জেনারেল পোস্ট-লড়াই করে বেচেঁ থাকার নামই জীবন|| written by@maksudakar ||

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম

লড়াই করে বেচেঁ থাকার নামই জীবন

শুভ রাত্রি প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবার। সকলের সুস্বাস্থ্য এবং ‍সুন্দর জীবন কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ। কেমন আছেন সবাই? বেশ ভালো তো না? আপনাদের ভালো থাকাটাই দিন শেষে কাম্য। আজ আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ ভাবছি আপনাদের সাথে একটি জেনারেল পোস্ট শেয়ার করবো। কারন আমার কাছে জেনারেল পোস্ট গুলো যেমন পড়তে ভালো লাগে। তেমনি করে আবার লিখতেও ভালো লাগে। আপনারা হয়তো বা ইতোমধ্যে আমার আজকের টাইটেলটি দেখেই বুঝে গেছেন যে আমি কি পোস্ট করতে চাইছি।হ্যাঁ আমি আজ আপনাদের সাথে জীবনে বেচেঁ থাকা নিয়ে সামান্য কিছু আলোচনা করবো। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের বেশ ভালো লাগবে।

fire-and-water-2354583_1280 (1).jpg

source

সেই ছেলেবেলায় বইতে পড়তাম আর মুখস্থ করতাম-Life is not a bed of Roses। তখন কিন্তু কথাটির মানে বুঝতাম না। শুধু মুখস্থ করার জন্যই পড়তাম। কিন্তু আজ যখন বড় হলাম তখন কিন্তু কথাটির অর্থ হারে হারে টের পাচিছ। গত গভীর এই একটি বাক্য। জীবনে আছে আঘাত প্রতিঘাত, যন্ত্রণা আর ব্যর্থতার গ্লানি। তবুও কিন্তু জীবন চলে যাচেছ তার নিয়ম মত। কোন কিছুর জন্যই কিন্তু জীবন থেমে নেই। আর জীবন কে থেমে থাকতে দেওয়াটা ঠিক নয়। জীবন কে তার নিজের গতিতে চলতে দেওয়া উচিত। জীবনে চলতে গেলে তো পা পিছলে পরতেই পারি। তাই বলে কি চলা থামিয়ে দিতে হবে?

আমরা যদি সফল ব্যক্তিদের জীবনী পড়ি তাহলে দেখবো যে তারা অনেক কষ্ট করে,লড়াই করে তাদের জীবনে সফলতার মুখ দেখেছে। তারা কিছুতেই ব্যর্থতার কাছে পরাজয় স্বীকার করেননি। ব্যর্থতার গ্লানীকে মাথায় নিয়ে সফলতার জন্য চেষ্টা করে গেছেন বারে বারে। আমরা কিন্তু জানি যে প্রাচীন সভ্যতার রোম নগরী একদিনে গড়ে উঠে নি। তার পিছনের রয়েছে অজস্র ব্যর্থতার গল্প। আবার ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর সে ও কিন্তু অনেক ব্যর্থতার গ্লানী মাথায় নিয়েই নিজেকে ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। এমন অজস্র উদাহরণ রয়েছে পৃথিবীতে যেখাতে ব্যর্থতাকে সফলতায় পরিনত করতে পোড়াতে হয়েছে অনেক কাঠখড়।

মনে রাখতে হবে আপনার, জীবনে কেউ সফলতা এনে দিবে না। নিজের জীবনে সফলতা আনতে নিজেকেই পরিশ্রম করতে হবে। মেনে নিতে হবে হাজারও কষ্ট আর আঘাত। জীবন চলার পথে আঘাত আসবেই। তাই বলে আঘাতের স্রোতে গা ভাসিয়ে দিয়ে জীবন কে সর্বনাশের দিকে এগিয়ে দিলে হবে না। সকল আঘাত গুলো কে পুজিঁ করে নিয়ে নিজেকে আরও শক্ত করে গড়ে তুলতে হবে আগামীর জন্য। কথায় তো আছে- একবার না পারিলে দেখ শতবার। তাই আমাদের কে অবশ্যই জীবন যুদ্ধে টিকে থাকতে হলে সব কিছু কে পজিটিভ ভাবে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

পৃথিবীতে এমনও হাজারও অলস মানুষ আছে, যারা জীবন যুদ্ধে নিজেকে একজন পরাজিত সৈনিক মনে করে। মনে করে তাদের দ্বারা কিছুই হবে না। অলস ব্যক্তিরা সব সময় তাদের সামনে একটি ব্যর্থতার অজুহাত দাঁড় করিয়ে রাখে। তারা ভেবেই নেয় যে, যে কোন কাজে তাদের ব্যর্থতা আসবেই। তাই তারা অলসের মতো করে পড়ে থাকতে পছন্দ করে। জীবন যুদ্ধে তারা একরকমের পরাজিত সৈনিক। মনে রাখতে হবে যে পৃথিবীতে কেবলমাত্র পুথিঁগত বিদ্যায় কিছুই হয় না। জীবন যুদ্ধে জয় ছিনিয়ে আনতে প্রয়োজন লড়াই করার । লড়াই করার মাধ্যমেই আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারবো।

মনে রাখতে হবে যে আমাদের জীবনের লড়াই কিন্তু সেই শিশুকাল থেকেই শুরু হয়ে যায়। যখন আমরা আমাদের বিদ্যাপিঠে প্রবেশ করি তখন থেকেই শুরু হয়ে যায় আমাদের জীবন যুদ্ধ। আমাদের কে ভালো রেজাল্ট আনতেই হবে। আর এভাবেই কাটিয়ে দিতে হয় আমাদের শৈশব, কৈশর আর যৌবন। কথায় বলে না - এখন য়ৌবন যার যদ্ধে যাওয়ার সময় তার। আর তাই তো যৌবন বয়স থেকেই আমাদের কে জীবনের সাথে লড়াই করার কৌশল গুলো আরও বেশী করে আয়ত্ত্ব করে নিতে হয়। এই সময়ে জীবন যুদ্ধে টিকে থাকতে না পারলেই জীবন হয়ে পড়ে দূর্বিসহ।

জীবনে চলতে গেলে আঘাত আসবেই। আর সেই আঘাত কে শক্তিতে পরিনত করে জীবন যুদ্ধে টিকে থাকর নামই হচেছ জীবন। বাচঁতে হলে বাঘের মত করেই বাঁচা উচিত। সকল প্রতিবন্ধকতা কে দূরে ঠেলে দিয়ে নিজেকে জীবন যুদ্ধের একজন বীর সৈনিক হিসাবে প্রতিষ্ঠিত করতে পারলেই আমাদের লড়াইটা হয়ে যাবে সহজ এবং সুন্দর। তাই আসুন জীবন যুদ্ধে লড়াই করে বাঘের মত করে জীবনটা পার করে দেই। অলসতায় নয়।

আজ এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোন পোস্ট নিয়ে নতুন ভাবে আপনাদের কাছে। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ? আপনাদের মূল্যবান মন্তব্যের আশায় রইলাম। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।

❤️ধন্যবাদ সকলকে❤️

image.png

Add a heading (1).png

image.png

image.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 
 last year 

আপনার পোষ্টের সাথে আমার পোষ্টের টাইমিং এবং অনেকটাই সম্পর্ক স্থাপন করতে পারছি, আমি নিজেও মোটিভেটেড হলাম। আসলেই লড়াই করতে হবে আর লড়াইটা বোধ হয় সেই ছোটবেলা থেকেই শুরু হয়ে গেছে।

 last year 

যাক আপনাকে মোটিভিটেড করতে পেরে আমি নিজেও ধন্য হলাম। উৎসাহ মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last year 

মানুষের জীবনটাই সংগ্রামের আর মানুষ পৃথিবীতে এসেছে সংগ্রাম করে বেঁচে থাকার জন্য। পৃথিবীর বুকে যত প্রাণী আছে সবাই সংগ্রাম করেই টিকে আছে। পৃথিবীতে যত নামিদামি মনীষী জন্ম নিয়েছে তারা আপনা আপনি এত বড় হয়নি তাদের জীবন পড়লে দেখা যায় তারা অনেক সংগ্রাম করার মাধ্যমে এতদূর
নিজেদেরকে নিয়ে আসতে পেয়েছে। ধন্যবাদ আপু খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোস্ট করা জন্য।

 last year 

আমিও মনে করি সংগ্রাম করে বেচেঁ থাকার নামই জীবন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আসলে আমাদের এই জীবনে আমাদেরকে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। অনেক আঘাত আসতে পারে, বাঁধা আসতে পারে, আমাদেরকে উচিত এগুলোকে শক্তি তে রূপান্তরিত করে সংগ্রাম করে এগিয়ে যাওয়া। আপনার টাইটেলটা পড়েই আমি বুঝতে পেরেছিলাম, আপনি কোন বিষয় নিয়ে লিখতে চলেছেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনার লেখা এই পোস্ট পড়তে। সব মিলিয়ে জাস্ট অসাধারণ ছিল সম্পূর্ণটা এটাই বলতে হয়।

 last year 

আরে আপনিই তো বুঝবেন, কারন আপনাদের দেখে দেখেই তো উৎসাহ পেয়েই যাচিছ। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আসলে পৃথিবীতে বেঁচে থাকতে হলে পতিটি মানুষকে লড়াই করে বেঁচে থাকতে হবে। সে যত কঠিন পরিস্থিতি হোক না কেন নিজেকে নিজেই সামলে নিতে শিখতে হবে। কারণ কেউ কারো জীবন গড়ে দিতে আসবে না নিজের জীবন নিজেকেই গড়ে নিতে হবে। যাইহোক ধন্যবাদ আপনাকে সুন্দর মোটিভেশনাল কিছু কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

বাস্তবতা বড়ই কঠিন। তাই নিজের জীবন কে নিজের গড়ে নিতে হবে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

আমরা আমাদের জীবনে অনেক লড়াই করতে হবে। লড়াই করা ছাড়া আমরা কোন ধরনের সফলতা অর্জন করতে পারবোনা। আর আজকে আপনি এরকমই সুন্দর একটি জেনারেল রাইটিং শেয়ার করেছেন যা সকলের মনের মধ্যে একটি আলাদা জায়গা করে নেবে। পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী মনীষীরা এসেছেন তারা সকলেই তাদের জীবনে অনেক লড়াই করে গিয়েছেন যা আমরা সকলেই জানি। আর আপনার এই জেনারেল রাইটিং থেকে আমি অনেক মোটিভেটেড হলাম৷

 last year 

যাক অনন্তঃ একজন কে তো মোটিভেটেড করতে পারলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

খুবই সুন্দর বিষয় নিয়ে আজকে আপনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন আপু। আসলে এটা তো আমাদের সকলেরই পরীক্ষা কেন্দ্র এখানে আমাদের সকলকেই লড়াই করে বেঁচে থাকতে হবে। আমরা যদি জ্ঞানীগুণী মনীষীদের জীবনীর দিকে লক্ষ্য করি তাহলে দেখব তারা ব্যর্থতার গ্লানি মাথায় নিয়েই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছেন।

 last year 

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

 last year 

মাঝে মাঝে মনে হয় জীবন মানেই যেন এক যুদ্ধক্ষেত্রে। হয়তো কখনো আমরা পরাজিত সৈনিক। আবার কখনো হয়তো বিজয়ের দেখা মেলে। কি আর করার আপু জীবন মানেই যেন যন্ত্রণার পাহাড়। আপনার লেখাগুলো অনেক ভালো লেগেছে আপু।

 last year 

ঠিক বলেছেন তো জীবন মানেই যেন এক যন্ত্রনার পাহাড়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65628.71
ETH 2669.64
USDT 1.00
SBD 2.86