ডিজাইন আর্ট:- ঈদ উপলক্ষে মেহেদি ডিজাইন আর্ট।
" আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু "
আমি @mahmuda002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। যাইহোক সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ... , |
---|
ঈদ উপলক্ষে হাতে মেহেদী ডিজাইন।
আর মাত্র একটি রাতের অপেক্ষা।এই রাত পোহালেই সকালেই পবিত্র ঈদুল আযহা।ঈদে অধিকাংশ মেয়েরাই হাতে মেহেদি দিয়ে থাকে। মেহেদী না দিলে যেন ঈদ জমে না। তবে মেহেদি দেওয়ার প্রতি বেশি আকৃষ্ট থাকে ছোট মেয়েরা, এক্ষেত্রে ছোট ছেলেদেরও কিন্তু খুব আগ্রহ রয়েছে। চাঁদরাতে হাতে মেহেদি পরার মাধ্যমে ঘরে ঘরে যেন আনন্দের বন্যা বয়ে যায় ঈদ উপলক্ষে। ঈদের দিনের থেকে ঈদের আগের দিনে সবাই আনন্দটা বেশি করে। নতুন জামা কাপড় কেনা সেগুলো সবাইকে দেখানো আরো অনেক কিছু। আর যারা খাদ্য রসিক তারা তো লিস্ট নিয়ে বসে যে কি কি খাবে। আমিও কিন্তু এদের ব্যতিক্রম নই। আর তাই সকাল সকাল ছেলে ঘুমানোর সঙ্গে সঙ্গে মেহেদি নিয়ে বসে পড়ে বিয়েতি দেওয়ার জন্য।
তবে সমস্যা হচ্ছে আমার ছেলে নিয়ে। তার তোর ঘুমই হয় না ঠিকমত। মেহেদি দিতে বসে সে দুই বার করে উঠলো। তবে ছেলের বাবা বাড়িতে থাকায় খুব একটা অসুবিধার মধ্যে পড়তে হয়নি। এত ঝুট ঝামেলার মধ্যেও যে মেহেদিটি কমপ্লিট করে দিতে পেরেছি এটাই অনেক। তবে বেশিক্ষণ হাতে রাখতে পারিনি কারণ ছেলের ক্ষুধা লেগেছিল খাওয়ানোর জন্য দ্রুতই হাত দিয়ে ফেলি। যাই হোক সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আশা করছি আমার মেহেদি ডিজাইনটি সবার ভালো লাগবে।
১ নং ধাপ। |
---|
প্রথমে হাতের ওপর ফুলের কলকা ডিজাইন করে নিয়েছি।
২ নং ধাপ। |
---|
এবার এর ওপর আরেক রকম ডিজাইন করেছি।
৩ নং ধাপ। |
---|
এবার এর ওপর ফুলের ডিজাইন করে নিয়েছি।
৪ নং ধাপ। |
---|
এর ওপর আবারো ফুলের কলকা ডিজাইন করে নিয়েছি।
৫ নং ধাপ। |
---|
এবার এর ওপর আরো কিছু ফুলের ডিজাইন করে নিয়েছি।
৬ নং ধাপ। |
---|
এবার আমি আঙুলের ওপর ডিজাইন করে নিয়েছি। এভাবে আমি আমার মেহেদী ডিজাইন আর্টটি সম্পূর্ণ করেছি।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
ডিভাইস | redmi12 |
---|---|
লোকেশন | মেহেরপুর। |
ফটোগ্রাফি | মেহেদী ডিজাইন। |
👩🦰আমার নিজের পরিচয়👩🦰
আমি মাহমুদা রত্না। আমি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চৌদুয়ার গ্রামের মেয়ে। আর মেহেরপুর জেলার গাংনী থানার জুগীরগোফা গ্রামের বউ। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন করছি কুষ্টিয়া গর্ভমেন্ট কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে,ক্রাফট এর কাজ করতে অনেক পছন্দ করি। বর্তমানে আমি ফ্রীল্যান্সিং সেক্টরে ডিজাইন এবং এসইও পদে কাজ করছি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (১৯ - ১১ - ২০২৩) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
ছোট বাচ্চা থাকলে এরকম সমস্যার সমমুখী হতে হয় আপু।যাইহোক ভাইয়া ছিলো জন্য তবুও সুন্দর করে দিতে পেরেছিলেন শেষ পর্যন্ত। ক্ষুধা লেগেছিলো বাবুর সেজন্য বেশি সময় রাখতে পারেননি জেনে খারাপ লাগলো।আপনার মেহেদীর ডিজাইন টি অসাধারণ সুন্দর হয়েছে। ধাপে ধাপে চমৎকার ভাবে মেহেদীর ডিজাইন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মেহেদীর ডিজাইন করা পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
সত্যিই আপু ছোট বাচ্চা সামলে কাজ করা অনেকটাই কঠিন। তবে হাসবেন্ড এর সহযোগিতা থাকলে খুব একটা কষ্ট হয় না। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
ঈদ উপলক্ষে সবাই কিন্তু অনেক সুন্দর ডিজাইন করছে।
একটু আগে দেখলাম আমার ম্যাডামও দারুন একটি ডিজাইন তার হাতের উপর প্রতিস্থাপন করেছে।
আপনিও অনেক সুন্দর একটি ডিজাইন হাতের উপর প্রতিস্থাপন করেছেন দেখতে কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে।
সেই সাথে ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।
ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রায় সব জায়গায় হাতে মেহেদি লাগানোর ধুম পড়েছে আজ। আপনি দেখছি ঈদ উপলক্ষে খুবই সুন্দর করে একটি মেহেদী ডিজাইন আপনার হাতের মধ্যে অ্যাপলাই করেছেন। আপনার মেহেদী ডিজাইন টি একদম সিম্পল হলেও অনেক বেশি সুন্দর হয়েছে।আর আপনি মেহেদী ডিজাইন এর প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।
ঈদ উপলক্ষে অনেক সুন্দর একটি মেহেদি ডিজাইন করেছেন। যেটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। এতো সুন্দর একটি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ঈদ উপলক্ষে আপনি খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও কোন ঈদে মেহেদী হাতে দেওয়া হয় না তবে অনেকেরই আমার মনে হয় এটি কাজে লাগবে এবং অনেক ইফেক্টিভ একটি পোস্ট অনেকের জন্য হয়ে যাবে । ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু ছোট বাচ্চা থাকলে যে কোন কাজ করতে একটু সমস্যা হয়। আজকে আপনি খুব সুন্দর মেহেদি ডিজাইন আর্ট করেছেন হাতের মধ্যে। তবে ঈদের সময় সবাই মেহেদি দিতে খুব পছন্দ করে কমবেশি। এবং আপনার হাজব্যান্ড বাড়িতে থাকার কারণে আপনার জন্য একটি সুবিধা হল আপনার ছেলেকে রেখেছে বিদায় এত সুন্দর মেহেদি দিতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে মেহেদি ডিজাইন আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
চাঁদরাতে মেহেদি পড়তে সবাই অনেক পছন্দ করে। আপু আপনার বাবু যেহেতু ছোট তাইতো বারবার উঠে পড়ছিল। অবশেষে আপনি সুন্দর করে মেহেদি ডিজাইনগুলো করেছেন দেখে ভালো লাগলো। এছাড়া আপনার শেয়ার করা ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে আপু।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ঈদ উপলক্ষে হাতে খুব সুন্দর মেহেদি দিয়েছেন আপু। এবার ঈদে এখনো মেহেদি দেই নি। যাই হোক আপনার মেহেদি ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর মেহেদী ডিজাইন করতে পারেন। ডিজাইন টা দেখে বেশ ভালো লাগলো। এত সুন্দর একটি মেহেদি ডিজাইন শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। তবে সম্পূর্ণ ডিজাইনের একটি ফটোগ্রাফি পোস্টের একদম প্রথমে দিলে দেখতে আরো বেশি ভালো লাগতো।
পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে আরো আগ্রহী করার জন্য।
বেশ সুন্দর মেহেদির ডিজাইন করেছেন। আপনার মেহেদির ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। হাতে মেহেদি দিতে আমারও খুব ভালো লাগে। তবে ব্যস্ততার কারণে মেহেদি দেয়া হয় না । বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠান এবং বিয়েতে হাতে মেহেদী দেওয়া হয় । এত চমৎকার মেহেদির ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
বাহ! বেশে চমৎকারভাবে মেহেদি ডিজাইন করেছেন আপনি। আপনার মেহেদি ডিজাইন সত্যিই অসাধারণ হয়েছে। ঈদের আগের দিন মেহেদী লাগানোর মজাটাই আলাদা। আজকে খুবই চমৎকার একটি মেহেদী ডিজাইন পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।