নাটক রিভিউ:-আশ্রয়||বাস্তবতা থেকে উঠে আসা একটি নাটক||১০% beneficaries @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

♨️ আসসালামু-আলাইকুম♨️



কেমন আছেন সবাই?

আমি @limon88 বাংলাদেশ 🇧🇩 থেকে, আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ভিন্ন একটি ব্লগ। বাস্তবতা থেকে উঠে আসা একটি নাটক রিভিউ, আমার পছন্দের একটি নাটক:-(আশ্রয়). আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।


আমার আজকের নাটক রিভিউ:-নাটক প্রেমিকদের জন্য


নাটক রিভিউ:-আশ্রয়


Screenshot_20210831-071049.png

ছবি ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া


নাটকের কিছু তথ্য:-


নাটকরিভিউ।
নাটকের নামআশ্রয়।
পরিচালকমাবরুব রশীদ বান্নাহ।
নিবেদিতরেজাকুল হায়দার,সফুরা হায়দার।
প্রযোজকআকবার হায়দার মুন্না।
গল্পআকবার হায়দার মুন্না।
কাহিনীচিত্রসেতু আরিফ ও মাবরুব রশীদ বান্নাহ।
অভিনয়েমোশাররফ করিম, তাহসান,মমো, নুসরাত ইমরোজ তিশা, আরও অনেক,
বাংলাদেশীনাটক ।
ধরনসামাজিক,পারিবারিক, শিক্ষামূলক
নাটকটি মুক্তিপায়২০২০সালে,ঈদ নাটক
দৈর্ঘ্য১ঘন্টা ৬ মিনিট।
দেশবাংলাদেশ 🇧🇩।
ভাষাবাংলা।
নাটক রিভিউ@limon88

সংক্ষেপে নাটকের কাহিনী:-


নাটকটি একটি ছোট পরিবার নিয়ে। আর পরিবার এক সাথে থাকে তাহসান আর তিশা সাথে তার ছোট মেয়ে অরিত্রা।

IMG_20210831_153020.png

অরিত্রা স্কুলে পড়ে। আর একদিন অরিত্রা তার বন্ধু হাতে দেখতে পারে অনেক গুলো মজার মজার খেলনা। সে জানতে পারে এসব খেলনা তার দাদা দিয়েছে।‌‌ এবং তার দাদা-দাদী তাকে অনেক আদর করে। দুষ্টামি করে গল্প শোনার।

IMG_20210831_153525.png

এসব শুনে অরিত্রা বাসায় ফিরে আসে। বাসায় ফিরে তার বাবা মা কে দাদা-দাদির কথা বলে। এসব কথা শুনে তাহসান আর তিশা হতাস হয়ে যায়। কেনো না বাবা মা কি জিনিস তাহসান আর তিশা জানেনা। তাদের ভালোবাসা আদর কেমন হয় তারা জানে না। কারন তারা দুজন এতিমখানা থেকে বড় হয়েছে।

পড়ে দুজনে ভাবতে থাকলো এভাবে কি আমাদের মেয়ে দাদা দাদীর ভালোবাসা থেকে বঞ্চিত হবে। তারা দুজন ঠিক করলো সবাই তো মেয়ে ছেলে দত্তক নেয়। আমরা না হয় বাবা দত্তক নিবো। এরা দুজনে খোঁজ করতে থাকে। অনেক খোঁজাখুঁজির পড়ে তারা এক বৃদ্ধাশ্রমে পাওয়া গেলো।

IMG_20210831_161757.png

তাকে তারা দত্তক নিলো বাবা হিসাবে। পরে বাবাকে নিয়ে এসে অরিত্রাকে সারপ্রাইজ দিলো অরিত্রা অনেক খুশি হলো। এভাবেই চলতে থাকলে পড়ে ঘটোনাচক্রে এর পড়ে দাদীও এলো।

IMG_20210831_161811.png

ঠিক এখানেই একটা মজা হয়েছে গল্পকার হায়দার আকবর মুন্না অতি সহজ ভাবে সত্যের চাদর মোড়ানো গল্প লিখেছেন।

মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে চায়না। ঠিক এভাবেই অনেকে আছে বাবা-মা থাকলেও বাবা মায়ের মর্যাদা বুঝতে পারে না।‌‌কিন্তু একজন এতিমের কাছে এটা একে বাড়েই ভিন্ন। এতিমরা জীবন নামক যুদ্ধে একাই সৈনিক। একজন এতিম যে কতটা যে অসহায় শুধু সেই জানে। সব কিছুর পড়েও তাহসান আর তিশা বাবা মা নামক চাঁদ হাতে পায়। তার থেকেও যেনো বেশি। বাবা মায়ের কিভাবে খাওয়া দাওয়া করবে, খেদমত করা যায় এসব নিয়ে তাহসান আর তিশা সব সময়েই ভাবতেই থাকে। বৃদ্ধ হিসাবে মোশাররফ করিম,আর বৃদ্ধা হিসাবে জাঁকিয়া বারি মম অভিনয় করেছেন।

IMG_20210831_162733.png

পরে তাদের ছেলেমেয়েরা তাদের কে নিতে আসে তারা তাদের সাথে যেতে চায় না।

পরিবার বলতে আসলে আমরা কি বুঝি? বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মিলে এক সাথে বসবাস করা। না শুধু এতটুকু না। আমাদের এই পরিবারের সাথে মিশে আছে আবেগ ,অনুভূতি, ভালো লাগা, ভালোবাসা আর অনেক কিছুই। নাটকটি সংক্ষেপে আলোচনা করেছি আপনারা সবাই নাটকটি দেখলে আরও ভালো ভাবে বুজতে পারবেন।


নাটকটি থেকে শিক্ষা:-


আমি মনে করি সবার এই নাটকটি দেখা দরকার। পুরো নাটকটিতে একটি বিষয় দারুন ভাবে ফুটে উঠেছে। যা হলো সামাজিক ও মানসিক অবক্ষয়। আমাদের যাদের বাবা মা আছে তাদের বোঝা উচিত,বাবা মায়েরা আমাদের শিশুকাল থেকে অনেক কষ্ট করে লালন পালন করে মানুষ করেছেন। কখনো তাড়া আমাদের কষ্ট দেন নি। তাদের ছাড়া আমরা অস্তিত্যহীন। কিন্তু আমরা একটু বড় হলেই বাবা মায়ের কথা ভুলে যাই। তাদের কে আমরা বোঝা মনে করি কষ্ট দেই। তাদেরকে অবহেলা করছি, দেশের বাইড়ে চলে যাচ্ছি। তাঁদের খোঁজ খবর নেই না। এমন কি বাবা মা মারা গেলোও খবর নেই না।


ব্যাক্তিগত মতামত:-


আসলে তারা আমাদের কাছে কি চায়? টাকা পয়সা? অনেক বেশি খেতে চায়? বেশি কাপড় চোপড়? উত্তরে আসবে না। তারা শুধু চায় একটি মাত্র জিনিস তাহলো শেষ বয়সে শুধু আশ্রয়। নাটকটি দেখে আবার অনেক ভালো লেগেছে আমি নাটক টা দেখে কেঁদেছি। আমি আশাকরি আপনারাও এই নাটকটি দেখবেন। আমাদের সবার এই নাটকটি দেখা খুবেই দরকার।


ব্যক্তিগত রেটিং:-


১০/১০

নাটকটির লিংক:-

লিংক ইউটিউব থেকে নেওয়া Source

"ছবি গুলো স্ক্রিনশট এখানে থেকে নেয়া"


আশ্রয় নাটক টি একটি অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক এবং শিক্ষা মূলক নাটক। তা একটি ছোট পরিবার কে নিয়ে। পরিচালক মাবরুব রশীদ বান্নাহ। তিনি যে একজন অতি উচ্চমানের একজন পরিচালক তিনি এই নাটকটির মাধ্যমেই আবারও প্রমানিত হয়েছে। আমি আশ্রয় নাটক টি অনেক বাড় দেখেছি আশাকরি আপনারা সবাই দেখবেন আমার অনুরোধ রইল। আমার আশ্রয় নাটক রিভিউ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম


JLypLpqVPBaKaRaouqJKpK1JreX63Cyei6SL51PK9fWosuHZYQpQrTtuN2aJNyP3ij3DB1eDat3FBeUhfSs4id6fRzDWCQffzKtuXdCxmr6wFZhGzfmx2Zj4VVRugGzfsk82uqp6iWtzKGAnJPs7XJ4H1MaBAeWsVn2b96AamK8u5qCwc42gqrD8kWTDxFPpTx.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💖ধন্যবাদ💖

JLypLpqVPBaKaRaouqJKpK1JreX63Cyei6SL51PK9fWosuHZYQpQrTtuN2aJNyP3ij3DB1eDat3FBeUhfSs4id6fRzDWCQffzKtuXdCxmr6wFZhGzfmx2Zj4VVRugGzfsk82uqp6iWtzKGAnJPs7XJ4H1MaBAeWsVn2b96AamK8u5qCwc42gqrD8kWTDxFPpTx.png


qQb1qbB44WNL4kcw8YRpvpA9rhDMdw5Qkx9ZgyU.png


Sort:  
 3 years ago 

নাটকটি আমার দেখা হয়নি। কিন্তু আপনার রিভিউটা পড়ার পর নাটকটি দেখতে ইচ্ছা করছে। তাহসান এবং মোশারফ করিম এ দুজনই আমার অত্যন্ত প্রিয়। বিশেষ করে মোশারফ করিমের অভিনয় দুর্দান্ত। নাটকের গল্পটা খুবই চমৎকার। হৃদয় ছুয়ে যাওয়ার মত। আমাদের সমাজে যদি এমন হতো তাহলে কতই না ভালো হতো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন ভাই আমাদের সমাজটা যদি ঠিক হতো তাহলে ভালোই হতো, আমাদের ভিতরে আর এমন খারাপ মানুষ বসবাস করতে পারতো না। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো 🥀

 3 years ago 

নাটকটি অসাধারণ ও মর্মান্তিক। একদিকে বাবা মা না থাকার আক্ষেপ অন্যদিকে বাবা মা থেকেও তাদের বৃদ্রাশ্রমে রেখে আশা নরপশুরাও আছে। যার বাবা নাই সে বোঝে তার হৃদয়ে বাবা মার হাহাকার আর যার আছে সে দাঁত থাকতে মর্যাদা বোঝেনা। অসম্ভব সুন্দর করুন নাটিক। আমিও ১০/১০ দিয়েছি এই নাটিকে

 3 years ago 

আপনার সুচিন্তিত মতামত এর জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইলো 🥀

 3 years ago 

নাটকটি দেখা হয় নাই তবে আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছে নাটকটা এই মাত্র দেখলাম

 3 years ago 

অনেক ভালো কাজ করেছেন ভাই পরিচালক অনেক সুন্দর করে নাটকটি তৈরী করেছেন। অবিরাম ভালোবাসা 💖

 3 years ago 

এই নাটক টা এখনো দেখি নাই। ইউটিউবে অনেকবার সামনে এসেছে কিন্তু দেখা হয়নি। আজ আপনার রিভিউ পড়ে মনে হচ্ছে নাটকটা দেখা উচিত ছিল। খুব সুন্দর রিভিউ করেছেন নাটকটার।

 3 years ago 

অবশ্যই ভাই আপনি না দেখে মিস করেছেন আশাকরি সময় পেলে দেখেন ধন্যবাদ আপনাকে

 3 years ago 

জী অবশ্যই।।।

 3 years ago 

কথাগুলো অনেক সাজিয়ে গুছিয়ে লিখেছেন আমার মনে হয় সবার বুঝতে সুবিধা হবে, আর আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

 3 years ago 

আমার নাটক রিভিউ আপনার ভালো লেগেছে আমি এতেই অনেক খুশি তবে আশাকরি নাটকটি দেখবেন

 3 years ago 

এই নাটকটি সত্যিই অসাধারন লেগেছিল আমার কাছে।মা বাবারা তো চাই যেন শেষ বয়সে এসেও একটু আশ্রয়। আপনি অনেক সুন্দর করে রিভিউ দিয়েছেন নাটকটির ভাই।ধন্যবাদ

 3 years ago 

ভাই আমি জানি আপনি নাটক দেখেন আর আমি নাটক প্রেমিক দের জন্যই নাটক রিভিউ করেছি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

নাটকটি আমার মনটাকে বিষন্ন করেছিল।আমার দেখা সেরা নাটক গুলোর মধ্যে এটা অন্যতম।

 3 years ago 

আমার ও ভাই এই নাটকটি তেই দেখবে সেই কান্না করবে পরিচালক অনেক সুন্দর লিখেছেন এবং নাটকটিকে সাজিয়েছেন। ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

এই নাটকটি আমি দেখেছি ভাই সত্যিই এই নাটকটি অসাধারণ। মানুষের মধ্যে যে মানসিক অবক্ষয় টি রয়েছে সেটি অনেক সুন্দর হবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বাবা মা কত কষ্ট করে সন্তানকে বড় করে যখন এই সন্তানেরাই বড় হওয়ার পরে, বাবা-মা মূল্যায়ন করতে জানে না,,, এই বিষয়টি সম্পূর্ণ ভাবে উপস্থাপন করেছে।।

 3 years ago 

অনেক চেষ্টা করে ভাই নাটকটি রিভিউ করেছি। আপনার ভালো লেগেছে অনেক খুশি হলাম। আপনার জন্য শুভকামনা রইলো 🥀

 3 years ago 

অনেক ভালো রিভিউ দিয়েছেন ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

নাটকটি আমি অনেক আগেই দেখেছি। যখন রিলিজ হয়। আসলে এই রকম নাটক এখন কম তৈরি হয়।

বাবাকে নিয়ে আজকে একটা পোষ্ট আমিও করেছি। আপনার রিভিউটিও অনেক সুন্দর ছিলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো 🥀

যদিও আমি নাটকটা দেখি নাই। তবে পোষ্টটা পড়ে নাটকের সার্রমমটা বুঝতে পারলাম।পরে আশা করি নাটকটা দেখবোনে। সুন্দর ছিল সকল বিষয়গুলো উপস্থাপন। শুভ কামনা রইল।

 3 years ago 

আপনার মুল্যবান সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া অবিরাম ভালোবাসা

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.033
BTC 64243.42
ETH 3152.93
USDT 1.00
SBD 4.28