জেনারেল রাইটিং- মানুষ এখন বিষাক্ত সাপের মত || written by@maksudakar ||

in আমার বাংলা ব্লগ12 days ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ্ বেশ ভালো আছি। আমি @maksudakawsar, বাংলাদেশের ঢাকা হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার লেখা দিয়ে কমিউনিটির বন্ধুদের কে মুগ্ধ করার জন্য। হয়তো বা আমি আপনাদের মত এত ভালো করে লিখতে পারি না। পারি না আমার মনের ভাষা গুলো কে আপনাদের সামনে সঠিক ভাবে লিখার যাদুতে উপস্থাপন করতে। তবুও চেষ্টা করি। তাই তো আজও আবার চলে আসলাম আপনাদের সামনে আরও একটি জেনারেল রাইটিং নিয়ে। আশা করি আমার আজকের জেনারেল রাইটিংটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

আগে যখন বুঝতাম না তখন ভাবতাম যে পৃথিবী স্বার্থপর। কিন্তু দিনে দিনে যখন বড় হলাম আর চারদিকের অবস্থা বুঝতে শিখলাম তখন মনে হতে লাগলো পৃথিবী স্বার্থপর নয়। স্বার্থপর হলো মানুষ। মানুষ নিজের স্বার্থ কে বড় করে দেখতে গিয়ে দিনে দিনে কখন যে অন্যের হক নষ্ট করে দিচ্ছে তা নিজেও জানেনা। কিন্তু এই যে অন্যের হক নষ্ট করা মানুষ গুলোর কি কোন বিচার হবে না? আবার আজকাল তো দেখি সমাজে অন্যের হক নষ্ট করা মানুষগুলোকে নিয়ে সবাই বেশ নাচে।যাই হোক এত কথা না বলে আসল পোস্টেই চলে যাই।

নদী পাড়ের কিছু প্রাকৃতিক দৃশ্যের ভিডিও গ্রাফি (24).png

CANVA দিয়ে তৈরি

মানুষ এখন বিষাক্ত সাপের মত

দুদিনের পৃথিবী। আজ আছি তো কাল নেই। অথচ আমাদের অবস্থা দেখলে কেউ বলবে না যে আমরা একদিন পৃথিবী থেকে বিদায় নিবো। আমাদের চারদিকে এমন কিছু ঘটনা প্রতিনিয়ত ঘটে যে ঘটনা আমরা যদি শুনি বা দেখি তাহলে আমরা কিন্তু হতবাক হয়ে যাবো। অন্যায় কে পরিশুদ্ধ করতে আজকাল আমরা সবাই উঠে পরে লাগি। সমাজে বা পরিবারে এমন কিছু মানুষ আছে যারা নিজেদের লাভ খুঁজতে গিয়ে, নিজেদের কথা ভাবতে গিয়ে একজন অসহায় মানুষের কথা ভাবতে ভুলে যায়। সমাজে এমন হাজারও অসহায় মানুষ আছে যার কোন টাকা বা ধন সম্পত্তি নেই। আছে শুধু আত্মসম্মান। কিন্তু এসব মানুষগুলো তাদের ন্যায্য পাওনা খুঁজতে গেলে তাদের পাশে কেউ দাঁড়াতে চায় না। চায় না অসহায় মানুষটির পাশে থেকে অন্যায়ের প্রতিবাদ করতে।

আচ্ছা একজন বাবার যদি পাচঁটি সন্তান থাকে তাহলে তো পাচঁজনই বাবার সম্পত্তির দাবীদার। কিন্তু সমাজ আর পরিবারের এ কেমন নিয়ম যে বাবার চার সন্তান বাবার সম্পত্তি ভোগ দখল করবে আর বাকী একজন সন্তান তা ভোগ দখল করতে পারবে না? আবার সে যদি ভোগ দখল করতে চায় তাহলে তাকে নিজ খরচে সবার উপরের তলায় ফ্লাট করে নিতে হবে। এখন যদি সেই অসহায় সন্তানটির কাছে কোন টাকা না থাকে তাহলে কি সে বাবার সম্পত্তি পাবে না? তাহলে কি সেই অসহায় সন্তানটি বাবার সন্তান না?

কিন্তু কি জানেন? এখন তো সমাজের মানুষই উল্টে গেছে। তারা নিজেদের লাভে এমন অন্যায়গুলোর প্রতিবাদ করতে ভুলে গেছে। ভুলে গেছে আল্লাহর দেওয়া বিধান। আমাদের সমাজে এমন ঘটনা অহরহ ঘটে চলছে। যেখানে বাবার সম্পত্তি হতে বঞ্চিত করা হচ্ছে অনেক অসহায় সন্তানদের কে। হয়তো বা এমন অনেক মা ও দেখবেন যারা কিনা এমন অসহায় সন্তানদের কে যৌতুকের কাছে বিক্রি করে দেয়। মানে এমন একজন মেয়ে তার সেই অসহায় সন্তানের জন্য খোঁজে যে মেয়ে তার সন্তান কে একটি ফ্লাট করে দিতে পারবে। কিন্তু কি বলেন তো এখানে মানুষের বিবেক কোথায়? মাঝে মাঝে মানুষের এমন আচরণ দেখলে মনে হয় মানুষ একেবারে বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর।

আজকাল মানুষের লোভ লালসাগুলো নিজেদের মধ্যকার মধুর বন্ধন কে নষ্ট করে দিচেছ। সম্পত্তির লোভে মানুষ হয়ে যাচ্ছে বিষাক্ত সাপ। মায়া মমতা আর ভালোবাসা তো দূরের কথা, মানুষের মধ্যে কোন মানবতা আছে বলে আমার মনে হয় না। যেখানে নিজেদের লাভের জন্য আমরা অন্যায়ের সাথে হাত মিলাই, যেখানে নিজেদের লাভের জন্য আমরা চোখের সামনে অন্যায় দেখলেও প্রতিবাদ করতে ভুলে যাই সেখানে আমাদের মনুষত্ব কোথায়? এমন কি আমাদের শিক্ষা দিক্ষাও আমাদের মনুষত্বকে ছুঁতে পারে না। ছুঁতে পারে শুধু স্বার্থ কে। তাই তো আমার কাছে আজকাল স্বার্থবাদী মানুষগুলো কে বিষাক্ত সাপের মতোই মনে হয়।

image.png

শেষ কথা

আজকাল তো মানুষের এমন রূপ দেখে রীতিমত ভয় হয়। ভয় হয় সাপের ছোবল খাওয়ার। জানিনা মানুষের এমন আচরণ কবে সংশোধন হবে। আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম।

image.png

ধন্যবাদ সকলকে
@maksudakawsar

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

Screenshot_1.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 days ago 

খুব দুঃখজনক ঘটনা আপু।যেখানে আইনগত ভাবে, সামাজিক ভাবেও ধর্মীয় ভাবে বাবার সব ছেলে সন্তানের সমান অধিকার সেখানে কি ভাবে বঞ্চিত করতে পারে। একদম সঠিক বলেছেন আপনি আমরা এমন ভাবে ব্যাবহার ও চলাফেরা করি যাতে করে মনে হয় সারাজিবন বেঁচে থাকতেই এসেছি দুনিয়ারতে।আমাদের সবার শুভবুদ্ধির উদয় হোক এই কামনা করছি।

 11 days ago 

ধন্যবাদ দিদি আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 11 days ago 

আসলে এখন আমাদের পৃথিবীর মানুষগুলো সত্যি অনেক বেশি বিষাক্ত হয়ে গিয়েছে। সাপের থেকেও বিষাক্ত এই মানুষগুলোর কবলে পড়লে অন্যরা সত্যি মরে যাবে। আসলে এই মানুষগুলো প্রতিনিয়ত নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে অন্যকে নিয়ে না। আমার তো মনে হয় তাদেরকে পুরো পৃথিবীর রাজত্ব দিলেও তাদের কম হবে। এই মানুষগুলো নিজের স্বার্থের জন্য কখন কি করে তাদের মাথায় এটাই থাকে না। তারা স্বার্থের জন্য সবকিছুই করতে পারে। সেটা ভালো হোক বা যত বেশি খারাপ হোক।

 11 days ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 11 days ago 

আপনার এই কথাটার সাথে আমি পুরোপুরিভাবে একমত আপু। মানুষ আসলেই এখন অনেক বেশি বিষাক্ত হয়ে পড়েছে। এই মানুষগুলো প্রতিনিয়ত নিজেদেরকে নিয়েই চিন্তা করে। নিজেদের স্বার্থটাকেই সব সময় বড় করে দেখে থাকে। এরকম স্বার্থবাদী মানুষগুলো সত্যি বিষাক্ত সাপের মতো। তবে এরকম মানুষ হওয়া একেবারেই উচিত না। অনেকে এই মানুষগুলোর জন্য পৃথিবীটাকেই খারাপ মনে করে। কিন্তু পৃথিবী খারাপ না পৃথিবীর এই মানুষগুলোই খারাপ। স্বার্থপর পৃথিবী না স্বার্থপর মানুষ হয়। সবকিছুই সুন্দর করে উপস্থাপন করলেন এজন্য ধন্যবাদ।

 11 days ago 

অনেক সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 11 days ago 

আপু মানুষ আজকাল অনেক বেশী লোভী হয়ে গেছে।কারো হক আদায় না করার শাস্তির কথা তারা বেমালুম ভুলে বসে আছে।একজন বাবার যে কজন ছেলে থাক না কেন প্রতিজন সমান ভাগ পাবে।সেই হক আদায় না করার শাস্তি যদি তারা দেখতে পেতো তবে আর এমনটা করতো না।

 11 days ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 11 days ago 

আজকে আপনি খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন আপু। এই পৃথিবী স্বার্থপর নয় স্বার্থপর হচ্ছে মানুষ। মানুষ নিজের স্বার্থের জন্য অনেক কিছু করে ফেলে। আসলে বিষাক্ত সাপ চিনা যায়। কিন্তু বিষাক্ত মানুষগুলো চেনা যায় না। আর কিভাবে একে অন্যের সম্পত্তি বা অন্যের জিনিস আত্মসাৎ করবে এরকম মানুষ এখন বেশি দেখা যায়। সুন্দর একটি পোস্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 11 days ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 11 days ago 

সত্যি আপু মানুষ এখন সাপের চেয়েও বিষাক্ত। তাই তো আজকাল মানুষ দেখলেই বেশ ভয় পাই। আপনার আজকের জেনারেল রাইটিং এর প্রতিটি লেখাই আমার কাছে বেশ দারুন লেগেছে। এমন ‍সুন্দর কিছু লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 11 days ago 

ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করায়।

 10 days ago 

বর্তমান পরিস্থিতি হিসেবে আপনি দারুন কিছু কথা লিখেছেন আপু । সত্যি বলতে আমাদের আশেপাশের মানুষজন এখন বিষাক্ত সাপের মতোই হয়ে গেছে। আমাদের আশেপাশের অথবা কাছের মানুষের এরকম রূপ দেখলে আমাদের ভয় লাগাটাই স্বাভাবিক। তাছাড়া এটা ঠিক যে, বিষাক্ত সাপের মতো তারাও যেকোনো সময় আমাদের ক্ষতি করে দিতে পারে। মানুষের এই আচরণ সংশোধন হবে কিনা জানি না আপু, তবে আমাদের এসব মানুষদের থেকে একটু দূরে থাকাই ভালো।

 9 days ago 

ধন্যবাদ দাদা আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 8 days ago 

খুবই সুন্দর একটি জেনারেল রাইটিং শেয়ার করেছেন আপনি৷ আসলে মানুষ এখন একেবারেই বিষাক্ত সাপের মতো হয়ে গিয়েছে৷ তারা বিষাক্ত সাপের মতোই মানুষের ক্ষতি করার জন্য বসে থাকে৷ যেখানে তারা সুযোগ পায় সেখানে যেন ক্ষতি করার জন্য তারা উঠে পড়ে লেগে যায়৷ ধন্যবাদ এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 8 days ago 

ধন্যবাদ এমন সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 59722.01
ETH 3267.61
USDT 1.00
SBD 2.36