''DIY এসো নিজে করি""কল্পনা থেকে নদীর পাড়ের একটি বাড়ির চিত্র অঙ্কন (10% beneficiary @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

১৯অগ্রাহায়ন, ১৪২৮ বঙ্গাব্দ

০৪ডিসেম্বর , ২০২১ খ্রিস্টাব্দ
২৮রবিউস সানি , ১৪৪৩ হিজরী
শনিবার
হেমন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


IMG_20211204_171255.jpg

আজকে আমি যে চিত্রটি আপনাদের সাথে শেয়ার করব এটি সম্পূর্ণ আমার কল্পনা থেকে আমি অঙ্কন করেছি। গত দুদিন আগে আমি আমাদের বাড়ির পাশে একটি ছোট্ট নদী আছে নদীর পার হয়ে আমাদের ফসলের মাঠ দেখতে গিয়েছিলাম ।সেখানে দেখি নদীর পারে ছোট্ট একটি বাড়ি হয়েছে ।নতুন সেই বাড়িটি দেখেই মনে মনে কল্পনা করে আমার আজকের এই চিত্রটি অঙ্কন করা ।আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG_20211204_174018.jpg

প্রয়োজনীয় ইন্সট্রুমেন্টঃ

★A4 পেপার
★পেনসিল
★রাবার
★পেনসিল কাটার
★স্কেল
★হাডবোড


IMG_20211204_165832.jpg

প্রথমে এ ফোর পেপার এর মাঝামাঝি বাম সাইডে নির্দিষ্ট মাপের একটি রম্বস আঁকি


IMG_20211204_165910.jpg

রম্বসের নিচের দিকে একটি চতুর্ভুজ অঙ্কন করে রম্বস এর সাথে যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে ঘরের সামনের দেয়াল ।এবং নিচে ঘরের ডোয়া তৈরি করে দিই।


IMG_20211204_165947.jpg

IMG_20211204_170019.jpg

এবার পর্যায়ক্রমে ঘরের দরজা এবং বাম সাইডে ঘরের একটি জানালা অঙ্কন করি।


IMG_20211204_170149.jpg

এবার এই ঘরের ডান সাইডে একটি চতুর্ভুজ এবং একটি ত্রিভুজের সাহায্যে আরেকটি ঘরের একাংশ অঙ্কন করি।


IMG_20211204_170253.jpg

এবার চতুর্ভুজ এবং ত্রিভুজের দুই দিকের বাহুগুলো এক অংশের সাথে আরও কংস রেখার সংযোগ করে দিই। সংযোগ করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি পূর্ণাঙ্গ ঘর অংকন করা শেষ।


IMG_20211204_170431.jpg

IMG_20211204_170357.jpg

এবার পেন্সিল এবং স্কেলের সাহায্যে ঘরের বাম সাইড এবং সামনের দিকে জানালা এবং দরজা পর্যায়ক্রমে অঙ্কন করি।


IMG_20211204_170621.jpg

IMG_20211204_170532.jpg

এবার ঘরের উপরে একটি মরা গাছের চিত্র অঙ্কন করি।


IMG_20211204_170659.jpg

এবার ঘরের বাম পাশে একটি ঝাপটি গাছের চিত্র অঙ্কন করি।


IMG_20211204_171018.jpg

এবার ঘরের পিছনে একটি বহমান নদীর দৃশ্য এবং নদীর পাড় দিয়ে একটি গ্রাম এবং গ্রামের মধ্যে বড় বড় দুইটা তাল গাছের চিত্র অঙ্কন করি।


IMG_20211204_171108.jpg

এবার বাড়ি থেকে বেরোনের নদীর দিকে যাওয়ার জন্য একটি গেট তৈরি করি।


IMG_20211204_171216.jpg

IMG_20211204_171151.jpg

এবার বাড়ির উঠানে ঘাস এর চিত্র অঙ্কন করি।


IMG_20211204_171331.jpg

IMG_20211204_171255.jpg

সম্পূর্ণ চিত্র টি অঙ্কন শেষ হয়ে যাওয়ার পরের দুইটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ।আর এরই মধ্যে দিয়ে শেষ করলাম আজকে আমার গ্রামের বাড়ির একটি দৃশ্য অংকন। অংকন টা খুবই সহজ ছিল এজন্য আমার মাত্র 35 মিনিট সময় লেগেছে ।এর মধ্যে বাড়িটি অঙ্কন করে সম্পন্ন করতে পেরেছি ।আমার মতো করে আমি যথাসাধ্য ভালোভাবে অঙ্কন করে আপনাদের মাঝে উপস্থাপন এবং দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে।


লোকেশন:

https://w3w.co///ladybug.sparkling.enfolded


ডিভাইসঃ Redmi Note 5


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

নদীর পাড়ের একটি বাড়ি চিত্র অংকন আপনি অনেক সুন্দর ভাবে করেছেন খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার অঙ্কনের হাত অনেক ভালো। আপনি যদি একটু কালার কম্বিনেশন করতেন তাহলে আরও সুন্দরভাবে ফুটে উঠত

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মতামত তুলে ধারার জন্য

 3 years ago 

অন্যর আর্ট দেখে নিজের খুব ভালো লাগে নিজে অংকন করতে পারি না তবে আপনাদের টা দেখে মনকে শান্তনা দেই।

অনেক সুন্দর হইছে পেন্সিল এর অংকন রঙ করলে আরো ভালো লাগতো মনে হয়।প্রতিটা ধাপ খুব গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।।

 3 years ago 

কল্পনা থেকে নদীর পাড়ে একটি সুন্দর বাড়ি চিত্র অংকন দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনি খুবই দক্ষতার সাথে চিত্রটি অঙ্কন করেছেন। আপনার প্রতিটি ধাপ আমার অনেক পছন্দ হয়েছে। শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।।

 3 years ago 

আপনার কল্পনায় নদীর পাড়ের চিত্র অংকন টি আমার কাছে খুবই ভালো লেগেছে। সাধারণত নদীর পাড়ের দৃশ্য গুলো এমনই হয় ।আপনি যেটা কল্পনা করেছেন সেটা বাস্তবে রূপ দিয়েছেন যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের সামনে পরিবেশন করেছেন। যার জন্য আপনার পোস্টটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মতামত তুলে ধারার জন্য

খুব সুন্দর একটা আর্ট করেছেন ভাই। কল্পনার জগতে এত সুন্দর আর্ট করতে পারেন তা আসলেই প্রশংসনীয় ভাই। আপনার আর্ট খুবই পরিষ্কার ছিলো তাই আরও বেশি ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মতামত তুলে ধারার জন্য 😍😍

 3 years ago 

আপনার চিত্রাঙ্কন দেখে আমার স্কুল জীবনের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার কথা মনে পরে গেলো। এতো টা সুন্দর না হলেও অনেকটা এমনই একটা চিত্র আকিয়ে পুরস্কার পেয়েছিলাম।
যাই হোক সুন্দর ছিলো আপনার চিত্রাঙ্কন,সেই সাথে সব গুলো ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন।
শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মতামত তুলে ধারার জন্য 😍😍

দারুণ হয়েছে ভাইয়া আপনার নদীর পাড়ের বাড়ির অঙ্কনটি।আপনার চিত্রটি দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেলো।স্কুলে থাকতে এভাবে আর্ট করতাম।আপনার চিত্রে পাশাপাশি দুটি বাড়ি দেখতে খুব ভালো লাগছে।তবে চিত্রটিতে কালার করলে আরো সুন্দরভাবে ফুটে উঠতো।শুভকামনা রইলো ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই 😍😍

 3 years ago 

সুন্দর একটি দৃশ্য অংকন করে আমাদের সামনে উপস্থাপন করেছেন ভাই।বাড়ি,গাছ এবং নদোীগুলো দেখে স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। সকুলে থাকতে এমনভাবে গ্রামের দৃশ্য অংকন করতাম।অংকন করার ধাপগুলিও খুব সুন্দরভাবে দেখিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।।

সুন্দর হয়েছে ভাইয়া আপনার অঙ্কিত চিত্রটি। অংকন এর প্রতিটি ধাপ এত সুন্দরভাবে দেখিয়েছি যে কেউ চাইলে সহজেই এটি আঁকতে পারবে। চিত্রটি খুবই নিখুঁত হয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করবার জন্য। শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ করার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে ভাই আপনার অংকন গুলো। বাড়ীঘরগুলো ছবি অংকন সবচাইতে বেশি ভালো হয়েছে। পাশাপাশি খুবই চমৎকার ভাবে বর্ণনা করেছেন। একথায় আপনার পোস্টটি অতি চমৎকার হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65726.71
ETH 2677.61
USDT 1.00
SBD 2.91