DIY- এসো নিজে করি : রঙ্গিন কাগজ ব্যবহার করে একটি ফুলের ঝুড়ি তৈরি || 10% Beneficiary To @shy-fox 🦊
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
রঙ্গিন কাগজ ব্যবহার করে ঘর সাজানোর জন্য আমরা অনেক কিছুই বানিয়ে থাকি। আজ আমি রঙ্গিন কাগজ ব্যবহার করে তেমনি একটি ঘর সাজানোর জিনিস তৈরি করব। আজ আমি রঙিন কাগজ ব্যবহার করে একটি ফুলের ঝুড়ি তৈরি করব। আপনারা চাইলে এই ফলের ঝুড়িতে আসল ফুল অথবা কাগজ দিয়ে বানানো ফুল রেখে এটার সৌন্দর্য আরো অনেক গুণে বাড়িয়ে তুলতে পারেন, এতে আপনাদের ঘরের সৌন্দর্য অনেক গুণে বেড়ে যাবে। তাহলে চলুন ফুলের ঝুড়ি তৈরীর প্রক্রিয়া শুরু করা যায় ।
⇨ | উপকরণ |
---|---|
১ | গ্লুগান |
২ | রঙ্গীন কাগজ |
৩ | কমপাস |
৪ | আঠা |
৫ | কচি |
৬ | শক্ত কাগজ |
𒆜 ধাপ-১ 𒆜
প্রথমে আমাদের শক্ত একটি কাগজ নিয়ে যেতে হবে।
তারপর শক্ত কাগজ এর গোল করে কেটে নেয়া অংশটিকে আমরা রঙ্গিন কাগজ দিয়ে মুড়িয়ে নেব।
𒆜 ধাপ-২ 𒆜
তারপর আমরা একটি A4 মাপের রঙ্গিন কাগজ নিয়ে সেটাকে ২×১০ সেন্টিমিটার মাপ এ কেটে নেব। এই মাপে আমাদের মোট ১২ টি কাগজ কেটে দিতে হবে।
𒆜 ধাপ-৩ 𒆜
তারপর আমাদের কেটে নেয়া হলুদ কাগজ গুলোকে নিতে হবে। তারপর সবুজ বৃত্তটির উপর চিত্রের মত করে হলুদ কাগজগুলো আঠার সাহায্যে আটকে দিতে হবে।
𒆜 ধাপ-৪ 𒆜
এবার আমাদের অন্য রং এর আরেকটি A4 মাপের রঙ্গিন কাগজ নিতে হবে।
তারপর রঙ্গিন কাগজটিকে আমরা ২×৩০ সেন্টিমিটার মাপে মোট ৪টি কাগজ কেটে নেব। তারপর সেই কাগজ গুলোকে আঠার সাহায্যে আটকে রিং বানিয়ে নেব।
𒆜 ধাপ-৫ 𒆜
তারপর আমাদের সবুজ বৃত্তে লাগানো হলুদ কাগজের অংশটিকে নিতে হবে এবং সেই অংশটির একটি হলুদ কাগজকে উপরে এবং একটি হলুদ কাগজ কে নিচে চিত্রের মত করে রাখতে হবে।
𒆜 ধাপ-৬ 𒆜
তারপর একটি একটি করে রিং চিত্রের মতো করে হলুদ অংশটির মাঝে গেথে দিতে হবে।
রিং গুলোকে একে একে গেথে দেয়ার পর উপরের বাড়তি মাথা গুলোকে মুড়িয়ে দেই।
তারপর একটি কাগজকে চিকন করে মুড়িয়ে নিয়ে গ্লুগানের সাহায্যে ঝুড়িতে লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের ফুলের ঝুড়িটি।
কন্টেন্ট | DIY- এসো নিজে করি |
---|---|
ছবি তোলার মাধ্যম | Redmi 9 |
প্রজেক্ট | রঙ্গিন কাগজের তৈরি ফুলের ঝুড়ি |
কারিগর | মাহির শাহরিয়ার ইভান (@mahir4221) |
লোকেশন | w3w location |
YouTube |
---|
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
রঙ্গিন কাগজ ব্যবহার করে একটি ফুলের ঝুড়ি তৈরি করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।
ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য।
রঙিন কাগজের অনেক সুন্দর একটি ফুলের ব্যাগ তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি ফুলের ব্যাগ টি দেখতে অনেক সুন্দর লাগছে। ব্যাগ তৈরীর প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।
আপনিতো ফুলের ব্যাগ না এটা ফুলের ঝুড়ি। যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ফুলের ঝুড়ি বানিয়েছেন। আপনার কালার সিলেকশন অনেক সুন্দর ছিলো তাই ঝুড়িটি অনেক আকর্ষণীয় হয়েছে। আপনি ফুলের ঝুড়িটি তৈরীর প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি আজকে আমাদের মাঝে রঙ্গিন কাগজ ব্যবহার করে একটি ফুলের ঝুড়ি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। কাগজ দিয়ে আপনার ঝুড়ি তৈরি করার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর একটি ঝুড়ি তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ ভাই।
সত্যি সুন্দর কাগজের প্যাচ দিয়ে একটি ফুলের ঝুড়ি তৈরী করে ফেললেন। এই আইডিয়া টি আমার কাছে দারুন লেগেছে। প্রথমে তলা তারপর রিং এর পর এক এক করে বসিয়ে গেছেন কাগজের ফাকেঁ। অসাধারন। এভাবে অন্য কিছু দিয়ে ঝুড়ি তৈরী করলে সেটি বেশ শক্ত পোক্ত হবে। ধন্যবাদ।
হ্যাঁ ভাই একদম ঠিক বলেছেন এই জিনিসটা যদি নারিকেল পাতা দিয়ে তৈরি করা যায় তাহলে সেটা বেশ শক্ত এবং পক্ত হবে। ধন্যবাদ।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ফুলের ঝুড়ি তৈরি করার পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। রঙিন কাগজ দিয়ে ফুলের ঝুড়ি তৈরি করার ব্যাপারটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলের ঝুড়ি তৈরি করার ক্ষেত্রে আপনি খুবই সুন্দর কিছু রঙিন কাগজের ব্যবহার করেছেন।
অসংখ্য ধন্যবাদ ভাই।
রঙিন কাগজের তৈরি ফুলের ঝুড়ি দারুন দেখাচ্ছে 😍
বেশ চমৎকার হাতের কাজ ছিল এটা।
ভালো কাজ সবসময়ই ভালো কিছু বয়ে আনে।
শুভ কামনা রইল তোমার জন্য ♥️
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই এত সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য।
রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি ফুলের ঝুড়ি তৈরি করেছেন। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ধাপগুলো আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন এতে সবার বুঝতে অনেক সুবিধা হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
রঙ্গিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি ঝুড়ি বানিয়েছেন ।আপনার এই ঝুড়ি আমার বেশ ভাল লেগেছে ।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে ঝুড়িটি তৈরি করেছেন। এক ঝুড়ি তৈরি মধ্য দিয়ে আপনার সৃজনশীলতা প্রকাশ পেয়েছে। এত সুন্দর একটি ঝুড়ি আমাদের মাঝে নিখুত ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য।
ধন্যবাদ।