ভ্রমণ পোস্ট-সুর্বণগ্রাম ভ্রমণের তৃতীয় পর্ব

in আমার বাংলা ব্লগ8 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে ভালো আছি। আর ভালো আছি বলেই আজও আপনাদের অনুপ্রেরণায় আমার আরও একটি পোস্ট নিয়ে চলে এলাম। আমরা এই পৃথিবীতে চলার পথে প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে চলেছি। আর এই যুদ্ধ করতে করতে আমরা যেন হাপিয়ে ও ক্লান্ত হয়ে পড়েছি। আর এই হাপিয়ে পড়ার মধ্যে সবচেয়ে বেশী প্রভাব পড়ে মনের উপর।আর তাই মাঝে মাঝে মনে হয় মনটাকে যদি একটু প্রশান্তি দিতে পারতাম। আর এই মনকে প্রশান্তি ও সুস্থ রাখতে হলে চাই প্রকৃতির কিছু আনন্দের মাঝে নিজেকে নিয়ে কিছুটা সময় কাটাতে। আমি আবার ভ্রমণ বিলাসী। বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে আমার আবার অনেক ভালো লাগে। আর তাইতো মাঝে মাঝে হারিয়ে যেতে মনে চায় কোন অপূর্ব মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে। তাই এবারও ভ্রমণ করতে গেলাম কোন এক মন ছুঁয়ে যাওয়া রিসোর্টে ভ্রমন করতে।

ঘুরে এলাম সুবর্ণগ্রাম ফটো-প্রথম-পার্ট.png

হ্যাঁ আমার প্রিয় সহযাত্রী এপার ওপার বাংলার সকল বন্ধুগন আবারও আপনাদরে মাঝে চলে এলাম আমার আরও একটি ভ্রমণ পোস্ট নিয়ে। আসলে ঘুরতে আমি খুবই পছন্দ করি। ইচ্ছে হয় প্রতিদিন ঘুরে বেড়াই। কিন্তু আমি প্রতিদিন ঘুরে বেড়াতে চাইলেতো আর হবে না।পরিবার পরিজন সংসার কাজকাম সুস্থতা সময় সবকিছুর একটা ব্যাপার আছে। হ্যাঁ আমি যদি পাখি হতাম তাহলে পৃথিবীর সকল পছন্দের জায়গাগুলো উড়ে উড়ে ঘুরে দেখতে পারতাম। ‍পাখি হলে কোন কিছুর বাধা ছিল না। তবে পাখি হলেতো আবার আপনাদের সাথে এই ঘুরে বেড়ানোর অনুভূতিগুলো শেয়ার করতে পারতাম না। তাই শুকরিয়া মহান আল্লাহ আমাকে যেইভাবে বানিয়েছে। হ্যাঁ চাইলেইতো আর প্রতিদিন ঘোরা যায় না। তবে যখনি সময় পাই। মাঝে মাঝে বিভিন্ন সুন্দর জায়গুলোতে ঘুরে আসি। তবে বেশীর ভাগ বেড়ানো হয় ঈদের ছুটি গুলোতে বা শুক্রবারে। আসলে ঈদের সময় অনেক মানুষ ঘুরতে যায় আর তখন কোথাও ঘুরতে যাওয়ার আনন্দটাই অন্যরকম লাগে।

এবার চলুন দেখে আসি কোথায় যাওয়ার ভ্রমণ পোস্ট নিয়ে এলাম। আমি আজ আপনাদের জন্য সুর্বণগ্রাম ঘুরতে যাওয়ার আরও একটি ভ্রমণ পোস্ট নিয়ে এসেছি। এর আগে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি সুবর্ণগ্রামে প্রথম ও দ্বিতীয় পর্ব। আজ নিয়ে এলাম এর তৃতীয় পর্ব। আসলে মোবাইলে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার ছবি আর ভিডিও জমা হয়ে আছে। তাই আমি মনে মনে ভাবলাম যে প্রতিটা জায়াগায় ঘুরতে যাওয়ার একে একে সব পর্বগুলো শেষ করবো। তাহলে চলুন আজ আমার সুর্ব ণগ্রাম ঘুরতে যাওয়ার ভ্রমণের তৃতীয় পর্ব দেখে আসি।

সুর্বণগ্রাম ভ্রমণের তৃতীয় পর্ব

যতই সুর্বণ গ্রামের ভেতরের দিকে যেতে লাগলাম ততই মুগ্ধ হতে থাকলাম। আর দেখতে পেলাম যে প্রচুর মানুষ আসছে এই রির্সোটে ঘুরতে।আমরা যখন গিয়েছিলাম তখন ছিল দুপুরের প্রচন্ড রোদ। তারপরও হাটছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম। কারন আমাদের সুর্বণগ্রামের ঘুরে আবার বাড়ি ফিরতে হবে। কারন যাতায়াত অনেক দূর পথ হয়ে যায়। তাই এই রোদের মধ্যেও সামনের দিকে যেতে থাকলাম।হঠাৎকানে আসলো জোড়ে চিৎকার। একটু আগ্রহ জাগলো কিসের চিৎকার দেখার জন্য হাটতে হাটতে আরও সামনের দিকে যেতে থাকলাম।যে কি আছে বা হচ্ছে এখানে। গিয়ে দেখতে পেলাম অনেক ছেলে মেয়েরা একটি রাইডের মধ্যে উঠেছে আর রাইডটি আমার কাছে অনেক ভঙ্কর লাগছিল। ভঙ্কর লাগছিল কারন আমি ছোট বেলা থেকেই এগুলোতে উঠতে পারতাম না । আমার ভয় হতো। ছোট বেলাতো এই রাইডগুলো দেখিনি, ছিল কিনা হয়তো জানতাম না। তখন শুধু চরকী চিনতাম আর সেটাটে একবার উঠেছিলাম মনে হয়েছিল নিচের দিকে নামার সময় আমি মনে হয় মারা যাচ্ছি।যাইহোক রাইডটির নাম জানিনা সেদিন শুনেছিলাম মনে পরছে না।

image.png

image.png

image.png

আর এই রাইডের মধ্যে সবাই উঠছে আর জোরে জোরে ভয়ে চিৎকার করছে। আমরাও আরও কাছে এগিয়ে গেলাম। আর সবার আনন্দ দেখে মজা পাচ্ছিলাম। ‍দেখতে পেলাম যে অনেক মানুষ টিকেট হাতে নিয়ে লাইন ধরে দাড়িয়ে আছে রাইডটিতে উঠার জন্য।তো আমার আপু আর ভাইয়া বলল আমাকে রাইডটিতে উঠার জন্য। তখন আমি বললাম যে আমি উঠলে আমাকে আর বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে না। এখানেই আমি শেষ। পরে দেখছি এক ঘোরান শেষ হচ্ছে আরেক যাত্রী উঠছে। উঠার সময় সেখানে এই রাইডের দায়িত্বে যে আছে সে ভালো করে চেক করে সবাইকে মজবুত করে বেল্ট বেধে দিচ্ছে। আবার অনেকেরে দেখা যাচ্ছে আমার মত ভয় পায় তাই তারাও এটাতে উঠছে না। আবার অনেকে ওখান থেকেই বলছে আমাকে নামিয়ে দিন। যেটা আমিও একবার চরকিতে উঠে বলেছিলাম। আবার যারা সাহস করেও উঠেছে তারা দেখেছি নামার পর চোখে পানি কান্না করে দিয়েছে। আর এইভাবে কেন যেন প্রায় অনেকক্ষন এই রাইডের দৃশ্যগুলো উপভোগ করতে ভালো লাগছিল।

image.png

এরপর সবাই বলছে যে এবার সামনের দিকে যাই আবারতো সকাল সকাল বাসায় ফিরতে হবে। কিন্তু এখান থেকে কেন যেন যেতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল সবার আনন্দ উপভোগ করাগুলো আরও একটু দেখি। কিন্তু মাত্রতো আসলাম আরও অনেককিছু দেখার বাকি আছে। তাই এই ভেবে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। আর সামনের দিকে এগিয়ে যেতে দেখলাম আরও একটি রাইড সেটাতে কেউ নেই। হয়তো আরও একটু বেলা হয়ে যখন একটু রোদ কমবে তখন হয়তো এই রাইডগুলো দর্শনাথীদের ভীর বেরে যাবে। আর এভাবে পরে আমরাও আরও সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। আর সবকিছু উপভোগ করতে লাগলাম।

image.png

আর এভাবেই যেতে যেতে শেষ করে নিলাম আমার আজকের সুর্বণগ্রাম ঘুরতে যাওয়ার তৃতীয় পর্ব । আশা করি আগামী পর্বগুলো আপনাদের মাঝে নিয়ে হাজির হতে পারবো। আর এই ছিল আমার আজকের আয়োজন। আমি আমার মত করে আমার পোস্টি গুছিয়ে লেখার চেষ্টা করেছি। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো ও সুস্থ থাকুন। আপনাদের সবার জন্য এই কামনাই করি।

image.png

পোস্টের বিবরন
পোস্টের ধরনভ্রমন
ডিভাইসVIVO
মডেলVIVO-Y22S
স্থানসুবর্ণগ্রাম, নারায়ণগঞ্জ

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  
 8 days ago 
 8 days ago 

আপু ইতিপূর্বে আমি আপনার এই সুবর্ণ গ্রামের বেশ কয়েকটি পর্ব দেখেছি। তাই আজকে আপনার এই পোষ্টের তৃতীয় পর্বটি দেখেও খুবই ভালো লাগলো। তাছাড়া আর রাইডারের মধ্যে সবাই বসে জোরে জোরে চিৎকার করেছিল কিন্তু এতে কিন্তু একটা মজা আছে। যাক আপনার পোষ্টের মাধ্যমে সেখানকার বেশ কিছু চিত্র দেখতে পেয়ে ভালো লাগলো। আপনার পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ধন্যবাদ।

 yesterday 

ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমার ভ্রমণ পর্ব গুলো পড়ার জন্য।

 3 days ago 

সুবর্ণগ্রাম ভ্রমণের আজকের আরো একটি সুন্দর পর্ব শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের এই পর্বের মধ্যে একেবারে সুন্দর কিছু বিষয় ফুটিয়ে তুলেছেন এবং খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি এখানে শেয়ার করেছেন তা দেখে খুবই ভালো লাগছে৷ ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷ পরবর্তী পর্বের আশায় রইলাম৷

 yesterday 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65074.63
ETH 2635.72
USDT 1.00
SBD 2.83