🌺 club5050 ||the dairy game season -3||16-01-2022||30% for hive-138339 🇧🇩

in Steem Bangladesh3 years ago

সকাল

আজকে সকালে ঘুম ভাঙ্গে ৬.৩০ মিনিটে। বিছানা গুছিয়ে ব্রাশে টুথপেষ্ট নিয়ে দাঁত ব্রাশ করতে করতে বাহিরে গেলাম। বাহিরে এসে দেখি প্রচন্ড কুয়াশা আর শীত। তাই বাহিরে বেশিক্ষণ না থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে হাত-মুখ ধুয়ে ভালোভাবে পরিস্কার হলাম। এরপর রুমে গিয়ে হাত-মুখ মুছে গায়ে চাদর মুড়িয়ে বই পড়তে বসলাম। বই পড়া শেষ করে নাস্তা করলাম। নাস্তা শেষ করে টিভি আর লুডু খেলে সকালের সময়টা কাটিয়ে দিলাম।

IMG_20220114_124541__01.jpg

দুপুর

দুপুর ১২.৩০টার দিক আমি আর আমার আম্মু সহ বাসার কিছু কেনাকাটা করার জন্য বাজারে গেলাম। বাজারে এসে কেনাকাটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে তাড়াতাড়ি করে গোসল করে রোদে গিয়ে চুল শুকালাম। এরপর বাসায় এসে সবাই মিলে একসাথে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিলাম।

received_998924684333915.jpeg

বিকাল ও সন্ধ্যা

বিকাল বেলা ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাহিরে একটু হাঁটা হাঁটি ও ছোট বাচ্ছাদের সাথে মজা করলাম । এরপর মাগরিবের আযান পড়লে বাসায় এসে হাত-মুখ ধুয়ে সন্ধ্যার নাস্তা সেরে ফেললাম। এরপর আমি আমার আম্মু মিলে রাতের রান্না শেষ করলাম।

IMG_20211213_131918__01.jpg

রাত

এরপর ফ্রেশ হয়ে রুমে গিয়ে আম্মু মিলে টিভি দেখলাম। তারপর ছোট বোনদের কোচিং শেষ হলে আব্বু তাদের বাসায় নিয়ে আসে। ওরা বাসায় এসে ফ্রেশ হলে একসাথে রাতের খাবার খেলাম। খাওয়া শেষ করে একটু ফেসবুক আর ইউটিউব ভিডিও দেখে ঘুমিয়ে পড়লাম।

received_777570176537518.jpeg

আমার লেখা ডায়েরি পোস্ট পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.040
BTC 94687.77
ETH 3416.09
USDT 1.00
SBD 3.32