''DIY এসো নিজে করি''কার্টুন কেটে ঘর তৈরি (10% beneficiary @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

৪ঠা কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ

২০অক্টোবর , ২০২১ খ্রিস্টাব্দ
১৩রবিউল আওয়াল, ১৪৪৩ হিজরী
বুধবার
হেমন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


IMG_20211020_180629.jpg

আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ড্রাই পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আমার আজকের ড্রাই কাটুন কেটে ঘর তৈরি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


ধাপঃ১.

IMG_20211020_173512.jpg

IMG_20211020_151127.jpg

IMG_20211020_173808.jpg

IMG_20211020_173735.jpg

প্রথমে আমি কার্টুন কেটে 17 সেন্টিমিটার বাই 13 সেন্টিমিটার করে ফাউন্ডিং তৈরি করি। এরপরে প্রস্থের দেয়াল।পিছনের সেট,ঘরের চাল,বারান্দার চাল তৈরি করি।যা আপনারা উপরের ছবিতে দেখতে পাচ্ছেন।


ধাপঃ২.

IMG_20211020_173711.jpg

এরপর ফাউন্ডিং এর সাথে পিছনের সেট আঠা দিয়ে সংযুক্ত করে দিই।


ধাপঃ৩.

IMG_20211020_173841.jpg

এবারও ফাউন্ডিং এর দুই পাশ দিয়ে প্রস্থের দেয়াল আটা দিয়ে সংযুক্ত করে দিই।


ধাপঃ৪.

IMG_20211020_173921.jpg

পূর্বে বানানো সামনের দেওয়াল জানালা-দরজা সহ ফাউন্ডিং এর উপর সংযুক্ত করে দিই।


ধাপঃ৫.

IMG_20211020_153032.jpg

এবার গ্লু গান এর আঠা দিয়ে ঘরের চালা সংযুক্ত করে দিই।


ধাপঃ৬.

IMG_20211020_174001.jpg

IMG_20211020_174027.jpg

এবার ঘরের বারান্দা লাগানোর জন্য পাটকাঠি দিয়ে দুইটা খুটি বানাযই। এবং খুটি ফাউন্ডিং এর উপর আটা দিয়ে সংযুক্ত করে।


ধাপঃ৭.

IMG_20211020_155816.jpg

IMG_20211020_174112.jpg

এবার ঘরের বারান্দা গ্লুগান আঠা দিয়ে সংযুক্ত করি এবং একটি জানালার তৈরি করিন প্রস্থের দরজায় যা চিত্রে দেখতে পাচ্ছেন।


৮.

IMG_20211020_161048.jpg

IMG_20211020_160401.jpg

এবার বারান্দা এবং জানালায় গ্রিল সেট করি যা পাটকাটি দিয়ে বানানো হয়েছে। এবং গ্লু গান এর সাহায্যে সংযুক্ত করা হয়েছে।


ধাপঃ৯.

IMG_20211020_175947.jpg

IMG_20211020_175907.jpg

সম্পন্ন অংশে পাটকাঠি দিয়ে তৈরি গ্রিল সেট করার পরে বিভিন্ন ভিউ দেখানো হয়েছে যা আপনারা উপরের চিত্রে দেখতে পাচ্ছেন।


ধাপ১০.

IMG_20211020_180513.jpg

IMG_20211020_180407.jpg

IMG_20211020_180304.jpg

IMG_20211020_180157.jpg

সম্পন্ন ঘর বানানো কমপ্লিট হওয়ার পরে ঘরের বিভিন্ন ভিউ আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি।


শেষ ধাপঃ

IMG_20211020_180629.jpg

এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল কার্টুন কেটে আজকে আমার ঘর বানানোর চিত্র আশা করি আপনাদের ভালো লাগবে।


লোকেশন:

https://w3w.co///adamant.spasmed.showerhead


ডিভাইস : realme


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

আসলে কাটুম দিয়ে ঘর তৈরি। এত সুন্দর চিন্তাধারা অনেক সুন্দর সময় নিয়ে আপনি তৈরি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য 😍😍😍

 3 years ago 

বাহ কার্টুন দিয়ে অনেক সুন্দর একটি ঘড় বানাইছেন। অনেক প্রতিভা আছে আপনার। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ 😍😍😍

 3 years ago 

আপনি খুবই দক্ষতার সাথে কার্টুন কেটে ঘর তৈরি করেছেন ।এ ঘরটি আমার খুবই ভালো লেগেছে। অনেক দক্ষতার সাথে সুন্দর একটি ঘর তৈরি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। আপনার প্রতি ভালোবাসা অবিরাম।

 3 years ago 

বাহ অসাধারণ একটি ঘর তৈরি করেছে। দেখে খুব ভালো লাগলো। তাই আপনার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যর জন্য। 😍😍😍

 3 years ago 

আপনার আজকে কাজটি আমার খুব বেশি ভালো লেগেছে।
একদম দোকান থেকে কেনা শোপিসের মতো লাগছে।
অনেক দারুণ হয়েছে।

 3 years ago 

আপনাদের ভালো লাগার মধ্যেই আমার সার্থকতা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ 😍😍😍

 3 years ago 

ওয়াও!
এক কথায় অসাধারণ 😍

খুবই সহজে ধাপে ধাপে ঘর বানানো দেখিয়েছেন

অনেক শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। 😍😍😍

 3 years ago 

🙏🙏❤️🙏🙏🙏🙏

 3 years ago 

😍😍😍

 3 years ago 

আপনার তৈরি ঘর দেখে আমি মুগ্ধ। আশেপাশে পরিত্যক্ত জিনিস দিয়ে যে সুন্দর ঘর তৈরি করেছেন তা প্রশংসা যোগ্য। আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

সুন্দর মতামতের জন্য ধন্যবাদ 😍😍

 3 years ago 

অসাধারণ একটি পোস্ট।ঘরটি খুবই সুন্দর লেগেছে।ঘর তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমে ধাপে ধাপে তুলে ধরেছেন।সব মিলিয়ে অসাধারণ পোস্ট আর এই পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। 😍😍😍

 3 years ago 

শুভ কামনা 💚

 3 years ago 

খুব সুন্দর কাজ, আপনার দিনটি সুন্দর হোক

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আবার বন্ধু

 3 years ago 

😍😍

 3 years ago 

☺☺

 3 years ago 

ভাইয়া জাস্ট অসাধারণ হয়েছে আপনার কাজটি।

ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64222.08
ETH 3135.29
USDT 1.00
SBD 3.99