Diy(এসো নিজে করি)||রঙিন কাগজ দিয়ে একটি চেয়ার তৈরি||10% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম বন্ধুরা। সকলে কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি।



20220214_023220.jpg



বেশ কিছুদিন পর নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে একটি চেয়ার তৈরি করা শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার তৈরি চেয়ার টি আপনাদের ভাল লাগবে। এটি তৈরি খুব একটা কঠিন না তেমন এবং বেশ সময় সাপেক্ষ। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেয়া যাক।



উপকরণ:-

  • রঙিন কাগজ।
  • স্কেল।
  • গ্লু।


প্রস্তুত প্রণালি:-



ধাপ ১:-

IMG-20220211-WA0001.jpg

প্রথমে কাগজ,স্কেল ও আঠা নিয়েছি।


ধাপ ২:-

IMG-20220211-WA0000.jpg

এবার কাগজ টি মাঝখান হতে ভাঁজ করে নিয়েছি।


ধাপ ৩:-

IMG-20220211-WA0004.jpg

তারপর এভাবে চারিদিকে ভাঁজ করে নিয়েছি।


ধাপ ৪:-

IMG-20220211-WA0019.jpg

এবার ওপর দুপাশ হতেও ভাঁজ করে নেই।


ধাপ ৫:-

IMG-20220211-WA0006.jpg

এবার ভাঁজটি খুলে নিয়েছি।


ধাপ ৬:-

IMG-20220211-WA0008.jpg

আবার পুনরায় মাঝখান হতে ভাঁজ করে নিয়েছি।


ধাপ ৭:-

IMG-20220211-WA0012.jpg

এবার ডানপাশের কোণায় এভাবে ভাঁজ করে নেই।


ধাপ ৮:-

IMG-20220211-WA0015.jpg

অপর পাশেও ঠিক এভাবেই ভাঁজ করে নেই।


ধাপ ৯:-

IMG-20220211-WA0014.jpg

এবার ডানপাশ হতে এভাবে ভাঁজ করে নেই।


ধাপ ১০:-

IMG-20220211-WA0007.jpg

অপর পাশেও ঠিক একই ভাবে ভাঁজ করে দেই।


ধাপ ১১:-

IMG-20220211-WA0005.jpg

এবার মাঝখান হতে উল্টিয়ে নিয়েছি।


ধাপ ১২:-

IMG-20220211-WA0009.jpg

এবার ডানপাশের হতে একটি ভাঁজ দেই।


ধাপ ১৩:-

IMG-20220211-WA0010.jpg

অপর পাশ হতেও এভাবেই ভাঁজ দিয়েছি।


ধাপ ১৪:-

IMG-20220211-WA0002.jpg

এবার ভাঁজ টি ছাড়িয়ে উল্টানো অংশ টুকু বের করে দেই ও আঠা দিয়ে লাগিয়ে দেই।


IMG-20220211-WA0018.jpg

রঙিন কাগজের চেয়ার টি প্রস্তুত


আশা করছি আমার রঙিন কাগজের চেয়ার টি আপনাদের ভাল লেগেছে। এতক্ষন সময় নিয়ে সাথে থাকার জন্য সকলকেই অনেক ধন্যবাদ। ইন শা আল্লাহ আবার দেখা হবে সবার সাথে। সবাই সুস্থ এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।

ডিভাইসস্যামসাং এ৭০

@labib2000

logo.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  

রঙ্গিন কাগজ দিয়ে আপনি অসাধারণ একটি চেয়ার তৈরি করেছেন। চেয়ার তৈরি ধাপগুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। উপস্থাপনা ঠিক হয়েছে অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি চেয়ার তৈরি করেছেন। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের চেয়ার টি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে আপনি খুব ইউনিক ধরনের একটি চেয়ার আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি রঙিন কাগজের চেয়ার আমাদের সকলের মাঝে step-by-step শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার তৈরি করা রঙ্গিন কাগজের চেয়ার টি দেখতে সত্যিই অনেক চমৎকার লাগতেছে। আপনি অনেক সুন্দর ভাবে নিখুঁত হাতে রঙ্গিন কাগজ ব্যবহার করে আমাদের মাঝে চেয়ারটি তৈরি করে দেখিয়েছেন। তাছাড়াও শেয়ার তৈরীর প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ❤️❤️

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি চেয়ার তৈরি করেছেন ভাইয়া। চেয়ারটা দেখে তো মনে হচ্ছে এখনই বসে পরি। তাছাড়া চেয়ার তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যা দেখে খুব সহজেই চেয়ারটি বানিয়ে ফেলা যাবে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি চেয়ার তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপ্নাকেও ধন্যবাদ সুন্দর একটি মতামত করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চেয়ার তৈরি খুবই সুন্দর হয়েছে। আমার কাছে রঙিন কাগজের ব্যবহার অনেক ভালো লেগেছে। আপনি খুব দক্ষতার সাথে চেয়ারটি তৈরি করলেন সেটা খুবই ভালো লাগলো ।এত সুন্দর ভাবে উপস্থাপন করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

সত্যি বলতে ভাইয়া কাজটি ছোট মনে হলেও কিন্তু অনেক দক্ষতা অনেক সময় লাগে। এই কাজগুলো করতে। আপনি অনেক সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপনা করেছেন।চেয়ার টা ভাল ছিল। অনেক ভালো লাগলো প্রিয় ভাই। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চেয়ারটিতে কি বসার অনুমতি পাওয়া যাবে 😁।

কাগজ দিয়ে বেশ ভালোই সুন্দর একটি চেয়ার বানিয়েছে ভাই। প্রতিটি ধাপ বেশ সুন্দর সাবলীল ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

বসে পরুন😅। ধন্যবাদ ভাই মতামত করার জন্য।

রঙিন কাগজ দিয়ে একটি চেয়ার তৈরিটি দেখতে অনেক সুন্দর লাগছে। এতো সুন্দর একটি চেয়ারে বসতে পারলে মনটা নিজেকে ধন‍্য মনে করতাম 🤪। রঙিন কাগজ দিয়ে এতো সুন্দর চেয়ার কি ভাবে সম্ভব? কালার কম্বিনেকেশনটি অনেক ভালো লেগেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে খুব সহজেই একটি চেয়ার তৈরি করলেন। আপনার চেয়ার তৈরি করে উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। পরবর্তীতে আমিও তৈরি করবো। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা রইল।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে, কাগজের ভাঁজে ভাঁজে কিভাবে চেয়ার তৈরি করতে হয় সেটা আপনি তুলে ধরেছেন। কাগজ ভাঁজ করে চেয়ার তৈরি করার পদ্ধতি জানতে পেরে অনেক ভালো লাগলো। এক কথায় বলতে গেলে নতুন কিছু শিখতে পারলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সময় নিয়ে পোস্ট টি পড়ার জন্য। শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58668.45
ETH 3162.85
USDT 1.00
SBD 2.44