হঠাৎ ৩০০ ফিট ঘুরতে যাওয়ার অনূভুতি।

in আমার বাংলা ব্লগ2 months ago
হঠাৎ ৩০০ ফিট ঘুরতে যাওয়ার অনূভুতি।
"আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম"
Gray Minimalist Moodboard Inspiration Framed Art_20240604_190848_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। হঠাৎ ৩০০ ফিট ঘুরতে যাওয়ার অনূভুতি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।

IMG20231226152646.jpg

IMG20231226162232.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়ালমি-৯
লোকেশন:- পূর্বাচল ঢাকা বাংলাদেশ।

ভ্রমণ করতে ভীষণ পছন্দ করি। এক সময় ছিলো যখন কোন দায়িত্ব ছিলো না। কোন কাজ ছিলো না যে দিকে মন চায় সেদিকে গিয়ে ভ্রমণ করে আসতাম। এখন আর আগের মতো তেমন একটা ভ্রমণ করা হয়না। বলতে পারেন সময় এবং সুযোগ যেনো কোনাটাই এক হচ্ছে না। কোন না কোন ভাবে সমস্যা যেনো লেগেই রয়েছে। তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। প্রকৃতির খুব কাছাকাছি যেতে পারলে একটু বেশি ভালো লাগে। এর পরে ও মাঝে মধ্যে ফ্রি সময় পেলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে চলে যাই যদিও কম সময়ের জন্য।

IMG20231226152757_01.jpg

IMG20231226152912.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়ালমি-৯
লোকেশন:- পূর্বাচল ঢাকা বাংলাদেশ।

সকলেই জানেন আমার অফিস ছুটি হয় বিকেল পাঁচটায়। অফিস ছুটির পরে বেশ কিছু হাতে সময় থাকে। আর এই সময় টাকে আমি বিভিন্ন ভাবে কাজে লাগানোর চেষ্টা করি। যেমন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এর পরে মাঝে মধ্যে কোথাও ঘুরতে যাওয়া এসব অফিস ছুটির পরে করে থাকি। গতকাল দুপুরের পর থেকে আবহাওয়া খুব ভালো ছিলো। আমার এক বন্ধু বলতেছে বন্ধু আজকে অফিস ছুটির পরে চলো কোথাও থেকে ঘুরে আসি। আমি বললাম ঠিক আছে আগে অফিস ছুটি হয়ে নিক। এর পরে অফিস ছুটির পরে বন্ধুর বাইকে করে আমরা চলে গেলাম পূর্বাচল ৩০০ ফিট। আমাদের এখানে থেকে যেতে প্রায় ২০ মিনিট সময় লাগে বাইকে যেতে।

IMG20231226152931.jpg

IMG20231226161744_01.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়ালমি-৯
লোকেশন:- পূর্বাচল ঢাকা বাংলাদেশ।

পূর্বাচল জায়গাটা আমার কাছে বেশ দারুন লাগে। মাঝখানে তো বেশ ভাইরাল হয়েছিলো। আমার কাছে মনে হয় ১-২ বছর পর জায়গাটা সত্যি আরো বেশি অসাধারন লাগবে। আমি বাইকের পিছনে থেকে বেশ কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। আমাদের মতো বেশ কিছু মানুষ সেখানে ঘুরতে এসেছেন। আবহাওয়া ভালো ছিলো এজন্য আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মাঝে মধ্যে হঠাৎ করে কোথাও ঘুরতে গেলে মনের প্রশান্তি খুঁজে পাওয়া যায়। আর মাঝে মধ্যে এভাবে ঘুরতে যাওয়া উচিত। তাহলে শরীর এবং মন ভালো থাকবে। আর অফিসে কাজে ও মন বসবে। আমরা দুজন মিলে বেশ কিছু সময় বাইকে করে ঘুরলাম। এর পরে সন্ধ্যার আগে আমরা বাসায় চলে আসি।

IMG20231226161638.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়ালমি-৯
লোকেশন:- পূর্বাচল ঢাকা বাংলাদেশ।

এই ছিলো আমার আজকের আয়োজন। সব সময়ই চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু তুলে ধরার জন্য। আশাকরি আপনাদের সবার আজকের ব্লগ দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

পোস্টের বিবরণ:-
বিভাগভ্রমণ পোস্ট।
ডিভাইজrealme 9
বিষয়হঠাৎ ৩০০ ফিট ঘুরতে যাওয়ার অনূভুতি।
লোকেশনপূর্বাচল, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1715049751277.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 months ago 

ঘুরতে যেতে কার না ভালো লাগে। ঠিক তেমনি এক ভালো লাগার মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এখানে দেড়শ ফিট এর এরিয়ায় ঘুরতে গেছেন। দেখে বেশি ভালো লাগলো। এই জায়গাটা সম্পর্কে পূর্বে অবগত ছিলাম। খুব সুন্দর একটি হাইওয়ে।

 2 months ago 

তিনশ'ফিট বর্তমান বাংলাদেশের একটি সমালোচিত স্থান। আপনি আপনার অফিস ছুটি শেষে আপনার বন্ধু সহ তিনশ'ফিটের মধ্যে ঘুরতে গিয়েছিলেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আমি ও বেশ কয়েকদিন আগে এই জায়গার মধ্যে ঘুরতে গিয়েছিলাম। জায়গাটি বেশ দারুন একটি জায়গা। আপনার অনুভূতি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

 2 months ago 

ঠিক বলেছেন ভাই সুন্দর একটি জায়গা ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

হ্যাঁ ভাইয়া গতকাল বিকালের আবহাওয়াটা খুব সুন্দর ছিল আর এমন সুন্দর আবহাওয়ার মধ্যে এত সুন্দর একটি জায়গায় ঘুরাঘুরি করতেও খুব ভালো লাগে। আপনার বন্ধুর সাথে এই জায়গায় ঘুরতে গিয়ে খুব ভালো করেছেন। আমি অনেকদিন আগে গিয়েছিলাম তখন মাত্র রাস্তার কাজ শুরু হয়েছিল। ৩০০ ফিটের নীলা বাজারের রসমালাই খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

৩০০ ফিট এই জায়গাটি অনেক সুন্দর বিশেষ করে রাতের বেলা সেখানে আরো সুন্দর লাগে দেখতে। সেই জায়গাটিতে এখন পর্যন্ত যাওয়া হয়নি আবার ঢাকায় গেলে সেখানে যাব । আপনি দেখছি দারুন সময় কাটিয়েছিলেন। আমাদের সাথে সেখানকার সুন্দর মুহূর্ত গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 months ago 

ঢাকা ৩০০ ফিট জায়গাটি যেমন ভাইরাল তেমনি অনেক জনপ্রিয় একটি জায়গা । মাঝেমধ্যেই এখানে বাইক রেস করে ভিডিওগুলি সামনে ভেসে আসে এখানে যাওয়ার আজ পর্যন্ত কোনো সুযোগ হয়নি তবে ছবিগুলো দেখে বেশ ভালই লাগলো ইনশাল্লাহ ঢাকায় গেলে ৩০০ ফিট করে আসবো।

 2 months ago 

আপনার অফিস ছুটির পরে বন্ধুর বাইকে করে আপনি ৩০০ ফিট পূর্বাচলে ঘুরতে গিয়ে দারুন সময় উপভোগ করলেন, সত্যি বলতে মাঝেমধ্যে একটু সময় করে ঘুরতে গেলে শরীর এবং মন দুটোই ভালো থাকে। পূর্বাচলের ৩০০ ফিট এই জায়গাটি বেশ ভাইরাল। প্রায় সবাই গিয়ে এখানে সেলফি এবং ফটোগ্রাফি করে থাকেন। আমারও ইচ্ছে হয় কিন্তু সময় সুযোগের জন্য যেতে পারি না। তবে একদিন সময় সুযোগ করে হুট করে চলে যাব। আপনার অনুভূতি পড়ে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

 2 months ago 

চলে আসুন একদিন এক সাথে যাবো ইনশাআল্লাহ।

 2 months ago 

সময়ের সাথে সাথে আমাদের দায়িত্ব যেমন বেড়ে যায় তেমনি ব্যস্ততাও বেড়ে যায়। আর তখন ইচ্ছে করলেও আর ঘুরতে যাওয়া হয় না। ভাইয়া আপনি ৩০০ ফিট ঘুরতে গিয়েছেন আর ঘুরতে যাওয়ার অনূভুতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68523.63
ETH 3260.51
USDT 1.00
SBD 2.66