মানুষ মানুষের জন্য।

in আমার বাংলা ব্লগ10 months ago

আজ -বৃহস্পতিবার।
১৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি।

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন।আমি মোঃ তৌফিকুল ইসলাম। আমি আপনাদের কাছে একটি বার্তা পৌঁছে দেয়ার জন্য এই পোস্টি লিখছি।আমি অনেকদিন ধরে ভাবছি এই উদ্যোগটি নেওয়ার জন্য কিন্তু একা একা আপনাদের সহযোগিতা ছাড়া সম্পন্ন করা সম্ভব নয়।আশা করছি আপনারা সকলে আমার পাশে থাকবেন এবং এই উদ্যোগটি সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।আমি একটি কোম্পানিতে জব করি।ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি।আপনারা সকালেই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করবেন। আশা করি আমরা সকলে মসজিদে এবং রাস্তার পাশে কোন ব্যক্তিকে সাহায্যের জন্য বসে থাকতে দেখলে কম বেশি সকলেই তাদেরকে সহযোগিতা করে।আপনাদের মত আমিও আমার সাধ্যমত চেষ্টা করি।তবে বেশ কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটি অনুভূতি কাজ করছে এই সহযোগিতা গুলো করার পরও যদি আমরা পার্সোনাল ভাবে একটি মাটির বা প্লাস্টিকের ব্যাংকে কিছু কিছু করে টাকা জমায় সেই টাকাটা যদি একজন অসহায় ব্যক্তি বা এই টাকাটা নেহার উপযুক্ত এমন কাউকে সাহায্যের জন্য দিলে তার অনেক বেশি উপকার হবে।

help-2478193_1280.jpg

কপিরাইট ফ্রি ইমেজ সোর্স : পিক্সাবে

উদ্যোগ ও উদ্দেশ্য

প্রথমে ভেবেছিলাম যেভাবে মানুষদেরকে সহযোগিতা করছি ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা দেয়ার মাধ্যমে এগুলো ছাড়াও যদি আমি ব্যক্তিগতভাবে কিছু টাকা আলাদা করে একত্রিত করে কাউকে সহযোগিতা করি। তার অনেকটাই উপকার হবে এবং সে একটা কিছু করতে পারবে।সে কথা ভেবে অল্প কিছু টাকা গুছিয়ে ছিলাম তারপরে হঠাৎ মনের মধ্যে ভাবনা এলো আমার মত যদি আরো ৫ জন বা ১০ জন এভাবে টাকা জমাই এবং আমাদের পুরা টাকাটা একত্রিত করি তাহলে অনেক বড় একটা অ্যামাউন্ট হবে। হতে পারে একজন অসহায় ব্যক্তির জীবনে চলার পথে কোন কর্ম ব্যবস্থা অথবা কোন বিপদ থেকে মুক্তির সহযোগিতা করতে পারব। অথবা বাবা নেই মা অনেক কষ্টে মেয়েকে লালন পালন করছে তার বিবাহের কিছুটা খরচ বহন করব।এমনও হতে পারে মাদ্রাসার একজন স্টুডেন্ট মেধাবি তবে তার পরিবার তাকে প্রয়োজনমতো জোগান দিতে পারছেন না।এ সকল ধরনে যাইগা আমরা আমাদের সঞ্জয় কৃত টাকা এবং শ্রম ব্যয় করবো ইনশাআল্লাহ। এই টাকাটা আমরা সম্পূর্ণ সংগ্রহ এবং বিতরণ করবো ইসলামী শরীয়তের মোতাবেক যাচাই-বাছাই করার পূর্বে। যেন আমাদের কষ্টের টাকাটা সঠিক জায়গা ব্যয় হয়।তবে টাকাটা ব্যয় করার আগে সকল সদস্যর কাছ থেকে মতামত নেওয়া হবে ইনশাআল্লাহ।

hands-2847508_1280.jpg

কপিরাইট ফ্রি ইমেজ সোর্স : পিক্সাবে

টাকা সংগ্রহ

আমি মনে করি আমরা যদি প্রতি মাসে ১০০ টাকা করে জমা করি তাহলে আমাদের ১০ জন সদস্য থাকলে মাসে হবে ১০০০ টাকা এবং ২০ জনে ২০০০ টাকা।আমাদের যত সদস্য হবে তত অ্যামাউন্ট এর পরিমাণ বাড়বে।আমার যেমন ফ্রেন্ড সার্কেলে,বড় ভাই ও পরিচিত আরো অনেকেই রয়েছেন তাদেরকে আহবান যানাচ্ছি।ঠিক আমি যেমন তাদের জানাচ্ছি তারাও তাদের ভাই, বন্ধু বা অন্যদের জানাবেন।আমরা যদি ৫ জনকে জানাই তাহলে মিনিমাম ২/৩ জন আশা করি সদস্য হবে।আশা করছি মাসে ১০০ টাকা দেওয়া আমাদের জন্য কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমাদের নিয়ত থাকবে আল্লাহর বান্দার জন্য আল্লাহর নামে তাদেরকে সহযোগিতা করছি।আমরাতো চায়ের দোকানে আরো বিবিন্ন যাইগা কতোটাকা খরচ করে থাকি। সেখান থেকেও যদি ১০০ টাকা প্রতিমাসে জমানো হয় আশা করছি এই দান এর পরিবর্ত আল্লাহতালা সকলকে তার সর্বোচ্চ মর্যাদা দিবেন। আল্লাহতাআলা বলেছেন বিপদ কৃত মানুষকে যে ব্যক্তি সহজগিতা করবে কেয়ামতের মাঠের নিজ হাতে তাকে পুরস্কার দিবেন। আল্লাহতালা চাইলে এমনও হতে পারে আপনার এই গানটার উসিলায় আল্লাহতালা আপনার আমার সারা জীবনের গুনাহ মাফ করে হেদায়েত দিতে পারেন।

men-3610255_1280.jpg

কপিরাইট ফ্রি ইমেজ সোর্স : পিক্সাবে

ব্যক্তিগত মতামত

আমি আশা করব আপনারা আমার সঙ্গে একমত হবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।আমি চেষ্টা করবো সর্বোচ্চ মানুষের পাশে থাকার জন্য।আমাদের সকলের উদ্দেশ্য একটাই থাকবে এখন আমরা যে অর্থ ব্যয় করছি পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই তার ফলাফল দিবেন। এই টাকাগুলো আমরা আখিরাতের জন্য সঞ্চয় করছি।আপনি চাইলে আপনার এলাকায় বা মহল্লায় ছোট বড় সকলের সঙ্গে বিষয়টি আলোচনা করার মাধ্যমে আপনারা নিজেরাই একটি কমেটি গঠন করতে পারেন।এভাবে জদি প্রতিটি উপজেলাই আমরা একটি করে কমেটি গঠন করতে পারি ইনশাআল্লাহ ওই সকল মানুষকে সহযোগিতার মাধ্যমে আখিরাতের জন্য অনেক সঞ্চয় জমা হবে।

মানুষ মানুষের জন্য,,,,,,,,,

আল্লাহ হাফেজ


শ্রেণিতথ্য
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ 🇧🇩
ক্যামেরাস্যামস্যাং এম ২১
তথ্য ও উদ্যোগমোঃ তৌফিকুল ইসলাম(@kosto)
টাকা জমা হবে০১-১২-২০২৩ হতে ০১-০১-২০২৪ শুরু ইনশাআল্লাহ।
Sort:  
 10 months ago 

অসহায় মানুষের পাশে দাঁড়ানো অনেক ভালো একটি উদ্যোগ। আমরা যদি নিজেদের জায়গা থেকে নিজেরাই এগিয়ে আসি তাহলে অবশ্যই ভালো কিছু হবে। ভিন্ন ধরনের একটি পোস্ট দেখে ভালো লাগলো। আশা করছি সবাই বিষয়গুলো ভেবে দেখবে।

 10 months ago 

আপনার উদ্যোগটি নিঃসন্দেহে ভালো।আসলেই আমরা অনেক টাকা এমনিই কারন ছাড়া ব্যয় করে থাকি।কিন্তু সেই টাকাগুলো জমিয়ে যদি মানুষকে উপকারের কাজে লাগানো যায় তাহলে মন থেকেও ভালো লাগবে।সবাই এই বিষয়ে মনোযোগী হবে আশা করি।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59907.23
ETH 2647.48
USDT 1.00
SBD 2.43