জেনারেল রাইটিং:)- হঠাৎ বাইরে ইফতার করার অনূভুতি।

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)
জেনারেল রাইটিং:)- হঠাৎ বাইরে ইফতার করার অনূভুতি।
"আমার ব্লগে সবাইকে স্বাগতম"
20240402_103032_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো #amarbanglablog পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। জেনারেল রাইটিং:)- হঠাৎ বাইরে ইফতার করার অনূভুতি। চলুন শুরু করা যাক।

IMG20240329183124-01.jpegIMG20240329180739-01.jpeg

IMG20240329180703-01.jpeg

দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে। আমার কাছে মনে হয় এই তো সেদিন রোজা শুরু হলো। ২৩ রোজা চলে যাচ্ছে আর কিছু দিন পর ঈদ। এজন্য কম বেশি সবার কাজের চাপ বেড়েছে। আমাদের অফিসে ও কাজের চাপ বেড়েছে। কারন হচ্ছে সময় মতো শিপমেন্ট দিতে না পারলে সমস্যা। এজন্য অফিস এর সময় বাড়িয়ে দিয়ে ও কাজ করানো হচ্ছে।

IMG20240329181146-01.jpegIMG20240329180932-01.jpeg

IMG20240329181312-01.jpeg

আমার অফিস ছুটি হয় প্রতিদিন ৩:৩০ মিনিটে। তবে গতকাল একটু হাতে কাজ ছিলো। এজন্য ৫:৩০ মিনিট পর্যন্ত অফিস এ ছিলাম। এর পরে @asadul-islam আর আমি অফিস থেকে বের হলাম। অফিস এর বাইরে এসে দেখি আমাদের দুজন বন্ধু। এর পরে তাদের সাথে গল্প করতে করতে ইফতারের সময় আর বাকি মাত্র ১৫ মিনিট। এর পরে আমাদের অফিস এর পাশে এক দোকানে ইফতারের জন্য খাবার বিক্রি করে। তার পরে আমরা সবাই মিলে দোকানের ভিতরে গেলাম। এর পরে আমরা সবাই মিলে অল্প সময়ের মধ্যে ইফতারের আয়োজন করে ফেললাম।

IMG20240329180658-01.jpegIMG20240329181431-01.jpeg

IMG20240329181621-01.jpeg

যদিও দোকানে বেশি কিছু আয়োজন ছিলো না। তবে রিজিকের মালিক সৃষ্টিকর্তা। কপালে যা থাকবে তাই খেতে হবে। কিছুক্ষণ পর মসজিদে আজান হয়ে গেলো। এর পরে আমরা সবাই মিলে ইফতার খাওয়া শুরু করে দিলাম। সবাই মিলে এভাবে ইফতার করার মজাই আলাদা। গতকাল সময়টা অনেক সুন্দর কাটিয়েছি। গতকালের দিনটি স্মৃতি হয়ে থাকবে। এর পরে খাওয়া দাওয়া শেষ করে। আমরা সবাই সবার বাসায় চলে যাই। এই ছিলো আমার আজকের আয়োজন। আমি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আল্লাহ হাফেজ 💞

পোস্টের বিবরণ:-
বিভাগজেনারেল রাইটিং।
ডিভাইজrealme 9
বিষয়হঠাৎ বাইরে ইফতার করার অনূভুতি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️

ei_1710348023533-removebg-preview.png

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 months ago 

ঈদের আগে আপনাদের বেশ ব্যস্ত সময় কাটছে। আসলেই এবার মনে হচ্ছে যেন রোজাগুলো খুব তাড়াতাড়ি চলে গেল। সবাই মিলে ইফতার করেছেন দেখে ভালো লাগলো। যদিও বললেন দোকানে তেমন আয়োজন ছিল না। তবে হ্যাঁ এটা ঠিক রিজিকের মালিক আল্লাহ। রিজিকে যা লেখা আছে তাই খাওয়া হবে। মুহূর্তগুলো দেখে ভালো লাগলো। ইফতার করার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

একদমই ঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে আপু।

 2 months ago 

হঠাৎ বাইরে ইফতার করার অনূভুতি শেয়ার করেছেন দেখে অনেক খুশি হলাম। আমিও ঈদ উপলক্ষে কাজের চাপের মুহূর্তে বাহিরে ইফতার করি। বন্ধুূদের সঙ্গে মিলে ইফতার খাওয়া অনেক মজার বিষয়। রিজিকে যা ছিল তা দিয়ে ইফতার আয়োজন করেছেন, আমাদের মাঝে আপনার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাই। আশাকরি পাশেই থাকবেন ইনশাআল্লাহ।

 2 months ago 

তা ঠিক বলেছেন যে রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা। আর আসলেই ভাই এখন দিন দিন চাপ যেনো বাড়ছে। আপনার ইফতার করার অনুভূতিটা আমার খুব ভালো লেগেছে, আসলে সারাদিন রোজা থেকে ইফতার করে আসল তৃপ্তি পাওয়া যায় । খুব সুন্দর পোস্ট ছিল ভাই ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপনাকে ও ধন্যবাদ ভাই।

 2 months ago 

আমার কাছেও ভাই মনে হল সেদিন রোজা শুরু হলো। আজ দেখতে দেখতে ২৩ টা রোজা শেষ। প্রতিটা মানুষেরই কাজের চাপ বাড়তেছে। আপনারা চার বন্ধু মিলে বেশ সুন্দর একটি মুহূর্ত উদযাপন করেছেন। বন্ধুদের সাথে ইফতার করতে ভীষণ ভালো লাগে। আমিও চেষ্টা করি মাঝে মধ্যে ইফতার করতে বাইরে। অনেক সুন্দর ভাবে অনুভূতি তুলে ধরেছেন।

Posted using SteemPro Mobile

 2 months ago 

পাশে থেকে সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 months ago 

প্রিয় মানুষদের সাথে ইফতার করার মুহূর্তটা আসলেই দারুন। আমরা বন্ধু ও বড় ভাইদের সাথে নিয়ে গতকাল নদীর পাড়ে বসে ইফতার করেছি। আসলে প্রিয় মানুষদের সাথে সময় অতিবাহিত করতে বেশ ভালই লাগে। আপনারাও দেখছি সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

সুচিন্তিত মতামত এর জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 months ago 

আসলেই দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। যাইহোক উপরওয়ালার কতটুকু এবাদত বন্দেগি করতে পারলাম জানিনা। কিন্তু রমজান মাস অনেক বেশি বরকতময়। যতই ঈদ ঘনিয়ে আসছে ততই আমাদের কাজের চাপ বাড়ছে। আশাকরি ঈদের পর সব আবারো স্বাভাবিক হবে।
তোমাদের একসাথে ইফতার করার মুহূর্তটা আমার কাছে দারুন লাগলো। এভাবে একসাথে বেশ কয়েকজন মিলে ইফতার খেতে পারলে বেশ আনন্দ লাগে। ইফতারের অনেক বেশি আইটেমের আসলে প্রয়োজন হয় না, বেশ কিছু বন্ধু মানুষ একসাথে ইফতার করতে পারলে একটা আলাদা তৃপ্তি অনুভব করা যায়। ধন্যবাদ লিমন চমৎকার পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

চমৎকার কিছু কথা বলেছেন। আপনার জন্য দোয়া এবং শুভ কামনা রইলো।

 2 months ago 

ইফতারের আইটেম গুলো দেখেন বেশ ভালো লাগলো। মাঝে মধ্যে বাইরে ইফতারি করার অনুমতি বেশ ভালোই লাগে। যেহেতু প্রায় সময় ঘরে সবার সাথে করা হয় ইফতারি গুলো। যখন বন্ধু-বান্ধবের সাথে বাইরে ইফতারি করা হয় আলাদা একটি আনন্দ উপভোগ করার সুযোগ হয়। যেহেতু আপনার ইফতারি করার বাকি ১৫ মিনিট ছিল সেই সুবাদে আপনি বাইরে ইফতারি করে নিলেন। অনেক সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে আপনি ভাগ করে নিলেন।

 2 months ago 

এবারের রোজা গুলো মনে হচ্ছে একেবারে তাড়াতাড়ি চলে গিয়েছে। তার প্রধান কারণ হচ্ছে, এবারের প্রথম ২০ টা রোজা রাখতে তেমন কষ্ট হয়নি কারোরই। কারণ সারা বাংলাদেশে মোটামুটি বৃষ্টি হয়েছিল রমজান মাসের প্রথম ২০ দিন। সেজন্য তুলনামূলক ঠান্ডা ওয়েদারে রোজা রাখতে বেশ ভালোই লেগেছিল। যাইহোক একসাথে কয়েকজন মিলে ইফতার করতে বেশ ভালো লাগে। আপনারা একটি দোকানে গিয়ে বেশ মজা করে ইফতার করেছেন ভাই। রমজান মাসে প্রতিটি খাবারের মধ্যে বরকত থাকে। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 70130.51
ETH 3786.12
USDT 1.00
SBD 3.78