নাটক রিভিউ:- গানওয়ালা।

in আমার বাংলা ব্লগlast year
নাটক রিভিউ:- গানওয়ালা।
নাটক প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

Screenshot_2023-08-15-07-44-40-16_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

"ছবিটি ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া"

শুভ সকাল 🌅 হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। কেমন আছেন সবাই? সবার সুস্বাস্থ্য কামনা করছি। আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। নাটক রিভিউ:- গানওয়ালা। ফ্রি টাইমে মাঝে মধ্যে নাটক দেখতে ভীষণ ভালো লাগে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

নাটকটির সংক্ষিপ্ত তথ্য:-

Screenshot_2023-08-15-07-44-50-67_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

নাটক:-গানওয়ালা।
পরিচালক:-গৌতম কৈরী
প্রযোজক:-শাহরিয়ার শাকিল
অভিনয়ে:-জিয়াউল ফারুক অপূর্ব, উর্মিলা শ্রাবন্তী কর, আরও অনেকেই।
গল্প:-শাওন কৈরী।
ভাষা:-বাংলা।
লেবেল:-জি সিরিজ
ধরন:-সামাজিক ও শিক্ষা মূলক।
দৈর্ঘ্য:-৪৩ মিনিট।
মুক্তিপায়:-১৪-০৮-২০২৩।
নাটকটির সংক্ষিপ্ত কাহিনী:-

Screenshot_2023-08-15-07-45-43-91_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-15-07-47-22-80_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

অপূর্ব তার বন্ধুর সাথে যায়। আর তার বন্ধুর কে একজন ডিষ্টাব করে এজন্য সে গিয়ে একটা ছেলেটা একটু ভয় দেখায়। এর পরে তো পুলিশ পাশে ছিলো পরে পুলিশ অপূর্ব কে তারা করে। এজন্য অপূর্ব হঠাৎ করে একটি বাড়িতে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর দুজন পুলিশ আছে। এবার সবাই বলে যে তাদের বাড়িতে আজকে বিয়ের অনুষ্ঠান বাইরের কেউ এখানে আসেনি। এবার পুলিশ কে মিষ্টি খাইয়ে বিদায় করেন।

Screenshot_2023-08-15-08-01-03-98_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-15-08-02-44-08_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

পুলিশ চলে যাওয়ার পর এবার অপূর্ব রুম থেকে বের হয়ে চলে আসে। সবাই দেখে তো ভীষণ ভয় পায়। তার পরে আবার অপূর্বর হাতে ছিলো পিছতল। অপূর্ব বলে আজকে আর বিয়েটা হচ্ছে না। আমি ততক্ষণ থাকবো ততক্ষণে কোন বিয়ের কাজ চলবে না । আমি চলে গেলে বিয়ের কাজ শুরু করা হবে। এর পরে অপূর্ব বলে সে একজন গানওয়ালা। এবার তাদের সবার ফোন গুলো নিয়ে রেখে দেওয়া হয়। এই সময়টিতে ভীষণ মজা হয়।

Screenshot_2023-08-15-08-08-22-80_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-15-08-07-16-77_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-15-08-08-08-12_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

মেয়েটির নাম উর্মিলা শ্রাবন্তী তার আজকে বিয়ে। আর বর হচ্ছে প্রবাসী। তবে এই বিয়ের মধ্যে উর্মিলা শ্রাবন্তীর কোন মত নেই। তার মতের বাইরে তার বাবা তাকে বিয়ে দিচ্ছে। এবার অপূর্ব উর্মিলা শ্রাবন্তী এবং তার বাবা দু'জনের মধ্যে কথা বলতে বলে। এবার উর্মিলা শ্রাবন্তী তার বাবাকে সব কিছু বলে। বাবা তুমি কি কখনো জানতে চেয়েছো তোমার পেয়ে কি চায় এবং কাকে পেলে সে সুখী থাকবে। আর বলে চেনা নেই অপরিচিত একজন মানুষের সাথে আমার জীবন পার করতে হবে। এর পরে তার বাবা বলে আমি তোমার ভালোর জন্য করেছি।

Screenshot_2023-08-15-08-24-30-46_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-15-08-23-57-29_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

এভাবে গল্প করতে করতে ভোর হয়ে যায়। এবার অপূর্বের বাসা থেকে চলে যাওয়ার পালা। অপূর্ব যখন বাসায় থেকে বের হবে। ঠিক তখন উর্মিলা শ্রাবন্তী বলে সে তার সাথে বের হবে সে বিয়েতে রাজি না। এর পরে অপূর্ব মেয়েটিকে নিয়ে বাসায় থেকে বেরিয়ে আসে। তার পরে তার ভালোবাসার মানুষটির কাছে যায়। তবে ছেলেটি উর্মিলা শ্রাবন্তী কে বিয়ে করতে রাজি হয়না। এর পরে উর্মিলা শ্রাবন্তী ছেলেটিকে অনেক বকাঝকা করে এবং গালে থাপ্পড় দেয়। এর পরে অপূর্ব সাথে চলে আসে।

Screenshot_2023-08-15-08-25-08-81_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-15-08-25-25-89_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

এর পরে অপূর্ব বলে খেলনা পিস্তল দিয়ে আজকে বেশ মজা হলো। তার পরে অপূর্ব সব কথা উর্মিলাকে খুলে বলে। যদিও উর্মিলা শুরু থেকেই অপূর্ব কথা খুব পছন্দ করতেন। তার পরে দুজন মিলে একটা পার্কে যায় এবং সেখানে গিয়ে বসে বসে দুজন মিলে গল্প করে। এবার তো দু'জনের মধ্যে অনেক সুন্দর ভালোলাগা থেকে ভালোবাসা তৈরি হয়। এর পরে নাটকটি এখানেই শেষ হয়ে যায়।

ব্যাক্তিগত মতামত:-

ভিন্ন রকম নাটক গুলো আমি সব সময়ই ভীষণ পছন্দ করি। কারন সামাজিক এবং শিক্ষা মূলক নাটক গুলো থেকে অনেক কিছু শেখার রয়েছে। অপূর্ব যদি রাতের বেলায় বাসায় না যেতো তাহলে মেয়েটির বিয়ে হয়ে যেতো। আর তার জীবনটা নষ্ট হয়ে যেতো। আবার এদিকে মেয়েটি যে ছেলেটিকে ভালোবাসতো এবং তার জন্য বাসায় থেকে বের হয়ে তার কাছে গিয়েছে তবে সে তাকে বিয়ে করেনি। যাক অবশেষে অপূর্ব এবং উর্মিলা শ্রাবন্তীর দুজনের ভালো লাগা থেকে ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে সত্যি বলতে অপরিচিত একজন মানুষের সাথে জীবন পার করাটা খুব কষ্টের। নাটকটি তে চমৎকার কিছু মেসেজ ফুটে উঠেছে। আমার কাছে নাটকটি ভীষণ ভালো লেগেছে। আপনারা চাইলে দেখতে পারেন। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম।

ব্যাক্তিগত রেটিং:- ১০%/৯.৫%

"ছবি গুলোর স্ক্রিনশট এখানে থেকে নেয়া"

"ভিডিও লিংক ইউটিউব"

ছবির বিবরণ
বিভাগনাটক রিভিউ।
ডিভাইজrealme 9
বিষয়নাটক রিভিউ:- গানওয়ালা।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
রিভিউ@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
IMG-20230802-WA0014.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 last year 

অপূর্ব ভাইয়ার একদম ভিন্ন ধরনের নাটকের রিভিউ দেখতে পেলাম । অপূর্ব ভাইয়ার অভিনয় আমার কাছে ভালো লাগে তাই তার সব নাটক সময় পেলে দেখার চেষ্টা করি। এই নাটক আমার দেখা হয়নি আমি পরবর্তীতে দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে

 last year 

নাটকটি পড়ে তো মনে হচ্ছে বেশ সুন্দর। যদিও আমি নাটকটি দেখিনি। তবে আপনার রিভিউ এর মধ্যে দিয়ে অনেকটাই দেখার মতন হয়ে গেল। সময় পেলে অবশ্যই নাটকটি দেখার চেষ্টা করবো ভাইয়া। এমনিতেই অপূর্বর নাটক দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ।

 last year 

ভাইয়া আপনি খুব সুন্দর নাটক রিভিউ দিয়েছেন। ভিন্ন ধরনের নাটক দেখতে সবসময়ই ভালো লাগে। সত্যিই অপরিচিত মানুষের সাথে সারাটা জীবন কাটানো খুবই কষ্টকর। যাই হোক আপনার রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। এই নাটক এখনো দেখা হয়নি তবে সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ।

 last year 

চমৎকার মন্তব্য করেছেন ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

উর্মিলা এবং অপূর্ব তারা দুজনেই আমার একটু বেশি পছন্দ। সব নাটকের মধ্যে সামাজিক নাটক গুলোই আমার বেশ পছন্দ। কারণ পরিবারের সদস্যরা মিলে একসাথে দেখা যায়। যাইহোক এই নাটকটি দেখা হয়নি। সামাজিক নাটক তাই দেখতে পারবো আশা করি।

 last year 

জি আপু এধরনের নাটক আমার কাছেও ভীষণ ভালো লাগে ধন্যবাদ আপনাকে।

 last year 

বেশ চমৎকার একটি নাটক আজ আপনি আমাদের মাঝে রিভিউ করেছেন। আমি এমনিতেই নাটক দেখতে পেয়েছি পছন্দ করি। যদি হয় সেটা আনন্দদায়ক এবং শিক্ষামূলক। তবে এই নাটকটার মধ্যে যথেষ্ট শিক্ষামূলক অনুভূতি রয়েছে যা আপনার রিভিউতে বুঝতে পারলাম। চেষ্টা করব যেকোনো মুহূর্তে সম্পূর্ণ নাটক দেখার।

 last year 

খুবই সুন্দর একটি নাটক রিভিউ করেছেন আপনি৷ এই নাটকটির নাম দেখেই মনে হচ্ছে এই নাটকটি অনেক ইন্টারেস্টিং হবে৷ আমি এই নাটকটি এখনো দেখিনি৷ তবে আপনার এই নাটকের রিভিউ ভালোভাবেই পড়ে নিয়েছি৷ এই নাটকের নায়ক অপূর্বকে আমার অনেক বেশি পরিমাণ পছন্দ৷ আপনার দেওয়া এই লিংক থেকে আমি এই নাটকটি দেখে নেয়ার চেষ্টা করব৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি নাটকের রিভিউ করার জন্য।

 last year 

নাটকটি বেশ রোমান্টিকতায় পূর্ণ। এধরনের নাটকগুলো দেখতে বেশ ভালো লাগে। অপূর্বের প্রতিটি নাটক এক কথায় অসাধারণ লাগে। যাক অবশেষে নায়ক নায়িকার মিল হলো। ভাবছি সময় করে নাটকটি দেখে নেবো। ধন্যবাদ তোমাকে চমৎকার নাটকটি রিভিউ করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 last year 

জীবনের কিছু কিছু ভুল সিদ্ধান্ত জীবনটা নষ্ট করে দেয় আবার কিছু সঠিক সিদ্ধান্ত জীবনের জন্য অনেক উপকারী হয়। অপূর্ব এর নাটক আমার এমনিতেই ভালো লাগে এই নাটকটি সামাজিক এবং বেশ সুন্দর মনে হলো। সময় পেলে দেখতে হবে তাছাড়া আপনিও খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন । ভালো লাগলো পড়ে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65725.56
ETH 2673.18
USDT 1.00
SBD 2.90