মজার বিরিয়ানি স্বাদ উপভোগ (লাজুক খ্যাকের জন্য ১০% পে আউট)
আজ - বৃহস্পতিবার।
১০ কার্তিক ১৪৩০ বাংলা।
আসসালামু-আলাইকুম।
কেমন আছেন আমার প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগ পরিবারের সকল মেম্বার। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন।আলহামদুলিল্লাহ আমিও সকলের দোয়ায় ভালো আছি।আমার নাম মোঃ তৌফিকুল ইসলাম আমার ইউজার আইডি (@kosto)আমি একজন বাংলাদেশী নাগরিক বাংলা আমার মায়ের ভাষা আমি বাংলায় কথা বলতে ভালোবাসি।আর আমার বাংলা ব্লগ কমিউনিটি একমাত্র কমিউনিটি। যেখানে শুধু বাংলা ভাষাতে ব্লগিং করার সুযোগ রয়েছে। আজকে আপনাদের মাঝে শেয়ার করবো হঠাৎ করে কিছু পোশাক কিনতে গিয়ে কম দামে বিরানি খাওয়ার কিছু ফটোগ্রাফি ও অভিজ্ঞতা।
কিছুদিন আগে আমি ডিউটির পোশাক কেনার জন্য আমাদের অফিস থেকে অল্প একটু দূরে।নিউটন নামক একটি বড়বাজারে গিয়েছিলাম।আশেপাশে যতগুলো বাজার রয়েছে তার মধ্যে নিউটন বাজার হলো একটু বড় ধরনের বাজার বসে। এখানে সকল প্রকার আসবাবপত্র, পোশাক, খাদ্যদ্রব্য সকল কিছুই কম বেশি পাওয়া যায়।সারাদিন অফিস করে ৫.০০ টার সময় ছুটি করে গিয়েছিলাম নিউটন বাজারে।পোশাক শুকনা খাবার ইত্যাদি কেনাকাটার পর ফেরার পথে ভাবনার কিছু খেয়ে যায়।তাই রেস্টুরেন্টের দিকে এলাম কিছুটা পথ যেতেই দেখি এক পাশে টুপি মাথায় ২/৩ জন ব্যক্তি বিরিয়ানি বিক্রি করছে। |
---|
তাই আমিও ভাবলাম আজকে বিরিয়ানি খেয়ে যাই। তাদের দোকানের সামনে যেতেই খাবারের দিকে তাকাতে যেন লোভনীয় খাবার।তাই আর দেরি না করে বসে পড়লাম বিরিয়ানি খাওয়ার জন্য। তবে এখানে ইন্টারেস্টিং একটি বিষয় আছে।গরুর মাংসের বিরিয়ানি বিক্রি করছে ৩ রেটে।যেমন এক প্লেট বিরিয়ানি ৩০ টাকা,৪০টাকা ও ৫০ টাকা ভিআইপি।তারা যে পরিমাণে বিরিয়ানি দিচ্ছে এবং মাংস দিচ্ছে আমার কাছে মনে হয় টাকার তুলনায় অনেক বেশি।অন্যান্য দোকানের থেকে দোকানে একটু ভিড় বেশি লেগে আছে। তাই খাবার পেতে একটু লেট হয়ে গেছে।যখন খাবারটি খেতে শুরু করলাম ভাবতেই পারছিলাম না এত কম দামের খাবার এত মজা কেন।তবে স্বাভাবিকভাবে একজন মানুষ এক প্লেট খাবার খেলে তার খুধার তৃপ্তি মিটে যাবে।আমার কাছে আরো ভালো লেগেছে তাদের ব্যবহার ও পরিবেশনটা অনেক সুন্দর। আসলে রাস্তার পাশে হলেও খাবার সেল করছে অনেক সুন্দরভাবে পরিবেশে। বেশ কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করা হলো। আবারো পরবর্তী কোন পোস্টে দেখা হবে ধন্যবাদ সবাইকে। |
---|
বন্ধুরা আজ এ পর্যন্তই ছিল আমার আজকের পোষ্ট।আমার বাংলা ব্লগ সকল মেম্বারের জন্য রইল শুভ কামনা।আমার পোস্টটি আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিজিট করার জন্য ধন্যবাদ।ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ হাফেজ
সমস্ত ছবির | তথ্য |
---|---|
লোকেশন | কুমিল্লা,বাংলাদেশ 🇧🇩। |
ডিভাইস | স্যামস্যাং এম ২১। |
ফটোগ্রাফার | মোঃ তৌফিক ইসলাম(@kosto)। |
w3words | https://w3w.co/snowstorm.wishes.freshest |
Sort: Trending
[-]
successgr.with (74) last year