লাইফ স্টাইল- অবশেষে কেনা হলো ঈদের পাঞ্জাবী || lifestyle by @maksudakawsar ||

in আমার বাংলা ব্লগ9 days ago

আসসালামু আলাইকুম

জীবনটাই এমন। কখনও টক, কখনও মিষ্টি আর কখনও ঝাল। আর এসব কিছু নিয়েই আমাদের চলতে হয়।মানুষ কখনও এক সাথে সুখী হতে পারে না। সুখের মাঝে দুঃখ এসে যখন হানা দেয় তখন সুখ গুলো দৌড়ে পালায় কোন এক অজানা দেশে। আর সেই দুঃখ তখন মানুষ কে ভেঙ্গেচুরে শেষ করে দেয়। তবুও মানুষ নতুন করে সুখের স্বপ্ন দেখে। নতুন করে সাজায় জীবনের রঙিন দিন গুলো।

কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আর ভালো থাকাটাই এখন সবচেয়ে বড় নেয়ামত। বন্ধুরা প্রতিদিনের মত করে আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন করে নতুন একটি পোস্ট শেয়ার করার জন্য। আজও আপনাদের মাঝে আমি লাইফ স্টাইল পোস্ট শেয়ার করবো। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার স্বার্থকতা।

image.png

image.png

অবশেষে কেনা হলো ঈদের পাঞ্জাবী

image.png

image.png

image.png

picture credit --@maksudakawsar
Camera-Vivo-Y22s

ঈদ মানে আনন্দ। আর ঈদ মানে খুশি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠে। আর ঈদুল ফিতরের আনন্দ কে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার জন্য পরিবারের সবার জন্যই নতুন পোশাকের ব্যবস্থা করা হয়। যার মধ্যে অন্যতাম একটি পোশাক হলো ঈদের পাঞ্জাবী। আমার মনে হয় ঈদের পাঞ্জাবী যদি সুন্দর আর মনের মত হয় তাহলে ঈদের আনন্দ হয়ে উঠে আরও বেশী আনন্দময়। আর তাই তো এবার ঈদের পাঞ্জাবী কিনতেই আমাকে পোহাতে হয়েছে অনেক দখল। যা নিয়ে আমি ইতোমধ্যে আপনাদের সাথে পোস্ট শেয়ার করেছি।

image.png

image.png

picture credit --@maksudakawsar
Camera-Vivo-Y22s

ঈদের দুদিন আগেও যখন পাঞ্জাবী কিনে পাচ্ছিলাম না, তখন বেশ চিন্তাই হচ্ছিলো। আর চিন্তা ভাবনার মাঝে হঠাৎ হলো যে একবার একটু বাসার পাশে সেইলর এর আউটলেটে গিয়ে ঘুরে দেখে আসি। যদি কিছু পাওয়া যায়। তো দিনের আগের একদিন আগে চলে গেলাম সেইলরের আউটলেটে। অবশ্য তখন বাজে রাত্রি ১২.০০ টা। আমরা যখন সেইলরে ঢুকলাম তখন দেখি অত রাতেও বেশ ভিড় রয়েছে। তবে সেইলরে ঢোকার পরেই মন ভালো হয়ে গেল। ওদের ইনট্রো কিন্তু বেশ দারুন ছিল। প্রথমেই দেখলাম ঢোকার মুখেই একটি পুতুল।

image.png

image.png

image.png

image.png

picture credit --@maksudakawsar
Camera-Vivo-Y22s

বেশ পরিচ্ছন্ন সেইলরের আউটলেট। বেশ গুছালোও বটে। সবকিছুই রয়েছে সেইলরের আউটলেটে। পাঞ্জাবী, টি শার্ট সহ মেয়েদের যাবতীয় কিছুই রয়েছে সেইলরের আউটলেটে। আমার কাছে বেশ ভালো লাগছিল।সেইলর কর্তৃপক্ষের এমন উদ্যোগ। যেমন তাদের রুচিবোধ, তেমন তাদের আউটলেটের কর্মচারীদের ব্যবহার। তো আমরা ঘুরে ঘুরে পুরো আউটলেট দেখেনিলাম। সাথে দেখে নিলাম আমাদের পাঞ্জাবীর আউটলেটও। বেশ দারুন পাঞ্জাবীর কালেকশন। তবে অন্যান্য আউটলেটের তুলনায় এখানে বেশ কিছু রাখা হয়েছে পাঞ্জাবী।

image.png

image.png

image.png

image.png

image.png

picture credit --@maksudakawsar
Camera-Vivo-Y22s

তারপর বেশ খুঁজে আপনাদের ভাইয়া এবং আমার ছোট ভাইয়ের জন্য একরকমের পাঞ্জাবী পছন্দ করে নিলাম। আমার কাছে বেশ পছন্দ হলো পাঞ্জাবীটি। তারপর দুটো পাঞ্জাবীর জন্য দুটো টাউজারও কিনে নিলাম। এদের টাউজার গুলোও বেশ দারুন। তারপর এগুলো চলে বিল দেওয়ার ডেস্কে। এখানেও ভালো লাগা কাজ করলো। কারন এদের বিল গ্রহণ সিস্টেম এতই সুন্দর যে বেশ মুগ্ধ হয়ে গেলাম। তারপর দুজনের জন্য মোট ৯২০০/- টাকা বিল প্রদান করে দুটো ব্যাগ নিয়ে খুশিতে বাড়িতে চলে আসলাম। আর আমরা সবাই বেশ খুশি হলাম।

শেষ কথা

অবশেষে যে পাঞ্জাবী খুঁজে পেলাম সেটাই অনেক। আশা করি আমার কেনা পাঞ্জাবী আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের মতামত গুলো জানার অপেক্ষায় রইলাম।

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

Screenshot_1.png

Sort:  
 9 days ago 

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। ঈদের পাঞ্জাবী কেনার আপনার অভিজ্ঞতা এবং সেইলরের আউটলেটের বর্ণনা অত্যন্ত জীবন্ত এবং আকর্ষণীয়। আপনার লেখনীতে একটি সুন্দর ছবি ফুটে উঠেছে। আপনার পাঞ্জাবী নির্বাচনের রুচি এবং আপনার ভ্রমণ এবং ফটোগ্রাফির প্রতি ভালোবাসা প্রশংসনীয়। ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 8 days ago 

সেদিন তো পাঞ্জাবী কিনতে আমাকে হায়ার করে নিয়ে ছিলেন। তানা হলে কি আর এত সুন্দর একটি পাঞ্জাবী কিনতে পারতেন। তবে সেইলরের আউটলেট আমার কাছে দারুন লেগেছে। আমি পুরোটাই ঘুরে দেখেছিলাম সেদিন। ধন্যবাদ আপু সেদিনের কথা গুলো এমন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 days ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 8 days ago 

পাঞ্জাবি ছাড়া যেন ঈদ জমে উঠে না। ঈদুল আযহা আত্মা উৎসর্গের মাস। এ সময় সবাই পরিবারের সাথে ঈদ উদযাপন করে। সবাই নতুন জামা কাপড় পড়ে ঈদগাহে নামাজ পড়ার জন্য যায়। যাইহোক, আজকে আপনি একটা পাঞ্জাবি কেনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 6 days ago 

হুম, কোরবানী ঈদের সময় রোজার ঈদের অনুভূতি, আপনার পোষ্ট পড়তে পড়তে কোরবানীর কথাই ভূলে গেছি হা হা হা।

 6 days ago 

কি করবো পোস্ট জমেছে ১০১ টা। দিতে দিতে বছর শেষ। হিহিহি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64294.64
ETH 3491.72
USDT 1.00
SBD 2.53