্লগ কমিউনিটি আমার কাছে আমার নিজের পরিবারের মত হয়ে উঠেছে। আর তাই তো চেষ্টা করি যত রাতই হউক না কেন প্রতিদিন আপনাদের মাঝে নিজের একটি লেখা শেয়ার করার জন্য। হয়েতো আমি আপনাদের মত এত ক্রেয়েটিভ মানুষ নয়। তবুও নিজের যতটুকু মেধা আছে তাই নিয়েই এগিয়ে যেতে চাই। যদি আপনাদের দোয়া পাই।

জীবন বহমান। জীবন থেমে থাকার নয়। জীবনের তাগিদে জীবন কে ছুটে চলতে হয় রানার এর মত দূর্বার গতিতে। ব্যস্ত জীবন ভুলিয়ে দেয় জীবনের সকল স্মৃতিগুলো। কখনও কখনও নিজের অস্থিত্বের কথাও আমরা ভুলে যাই। ভুলে যাই আমাদের চারপাশের আপন মানুষ গুলোকেও। কিন্তু হাজারও অর্থ আর সম্পদ কি পারে আমাদের কে আমাদের জীবনের চরম সত্য কে ভুলিয়ে দিতে ? আমার তো মনে হয় পারে না।বন্ধুরা আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে আমার নতুন একটি পোস্ট নিয়ে।

অলির কথা শুনে বকুল হাসে কই, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো!.png

CANVA দিয়ে তৈরি

নিয়তির কাছে পারিবারিক বন্ধন অসহায়

মানুষ সৃষ্টির সেরা জীব। মহান আল্লাহ্ আমাদের কে এই পৃথিবীতে প্রেরণ করেন একটি পরিবারের মাধ্যমে। আমাদের কে পৃথিবীর আলো দেখাতে আমাদের পিতামাতার ভূমিকা অস্বীকার করার কোন সুযোগ নেই। সেই পিতামাতা ছেলেবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের পিছনে যে কি পরিমান শ্রম ব্যয় করে সেটাও কিন্তু অস্বীকার করার কোন সুযোগ নেই। পিতামাতা ছাড়াও ভাই বোন নিয়ে বেশ সুন্দর একটি জীবন আমরা ছেলেবেলায় পার করি। তাই তো আমরা যতই বড় হই না কেন ছেলেবেলার স্মৃতি বা পরিবারের ভালোবাসাগুলোকে কখনও ভুলে যেতে পারিনা। প্রত্যেকটি মানুষের কাছে তার পরিবার হলো শ্রেষ্ঠ সম্পদ বা ভালোবাসার জায়গা।

বাবা মায়ের আদর ভালোবাসা যেমন আমাদের জন্য অনেক পাওয়া।ঠিক তেমনি করে আমাদের কে একটি সুন্দর ভবিষৎ দিতে বাবা মায়ের শাসনও কিন্তু আমাদের জন্য পরম পাওয়া। বাবা মায়ের ভালোবাসার ছোঁয়ায় সন্তানের জীবন হয়ে উঠে প্রানোবন্ত আর আনন্দের। আবার বাবা মায়ের শাসন যদিও ছেলেবেলায় আমাদের কে বেশ কষ্ট দিয়েছে, তবুও আজ কিন্তু বেশ বুঝতে পাচিছ যে বাবা মায়ের শাসন না থাকলে আজ আমরা এমন সুন্দর জীবন পেতাম না। ছেলেবেলা হতে বাবা মা আমাদের কত কত চাহিদা পূরন করে। আবার তাদের ভালোবাসার আবরনে ঢেকে রাখে আমাদের জীবন। কত চাহিদা যে আমাদের পূরণ করেছে বাবা মা তা বলার নয়। না চাইতেই আমরা কত কিছু পেয়ে গিয়েছি।

তারপর তো রয়েছে ভাইবোনদের সাথে সম্পর্ক। ছেলেবেলায় ভাইবোনদের সাথে কত যে খুনসুটি করে সময় পার করেছি। কথায় কথায় ভাইবোনদের সাথে মারামারি। ভালো ভালো জিনিসগুলো নিজে ব্যবহার করা আরও যে কত কি। আবার ভাইবোনের ভালোবাসা গুলো এমন ছিল যে একজন কষ্ট পেলে আরও একজন কষ্ট পেত। একজন কান্না করলে আরও একজন দুঃখ পায়। আর একজনের আনন্দে অন্যজনের আনন্দ। বাবা মায়ের বকুনী হতে কত যে ভাইবোনদের কে বাচিঁয়ে তোলা ছিল ভাইবোনদের ভালোবাসার বহিঃ প্রকাশ।

আস্তে আস্তে আমরা যখন বড় হলাম। আমাদের জীবনে নেমে এলো ব্যস্ততা। আর আমরা যখন পরিবার হতে দূরে সরে গেলাম।তখন সব যেন মলিন হয়ে গেল। এখন আর সেই ছেলেবেলার ভালোবাসার গন্ধ পাওয়া যায় না। এখন আর সেই পারিবারিক আনন্দ আর উদ্দীপনা মনে জাগে না। আর এখন আর সেই ছেলেবেলার আনন্দগুলো উপলব্দি কেউ করে না। নিয়তির পরিহাসে একে একে সবাই নিজেদের কে নিয়ে ব্যস্ত জীবন পার করে। হারিয়ে যায় সুন্দর একটি পরিবার আর সুন্দর কিছু মূহূর্ত। এক সময় বাবা মা ও আমাদের ছেড়ে চলে যায়। আমরা আবার বাবা মা হয়ে সেই একই ধারাবাহিকতায় আমাদের পরিবার চালাই। এটাই হলো নিয়তি।

image.png

শেষ কথা

আমি কিন্তু প্রায় সময়ই পরিবার আর পারিবারিক বন্ধনগুলোকে মিস করি। আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম।

image.png

ধন্যবাদ সকলকে
@maksudakawsar

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

Screenshot_1.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 months ago 

আপু আমার কাছে মনে হয় সময়ের সাথে সাথে আমরা সবাই খুব বেশী ব্যস্ত হয়ে পরেছি।তবে এই ব্যস্ততার মাঝেও পারিবারিক বন্ধনকে অসহায় না করতে চাইলে আমাদের যোগাযোগ,মাঝে মাঝে আসা- যাওয়া এই বন্ধনকে কিছুটা হলেও গতিশীল করে তুলতে পারি।আর এটা একজনের তরফ থেকে শুরু হলে অপর পাশের মানুষটিও এক সময় ভাবের আদান-প্রদানের চেষ্টা করবে।এতে করে বন্ধন অসহায় হয়ে পরবে না।আর অতীতের সেই আনন্দমাখা দিনগুলো সেটা হয়তো ফিরে আসে না।কিন্তু বর্তমানটাকে আমরা এভাবে চালিত করতে পারি।

 4 months ago 

আপু সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 4 months ago 

আপু আজ আপনার জেনারেল রাইটিংটি খুব চমৎকার করে লিখেছেন। আমরা আল্লাহর সৃষ্টি প্রত্যেকটি পরিবার। সেই ছেলেবেলায় পরিবারের সকলের সাথে যে, বন্ধনের একটি পরিবার থাকে। সে পরিবারটি আসলে জীবনের সবচাইতে মূল্যবান সময়। মা বাবার বোকা ভাই বোনের খুনসুটি সবই খুব মিস করি আপু। আর সেই সময়টা চাইলে আমরা কেউ ফিরে পাবো না। আস্তে আস্তে এক সময় জীবন থেকে সবকিছু হারিয়ে যায়। থেকে যায় শুধু স্মৃতিগুলো।

 4 months ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 months ago 

বাবা মায়ের ভালোবাসার কাছে আসলেই কোন কিছুর তুলনা হয় না। তবে আপনার এই কথাটা একেবারে সঠিক যে, নিয়তির কাছে পারিবারিক বন্ধন একেবারেই অসহায়। একটা সময় পর এসে আমরা সবাই বাস্তবতার সম্মুখীন হই এবং নিজের জীবনে অনেক বেশি ব্যস্ত হয়ে যাই। আর সেই সময় আমাদের ছেড়ে চলে যায় সেই আপন মানুষগুলো যাদের ছেড়ে আমরা একসময় থাকতেও পারতাম না। আপনারা আজকের লেখাটা সত্যিই মন ছুঁয়ে গেল আপু।

 4 months ago 

ধন্যবাদ দাদা সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 months ago 

পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ভালোবাসা হচ্ছে পিতা মাতার ভালবাসা৷ এই ভালোবাসা আমরা সকলেই পেয়ে থাকি৷ আবার অনেকেই পাই না৷ তবে আপনি একেবারে সঠিক একটি কথা ঠিক বলেছেন যে নিয়তির কাছে পারিবারিক বন্ধন অসহায়৷ যখন আমরা বাস্তবতার দিকে ঝুঁকে পড়ি তখন আমরা আমাদের জীবন সম্পর্কে বুঝতে পারি এবং৷ আমাদের জীবন কতটা কঠিন সেটি আমরা বুঝতে পারি৷ একটা সময় আমাদের প্রিয় মানুষকে যখন আমরা এক মুহূর্ত ছেড়ে থাকতে পারতাম না সে মানুষগুলো যখন চিরতরে বিদায় নিয়ে নেয় তখন তার থেকে কষ্টের আর কিছুই হতে পারে না৷ ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91017.04
ETH 3083.40
USDT 1.00
SBD 2.87