বিকেল বেলায় টাটকা সবজি কেনার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)
বিকেল বেলায় টাটকা সবজি কেনার অনুভূতি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

Screenshot_2023-09-19-21-51-43-73_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg

"ছবিটি পলিস এপস দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। বিকেল বেলায় টাটকা সবজি কেনার অনুভূতি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

বিকেল বেলায় টাটকা সবজি কেনার অনুভূতি।

IMG20230908172954-01.jpeg

আমি সবজি খেতে ভীষণ পছন্দ করি। আবার যদি হয় টাটকা সবজি তাহলে তো খেতে আরো বেশি সুস্বাদু লাগে। আমার আমার পছন্দের একটি জায়গা থেকে সবজি সংগ্রহ করি। সেখান কার সবজি খেতে ভীষণ সুস্বাদু লাগে। আমি আজকে আপনাদের সাথে টাটকা সবজি কেনার অনুভূতি শেয়ার করতে চলেছি। আমি যেখানে থাকি ঠিক পাশেই হচ্ছে গ্রাম এলাকা। আর এখান কার লোক জন বিভিন্ন ধরণের সবজি চাষ করেন। আমাদের এখানে একটা নতুন বাজার হয়েছে। সেখানে শুধু টাটকা সবজি পাওয়া যায়। গতকাল বিকেলে বাসায় আসার পরে মা বলতেছে সবজি শেষ হয়ে গেছে। আমাকে বললো কিছু সবজি কিনে নিয়ে আসতে। এর পরে আমি আমার পছন্দের জায়গায় চলে গেলাম।

IMG20230908172812-01.jpeg

IMG20230908172819-01.jpeg

সেখানে যাওয়ার পর দেখলাম বিভিন্ন ধরণের টাটকা সবজি সবাই বিক্রি করছে। এর পরে আমি ওখানে গিয়ে আগে বেশ কিছু সময় ঘুরে দেখলাম। পাশে বেশ কিছু দোকান রয়েছে সেখানে থেকে কয়েকটা গরম গরম পেয়াজু খেলাম। তার পরে আস্তে আস্তে সবজি কেনা শুরু করলাম। এখানে অনেক মানুষ আসেন সবজি কেনার জন্য। আপনারা হয়তো ছবি গুলোর মধ্যে দেখতে পারছেন অনেক মানুষ। সবাই বেশ সুন্দর করে আনন্দের সাথে সবজি কিনতেছে। আসলে বাজারে সবজির দাম বেশি থাকে। তবে এখানে থেকে কিনলে বেশ মোটামুটি কম দামেই পাওয়া যায়।

IMG20230908172808-01.jpeg

IMG20230908172733-01.jpeg

আমি যে সমস্ত সবজি কিনলাম। কচুর লতি, কচুর ফুল, ধুন্দুল, পেঁপে, পালং শাক, পুঁই শাক, ফুলকপি আরো কিছু লেবু নিলাম। এর পরে আমি অটোরিকশা করে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে সবজি দেখে তো মা ভীষণ খুশি। মায়ের খুশি দেখে আমিও ভীষণ খুশি হলাম। সবজি শরীরের জন্য উপকারী। আপনারা সকলেই বেশি বেশি সবজি খাবেন। এই ছিলো আমার আজকের আয়োজন। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
IMG-20230802-WA0014.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

অনেক অল্প বয়স থেকেই বাড়ির তরকারি আমি বাজার থেকে ক্রয় করে থাকি। ভাই আপনার মত আমারও সবজি খেতে ভীষণ ভালো লাগে। আসলে মানব দেহের জন্য সবজি খুবই উপকার। আর এসব সবজি গুলো যদি টাটকা খাওয়া যায় তাহলে আরো বেশি ভালো হয়। আপনি আজকে বিকেল বেলা টাটকা সবজি কিনেছেন সব মিলিয়ে অনেক গুলো সবজি তো কিনেছেন ভাই। আর এসব সবজি গুলো খেতে বেশ মজা। ধন্যবাদ আপনার সবজি কেন অনুভূত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বাহ লিমন ভাই! এমন টাটকা টাটকা সবজি দেখলে সবারই খুশি হওয়ার কথা। এই গ্রামীণ পরিবেশ টা আমার খুবই ভালো লাগে। এছাড়া কচুর ফুলের ছবি দেখেও খুব ভালো লাগলো। ঢাকায় কচুর লতি পাওয়া গেলেও কচুর ফুল সচরাচর চোখে পড়ে না। আর ভাইয়া, প্রথম ছবির সোর্স টা ঠিক করে দিয়েন।

Posted using SteemPro Mobile

 11 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 11 months ago 

বাজারের প্রায় সব আইটেম এর সবজিগুলোই তো কিনে নিয়েছেন হা হা হা। নতুন বাজারে টাটকা সবজি পাওয়া যায় সেটা ছবি দেখেই বোঝা যাচ্ছে। যাইহোক বিকেল বেলায় আপনার সবজি কেনার অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 11 months ago 

পড়ন্ত বিকেলে সবুজ তাজা শাক সবজি কেনার অনুভূতি সুন্দর করে শেয়ার করেছেন। আপনার পোস্ট দেখে খুব ভালো লাগলো। আসলে সবুজ তাজা শাকসবজি কিনতে পারলে খুব ভালো লাগে। এত সুন্দর পোস্ট শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 11 months ago 

টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা। এসব জায়গায় ফ্রেশ সবজি পাওয়া যায়,আবার দামেও কম পাওয়া বাজার থেকে। বেশ ভালোই তো সবজি কিনলেন ভাই। কচুর ফুল বেশ কয়েক বছর পর দেখলাম। কচুর ফুল ভাজি করে খেতে দারুণ লাগে। ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। সবমিলিয়ে পোস্টটি দেখে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

বাহ! বাজারে তো দেখছি বেশ সুন্দর সবজি দেখা যাচ্ছে। আসলে টাটকা সবজি হলে খেতে বেশ ভালোই লাগে। আমার কাছেও সবজি খেতে খুবই ভালো লাগে। যদি হয় রংবেরঙের সবজি তাহলে আরো দারুন হয়। আপনি বিকেল বেলায় টাটকা সবজি কেনার খুব সুন্দর একটি মুহূর্ত শেয়ার করলেন। ফটোগ্রাফির মাধ্যমে দেখে অনেক ভালো লেগেছে।

 11 months ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে আপু।

 11 months ago 

সবজি খেতে সকলেই অনেক বেশি পছন্দ করে বর্তমান সময়ে শহর অঞ্চলের টাটকা সবজি করাটা খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার হয়ে পড়েছে তবে গ্রাম অঞ্চলে এটা অনেকটাই সহজলভ্য। সবজি কিনতে গিয়ে আপনি গরম গরম পেয়াজু খেয়েছেন জেনে ভালো লাগলো আসলে বিকেলবেলা গরম গরম পেঁয়াজু খেতে খুবই ভালো লাগে। টাটকা সবজির সঙ্গে যদি ছোট মাছের চচ্চড়ি রান্না করা হয় তাহলে তো আর কোন কথাই নেই। ধন্যবাদ আপনার সবজি কেনার অনুভূতি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বাজারে দেখছি বেশ টাটকা টাটকা সবজি। টাটকা সবজি খেতে বেশ ভালই লাগে। শহরে টাটকা সবজি পাওয়া অনেক কঠিন কিন্তু গ্রামে সবকিছুই টাটকা ও ফ্রেশ জিনিস পাওয়া যায়।
ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ বিকেলে সবজি কেনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

বর্তমানে প্রায় সব এলাকার মানুষই কমবেশি সবজি চাষ শুরু করেছে যার কারণে এখন আমরা চাইলেই টাটকা সবজি পেতে পারি। ভালোই করেছেন বিকেলে বাজার থেকে টাটকা সবজি কিনে এনে। এই ধরনের ফুলসহ কচুর লতি যে খাওয়া যায় সেটা তো আমি জানতাম না।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59887.64
ETH 2670.13
USDT 1.00
SBD 2.47