গান কভার:)- ওরে মন উদাসী।
"বিনোদন প্রেমিকদের কে স্বাগতম" |
---|
জুমা মোবারক 🌙
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করবো গান পোস্ট। গান কভার:)- ওরে মন উদাসী। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।
- গান: ওরে মন উদাসী।
- চলচ্চিত্র: বাঙালি বাবু ইংলিশ মেম।
- অভিনয়ে: সোহম, মিমি চক্রবর্তী এবং অন্যান্যরা।
- উপস্থাপক: শ্রীকান্ত মোহতা।
- পরিচালক: রবি কিনাগী
- গায়ক: অরিজিৎ সিং।
- গানের কথাঃ প্রসেন।
- গান কভার:- @limon88
গান গাইতে এবং শুনতে ভীষণ ভালো লাগে। তবে আগের মতো গান শোনা হয়না। মাঝে মধ্যে ফ্রি সময়ে গান শোনা হয়। তবে কাজের ফাঁকে গুন গুন করে গান গাওয়া হয়। গান হচ্ছে মনের খোরাক। আজকে আমি পুরানো একটি গান কভার করলাম। বাঙালি বাবু ইংলিশ মেম মুভিটা দেখেছিলাম প্রায় ১০ বছর আগে। বাঙালি বাবু ইংলিশ মেম মুভির ওরে মন উদাসী গানটি আজকে সকালে কভার করেছিলাম। যদিও এধরনের গান গুলো গাওয়া হয়না। তবে আমি আমার মতো করে চেষ্টা করেছি সুন্দর করে গানটি কভার করার জন্য।
গানটির মধ্যে কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আশাকরি গানটি শোনার পর আপনাদের সকলের ভালো লাগবে। প্রতি সপ্তাহে একটি করে গান কভার করার চেষ্টা করি। আপনাদের কে বিনোদন দিতে পারলে অনেক বেশি ভালো লাগে। নিচে গানের ভিডিও লিংক শেয়ার করলাম। অবশ্যই গানটি শুনবেন এবং আপনাদের কাছে গানটি শোনার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন গানটি শুনে নেওয়া যাক!
গানটির লিরিক্স:-
কেন আসে দিন তোকে চোখে হারাবার?
কী উপায়ে ফেরা যায় তোর স্বপ্নতে আবার?
ওরে মন উদাসী, একা ফেলে পালালি কোথায়?
ওরে পরবাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়
হাসিতে হাসিতে ভুল, ফুরিয়েছে আজ সব
চলে গেছে, ঢলে গেছে কালকের কলরব
কথা ছিল সাথে তোর, বলা হলো শেষ না
খালি খালি চারিপাশ, এ আমার দেশ না
কী উপায়ে ফেরা যায় তোর স্বপ্নতে আবার?
ওরে মন উদাসী, একা ফেলে পালালি কোথায়?
ও ওরে পরবাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়
তোর সাথে এসে যেত ঝরনারা কথাদের
ঝরে গেল কেন আজ মরসুম পাতাদের
কত না বিকেলঘুড়ি উড়িয়েছি দু'জনে
চলে আয়, চলে আয়, আজ আবার উজানে
কী উপায়ে ফেরা যায় তোর স্বপ্নতে আবার?
ওরে মন উদাসী, একা ফেলে পালালি কোথায়?
ও ওরে পরবাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়
এই ছিলো আমার আজকের আয়োজন। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
বিভাগ | গান পোস্ট। |
---|---|
ডিভাইস | realme 9 |
বিষয় | গান কভার:)- ওরে মন উদাসী। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
কভার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
অরিজিৎ সিং এর প্রতিটি গান আমার কাছে অনেক বেশি ভালো লাগে।আমি ছোট বেলা থেকেই অরিজিৎ সিং এর গান গুলো শুনি। আপনি আজকে অরিজিৎ সিং এর একটি জনপ্রিয় গান আমাদের মাঝে পরিবেশন করেছেন। আপনার কন্ঠে অরিজিৎ সিং এর জনপ্রিয় গান টি শুনতে পেরে বেশ ভালো লাগলো ভাইয়া। আপনি খুবই সুন্দর গাওয়ার চেষ্টা করেছেন।
https://x.com/HouqeLimon/status/1804064524565098878?t=QIRjI7DVMQEt4QKtLG1k1A&s=19
খুবই সুন্দর একটি গান কভার করেছেন। ওরে মন উদাসী গানটি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনার কন্ঠে গানটি আমার কাছে দারুন লেগেছে।
অনেক ধন্যবাদ আপনাকে ভাই।
আপনি আজকে অনেক সুন্দর একটা গান কভার করেছেন, যেটা শুনতে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক বেশি সুন্দর করে আরজিৎ সিং এর এই গানটা কভার করেছেন। তার গানগুলো আমি অনেক বেশি পছন্দ করি। আপনি নিজের খালি গলায় পুরো গানের কভার সুন্দরভাবে করার কারণে, পুরোটা শুনে মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে আমার। আপনার খালি গলায় গাওয়া গানের প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। আশা করছি সব সময় সুন্দর সুন্দর গান কভার শেয়ার করবেন।
আজ আপনি সুন্দর একটি গান কভার করেছেন। গানটি শুনতে আমার কাছে খুব ভালো লেগেছে। তবে ঠিক বলেছেন ভাইয়া গান হচ্ছে মনের খোরাক। আমরা কমবেশি সকলেই গান পছন্দ করি। গান পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গান কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
এই গানটা এক সময় অনেক বেশি শুনতাম। তবে আজকে অনেকদিন পর শুনলাম। আপনার কন্ঠে এই গানটা শুনে সত্যিই খুব ভালো লাগলো। খুব সুন্দর ভাবে পুরো গানটা কভার করেছেন। আপনার কন্ঠ বরাবরের মতোই খুবই সুন্দর। গানটা আপনার কন্ঠে শুনে খুব ভালো লাগলো।
ভাই এত সুন্দর গান করেন আপনি, আপনার গান একবার শুনলে আমার ইচ্ছে করে বারবার শুনতে। আপনার গাওয়া গান গুলো অনেক সুন্দর হয়ে থাকে। শুনলেই মন অনেক ভালো হয়ে যায়। তেমনি আপনার আজকের গানটা শুনেও মন ভালো হয়ে গিয়েছে। কারণ এই গানটা আমার অনেক বেশি পছন্দের একটা গান। আপনার খালি গলা কিন্তু খুবই চমৎকার। আর এরকম চমৎকার কন্ঠের এই গানগুলো কভার করলে ভালো হতো লাগবেই শুনতে। সব সময়ের মত আপনার আজকের গানটা ভালো লেগেছে অনেক বেশি। সব সময় এরকম সুন্দর গানগুলো শুনতে চাই।
ওয়াও অসাধারণ একটা গান কভার করছেন আপনি।আপনার কণ্ঠে গান গুলো শুনতে আমার কাছে ভীষণ ভালো লাগে। অরিজিৎ সিং আমার প্রিয় শিল্পী। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর ভাবে গানটি কভার করার জন্য।
চমৎকার একটি গান কভার করেছো। তাছাড়া গান গাইতে ও শুনতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ওরে মন উদাসী গানটি অনেক দিন আগে শুনেছিলাম। আজকে আবারও তোমার চমৎকার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে পুরো গানটি কভার করেছো। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।