গান কভার:)- একদিন মাটির ভিতরে হবে ঘর।

in আমার বাংলা ব্লগ3 months ago
একদিন মাটির ভিতরে হবে ঘর।
"সবাইকে আমার ব্লগে স্বাগতম"
Blue Gaming Facebook Cover_20240425_100543_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

জুমা মোবারক 🕌

শুভ সকাল 🌅 হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। গান কভার:-একদিন মাটির ভিতরে হবে ঘর।

একদিন মাটির ভিতরে হবে ঘর। গানটির লিরিক্স গুলো সত্যি অসাধারণ। আমরা সবাই দুনিয়ার মায়ায় পরে গিয়েছি। দুনিয়াতে একটু ভালো থাকার জন্য কত রকমের খারাপ পাপ কাজ করে চলেছি তা আমাদের ধারনার বাইরে। আমাদের প্রত্যেকের উচিত দিনে একবার হলেও মৃত্যুর কথা স্মরণ করা। আমরা দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবো না। আমাদের সময় হলে ঠিক আমরা একে একে সবাই চলে যাবো। সর্বোপরি সৃষ্টিকর্তার উপর প্রার্থনা করি আমাদের কে যেনো খারাপ কাজ গুলো থেকে বিরত রাখেন। একদিন মাটির ভিতরে হবে ঘর গানটিকে আমি আমার মতো কভার করার চেষ্টা করেছি। নিচে গানের ভিডিও লিংক শেয়ার করলাম।

  • গান:- একদিন মাটির ভিতরে হবে ঘর।
  • শিল্পী:- লতিফ সরকার
  • গানের ধরন:- ফোক গান।
  • কভার:- @limon88
ভিডিও লিংক:-

"ভিডিও লিংক ইউটিউব"

গানটির লিরিক্স:-

একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার
কেন বান্ধো দালান ঘর, রে মন আমার
কেন বান্ধো দালান ঘর।।

প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরও ছেড়ে
ধরাধামে সবি রবে তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত
সকলি হবে তোমার পর রে মন আমার
কেন বান্ধো দালান ঘর।

দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে
শিরা-উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে
মণ্ডু মেরুদণ্ড সবি হবে খন্ড খন্ড
মণ্ডু মেরুদণ্ড সবি হবে খন্ড খন্ড
পড়ে রবে মাটির ও উপর রে মন আমার
কেন বান্ধো দালান ঘর

রুপেরি গৌরবে সাজিয়াছ সাজ
সোনা দানা কতো কি আর রাজকিয় পোশাক
যেদিন প্রাণ চলে যাবে, সবি পড়ে রবে
গায়ে দিবে মার কিনুথন, রে মন আমার
কেন বান্ধ দালান ঘর।

একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার
কেন বান্ধ দালান ঘর, মন আমার
কেন বান্ধ দালান ঘর।

"লিরিক্স লিংক"

গানটি শোনার পর আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার মতো করে কভার করেছি। কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

পোস্টের বিবরণ:-
বিভাগগান কভার।
ডিভাইজrealme 9
বিষয়একদিন মাটির ভিতরে হবে ঘর।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
কভার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️

ei_1710348023533-removebg-preview.png

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 3 months ago 

সত্যি ভাইয়া আজ কিন্তু আপনি আমাদের সাথে একটি অসাধারণ গানের কভার করেছেন। গানটির মর্ম কথা কিন্তু বেশ জটিল। আমরা যদি গানটির কথা গুলো বুঝতে পারি তাহলে আমরা সঠিক পথে নিজেদের কে পরিচালিত করতে পারবো। ধন্যবাদ এমন একটি গানের কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 3 months ago 

আমাদের সকলের উচিত পরকালের চিন্তা করে দুনিয়াতে সঠিক এবং পূণ্যের কাজ সম্পাদিত করা। ঠিকই বলেছেন আপনি দিনে একবার হলেও আমাদের উচিত মৃত্যুর কথা স্মরণ করা । গানের কভারটি শুনে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া। বরাবরই আপনি কিন্তু সুন্দর রকমের গানের কভার নিয়ে আমাদের মাঝে উপস্থিত হন। আপনার প্রতিটি গানের কভার আমার কাছে মনমুগ্ধকর লাগে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। দোয়া করি আগামীতে আপনি আরো ভালো কিছু করবেন।

 3 months ago 

চমৎকার মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।

 3 months ago 

আপনি অসাধারণ একটি গান কভার করেছেন মএই গানটি যতবার শুনে ততবারই যেন আবেগময় হয়ে যায়। কারণ গানটি আমাদের জীবনের সাথে একদম মিশে রয়েছে। গানটি আমি অনেকবার শুনেছি, আজকে আপনার কন্ঠ শুনতে পেয়ে অনেক ভালো লাগলো।

 3 months ago 

একদমই ঠিক বলেছেন অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

 3 months ago 

চমৎকার একটি গান কভার করেছো। একদিন মাটির ভিতরে হবে ঘর এই গানের লিরিক্স গুলো আসলেই বাস্তব কথা। আমাদের সবার একদিন এই পৃথিবী ছেড়ে চলে যে হবে। তাই আমাদের সবার উচিত ভালো কাজ করা। যাই হোক চমৎকার ভাবে গানটি কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে।

 3 months ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 months ago 

একদিন মাটির ভিতরে হবে ঘর ও মন আমার গানটি যতবার শুনেছি ততবারই ভালো লেগেছে, কারণ এই গানটি আমাদের জীবনের বাস্তবতার সাথে মিল রয়েছে। আপনার কন্ঠে আজকে গানটি দারুন লেগেছে ভাই। আপনি খুবই সুন্দর গেয়েছেন।

 3 months ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 3 months ago 

ভাইয়া একেবারে আমার মনের মত একটি গান কভার করেছেন। আপনার আজকের গান কভার শুনে কিন্তু বেশ ভালো লাগলো। খুব সুন্দর করে আধ্যাত্বিক এই গানটি কভার করার চেষ্টা করেছেন। একেবারে মানে যেয়ে লাগলো। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 months ago 

গানের সাথে বাস্তবের অনেক মিল।আমরা যেদিকেই যায়না কেনো দিন শেষে আমাদের কিন্তু আসল ঠিকানাই পোছাতেই হবে।এই অট্টালিকা, টাকা পয়শা কিছুই সাথে যাবে না।দারুন কভার করেছেন আপনি শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 months ago 

আজ আপনি অনেক সুন্দর একটা গজল কভার করেছেন, যেটা শুনে আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আমরা সবাই একদিন না একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করবো। আর মৃত্যুর ভয়টা আমাদের সবার মধ্যে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা আজ বেঁচে আছি কিছুক্ষণ পর অথবা কাল নাও বেঁচে থাকতে পারি। তাই মৃত্যুকে সবসময় মনে রাখা উচিত। যাইহোক আজ আপনি এত সুন্দর একটা গজলের কভার করলেন, যেটা আমি সম্পূর্ণ শোনার চেষ্টা করেছি। এই গজলটা আগেও অনেকবার শুনেছি, তবে আপনার কন্ঠে ভালো লেগেছে সবথেকে বেশি।

 3 months ago 

আপনার কাছে ভালো লেগেছে এতেই আমি খুশি ধন্যবাদ আপনাকে আপু।

 3 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি গান কভার শেয়ার করেছেন। সত্যি ভাইয়া এই গানটিতে যে গেয়েছেন তার ভয়েসটি খুবই মিষ্টি বেশ ভালো লাগলো। আর এই গানটির মধ্যে একদম একটি সত্য কথা বলে আছে। যে একদিন মাটির ভিতরে হবে ঘর এটা আমাদের মেনে নিতে হবে। কারণ একদিন এ পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। দারুন ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66521.28
ETH 3454.20
USDT 1.00
SBD 2.67