📷 ফটোগ্রাফি 📷।(10% Beneficiary To @shy-fox)

in আমার বাংলা ব্লগ10 months ago

আজ-মঙ্গলবার।
২৭-ফেব্রুয়ারি-২০২৪-ইংরাজি।
১৪-ফালগুণ-১৪৩০-বাংলা।
১৬-শাবান-১৪৪৫-হিজরি।

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বেশ কিছুদিন শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত কোন পোস্ট করতে পারেনি। আশা করছি এখন থেকে নিয়মিত কাজ করার চেষ্টা করব এবং আপনাদের সুন্দর সুন্দর পোস্ট উপভোগ করব।

1706688725980.jpg

আজকে আপনাদের মাঝে আমি বেশ কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।যে ফটোগ্রাফি গুলা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। কমবেশি আমরা সকলেই চিনি বিশেষ করে গোলাপ ফুল চিনে না এমন কোন ব্যক্তি আমার মনে হয়না আছে। গোলাপ ফুলের কয়েকটি জাত রয়েছে এবং ভিন্ন ভিন্ন রং রয়েছে। তার মধ্যে আজকে আমি আপনাদের মাঝে লাল গোলাপ ও সাদা গোলাপের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি গুলো করেছিলাম আমার ফ্রেন্ডের বিবাহের বাসর ঘর সাজানোর জন্য ক্রয় করেছিলাম সে সময় ক্যামেরা বন্দী করে রেখেছিলাম ফটোগুলো। ফোন করলে আমার কাছে অনেক ভালো লাগে যেখানে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি।

20240119_214834.jpg

20240119_214658.jpg

20240119_214814.jpg

20240119_214806.jpg

20240119_214743.jpg

নিচে যেই ফুলগুলো দেখতে পারছেন এই ফুলগুলো আমাদের অফিস থেকে ক্যামেরাবন্দি করেছিলাম। সাদা রংএর যে ফুলটি দেখতে পাচ্ছেন আশা করছি সকলে ফুলটি চিনতে পেরেছেন।এটি হলো বাদাম গাছের ফুল। অনেকে বাদাম কে জাম্বুরা নামে পরিচিত। ঢাকা শহরে বাদাম জাম্বুরা নামেই চিনে।তার নিচে যে হলুদ রঙের ফুলটি দেখতে পাচ্ছেন। এই ফুলটির নাম আমি নিজেও জানিনা তবে ফুলটি দেখতে অনেক সুন্দর। ফুলটি আমাদের অফিসের পাশে লতার মত গাছে ফুটে উঠেছে। যদি কেউ ফুলটি চিনতে পারেন অবশ্যই কমেন্টে নামটি বলা যাবে। ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্ত সবাই ভাল থাকবেন।

20240221_121711.jpg

20240221_121704.jpg

20240221_090152.jpg

সংক্ষেপে পরিচয়

আমি মোঃ তৌফিকুল ইসলাম। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলা, কুমারখালী থানা। বর্তমানে আমি ফ্যামিলির একমাত্র ছেলে। জীবিকার তাগিদে বর্তমানে কুমিল্লা একটি প্রাইভেট কোম্পানিতে স্টিল বিল্ডিং এর টেকনিশিয়ান পদে জব করছি। আমার স্টিম ইউজার নাম ( @kosto ) আমি বাংলাদেশ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ভেরিফাই ইউজার।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলাই লিখতে পড়তে বলতে ও প্রকাশ করতে ভালোবাসি। আর বাংলাই ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ।যেখানে আমরা আমাদের মাতৃভাষায় নিজেদের ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারে।

শ্রেণিবিবরণ
লোকেশনকুমার খালী,বাংলাদেশ
পোস্টঘোরাঘুরি।
ডিভাইজস্যামস্যাং এম ২১।
কমিউনিটিআমার বাংলা ব্লগ।
w3wordshttps://w3w.co/superglue.lull.dasher
Sort:  
 10 months ago 

বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। গোলাপ ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আপনার ফ্রেন্ডের বিবাহের বাসর ঘর সাজানোর জন্য ফুল ক্রয় করেছিলেন। সেই ফুল গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ফুল আমার কাছে অনেক বেশি প্রিয় কিন্তু নির্দিষ্ট কোন ফুল নয় সবগুলো আমার কাছে মোটামুটি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ভাই আপনি আমাদের মাঝে আবার কাজ শুরু করেছেন এটা দেখে খুশি হলাম। ভাই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। ফুল আমার ভীষণ পছন্দের। অনেক সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আবারও কাজ করার সুযোগ পেয়েছি ভাই। ধন্যবাদ সুন্দর মতামত করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.039
BTC 97356.48
ETH 3462.13
USDT 1.00
SBD 3.26