জেনারেল রাইটিং-মেধাই হউক যোগ্যতার প্রমাণ || written by@maksudakar ||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো এবং সুস্থ আছেন। আমিও আছি ব্যস্ততার মাঝেও বেশ ভালো। আর তাই তো আজও আবার আপনাদের মাঝে চলে আসলাম আপনাদের মাঝে। আসলে আপনাদের মাঝে নিজেকে এমন করে হারিয়ে ফেলেছি যে কেন জানি বার বার চলে আসতে মনে চায়। আর তাই তো চলে আসলাম আপনাদের মাঝে।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত গর্বিত ইউজার। গর্বিত বলছি এই কারনে যে, আমার চেয়ে ভালো ভালো অনেক ক্রেয়েটিভ মানুষ আছে যারা এমন একটি প্লাটফর্ম খুঁজে বেড়াচ্ছে নিজেদের যোগ্যতাকে মেলে ধরার জন্য। অথচ আমি কত ক্ষুদ্র একজন ইউজার, যার নেই তেমন ক্রেয়েটিভিটি। তবুও আমি এমন সুন্দর একটি প্লাটফর্মের একজন ভেরিফাইড ইউজার। তাই তো শত ব্যস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। আজ আবার একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।

স্বপ্ন মানুষের জীবনের সাথে গভীর ভাবে মিশে আছে। স্বপ্ন আছে বলেই মানুষ আজও বেচেঁ আছে। স্বপ্ন আছে বলে মানুষ আগামী কে খুব কাছ হতে দেখতে পায়। আর স্বপ্ন আছে বলেই মানুষ হাজার বছর বেচেঁ থাকে। কিন্তু সেই স্বপ্ন যদি ভেঙ্গে যায় তাহলে কি মানুষ সুস্থভাবে বাচঁতে পারে? তবুও স্বপ্ন ভাঙ্গা মন নিয়ে হাজার হাজার মানুষ আজও বেচেঁ আছে। চলে যাচ্ছে তাদের দিন।

নদী পাড়ের কিছু প্রাকৃতিক দৃশ্যের ভিডিও গ্রাফি (25).png

CANVA দিয়ে তৈরি

মেধাই হউক যোগ্যতার প্রমাণ

চারদিকে এখন মিছিলে মিছিলে সয়লাব। এ মিছিল দাবী আদায়ের । এ মিছিল নিজের অধিকার প্রতিষ্ঠার । কিন্তু আমার প্রশ্ন হলো কতদিন এই মিছিল চলবে? নাকি দাবী আদায়ের এই মিছিলও থেমে যাবে কোন এক সময়? সত্যি বলতে এখন আর এ দেশে কোন আন্দোলনই টিকে থাকে না। হঠাৎ করে কেন যেন থেমে যায় সেই আন্দোলন। এখন আর সেই বায়ান্ন বা একত্তর এর মত এ দেশের দামাল ছেলেদের রক্ত গরম হয় না। আর হয়তো এই জন্যই এদেশে এখন আর কোন দাবীও আদায় হয় না। যার কারনে চারদিকে বেড়ে যাচেছ দূর্নীতি আর স্বজন প্রীতি।

কি চাকুরি বা কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি যাই বলি না কেন, যে কোন জায়গাই কোটা পদ্ধতি দিয়ে সয়লাব। কিন্তু আমার প্রশ্ন হলো কেন এই কোটা? এই কোটার জন্যই অনেক মেধাবী আজ বঞ্চিত। মেধাবীরা আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দূনীতি আর স্বজন প্রীতি সবকিছু গ্রাস করে দিচেছ মেধাবীদের মেধা কে। আর এ দেশে কত যে কোটা রয়েছে তার কোন হিসেব নেই। জেলাকোটা, উপজাতি কোটা, ‍মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা সহ আরও যে কত কি নামে কোটা আছে কে জানে? তবে এসব কোটা পদ্ধতির জন্য সব জায়গা থেকে আজ মেধাবী এবং যোগ্যরা বঞ্চিত।

image.png

image.png

picture credit --@maksudakawsar
Camera-Vivo-Y22s

আমরা যদি মুক্তিযোদ্ধাদের কোটার কথায় বলি, তাহলে সত্যিকারের কজন মুক্তিযোদ্ধা তাদের সার্টিফিকেট নিয়েছে? কতজন মুক্তিযোদ্ধারাই বা এখনও বেচেঁ আছে? কিন্তু আমরা সেই দিকে না যাই। আমরা যদি শিক্ষার কথাই বলি তাহলে আমি বলবো যদি শিক্ষার ক্ষেত্রে কোটা পদ্ধতি রাখা হয়, তাহলে তো এমন শিক্ষার দরকার নেই। একজন ছাত্র বা ছাত্রী তার মেধার জোড়ে নয় বরং তার কোটা বা ক্ষমতার জোড়ে ভালো ভালো কলেজ গুলোতে স্থান করে নিচ্ছে। আর মেধাবীরা তাদের অধিকার হতে বঞ্চিত হচ্ছে। খুবই কি দরকার শিক্ষাঙ্গনে এই কোটা পদ্ধতিকে কাজে লাগানো? হ্যাঁ হয়তো কিছু মানুষের স্বার্থের জন্য আজকের এই কোটা পদ্ধতি। তাই তো আজ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ফুসে উঠেছে।

image.png

picture credit --@maksudakawsar
Camera-Vivo-Y22s

আমি বলবো তাদের এই দাবী বাস্তব সম্মত। কিন্তু আমি এটা নিয়েও সন্দিহান যে এই দাবীর বাস্তবায়ন কি সঠিক ভাবে হবে? নাকি জনগনকে কয়েকদিনের ভোগান্তির মুখে ফেলে দিয়ে তারা আবার ভুলে যাবে সব কিছু। আরে ভোগান্তির কথা কেন বলছি শুনেন। গতকাল অফিস করছি। গতকাল তো পুরো ঢাকার শহরই ছিল অচল। কোন গাড়ীই তো আর চলেনি। কলেজ গেইট আর সাইন্স ল্যাবে ধাওয়া আর পাল্টা ধাওয়ার রেস ধরে পুরো গণভবন এলাকা কে নিরাপত্তার চাদরে নিয়ে নেওয়া হয়েছিল। রাস্তায় গাড়ী তো দূরের কথা মানুষের চলাচল ও বন্ধ করে দেওয়া হয়েছিল।হাজার হাজার মানুষ পায়ে হেটেঁ তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছে। তাহলে এই ভোগান্তির দায় কে নিবে?

image.png

image.png

picture credit --@maksudakawsar
Camera-Vivo-Y22s

সত্যিকারের অর্থে যদি একাত্তর বা বায়ান্ন এর ভাষা আন্দোলনের মত করে এ দেশের ছা্ত্রছাত্রী আবার ঝাপিঁয়ে পড়তো। ঝাঁপিয়ে পড়তো এ দেশের সব সরকারি প্রতিষ্ঠান গুলোর উপর। যদি বন্ধ করে দিতে পারতো সব দূর্নীতি, ঘুষ, টেন্ডারবাজি, ক্ষমতার দাপট। ফিরিয়ে দিতে পারতো যোগ্য লোকের যোগ্য অধিকার ।তাহলে আমিও ঝাঁপিয়ে পড়তাম সেই আন্দোলনে। প্রতিদিন ‍ঘুম থেকেই জেগে ভাবী চাকরি ছেড়ে দিবো। কিন্তু কি করবো পরিস্থির কারনে আর ছাড়া হয়ে উঠে না। ছুটে যেতে হয় সেই দূর্নীতির নাটক দেখার জন্য। আর এটাই হলো আমাদের জীবন। মাঝে মাঝে ভাবী যে যদি বাংলা সিনেমার মত করে কোন একজন নায়ক এসে এসব পা চাটা কুত্তাদের একবার শায়েস্তা করতে পারতো । তাহলে আমি যেয়ে বুড়িগঙ্গায় একবার গোসল করে আসতাম। হি হি হি। আর এ দেশের সকল মেধাবী ছাত্রছাত্রীরাও তাদের মেধার ভিত্তিতে আর যোগ্যতায় তাদের আগামী গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে পাড়তো।

image.png

শেষ কথা

তবে আমি জানি এমন কখনও হবে না। এক সময় থেমে যাবে এই যে জনগনকে ভোগান্তি দেওয়া আজকের আন্দোলন। থেমে যাবে সব মিছিল আর মিটিং। রয়ে যাবে সেই কোটা পদ্ধতি। হয়তো আরও নতুন রূপে বা নতুন সাজে। কেমন লাগলো আজকের লেখাগুলো? জানার অপেক্ষায় রইল।।

image.png

ধন্যবাদ সকলকে
@maksudakawsar

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

Screenshot_1.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last month 

আপনি একদম ঠিক বলেছেন আপু ৭১ বা ৫২ এর ভাষা আন্দোলনের মতো যদি ছাত্ররা আন্দোলন শুরু করে দিত তাহলে বেশ ভালই হতো। আর এভাবে আন্দোলন করলে শুধু আপনি কেন আমি ও এগিয়ে যেতাম আপু। আপনার মতে আমিও চাই মেধাই হক যোগ্যতার প্রমাণ। আমাদের দেশটা একেবারে দুর্নীতিতে ছেয়ে গেছে। হাজারো মেধাবী ছাত্র ছাত্রী শুধুমাত্র টাকার অভাবে পিছিয়ে যাচ্ছে। খুবই ভালো লাগলো আপনার পোস্ট ধন্যবাদ।

 last month 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 last month 

আজকাল আর মেধার দাম হয়না।আজ হয় ক্ষমতা আর টাকার দাম।দেশের এ অরাজকতায় একটা কথাই বলতে পারি নামে আমরা স্বাধীন হলেও কাজে আমরা পরাধীনতার শিকলে বাঁধা।গনতন্ত্র বলে আমরা আজ যতই চেচাই গনতন্ত্রের গলা আজ টিপে ধরে আছে।

 last month 

আপু ‍গুরুত্বপূর্ণ মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last month 

নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেদের দাবি আদায়ের জন্য আজ প্রত্যেকটা ক্যাম্পাস এবং ছাত্ররা রক্তাক্ত। এসব দেখলে সত্যিই খারাপ লাগে। জানি না শেষ পর্যন্ত কি হবে। তবে ছাত্রদের এই আন্দোলন যৌক্তিক। ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে। ধন্যবাদ আপু।

 last month 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 last month 

আমাদের এই সমাজে বিভিন্ন ধরনের দুর্নীতির কারণে অযোগ্য লোকেরা উপরে উঠে যায় আর যোগ্য লোকেরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। এই ব্যাপারটা আসলে অনেক আগে থেকেই হয়ে আসছে। এই নিয়ে অনেক আন্দোলন হয়ে থাকলেও এর সঠিক সমাধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মেধা যোগ্যতার প্রমাণ হওয়া উচিত, তবে এই ব্যাপারটা কিন্তু খুব কমই দেখা যায়। ক্ষমতার অধিকারে অনেক অযোগ্য লোকেরা যোগ্য লোকদের জায়গাগুলো দখল করে নেয়। বর্তমান সময় সাপেক্ষে আপনার এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 58793.48
ETH 2508.69
USDT 1.00
SBD 2.44