''DIY এসো নিজে করি''একটি পুকুরের কাল্পনিক চিত্র (10% beneficiary @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

####২৩ আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ

৮ অক্টোবর , ২০২১ খ্রিস্টাব্দ
১ রবিউল আওয়াল, ১৪৪৩ হিজরী
শুক্রবার
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


১.

IMG_20211008_163020.jpg

গতকাল হ্যাংআউটে ঘোষণা হল যে এ সপ্তাহ ধরে ড্রাই পোস্ট করতে হবে পুকুরপাড়ে বসে একা একা ভাবতেছিলাম যে কি় পোস্ট করব হঠাৎ করে ছোট ভাই আসলো ওকে বললাম যে কি বানানো যায় একটু আমাকে বলতো। বসে আছ পুকুর পারে তাহলে একটা পুকুরের সিনারি তৈরি কর।শাপলা ফুল দিয়ে যেই কথা সেই কাজ শুরু করে দিলাম।
রঙিন পেপার আর শোলা দিয়ে।


২.

IMG_20211008_115228.jpg

IMG_20211008_115320.jpg

IMG_20211008_115455.jpg

প্রথমে কাগজ স্কয়ার ফিট করে কেটে মাঝখান দিয়ে ভাগ করে পরপর চারটি ভাজ দিলাম।এবং কেটে প্যারা সন্দেশ এর মত তৈরী করলাম।


৩.

IMG_20211008_120126.jpg

IMG_20211008_120122.jpg

IMG_20211008_115943.jpg

IMG_20211008_115530.jpg

এরকম করে কেটে পরপর চারটা সাদা ফুল এবং একটা সবুজ ফুল তৈরি করে কেটে আঠা দিয়ে লাগিয়ে শাপলা ফুলের পাপড়ির এর আকৃতি তৈরি করলাম।


৪.

IMG_20211008_120714.jpg

IMG_20211008_120549.jpg

মাঝের পাপড়ি তৈরি করার জন্য আমি হলুদ পেপার বেছে নিলাম তারপর ও হলুদ পেপার এর মাথা কুচি কুচি করে কেটে আঙ্গুল দিয়ে জড়িয়ে মাঝের পাপড়ির মতো করে তৈরি করলাম


৫.

IMG_20211008_121109.jpg

IMG_20211008_121608.jpg

সাদাত চারটা পাপড়ি এবং সবুজ পাপড়িটি আঠা দিয়ে একসাথে লাগিয়ে মাঝ দিয়ে হলুদ পাপড়িটি লাগিয়ে দিলাম


৬.

IMG_20211008_123002.jpg

IMG_20211008_122743.jpg

IMG_20211008_122134.jpg

এই পর্বে এসে সবুজ পেপার কেটে শাপলা ফুলের পাতা তৈরি এবং পুকুরের পাড় তৈরি।


৭.

IMG_20211008_123948.jpg

IMG_20211008_141713.jpg

IMG_20211008_143103.jpg

এই পর্বে এসে আমি একটি ব্যাঙ তৈরি করেছি প্রথমে ব্যাঙের পা পড়ে ব্যাঙের বডি এবং পরে ব্যাঙের মুখসহ পুরো বডিটা পেপার কেটে তৈরি করি।


৮.

IMG_20211008_163129.jpg

IMG_20211008_144821.jpg

এই পর্বে এসে কুমির তৈরি করে পুকুরের পজিশন মত কুমিরকে বসানো হয়েছে।

৯.

IMG_20211008_163349.jpg

IMG_20211008_163227.jpg

IMG_20211008_163201.jpg

এবার শাপলা ফুল পাতা এবং কুমির খুব সুন্দর করে পুকুরের মাঝে বসায়েছি।

১০.

IMG_20211008_163020.jpg

এবার সম্পন্ন প্রজেক্টটি সম্পন্ন হলো একটি পুকুর একটি শাপলা ফুল শাপলা ফুলের পাতা একটি কুমির এবং ঢিপের উপর একটি ব্যাঙ বসে আছে।
আশা করছি আপনাদের ভালো লাগবে।

লোকেশন:

https://w3w.co///rebuking.swooshing.skate


ডিভাইস ঃredmi


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

সত্যিই অসাধারণ। ভিন্ন রকমের একটা DIY দেখলাম আজকে । ভালো লাগলো খুব। পানির রং, শাপলা ফুল আর কুমির,, সবগুলো মিলে সিনারি টা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে ।

পুকুরপাড়ে বসে একা একা ভাবতেছিলাম যে কি় পোস্ট করব।

এভাবে চিন্তাভাবনা করতে করতে সামনে দেখা কোন জিনিস দেখেই আমারও মাঝে মধ্যে অনেক টপিকস্ এরকম মাথায় আসে। ভালো একটা পদ্ধতি।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুমন ভাই আমার পোস্ট টি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য

ভাই আপনি অসাধারণ একটি DIY তৈরি করেছেন। আজকে প্রথমবার এইরকম একটি DIY দেখলাম আমি। একটি পুকুরে শাপলাফুল কুমির সব মিলিয়ে অসাধারণ ভাই। বর্ণনা গুলো দিয়েছেন ভাই অনেক সুন্দর করে।

ধন্যবাদ ভাই এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার প্রতি শুভকামনা রইল।

 3 years ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করেছেন।

 3 years ago 

আসলে দক্ষতা এবং সৃজনশীলতা কি জিনিসটা মানুষের মধ্যেই আছে তা আপনার মধ্যে দেখতে পেলাম আসলে আপনার দক্ষতা দেখে। প্রশংসা না করে পারলাম না আপনি এত সুন্দরভাবে জিনিসটি উপস্থাপন করেছেন যা দেখার মত ছিল। একদম নিজের দক্ষতা দিয়ে পরিবেশন করেছেন খুবই ভালো লাগলো আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

রেজওয়ান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করেছেন

অনেক সময় এবং পরিশ্রমের ফলে আপনি এই সুন্দর প্রজেক্টে অংশগ্রহণ করেছেন এবং সুন্দরমানের কিছু আমাদের সামনে উপহার দিয়েছেন।

অনেক অনেক ভালোবাসা রইলো পরিশ্রম করে আমাদের মাঝে সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য। উপহার দেওয়ার জন্য আমার বাংলা ব্লগ কে

 3 years ago 

সব সময় চেষ্টা করি ভাল কিছু বানানোর জন্য আর আপনাদের ভালোলাগার মধ্যে খুঁজে পাই আমার সার্থকতা সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

এগিয়ে যান অবশ্যই পরিশ্রম কখনো বৃথা যায় না। খুব সুন্দর ছিল। আবারো ধন্যবাদ আপনাকে

 3 years ago 

😍😍😍😍😍

আপনার বানানো একটি পুকুরের কাল্পনিক চিত্র দেখে সত্যিই অনেক ভাল লাগলো। একটি পুকুরের কাল্পনিক চিত্র কুমির ও শাপলা ফুলের চমৎকার প্রতিভা দেখিয়েছেন। আমার পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর মন্তব্যটি করার জন্য

 3 years ago 

বাহ বাহ ভাইয়া!
আপনি তো একেবারে পুরো একটি প্রজেক্ট তৈরি করে ফেলেছেন!
আমার কাছে ফুলটি বেশি ভালো লেগেছে। আর ফুলের ভেতরের জায়গাটি আমার কাছে আরো বেশি ভালো লেগেছে মানে হলুদ অংশটি। কারণ হলো অংশটি দেখে মনে হচ্ছে একদম সত্যি কারের একটি ফুল।

 3 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টটি সম্পর্কে সুন্দর মন্তব্য করার জন্য এবং উৎসাহ মূলক কথা আমাকে বলার জন্য

 3 years ago 

অসাধারণ হয়েছে আপনার কল্পনায় বানানো চিত্রটি।একদম সত্যিকারের মতো ফুটিয়ে তুলেছেন ভাইয়া।অনেক সুন্দর হয়েছে আপনার প্রতিভার জিনিসটি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ।অনেক সুন্দর ভাবে বিশেষটাকে উপস্থাপনা করছেন।আপনার জন্য শূভ কামনা রইল ।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

কাগজ দিয়ে অসাধারণ ভাবে আপনি এই ছবিটি এঁকেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে আপনার জন্য শুভকামনা

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 61369.52
ETH 2929.95
USDT 1.00
SBD 3.66