স্বরচিত কবিতা-পবিত্র রমাদান
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।
রমাদান ইসলাম ধর্মের অন্যতম পবিত্র মাস, যা মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের বিশেষ সুযোগ এনে দেয়। এই মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন, যার মাধ্যমে তারা খাদ্য, পানীয় এবং শারীরিক তৃপ্তি থেকে বিরত থাকেন। এটি শুধু শারীরিক সংযমই নয়, বরং আত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। বন্ধুরা আজ আমি সেই মহান পবিত্র মাস নিয়ে আপনাদের জন্য একটি কবিতা শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
রহমতের আলো নিয়ে,
এলো যে রমাদান,
মেহেরবানের দয়ার মাস,
করো তাহারে সম্মান।।
ফজিলত আর রহমতের,
মহান রোজার মাস,
গুনাহ মাফের সুবর্ণ সুযোগ,
মিলে তাতেও সারা।।
ফজরের সাথেই নিয়ত করে,
রোযার শুরু হয়,
সারাদিন জিকির-ইবাদতে,
তৃপ্ত হৃদয় রয়।।
ক্ষুধা তৃষ্ণার পরীক্ষা দিয়ে,
করে দেহ সংযম,
আত্মাকে করে পবিত্র,
সওয়াবের হয় অধম।।
পবিত্র এই মাসের শিক্ষা,
জীবনজুড়ে রাখি,
সংযম, দান, দোয়ার সুধায়,
সফল জীবন গাঁথি।।
পরিশেষে আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মত করে আামার পোস্ট এখানেই শেষ করছি। ভালো ও হাসিখুশি থাকবেন সবাই।
আমার পরিচিতি
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

এই পোষ্টে এ সাইফক্সকে বেনিফিশিয়ারী দেয়া হয় নাই, এই বিষয়ে আরো সচেতন হওয়ার অনুরোধ করা হলো। ধন্যবাদ