DIY -" এসো নিজে করি- সপ্তাহ '' রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরী (10% beneficiary @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

২৬আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ

১১অক্টোবর , ২০২১ খ্রিস্টাব্দ
০৪ রবিউল আওয়াল, ১৪৪৩ হিজরী
সোমবার
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


১.

IMG_20211011_165931.jpg

আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ড্রাই পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। রঙিন পেপার দিয়ে তৈরি আজকে আমার এই ওয়ালমেট আশা করি আপনাদের ভালো লাগবে।


২.

IMG_20211010_141114.jpg

প্রথমে আমি রঙিন একটা পেপার নিই, তারপরে পেপারটি মাঝ দিয়ে ভাগ করে চিকন চিকন করে আরও অনেকগুলা ভাজ দেওয়ার পরে মাঝ দিয়ে একটা ভাজ দিয়ে ফুলের আকৃতি তৈরি করি।


৩.

IMG_20211010_142218.jpg

প্রথম পাপরির নিয়মেই পরবর্তীতে হলুদ সাদা এবং লাল কালারের আরো তিনটি ফুলের পাপড়ি বানাই।


৪.

IMG_20211010_142931.jpg

এরপর সাদা এবং লাল, নীল এবং হলুদ কালারের পাপড়িগুলো আঠা লাগিয়ে এক জায়গায় করি


৫.

IMG_20211010_143525.jpg

এরপর সবগুলা পাপড়ি আঠা দিয়ে লাগিয়ে এক জায়গায় করে নিয়।


৬.

IMG_20211010_144209.jpg

IMG_20211010_145935.jpg

এরপর আমি সাদা পেপার কেটে চারটি ফুল তৈরি করি, এবং হলুদ পেপার কেটে আরো চারটি ছোট ছোট ফুলের পাপড়ি তৈরি করি। সাদা ফুলের মাঝে হলুদ পাপড়িগুলো আঠা দিয়ে বসিয়ে দিই।


৭.

IMG_20211010_145155.jpg

এরপর সাদা পেপার দিয়ে তিনটা স্টিক এবং রঙিন পেপার দিয়ে তিনটা ফুলের পাপড়ি তৈরি করি।


৮.

IMG_20211010_151512.jpg

IMG_20211010_151533.jpg

এরপরে আমি স্টিকের সাথে ফুলের পাপড়ি গুলো আঠা দিয়ে লাগিয়ে ফুলের উপরে পূর্বে বানানো সাদা কাগজের এবং হলুদ পাপড়ির ফুলগুলো বসিয়ে দিই।


৯.

IMG_20211010_152059.jpg

এ পর্যায়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা স্টিকের সাথে তিন কালারের তিনটা ফুলের পাপড়ি এবং উপরে ছোট ফুল বসানো হয়ে গেছে।


১০.

IMG_20211010_152914.jpg

IMG_20211010_153229.jpg

এই ধাপে এসে আমি একটি শক্ত পেপার দিয়ে গোলাকার বৃত্ত তৈরি করি এবং বৃত্তের উপরে আঠা মেরে পূর্বে বানানো স্টিকের ফুল এই বৃত্তের উপরে স্থাপন করে।


১১.

IMG_20211010_152850.jpg

এরপর বড় ফুলের উপরে ছোট ফুলের পাপড়ি স্থাপন করি।


১২.

IMG_20211010_153820.jpg

এরপর বৃত্তের উপর বড় ফুলটি স্থাপন করি।


১৩.

IMG_20211011_173513.jpg

সম্পূর্ণ ধাপ শেষ করার পরে প্রস্তুত হয়ে গেল একটি পূর্ণাঙ্গ ওয়ালমেট।


লোকেশন:

https://w3w.co///stalactite.researchers.unravel


ডিভাইস ঃrealme


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে ওয়ালমেট বানিয়েছেন ভাইয়া। এ ধরনের ওয়ালমেটটি আমার পছন্দের। আপনি আপনার ওয়ালমেটের মাধ্যমে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। শুভকামনা ভাইয়া।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানায়।

চমৎকার হয়েছে ভাইয়া আপনার ওয়ালমেটটি।আমার কাছে উপরের গোল মতো ফুলের কালার কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে।পোস্টটি ধাপে ধাপে বর্ণনা ও উপস্থাপনাও চমৎকার ছিল।শুভকামনা রইলো ভাই আপনার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ভাই আপনার ওয়ালমেট টি খুবি চমৎকার ও সুন্দর হয়েছে। দেখে বেশ ভালো লাগলো।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে ওয়ালমেট বানিয়েছেন।ওয়াল এর সাথে এটা অনেক ভালো মানাবে।আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপনাও করেছেন।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

জি ভাই এটা আমি ওয়ালে লাগিয়ে রাখব।
আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

অসাধারণ হয়েছে আপনার ওয়ালেটটি। কালার কম্বিনেশন টার কারণে ওয়ালমেটটি আরো অনেক কালারফুল লাগছে। যার কারণে দেখতে অনেক সুন্দর লাগছে। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাদের ভালো লাগার মধ্যেই আমার সার্থকতা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানায় এমন সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

সত্যিই অসাধারণ হয়েছে ভাইয়া আমি এই পর্যন্ত অনেকগুলো কাগজের তৈরি ওয়ালমেট দেখেছি তার মধ্যে সবচাইতে আপনার ওয়ালমেট এর কাগজে কালার কম্বিনেশন আমার সবচাইতে বেশি পছন্দ হয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনাদের ভালো লাগার মধ্যেই আমার সার্থকতা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানায় এমন সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও আপনার ওয়ালমেট কি দারুন সুন্দর হয়েছে ।দেখে বোঝাই যাচ্ছে না যে এটি কাগজের তৈরি ।প্রতিটি স্টেপ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ জানায় সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙ্গিন পেপার দিয়ে আপনার তৈরি করা ওয়ালমেট অসাধারণ হয়েছে। যে কেউ দেখলেই ওয়ালমেট দিতে চাইবে। আর ধাপ আকারে খুব সুন্দর ভাবে আপনার পোস্টটি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অসম্ভব সুন্দর ছিল রঙিন পেপার দিয়ে ওয়ালমেট। আপনি নিজের দক্ষতা খাটিয়ে এত সুন্দর ভাবে কালার কম্বিনেশন টা ঠিক করেছেন। কাগজের যা ছিল দেখার মতো। শুভকামনা রইল ভাইয়া উপস্থাপনা খুবই ভালো ছিল। দেখতে অনেক সুন্দর।

 3 years ago 

আপনার জন্য অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল।
সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

চমৎকার হয়েছে ভাইয়া ওয়ালমেটটি।সবচেয়ে কালারটির জন্য সুন্দর ফুটে উঠেছে।কালারগুলি খুব মানিয়েছে।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63315.23
ETH 2545.47
USDT 1.00
SBD 2.67