"ফটোশপের মাধ্যমে হাতে আঁকা স্কেচ" পর্ব-০৫ | |10% Beneficiary To @shy-fox | |5% Beneficiary To @abb-school

আসালামু আলাইকুম, অন্য ধর্মের ভাই বোনদের প্রতি শুভকামনা।

শুভ জন্মদিন, প্রেম ও দ্রোহের কবি- কাজী নজরুল ইসলাম

আজ ২৫ মে - ১১ জ্যৈষ্ঠ,
প্রিয় কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী।
জন্মদিনে কবির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

তার শুভ জন্মদিনে, তারই স্মরণে, এই ক্ষুদ্র মানুষের তাকে আঁকানোর ক্ষুদ্র চেষ্টা।

Untitled-2.jpg

Untitled-1.jpg

এই স্কেচ দুটি আঁকানোর সম্পূর্ণ প্রক্রিয়া, আমি ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করলাম,

১ম স্কেচ

১ম ধাপ
প্রথমে ফটোশপে নতুন একটি ফাইল তৈরী করলাম

Screenshot_1.png

২য় ধাপ
"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির চোখের অংশ টুকু আঁকলাম।

Screenshot_7.png

৩য় ধাপ
"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির মুখের অংশ টুকু আঁকলাম।

Screenshot_8.png

৪র্থ ধাপ
"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির বাকী অংশটুকু আঁকলাম।

Screenshot_9.png

ফাইনাল ধাপ

Untitled-2.jpg

২য় স্কেচ

১ম ধাপ
প্রথমে ফটোশপে নতুন একটি ফাইল তৈরী করলাম

Screenshot_1.png

২য় ধাপ
"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির চোখের অংশটুকু আঁকলাম।

Screenshot_2.png

৩য় ধাপ
"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির মুখের অংশ টুকু আঁকলাম।

Screenshot_3.png

৪র্থ ধাপ
"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির মুখের সম্পূর্ণ অংশ টুকু আঁকলাম।

Screenshot_4.png

৫ম ধাপ
"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির বাকী অংশ টুকু আঁকলাম।

Screenshot_5.png

৬ষ্ঠ ধাপ
"ব্রাশ টুল" দিয়ে স্কেচটির সম্পূর্ণ অংশ টুকু আঁকলাম।

Screenshot_6.png

ফাইনাল স্কেচ

Untitled-1.jpg

সবাইকে আমার পোস্টটি পড়া ও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে আপনি অনেক চমৎকার করে ব্রাশ টুল ব্যবহার করে হাতে আঁকা স্কেচ করেছেন। প্রিয় কবির স্কেচটি দেখে আমার খুব ভালো লাগলো। তাছাড়া আপনি খুব সুন্দর করে প্রত্যেকটি ধাপের উপস্থাপন করেছেন। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

বাহ! বেশ চমৎকার ভাবে আপনি কাজী নজরুল ইসলামকে ডিজিটাল আর্টের মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকীতে আপনি খুব চমৎকার ভাবে ডিজিটাল আর্ট আমাদেরকে উপহার দিয়েছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনুপ্রানিত হলাম,আপনার মন্তব্য শুনে, ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

কাজী নজরুল ইসলামের স্কেচটি আমার কাছে বেশ ভাল লেগেছে ভাই। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি। আসলে দেখে বোঝা যাচ্ছে যে ফটোশপের কাজ আপনি ভালই পারেন। আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া, আপনার ভাললাগা ,পরবর্তীতে আমাকে আরো ভাল কাজ করতে সাহায্য করবে

 2 years ago 

কাজী নজরুল আমার প্রিয় একজন কবি। যিনি জাতীয় কবি হিসেবে খ্যাত। আর তার ছবি আপনি এত সুন্দর ভাবে স্কেচ করেছেন। দেখে বেশ ভালো লাগলো। কাজী নজরুলের চেহারার মতো হয়েছে অনেক নিখুঁতভাবে এঁকেছেন দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ কাজী নজরুলের ছবিটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু, যেহেতু আপনার ভাল লেগেছে আমার কষ্ট করে আঁকা সার্থক হয়েছে

 2 years ago 

আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন। আর আপনার ফটোশপের চিত্রটি বেশ দারুন ছিল। প্রত্যেকটা ধাপ আমাদেরকে খুব সুন্দর করে শেয়ার করেছেন। এত সুন্দর একটি চিত্র অংকন উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল।

আপনাকেও ধন্যবাদ, এত সুন্দর মন্তব্য করার জন্যে, আপনার জন্যও শুভকামনা রইলো

 2 years ago 

কবি নজরুল এর স্কেচ খুব সুন্দর করে এঁকেছেন। ফটোশপ এর মাধমে প্রতিটি ধাপ দেখিয়েছেন। দেখে অনেক ভালো লাগলো ভাই। এভাবেই এগিয়ে যান। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আপনার ফটোশপের দক্ষতা খুব ভালো, আপনি বেশ চমৎকার ভাবে কাজী নজরুল ইসলামের দুটি ছবি অংকন করলেন, খুব ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট আপনার জন্য শুভকামনা রইল ভাই।

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আপনি দেখছি ডিজিটাল আর্ট এ দারুন পারদর্শী। এর আগে হয়তোবা আপনার কোন কাজ পর্যবেক্ষণ করি নি। এটিই প্রথম দেখলাম, সুন্দর হয়েছে অনেক। সব সময় শুভ কামনা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাইয়া, আপনার অনুপ্রেরণা আমাকে ভবিষ্যতে আরও ভাল করতে শক্তি জোগাবে।

 2 years ago 

এর আগেও একটি আর্ট পোস্ট দেখেছি যেটা অসাধারণ সুন্দর হয়েছিল। আজকেও আপনি কাজী নজরুল ইসলামের অনেক সুন্দর একটি স্কেচ তৈরি করেছে যেটা সত্যিই প্রশংসার দাবিদার।

জাতীয় কবির জন্মদিনের জন্যে পূনরায়, দুইটা স্কেচ আঁকানোর চেষ্টা করেছি, ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67202.29
ETH 2597.64
USDT 1.00
SBD 2.66