পাওয়ার আপ সিজন-৩ (10% Beneficiary To @shy-fox)

in আমার বাংলা ব্লগ11 months ago

২৭ সেপ্টেম্বর ২০২৩ ইংরাজি।

হ্যালো বন্ধুরা

আসসালামু-আলাইকুম ও আদাব, আমার প্রিয় কমিউনিটি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? আশা করছি সকলেই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভালো আছি।
আমার নাম মোঃ তৌফিকুল ইসলাম আমার ইউজার আইডি (@kosto)আমি একজন বাংলাদেশী নাগরিক বাংলা আমার মায়ের ভাষা আমি বাংলায় কথা বলতে ভালোবাসি।আর আমার বাংলা ব্লগ কমিউনিটি হল একমাত্র কমিউনিটি যেখানে শুধু বাংলা ভাষাতে ব্লগিং করার সুযোগ রয়েছে।আপনাদের মাঝে আবারো এ সপ্তাহে নতুন একটি পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হলাম।

kmc_20230927_235040.jpg

পাওয়ার আপ এর গুরুত্বটা কতো আজ আমরা বুঝতে পারছি।আমাদের এই পাওয়ার আপের শুরুটা করেন শ্রদ্ধেয় বড় ভাই ও আমার বাংলা ব্লগ কমিউনিটির সহকারি এডমিন @rex-sumon ভাই।সুমন ভাই প্রতিসপ্তাহে আমাদের পুরস্কার প্রদানের মাধ্যমে উৎসাহিত করে যাচ্ছেন। সুমন ভাইকে অনেক ধন্যবাদ জানাই এতো সুন্দ ব্যবস্তা করে আমাদের পাশে থাকার জন্য।আমাদের সকলের ভালোর জন্য প্রতিযোগিতার আয়োজন করেছেন।পাওয়ার আপ সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি।স্টিম প্লাটফর্মে কাজ করার জন্য পাওয়ার আপ এর কোন শেষ নেই বা নির্ধারিত নেই। আমরা আমাদের ইচ্ছামত অ্যামাউন্ট পাওয়ার আপ করতে পারি। যত বেশি পাওয়ার আপ করব ততো আমাদের নিজেদের জন্য ভালো।পাওয়ার আপ মানে একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা।প্রতি সপ্তাহে চেষ্টা করি আমি পাওয়ার আপ করার।তাই আপনারা সকলেই চেষ্টা করবেন প্রতি সপ্তাহে অল্প করে হলেও পাওয়ার আপ করার জন্য ধন্যবাদ সবাইকে।

💪💪💪💪💪

পাওয়ার আপ আমার অংশগ্রহণ।
💪প্রথম-ধাপ💪
প্রথমে স্টিম ওয়ালেটে গিয়ে আমি একাউন্ট লগইন করেছি। তারপর ওয়ালেট এর একটি স্ক্রিনশট নিয়েছেন। এখানে দেখতে পাবেন আমার মোট লিকুইড স্টিম ৬০.৪৫৯ আমি এখান থেকে ৫৫ স্টিম পাওয়ার আপ করব।পাওয়ার আপ করার জন্য স্টিম ব্যালেন্স এর উপরে ক্লিক করে power up লেখাটি সিলেক্ট করব।

Screenshot_20230927-233247_Chrome.jpg

Screenshot_20230927-233421_Chrome.jpg

💪দ্বিতীয়-ধাপ💪
এরপরে আমাদের সামনে একটি ফ্রম দেখতে পাব সেখানে এমাউন্টের ঘরে ৫৫ স্টিম পাওয়ার আপ করতে চাই সেটি বসিয়ে দিব।তারপর নিচে পাওয়ার আপ লেখাটির উপরে ক্লিক করব।এখন মেম চাইবে না দিলে সমস্যা নেই তাই ok বাটন ক্লিক করব।

Screenshot_20230927-233449_Chrome.jpg

Screenshot_20230927-233456_Chrome.jpg

💪তৃতীয়-ধাপ💪
পরবর্তীতে পাওয়ার আপ করার জন্য আমি অ্যাক্টিভ কি দিয়ে সেন্ড করে দিলাম।এখন পাওয়ার আপ করা সম্পূর্ণ হয়ে গিয়েছে। পাওয়ার আপ করার পর ৫.৪৫৯ অবশিষ্ট স্টিম রয়েছে তার একটি স্ক্রীনশট শেয়ার করা হলো।

Screenshot_20230927-233619_Chrome.jpg

💪টেবিল এর মাধ্যমে স্টিম ও এসপি পরিমাণ দেখানো হলো 💪
বিবরণপরিমাণ
পাওয়ার আপ৫৫ স্টিম
মোট লিকুইড স্টিম৬০.৪৫৯স্টিম
আগের এসপি১,১২১.৪১৬ এসপি
বর্তমান এসপি১,১৭৬.৪১৬ এসপি
টার্গেট ডিসেম্বর২০০০ এসপি

আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পড়ার জন্য।

🌹সকলকে ধন্যবাদ🌹


সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ।
ক্যামেরাস্যামস্যাং এম ২১।
ক্যামেরাম্যানমোঃ তৌফিক ইসলাম(@kosto)।
পোস্টপাওয়ার আপ কনটেস্ট।
Sort:  
 11 months ago 

নিজের ক্ষমতাকে বৃদ্ধি করতে আপনি পাওয়ার আপ করে যাচ্ছেন। এভাবেই আপনার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। পাওয়ার আপ এর মাধ্যমে আপনি আপনার লক্ষ্যের দিকে পৌঁছে যাবেন দোয়া রইলো।

Posted using SteemPro Mobile

আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

একাউন্টঃ @kosto
পাওয়ার বৃদ্ধিঃ = 4.90633%

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59991.95
ETH 2664.96
USDT 1.00
SBD 2.45