ফটোগ্রাফি পোস্ট- মুখরোচক কিছু খাবারের ফটোগ্রাফি ||original photography by @maksudakawsar||

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম

মুখরোচক কিছু খাবারের ফটোগ্রাফি

image.png

❤️শুভ রাত্র্রি প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবার❤️। জীবন থেমে থাকার নয়। জীবন চলে তার নিজের গতিতে। জীবনে দুঃখ আসে, আসে বেদনা। আর এই দুঃখ বেদনার মাঝেই আমাদের কে খোজেঁ নিতে হয় আনন্দ। যে আনন্দ আমাদের মন কে করে তুলে সজীব ও সতেজ। আর এজন্য মাঝে মাঝে কিছুটা সময় পেলেই চলে যাই কিছুটা আনন্দ খোজঁ করতে । এবার কোন প্রকৃতি নয়, চলে গিয়েছিলাম আমার প্রিয় একটি ফুডকর্ণারে নিজের পছন্দের কিছু খাবারের খোজেঁ। তাও যদি মনটা কিছুটা সজীব হয়। আমার কিন্তু এসব খাবার খেয়ে মনটা সজীবতায় ভরে গিয়েছিল। আপনাদের কেমন লাগলো বলেন তো।

বেশ কিছুদিন হলো কোথাও খেতে যাওয়া হয়। আগে তো প্রায় চলে যেতাম কাছে ধারে কোন ফুড কর্ণারে । কিন্তু সময়ের অভাবে আজকাল তো সেদিকে যাওয়াটাই ভুলে গেছি। ‍ভুলে গেছি নিজের পছন্দের কোন খাবার খেতে। আজ হঠাৎ করে এক পুরানো বন্ধুর ডাকে সাড়া দিয়ে আর বসে থাকলে পারলাম না। তাই তো চলে গেলাম প্রিয় একটি ফুড কর্ণারে। কিন্তু যার সাথে যাবো তার জন্য রাস্তায় অপেক্ষা করতে হলো অনেকটা সময়। কি আর করার অপেক্ষা করতে লাগলাম।

image.png

অপেক্ষার এক পর্যায়ে দেখলাম রাস্তার পাশে এক ভদ্রলোক খুব মজা করে আচার বানাচ্ছে। আমি কি আর দাঁড়াইয়া থাকতে পারি? দৌড়ে গেলাম তার কাছে। নিলাম বিশ টাকার আচার। কাঁচা আম, আমরা, তেতুল, জলপাই , কাঁচা মরিচ দিয়ে বেশ মজা করে বানানো কিন্তু আচাড়টি। যতক্ষনে মামা আচাড় বানাচ্ছিলো ততক্ষনে জিভে পানি টল টল করতে ছিল।

image.png

তারপর চোখে পড়লো প্রিয় ফুচকা। এবার কিন্তু আর দাড়াঁতে পারলাম না। কারন বেশ কিছুক্ষন যেহেতু অপেক্ষা করতে হবে তাই ঝাল ঝাল ফুচকাও খেতে কিন্তু ভুল করিনি।

image.png

image.png

অবশ্য আগে থেকে জানি যে কিসের জন্য ট্রিট। আমার বন্ধুর প্রমোশনের ট্রিট ছিল। তাই তাকে শুভেচ্ছা জানাতে একটি কেক অর্ডার করে নিয়ে তাতে কনগ্রাচুলেশন লিখে দিলাম।

image.png

তারপর বন্ধুটি আসলো। আমরা চলে গেলাম সেই ফুডকর্ণারে । প্রথমে আমরা নিলাম ঠান্ডা সেড করা জুস। দুই পদের ফল দিয়ে করা জুসটি কিন্তু খেতে চমৎকার

image.png

এখানকার মরগী ফ্রাইগুলো কিন্তু বেশ মজাদার। তারপর আমরা একে একে অর্ডার করা হলো আরও অনেক আইটেম। যার মধ্যে ক্রেসপি চিকেনটি ছিল অন্যরকমের।

image.png

এবার অর্ডার করলো চাউমিন নডুলস। বেশ মজাদার ছিল সেই নডুলস গুলো। আর এতগুলো দিয়েছিল যে বাসায় এসে আর রাতে কিছুই খেতেই হয়নি।

image.png

image.png

এগুলো তো সবাই চিনেন নাকি? এবার খেলাম মজাদার মাশরুম সুপ আর অনথন। কিযে স্বাদের ভরা রেসিপি। সেটি কি আর বলতে। আচ্ছা এত কিছু খেলে কি আর রাতের ডিনার করা লাগে?

image.png

এত কিছুই যখন খেলাম তাহলে প্রিয় ফ্লেবারের কফি কি জন্য খাবো না বলেন তো? তাই তো ঠান্ডা ঠান্ডা প্রিয় ভ্যানিলা কফি খেতে আর মিস করলাম না। ট্রিট যখন নিবো তখন সবকিছুরই নিবো।

পোস্টের বিবরন
পোস্টের ধরনফটোগ্রাফি পোস্ট
ডিভাইসVIVO-Y22S
ফটোগ্রাফার@maksudakawsar
স্থানখিঁলগাও, তালতলা, ঢাকা, বাংলাদেশ

আজ এখানেই রাখছি। আগামীতে আবারও ফিরে আসবো নতুন করে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে। কেমন লাগলো আমার আজকের ভিন্ন রকমের ফটোগ্রাফি গুলো? জানার আগ্রহ নিয়ে অপেক্ষায় রইলাম। আশা করি আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে উৎসাহিত করবেন।

❤️ধন্যবাদ সকলকে❤️

image.png

Add a heading (1).png

image.png

image.png

Sort:  
 last year 

মজাদার মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি তুলে ধরেছেন। আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে খাওয়ার প্রতি খুব লোভ হচ্ছে। বিশেষ করে চাউমিন খেতে। কারণ চাউমিন খেতে আমি অনেক বেশি পছন্দ করি। যাইহোক মজাদার মজাদার এতগুলো খাবারের ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

ইস্ আগে জানলে তো চাউমিন আপনাকে অনলাইন করে দিতাম। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আপনি খুব সুন্দর কিছু লোভনীয় ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখে খুব লোভ লাগছে। ফুচকা দেখে খুব খেতে ইচ্ছে করছে। জিভে জল চলে আসছে। প্রতিটি খাবারের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

যাক আপু শান্তি পেলাম যে আমার করা ফটোগ্রাফি গুলো আপনাকে মুগ্ধ করতে পেরেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

দেখতে দেখতে অনেক কিছু তো খেলেন। লাষ্টের দিকে এসে কফিও বাদ পড়ে নাই। তবে সব গুলোর মধ্যে আনকমন একটি রেসিপি দেখলাম। আর সেটা হলো মাশরুম সুপ আর অনথন। এটা এখনো টেষ্ট করা বাকি আছে। ধন্যবাদ ।

 last year 

কি করবো বলেন তো? ট্রিট বলে কথা। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

বাঙালি বলে কথায় এই ধরনের খাবার গুলো দেখলে মুখের রুচি কিন্তু সামলানো যায় না। তাও আবার খুব লোভনীয় খাবার গুলো শেয়ার করলেন আপনি ফটোগ্রাফির মাধ্যমে। প্রতিটি খাবার অনেক লোভনীয় ছিল। আমার কাছে ফুড ফটোগ্রাফি দেখতে বেশ ভালো লাগে কারণ সুন্দর সুন্দর ডেজার্ট দেখা যায় ফটোগ্রাফির মাধ্যমে। অনেক ভালো লেগেছে শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

লোভ সামলানো যায় না বলেই তো এত খাবার খেলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আপু আপনার খাবারের ফটোগ্রাফি দেখে তো জিভেতে জল চলে আসলো। প্রতিটি খাবারের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে আপু। খুবই সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আরে ভাই জল আসার জন্যই ফটোগ্রাফি করলাম। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আসলেই তো আপু আপনি তো ঠিক বলেছেন, আগে তো ভেবে দেখিনি। ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

আচার দেখলে জিভে জল চলে আসে। তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে মুরগির ফ্রাই খেতে। এগুলো দেখলে যেন না খেয়ে থাকতেই পারে না। আপনার পোস্ট দেখে তো আমার জিভে জল চলে এসেছে। এখন এটাকে কিভাবে সামাল দিব তাই ভাবছি। এত সুন্দর মজাদার খাবারগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

আরে চাষাড়া শহীদ মিনারে যান। সেখানে অনেক টক যাবেন। খেলেই জল চলে যাবে। হি হি হি। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আপু বন্ধুর ডাকে সাড়া দিয়ে তো দেখছি বেশকিছু খাবার খেয়ে ফেলেছেন।দেখতে চমৎকার লাগলো ফটোগ্রাফি গুলো। যাক অনেক দিন পর বাইরে খাওয়ার সুযোগ হলো তাইতো নিজের পছন্দের খাবারগুলো ও খাওয়ার সুযোগ পেলেন।ধন্যবাদ আপু সুন্দর খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

কি করবো আপনি তো আর ডাকেন না। তাই সুযোগ আর হাত ছাড়া করতে চাইলাম না। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা খাবারের ফটোগ্রাফি গুলো দেখেই সত্যি জিভে জল চলে আসছে। আসলে এরকম মজার খাবার যে কতদিন খাইনি বলে বোঝানো যাবে না আপু। তবে আমার কাছে খেতে সবথেকে বেশি ভালো লাগে ফুচকা। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আরে ভাই যে হারে ব্লগার অফ দা উইক হচেছন তাতে করে আগামীতে এই খাবারের আর অভাব হবে না। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আসলে আপনি অনেক সুন্দর সুন্দর কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন। যেটা দেখে আসলে আমার অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর মুখরোচক খাবার গুলো দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলে।

 last year 

ইস্ আগে জানলে না হয় অনলাইন করে দেওয়া যেত। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58589.32
ETH 2636.10
USDT 1.00
SBD 2.45