জেনারেল রাইটিং:- রাগ খুব খারাপ একটা জিনিস।

in আমার বাংলা ব্লগlast year (edited)
আসসালামু-আলাইকুম
জেনারেল রাইটিং:- রাগ খুব খারাপ একটা জিনিস।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
Polish_20230818_060107389.jpg
"ছবিটি পলিস এপস দিয়ে তৈরি"

জুমা মোবারক 🕌

শুভ সকাল আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। জেনারেল রাইটিং:- রাগ খুব খারাপ একটা জিনিস। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

আমাদের বাসার দুই তালায় রুজিনা এবং রাকিব থাকে। তাঁরা দুজন তিন বছর প্রেম করার পর বিয়ে করছে। এখন তাদের দুই বছরের একটি ফুটফুটে মেয়ে বাচ্চা রয়েছে। তাদের ছোট একটি সুখের পরিবার। তাদের বিয়ের বয়স চলে প্রায় ছয় বছর। আমি যতদিন দেখেছি তাদের মধ্যে কোন রকমের ঝগড়া দেখিনি। স্বামী স্ত্রী দুজনের মধ্যে অনেক সুন্দর বোঝাপড়া রয়েছে।

তবে গতকাল একটু তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। রুজিনা একটি নতুন ফোন নিয়েছে এক সপ্তাহ আগে। হঠাৎ করে রুজিনার ফোনে একটি ছেলে ফোন করে তখন রুজিনা রান্নার কাজে ব্যাস্ত। তখন রাকিব ফোন ধরে তখন একটি ছেলে বলে রুজিনা আছে। তখন একটু একটু রাকিব রেগে যায়। এর পরে রাকিব রুজিনাকে বলে কে সে। রুজিনা বলে আমি তাকে চিনি না।

এর পরে হঠাৎ করে রাকিব খুব রেগে যায়। তার পরে রুজিনার ফোন নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। যদিও তখন ফোনটির তেমন কিছু ক্ষতি হয়নি। এর পরে এক কথায় দুই কথায় রুজিনাও রেগে যায়। এবার রুজিনা রাগ করে বলে আর ফোন চালাতাম না তুমি আমাকে শুধু শুধু সন্দেহ করছো। পরে রুজিনা ফোন নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে এর পরে নতুন ফোনটি নষ্ট হয়ে যায়। এর পরে দুজন অভিমান করে থাকে। আর এদিকে রুজিনা মনের কষ্টে নিজের হাত কেটে ফেলে ব্লেড দিয়ে। রুজিনার হাত রক্তে ভিজে যায়।

আর এদিকে এবার রাকিব রুজিনার হাতে রক্ত দেখে ভীষণ কান্না করে পরে। রাকিব তার ভুল বুঝতে পারে এবং রুজিনার কাছে ক্ষমা চায়। রুজিনা কেঁদে কেঁদে বলে তুমি আমাকে এতদিন থেকে চিনো আর আজকে সামান্য একটা বিষয় নিয়ে আমার সাথে এমন করলে আমি ভীষণ কষ্ট পেয়েছি। আসলে কাউকে একটু বেশি ভালোবাসলে কেউ যদি তার সাথে কথা বলে সে ক্ষেত্রে প্রিয় মানুষটিকে হারানোর ভয়ে একটু একটু সন্দেহ হতেই পারে। তার আগে তো বোঝা উচিত ঘটনা কি। না বুঝে শুনে তো এধরনের সন্দেহ করা ঠিক নয়।

রাগ আসলে কখনোই ভালো কিছু করতে দেয় না। রাগ করলে আসলে নিজেরই ক্ষতি হয়। যেমন রাকিব রাগ করলো রুজিনার ১৮০০০ হাজার টাকার ফোন নষ্ট হয়ে গেলো এবং রুজিনা তার জন্য হাত কেটে ফেললো। এধরনের ঘটনা গুলো মাঝে মধ্যে দেখা যায়। তবে এগুলো আসলে মোটেও ঠিক নয়। এই ছিলো আমার আজকের আয়োজন। আশাকরি আপনারা লেখা গুলো পড়ে বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইজrealme 9
বিষয়রাগ খুব খারাপ একটা জিনিস।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
রাইটিং@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1673480397750.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 last year 

রাগ আসলে অনেক খারাপ জিনিস। আর সংসার করতে গেলে একটু মান অভিমান থাকবে তার জন্য হাত কেটে ফেলা এবং এত দামি মোবাইল নষ্ট করা আমি মনে করি উচিত হয় নি। চাইলে রাকিব বিষয়টি ভালোভাবে নিতে পারত। যাইহোক পরবর্তীতে দুইজনের মধ্য ভুল বোঝাবুঝির অবসান ঘটলো এটাই অনেক।

 last year 

একদমই ঠিক বলেছেন আপু ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 last year 

ভাই কথায় আছে রাগ মানুষকে ধ্বংস করে। আর আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। ভালোবেসে সম্পর্ক করে যদি তুই বিয়ে করে সংসারে একটু কম বেশি এ ধরনের সমস্যাগুলো দেখা যায়। যদিও রোজিনা তার জায়গায় ঠিক ছিল। হতে পারে ফোন দিয়েছে যার অজানা তাকে চেনে না। কিন্তুু রাকিব তো সেটা মানতে নারাজ। ভালোবেসে বিয়ে-শাদী করলে এমনই হয়। একে অপরের প্রতি বিশ্বাসটা কমে যায়। তবে এ ধরনের ঘটনাগুলো বেশি ভালোবাসা থাকার কারণেই ঘটে থাকে। একদিকে নতুন ফোনটা ভেঙে ফেলো আরেকদিকে ব্লেড দিয়ে হাত কেটে নিজের হাতকে ক্ষত করল। কিন্তুু বিষয়টা অনেকটা স্বাভাবিকভাবে নিতে পারতো।

Posted using SteemPro Mobile

 last year 

একদমই ঠিক বলেছেন ভাইয়া ধন্যবাদ আপনাকে।

 last year 

রাগ আসলে খুবই একটি মারাত্মক খারাপ জিনিস। রাগের মধ্যে যে আমরা কি বলতে কি বলে ফেলি সেটা নিজেই বুঝতে পারি না। রাগের কারণে রুজিনা ও রাকিবের সম্পর্কটা ভেঙ্গে যাচ্ছিল। রাগের কারণেই রুজিনা ব্লেড দিয়ে তার হাত কেটে ফেলে। এখানে রাকিব বিষয়টা স্বাভাবিক নিলেই কোন ক্ষতি হতো না।

 last year 

আপনার সুচিন্তিত মতামত এর জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

আপনার গল্পটি পড়ে আবার প্রমাণিত হলো যে রাগের মাথায় কোন সিদ্ধান্ত নিলে সেটি সঠিক নেওয়া যায় না।আর রাগের সময় কখনো কোন কিছু নষ্ট করা এটি সবচেয়ে বড় একটি খারাপ বদভ্যাস। মন সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন রোজিনা এবং রাকিবের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠুক এবং তাদের সংসারটি আরও উজ্জ্বল করুক তাদের সেই ফুটফুটে মেয়েটি।

 last year 

দোয়া করবেন আপু ধন্যবাদ আপনাকে।

 last year 

সম্পর্কে বিশ্বাস না থাকলে এমন হয় বেশি।আর রাগের কথা কি বলবো,রাগের কারণে মানুষ অনেক কিছু হারায়।এই যে রাকিব তার রাগের কারণে রুজিনার মোবাইলটাও হারালো আবার রুজিনা তার হাতও কেটে ফেললো।এক্ষেত্রে ২জনের রাগের প্রভাব রয়েছে।সামান্য একটা কথা খুব সহজেই মিটমাট হতো।যাইহোক সবশেষে যে তাদের ভুল বুঝতে পেরেছে এটাই বড় কথা।

 last year 

সংসার করতে গেলে মান অভিমান রাগ ভালোবাসা এ সকল কিছু থাকবে এটাই স্বাভাবিক কিন্তু রাগ এবং অভিমান এসবের উপর আস্থা রেখে নিজের ক্ষতি করাটা মোটেও ঠিক নয়। আসলে মেয়েটার অনেক বেশি সাহস আছে বোঝা যায় সাহস না থাকলে কি আর ব্লেড দিয়ে হাত কাটে নাকি..!! তবে ছোট্ট একটি ভুলের থেকে অনেক বড় একটা বিপদের সৃষ্টি হয় যেমনটা আপনার এই পোস্ট করে বুঝলাম অনেক টাকার ফোন নিমিষেই ছোট্ট একটা ভুলের কারণে ভেঙে চুরমার হয়ে গেল পরে অবশ্য তারা তাদের ভুল বুঝতে পেরেছে এটাই সবথেকে বড় কথা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

রাগ এমনই একটা জিনিস যা সব সময় আমাদেরকে ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। মোবাইল ফোন নষ্ট হয়ে গিয়েছে তাই বলে হাত কাটতে হবে এমনটার কোন যৌক্তিকতাই আসে না। আপনার শেয়ার করা এই গল্পটি পড়ে অনেক কিছুই শেখা সম্ভব হলো ভাইয়া।

 last year 

কথায় আছে না রেগে গেলেন তো হেরে গেলেন ঠিক তাই হয়েছে ।হয়তো অনেক দুষ্টু পোলাপান আছে তারা অপরিচিত নম্বরে ফোন দিয়ে থাকে সে রকম একটা ঘটনা ঘটেছিল। কিন্তু রাকিব স্বাভাবিকভাবেই রেগে গিয়ে সঠিক চিন্তা-বুদ্ধির বহিঃপ্রকাশ ঘটায়নি । হয়তো বিষয়টি খারাপ দিক যাওয়ার পরে বুঝতে পেরেছে। যাইহোক, বুঝতে পেরেছি এটাই অনেক বড় প্রাপ্তি সেজন্য রেগে যাওয়া ঠিক নয়।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58729.26
ETH 2640.67
USDT 1.00
SBD 2.47