আমার তোলা কিছু সবুজ প্রকৃতির ছবি
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?
আশা করি আপনারা সবাই ভালো আছেন.
আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি.
আজ আমি আপনাদের সাথে আমার তোলা কিছু প্রকৃতির ছবি শেয়ার করবো.আশা করি আপনাদের সবার ভালো লাগবে.সৃষ্টিকর্তার সবচেয়ে সেরা সৃষ্টি হল মানুষ. আর আমরাই এই প্রকৃতির ভারসাম্য নষ্ট করি.আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার সবচেয়ে বড় দায়িত্ব পালন করে এই গাছপালা. কোন দেশের ভারসাম্য রক্ষা করার জন্য ওই দেশের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা দরকার. আর আমাদের বাংলাদেশে বনভূমি আছে মোট আয়তনের ১৭.০৫ শতাংশ যা পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য যথেষ্ট না.আর যতই দিন যাচ্ছে ততই গাছপালা নিধন বেড়ে যাচ্ছে. আর এ কারণেই দিন দিন প্রকৃতির অনেক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে. যেমন অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা ইত্যাদি. এই দুর্যোগ গুলো আমাদের দ্বারাই সৃষ্টি হচ্ছে.যদি পৃথিবীতে গাছপালা না থাকতো তাহলে এই পৃথিবী হয়ে যেত মরুভূমি. আর গাছপালা আমাদের সবচেয়ে বড় যেই উপকারটি করে সেটি হল আমাদের বেঁচে থাকতে সাহায্য করে.গাছপালা আমাদেরকে অক্সিজেন দিয়ে বেঁচে থাকতে সাহায্য করে এবং আমাদের ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড গাছপালা গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে.আর গাছপালা কেটে ফেলাতে আমাদের পশুপাখির বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে এই পৃথিবী.এছাড়া গাছপালা আমাদের প্রাকৃতিক পরিবেশকে সুন্দর করে রাখে. গাছপালা ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব নয়.তাহলে আসুন আমরা সবাই মিলে গাছ লাগায় এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে সাহায্য করি. এছাড়া গাছপালা থাকলে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর থাকে. নিচে কয়েকটি সবুজ প্রকৃতির ছবি আপনাদের মাঝে শেয়ার করা হল.
Device | Redmi note 8 |
---|---|
Camera | 48 Mp |
Photography | lemon |
আমি মোঃ লিমন আলি. আমি পেশায় একজন ছাএ. আমি একজন বাংলাদেশি নাগরিক. আমার পড়াশোনা করতে অনেক ভালো লাগে. এবং অবসর সময়ে মুভি দেখতে এবং ফটোগ্রাফি করতে ভালো লাগে.
সবুজ প্রকৃতির দৃশ্য গুলো খুবই সুন্দর এবং ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই 🥰🥰
ভালো লিখেছ। তোমার ফটো গুলো অনেক সুন্দর ছিল।কিন্তু তুমি নিয়মিত ব্লগিং করতেছো না।
তোমাকে অবশ্যই নিয়মিত হতে হবে।
গাছপালা প্রকৃতির জন্য অতিব জরুরি উপাদান। ভালো লিখেছেন এবং ছবি গুলো সুন্দর হয়েছে।
ধন্যবাদ ভাই 🥰🥰এত সুন্দর কমেন্ট করার জন্য