স্ব-রচিত কবিতা-স্বপ্নের ডানায়
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।
স্বপ্ন চিরকালই সুন্দর। মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখতে ভালবাসি। স্বপ্ন প্রতিদিন আমাদের এক একজনের জীবনে এক এক রকম করে ধরা দেয়। আর সেই স্বপ্নগুলো যদি সত্যি হয়ে যায়, তাহলে তো আমাদের সুখের সীমা থাকেনা। আমাদের একেকজনের মনে একেক রকমের স্বপ্ন থাকে। সেই স্বপ্নগুলো নিয়ে মানুষ বেঁচে থাকে। তেমনি ভাবে আজ আমি স্বপ্ন নিয়ে চেষ্টা করেছি একটি কবিতা লেখার। আশা করি আমার আজকের কবিতাটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।
নীল আকাশে উড়াল দিয়ে,
স্বপ্ন দেখি রোজ,
মনের মাঝে রং তুলিতে,
আকি হাজার রং।।
সবুজ ঘাসের পানে চেয়ে,
গুনগুনিয়ে গাই গান,
জীবন আমার নদীর মত,
বইছে চলমান।।
সুখের আলো ছড়িয়ে পড়ে,
মনের আকাশে,
মনে জাগে ভালোবাসা,
মেঘের পরশে।।
নদীর সাথে পাহাড় ডাকে,
যেতে আমায় কাছে,
তারার মেলায় রাতের ছায়ায়,
সুখ যে আমায় খুঁজে।।
জোনাকির আলোয় জলে,
মনে তোমার ছবি,
তোমায় নিয়ে সারাটি ক্ষণ,
তাইতো আমি ভাবি।।
সমুদ্রের ঢেউয়ের তালে,
স্বপ্ন হবে পূরণ,
ধরা দিবে সুখ যে আমার,
অনেক আশা নিয়ে।।
পাখির কুজন ফুলের সুভাষ,
জাগায় নতুন প্রাণ,
নতুন দিনে সূর্য এসে,
বাঁচিয়ে রাখে প্রাণ।।
স্বপ্ন আমার এগিয়ে যায়,
নীল আকাশ ছুঁতে,
স্বপ্ন দেখে পাই যে সুখ,
হৃদয় আমার হাসে।।
পরিশেষে আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মত করে আামার পোস্ট এখানেই শেষ করছি। ভালো ও হাসিখুশি থাকবেন সবাই।
আমার পরিচিতি
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
ভাবছি। কেমন করে এমন সুন্দর কবিতা লেখা শিখে গেলেন? আমার তো মনে হয় আপনি কবি হয়ে গেছেন। বেশ দারুন সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
সুন্দর করে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
স্বপ্নের ডানায় নামক কবিতাটি ভীষণ ভালো লেগেছে আপু। প্রতিটি লাইন খুবই সাবলীল ভাষায় ছন্দ মিলিয়ে উপস্থাপন করেছেন আপনি। আমিও কবিতা লিখতে ও পড়তে ভীষণ ভালোবাসি। স্বপ্ন চিরকালই সুন্দর তাই মানুষের স্বপ্নকে তুলে ধরে চমৎকার কবিতা উপহার দিয়েছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল আপু ভালো থাকবেন।
প্রশংসিত মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।
প্রত্যেক সপ্তাহে আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেন। অনেক অনেক ভালো লাগে আপনার লেখা কবিতা গুলো আবৃত্তি করতে পারলে। আজকে বেশ দারুন কবিতা লিখেছেন আপনি। এত সুন্দর কবিতা লিখার জন্য ধন্যবাদ।
সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
https://x.com/mahfuzanila9995/status/1873403352765329560
খুবই সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের কবিতাটা লিখেছেন। আমার কাছে আপনার লেখা কবিতাটা পুরোপুরি ভাবে পড়তে অনেক ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে খুব সুন্দর করে কবিতার প্রতিটা লাইন আপনি লিখেছেন। সত্যি আপনি কিন্তু অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। এরকম কবিতা সব সময় পড়ার জন্য অপেক্ষায় থাকলাম।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। কবিতার প্রতিটা লাইন অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
জাস্ট অসাধারণ একটি কবিতা লিখেছেন আপু আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকেই অনেক সুন্দর সুন্দর কবিতা লেগে থাকেন। সবার কবিতা পড়তেই বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ।
ধন্যবাদ আপনাকে সুন্দর করে মন্তব্য করার জন্য।
আপনি সবসময় বেশ ধারণ কবিতা লিখে থাকেন। আজকের লেখা কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুব চমৎকার ভাবে কবিতার ভাব তুলে ধরার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।