সিম্পল একটি চাঁদ অংকন।🦊(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊

★আজ-বুধবার।
★ ১৩ সেপ্টেম্বর ২০২৩।
★কমিউনিটির নিয়ম অনুযায়ী পোষ্টের ভিন্নতা বজায় রাখতে পোস্ট করার চেষ্টাকরছি।

আসসালামুআলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায়। আপনাদের মাঝে আজ আমি (@kosto)একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হোলাম।আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পেন্সিল ও পেন দিয়ে আঁকা একটি চাঁদ অংকন।

20230823_195041.jpg

পোস্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হতে।আমি প্রফেশনাল কোন আর্টিস্ট নয়,নয় কোন বড় জ্ঞানী ব্যক্তি।তবে শুধু আর্ট করারা চেষ্টায় এই চাঁদ আর্ট।

আর্ট করতে যে সকল জিনিস ব্যবহার করেছি :

★ সাদা কাগজ।

★ কলম।
★ পেন্সিল।
★ রাবার

আর্ট করার প্রসেস গুলো ধাপে ধাপে দেখানো হলো:-

ধাপ-১

প্রথমে একটি সাদা কাগজ,রাবার,পেন্সিল ও কলম নিয়ে নিয়েছি।পেন্সিলের এর সাহায্যে চাঁদের কিছুটা আর্ট তৈরি করেছি।এর পরে চঁদের মাঝে ছোট্ট ছোট্ট কিছু অংকন করেছি।

20230823_203600.jpg

20230823_191746.jpg

20230823_193100.jpg

ধাপ-২

এর পর মারকার পেন দিয়ে চাঁদের অংকন গারো করে দেখার জন্য প্রস্তুত করেছি।মাঝে বিভিন্ন ডিজাইন করেছি।

20230823_193644.jpg

20230823_194142.jpg

ধাপ-৩

চাঁদের অংকন প্রাই শেষতার পর একটি ফটোগ্রাফি করেছি।এরপরে কিছু এলোমেলো তারা অংকন করেদিয়েছি এবং আমার স্টিম আইডির নাম ও আমার বাংলা ব্লগ পরিবারের না লিখেদিয়েছি।

20230823_194657.jpg

20230823_195041.jpg

অনেক ব্যস্ততার মাঝে তাড়াহুড়ো করে সিম্পল একটি চাঁদ অংকন করেছে।অফিস থেকে বাসাই এসে গোসল ও রাতের খাওয়া শেষ করে তারা হুরো করে অংকনটি কোরলাম। ডিউটি শেষে ক্লান্ত শরিরে আর কিছু ভালো লাগেনা। তার পরেও চেষ্টা করি আমার বাংলা ব্লগ পরিবারের সাথে থাকার জন্য।এক এক দিনে ভিন্ন পোস্ট শেয়ার করার জন্য সিম্পল চাঁদ অংকন করেছি আশা করছি ভালো লাগবে।

চূড়ান্ত ধাপ:

মোটামুটি আমার আঁকা এই চিত্রটি পোষ্টের জন্য প্রস্তুত। আজ এখানেই শেষ করছি।ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে।

আমি কে।

20220520_174223.jpg

আমি মোঃ তৌফিকুল ইসলাম আমার ইউজার নাম( @kosto ) আমি বাংলাদেশ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ভেরিফাই ইউজার।আমার মাতৃভাষা বাংলা। আর বাংলাই ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।বিশেষ করে @rme দাদাকে অনেক অনেক ধন্যবাদ বাংলায় ব্লগিং করার সুযোগ করে দেওয়ার জন্য।ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আপনাদের মূল্যবান সময় ব্যয় করে
আমার পোস্টটি পড়ার জন্য।
🥀🥀 (সবাইকে ধন্যবাদ)🥀🥀


সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ 🇧🇩।
ডিভাইজস্যামস্যাং এম ২১।
ক্যামেরাম্যানমোঃ তৌফিক ইসলাম(@kosto)।
আর্টচাঁদ অংকন।
Sort:  
 last year 

অনেকদিন এ ধরনের চাঁদ অঙ্কন করা হয়নি কিন্তু আপনার পোস্টটি দেখে আমার অনেক ভালো লাগলো এবং আবারও সেই অংকন পোষ্টের কথা মনে হয়ে গেল অসংখ্য ধন্যবাদ।

 last year 

গঠনমূলক মূলক মন্তব্য করে মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

সিম্পল হলেও বেশ সুন্দর হয়েছে ভাইয়া। তবে পেন্সিল দিয়ে আর্ট করার পর মার্কার ব্যবহার না করে আপনি যদি প্রথম থেকেই মার্কার ব্যবহার করতেন তাহলে বেশি সুন্দর হত। ধন্যবাদ ভাইয়া সুন্দর চিত্রকর্মটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

মূল্যবান মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আজকে আপনি পেন্সিল ও কলমের সাহায্যে একটি চাঁদের অংকন শেয়ার করেছেন। চেষ্টা ভালো হয়েছে ভাই। তবে চাঁদটি আরেকটু বড় করে আঁকলে ভেতরের ডিজাইনগুলো আরেকটু ডিটেইলস এ করতে পারতেন। চেষ্টা করে যান। আপনার জন্য শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 last year 

খুবই সুন্দর চাঁদের মেন্ডেলা চিত্রাংকন করেছেন। এই চিত্রটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন অসাধারণ ছিল।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

খুবই সুন্দর একটি আর্ট করেছেন আপনি৷ আপনার এই আর্টের মাধ্যমে খুবই সুন্দর একটি চাঁদকে তুলে ধরেছেন আপনি৷ এই চাঁদকে দেখতে একদম অন্যরকম দেখা যাচ্ছে এবং খুবই অসাধারণ দেখা যাচ্ছে৷ এরকম সুন্দর একটি চাঁদের আর্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ৷৷

 last year 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 last year 

আপনার চাঁদ অংকন বেশ অসাধারণ হয়েছে। সিম্পল হলেও বেশ সুন্দর হয়েছে ভাইয়া। সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর চিত্রকর্মটি শেয়ার করার জন্য ।

 last year 

মূল্যবান মতামত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

চাঁদের দৃশ্য অংকন করা দেখে বুঝতে পারলাম পোস্ট এর কোন ত্রুটি নেই। তবে আরো সুন্দরভাবে অংকন কার্যক্রম সম্পন্ন করতে হলে ভাল ধারণা নেওয়া লাগবে এবং ধৈর্য সহকারে অঙ্কন কার্যসম্পন্ন করতে হবে। যাইহোক মোটামুটি অনেক সুন্দর ছিল এই দৃশ্য অংকন।

 last year 

পোস্টটি ভিজিট করে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last year 

যেকোনো আট তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে খুব সুন্দর একটি চাঁদের অংকন করেছেন। আপনার তৈরির ধাপ গুলো খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আরে পাস করে খুব চমৎকার ভাবে বর্ণনাও করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ম্যান্ডেলা আর্ট গুলো দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর হয় এভাবে ম্যান্ডেলা আর্ট অঙ্কন করলে। আপনি একটা চাঁদের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন দেখছি। সিম্পল ভাবে করলেও ডিজাইনগুলো সুন্দর করে করেছেন। এরকম ভাবে যদি ম্যান্ডেলা আর্ট করেন, তাহলে পরবর্তীতে আরো সুন্দর করে করতে পারবেন। আপনার পরবর্তী ম্যান্ডেলা দেখার অপেক্ষায় থাকলাম।

 last year 

গঠনমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68305.20
ETH 2710.66
USDT 1.00
SBD 2.72