স্ব-রচিত কবিতা-প্রকৃত শিক্ষার স্তর

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

হ্যালো, কেমন আছেন বন্ধুরা ? আশা করি সবাই বেশ ভালই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালই আছি।

পুথিঁগত শিক্ষা আর পর হস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। কথাটি হয়তো বা আপনারা সবাই জানেন। শুধু পুথিঁর বিদ্যা গ্রহণ করলেই আমরা আমাদের প্রকৃত শিক্ষা অর্জন করতে পারবো না। কারন আমাদের কে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হলে আমাদের চারপাশের পরিবেশ থেকে আমাদের অনেক কিছুই শিক্ষা গ্র্রহণ করতে হবে। যাতে করে আমাদের নিজ স্বার্থের পাশাপাশি আমরা অন্যের জন্য ত্যাগ করার মানুষিকতা তৈরি করতে পারি।

বন্ধুরা আজ আমি প্রকৃত শিক্ষার স্তর নিয়ে আপনাদের জন্য একটি কবিতা লিখেছি। আর এখন সেই কবিতাটি আপনাদের কে ‍উপহার দিতে চাই। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের বেশ ভাল লাগবে।

Add a heading (25).png

ছবি সোর্স
Made By-@maksudakawsar

স্বরচিত কবিতা-প্রকৃত শিক্ষার স্তর

শুধুই শিখেছি পুঁথির বিদ্যা
শিখিনি বিদ্যা নিজ ঘরে
গিয়েছি শুধু বিদ্যালয়ে
নেইনি শিক্ষা মনভরে।।

চোখ ছিল শুধু বইয়ের পাতায়
বুঝিনি কখনও মায়া আর মমতা
শিখেছি বিদ্যা শুধুই অর্জনের
শিখিনি দীক্ষা ত্যাগ আর বিসর্জনের।।

মানুষকে করে হেয় আর অপমান
নিজের জন্য খুঁজেছি শুধুই সন্মান
ভালো কি মন্দ করিনি তফাত
নিজের স্বার্থে হয়েছি যে বরবাত ।।

নিজের জন্য সুখেরই আশায়
দেখিনি কভু চারপাশে চক্ষু মেলিয়া
ভাবনা ভাবিনা কো কভু নিজ বুদ্ধিমত্তায়
পড়ে থাকি সারাক্ষন শুধু বইয়েরই নেশায়।।

পুথিঁর মাঝে না খুঁজিয়া শিক্ষা
চারপাশ হতে নিতে হবে জ্ঞানের দীক্ষা
ভাল আর জ্ঞানী নয় শুধু জীবনের লক্ষ্য
ত্যাগ আর বিসর্জনে হতে হবে অনেক দক্ষ।।

তাই তো ভেবে করেছি এই পণ
যেখানেই পাবো আমি সুশিক্ষার দীক্ষা
পুঁজি করে সাথে নিবো
করিবো জ্ঞান অর্জন ত্যাগ আর তিতিক্ষার।।

বন্ধুরা কেমন লাগলো আমার আজকের স্ব-রচিত কবিতা প্রকৃত শিক্ষার স্তর কবিতাটি। আশা করি আপনাদের কাছে বেশ ভালই লেগেছে। অপেক্ষায় রইলাম কবিতা নিয়ে আপনাদের ভাল লাগা, মন্দ লাগা জানার জন্য ।

ভাল ও সুস্থ্য থাকুন।

image.png

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। সত্যিই অনেক সুন্দর কবিতা লিখেছেন আপনি। কবিতার প্রতিটি ভাষা ও সুন্দর ছিল। আপনার জন্য অনেক শুভকামনা এগিয়ে যান।

 2 years ago 

এখনকার মানুষ অনেক পরিবর্তনশীল আপু এই যুগের মানুষরা শুধু নিজের স্বার্থটাই বোঝে। আপনি একদম ঠিক বলেছেন আমাদের প্রকৃত শিক্ষা নিতে হলে আমাদের চারপাশের পরিবেশ থেকে শিক্ষা নিতে হবে। প্রকৃত শিক্ষার স্তর নিয়ে অসাধারণ একটি কবিতা উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

খুবই ভালো লাগলো আপু আপনার লেখা কবিতাটি পড়ে। আসলে আপু ঠিকই বলেছেন আমরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা না অর্জন করে যদি আশেপাশে থেকে কিছু জ্ঞান অর্জন করি তাহলে সেটা আমাদের জন্য আরো ভালো হয়। ধন্যবাদ আপু সুন্দরভাবে কবিতার মাধ্যমে সেটা বুঝানোর জন্য।

 2 years ago 

আপনার কবিতার পড়ে ভীষণ ভালো লাগলো। আসলে সত্যি আমাদের প্রাকৃতিক থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। প্রকৃত কিভাবে আমাদের নিঃস্বার্থভাবে উপকার করে তা আমরা কল্পনা করি না। কবিতার ছন্দ গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে।

নিজের জন্য সুখেরই আশায়
দেখিনি কভু চারপাশে চক্ষু মেলিয়া
ভাবনা ভাবিনা কো কভু নিজ বুদ্ধিমত্তায়
পড়ে থাকি সারাক্ষন শুধু বইয়েরই নেশায়।

এত সুন্দর চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার আজকের এই এত সুন্দর কবিতার মধ্য দিয়ে অবশ্যই বিবেকের আঘাত লাগবে বিবেকবান মানুষের যারা আজকে নিজের স্বার্থকে বড় মনে করে সমাজ এবং অন্যান্য মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করে না। কবিতাটি একদম বাস্তব জীবনের প্রতি ছবি তুলে ধরেছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60352.73
ETH 2410.03
USDT 1.00
SBD 2.44