সৎ বাবা নাটক রিভিউ।(10% Beneficiary To shy-fox)

আজ মঙ্গলবার।
২১ অক্টোবর ২০২৩ ইংরেজি।
০৫ কার্তিক ১৪৩০ বাংলা।

হ্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল এবং সুস্থ আছেন।আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।আমি @kosto আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন বাংলাদেশী ইউজার। আমি বাংলায় বলতে, লিখতে ও প্রকাশ করতে অনেক ভালোবাসি। আজকে আমি আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হলাম।নাটকের নাম -সৎ বাবা।নাটকটি কিছু দিন আগে রিলিজ হয়েছে তবে আমার কাছে খুবই ভালো লেগেছে নাটকটি। আশা করি আপনাদের ভাল লাগবে। নাটকটি দেখে ভালো লাগলো এবং শিক্ষনীয় একটি নাটকতাই ভাবলাম আপনাদের সঙ্গে এই নাটকটি শেয়ার করি।

Screenshot_20231021-230406_YouTube.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

নাটক এর গুরুত্বপূর্ণ তথ্য

নাটকের নামসৎ বাবা।
চেনেলHoihullor।
পরিচালকমাবরুর রশিদ বান্নাহ।
অভিনয়অপূর্ব,ইফাত ত্রিশা,শোয়েব মনির,রকি খান,সিয়াম নাসির,প্রনিল পারভেজ ও জনি।
পরিচালনামাবরুর রশিদ বান্নাহ।
এজেন্সিমোশনরক এন্টারটেইনমেন্ট।
ভাষাবাংলা।
সম্পাদনারাকিব রানা।
সময়৫৬.৪৫ মিনিট।
রিলিজএক মাস আগে।

সংক্ষেপে নাটকের ফুল কাহিনী।

নাটকের শুরুতে দেখতে পাচ্ছি অপূর্ব ও নায়িকা ইফাত ত্রিশা একটি পুকুর পাড়ে দুজন দুজনের সঙ্গে দেখা করতে এসেছে।দুজনে অনেক আপসেট হয়ে রয়েছে। অপূর্ব এখানে এতিম একটি ছেলের পাঠ করেছে। নায়িকার বাসা থেকে বিবাহ ঠিক করে।তাই স্কুল পালিয়ে নায়িকা এই কথাটা নায়ককে জানাতে আসে তার বাবা তাকে বিয়ে দিতে চায়। নায়ক অনেক ভিতু তাই তাকে বিয়ে করতে স্বীকার করে না এবং তার বিয়েতে উপহার দিতে চাই।এবং তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়।হঠাৎ রাত্রে নাকের সামনে নায়িকা উপস্থিত একটি চাকু হাতে। নায়ককে অনেক ভয় দেখিয়ে নায়িকা জোরজবস্তি করে বিবাহ করার জন্য।

Screenshot_20231012-193558_YouTube.jpg

Screenshot_20231012-193636_YouTube.jpg

Screenshot_20231012-193702_YouTube.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

এরপরে সিনে দেখতে পায় তাদের সংসার জীবন। আসলে মধ্যবিত্ত পরিবারে সবকিছুই পূর্ণ থাকে না। সকল কিছু মানিয়ে ম্যানেজ করে সেক্রিফাইস করে চলতে হয়।অপূর্ব অনেক শান্তশিষ্ট কিন্তু তার ওয়াইফ অনেক চিৎকার চেঁচামেচি করে এবং তার মেয়েকে অনেক ধমক দিয়ে কথা বলে।অপূর্বর ওয়াইফ ইফাত ত্রিশা পাশের বাসার ভাবির কাছে ফ্রিজে মাংস রাখতে গেলে তিনি অনেক কুবুদ্ধি দেন। অন্য দিকে দেখতে পাই অপূর্ব অফিসে গেলে সবাই তাকে অন্সটি ম্যান বলে ডাকেন। এ নামটা অনেক গর্ভের হলেও সকলেই তাকে হিংসা করে বলে। অপূর্বর অফিসে সকলেই কমবেশি দুর্নীতির সঙ্গে জড়িত কিন্তু অপূর্ব এগুলো পছন্দ করে না।

Screenshot_20231012-200222_YouTube.jpg

Screenshot_20231012-200239_YouTube.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

হঠাৎ করে অপূর্ব মেয়ে অসুস্থ হয়ে পড়ে। ডক্টর তাকে বলেন ১০ লক্ষ টাকা মিনিমাম লাগতে পারে।অপূর্ব এবং তার স্ত্রী দুজনের অনেক টেনশনে পড়ে। কেননা তাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কোন সঞ্জয় ছিল না।এদিকে অফিসে অনেক প্রেসার তিনি সততার সাথে কাজ করতে চাইলে অফিসের কলিগ সহ দুর্নীতিবাজরা তাকে অনেক পেরেশানির মধ্যে রাখছে। এক পর্যায়ে দুর্নীতি দলের কিছু সংখ্যক লোক অপূর্বর মেয়ের অসুস্থতার সুযোগ নিয়ে অপূর্ব সততাকে কেনার চেষ্টা করে।অপূর্বর বাসায় এসে তার বউকে বলে বোঝাতে অপূর্ব যেনো তাদের ফাইলটা সই করে দেয় তাহলে তাদের মেয়ের চিকিৎসার সম্পন্ন খরচ দ্বারা বহন করবে।

Screenshot_20231021-224600_YouTube.jpg

Screenshot_20231021-224646_YouTube.jpg

Screenshot_20231021-225316_YouTube.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

এক পর্যায়ে অপূর্ব ফাইল তাদেরকে বুঝিয়ে দিয়ে চাকরি থেকে রিজাইন নেওয়ার সিদ্ধান্ত নেয়।কিন্তু দুর্নীতি দলের লোকজনের অভাবে অপূর্ব তার সততাকে বিক্রি করে তাদের দলে যোগ দিয়েছে।নিজের সন্তানের জীবন ঝুঁকিপূর্ণ রেখেছে তবুও সে সততা থেকে একটু নড়চড় হয়নি।আমরা সকলে আদর্শলিপি বই পড়েছি কিন্তু সেই লেখাগুলো আমাদের হয়তো এখন আর মনে নেই। বইতে অবশ্যই পড়েছি সদা সত্য কথা বলবো সৎ পথে চলবো।আজ এই কথাটি আমরা ভুলে গেছি মিথ্যার জগতে ডুবে আছি।

Screenshot_20231021-225436_YouTube.jpg

Screenshot_20231021-225808_YouTube.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট
ব্যক্তিগত মতামত

অপূর্ব নাটক গুলা আমার কাছে খুবই ভালো লাগে। প্রথমে নাটকের অভিনয় গুলো দেখে ভেবেছিলাম হয়তো অনেক মজার বা ফানি নাটক হবে। সম্পূর্ণ নাটকটি দেখার পরে বুঝলাম বাস্তবব জিবনে নাটক যেখানে একজন সৎ ব্যক্তি যোদ্ধা।আমাদের চারিপাশে দুর্নীতি ও মিথ্যাচারের ভরে গেছে। যতই বিপদ বাধা আসুক না কেন আমরা চাইলে মেয়েদের সততাকে ধরে রাখতে পারি। এ নাটকটি মাধ্যমে আমরা এ ধরনের শিক্ষনীয় কিছু তথ্য পেয়েছি।আমরা সৎ পথে থাকলে অবশ্যই আমাদের জয় হবে। সৎ পথে চলতে প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়।এখন তো আমরা অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলি।যে কারণে খুব সহজেই অন্যায়ের কাছে মাথা নত করে ফেলি। আশা করছি নাটকটি দেখলে আপনাদের ভালো লাগবে।

নাটকের ইউটিউব লিংক

লিংক

ব্যক্তিগত রেটিং

৯/১০

আমি কে।

20220520_174223.jpg

আমি মোঃ তৌফিকুল ইসলাম আমার ইউজার নাম( @kosto ) আমি বাংলাদেশ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ভেরিফাই ইউজার।আমার মাতৃভাষা বাংলা। আর বাংলাই ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ। আমার বাংলা ব্লগের সঙ্গে যুক্ত সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।বিশেষ করে @rme দাদাকে অনেক অনেক ধন্যবাদ বাংলায় ব্লগিং করার সুযোগ করে দেওয়ার জন্য।ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

লোকেসনকুমিল্লা,বাংলাদেশ।
ডিভাইজস্যামসাং এম ২১।
পোষ্টনাটক রিভিউ
রিভিউ@kosto
Sort:  
 last year 

আমার কাছে অপূর্ব নাটকগুলি খুবই ভালো লাগে। সব থেকে ভালো লাগছিল। বড় ছেলে, বেকার। জি ভাই আমাদের চারিপাশে শুধু দুর্নীতি আর মিথ্যাচার। নাটকটি থেকে একটি শিক্ষা পেয়েছি সৎ থাকলে জয় হবেই যাই হোক। সব সময় সৎ পথে চলতে হবে কিন্তু সৎ পথে চলতে হলে প্রচুর ধৈর্যের প্রয়োজন। অল্পতে ধৈর্য হারালে হবে না। ভালো ছেলে নাটকটি। অনেক সুন্দর করে রিভিউ করেছেন

মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last year 

আমি আপুর্ব এর নাটক অনেক পছন্দ করি। আর আজকে আপনি তার খুবই সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন৷ এর মধ্যে অনেকগুলো সুন্দর বিষয় আপনি তুলে ধরেছেন যা একদম অন্যরকম৷ অসম্ভব সুন্দর হয়েছে এই নাটক। সময় করে এই নাটকটি আমি দেখে নিব৷

আপনার মত আমি অপূর্ব নাটক পছন্দ করি।ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য ।

 last year 

বাস্তবতা সম্মত একটি নাটক। সৎ বাবা নাটকটি থেকে আমাদের প্রত্যেকের শিক্ষা নেওয়া উচিত। এই নাটকটি আমি অনেক দিন আগে দেখেছি ভাই। আপনার রিভিউ দেখে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

জি ভাই ঠিক বলেছেন,নাটকটি থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে।অনেক অনেক ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

এই নাটকের রিভিউটা পড়তে আমার কাছে খুব ভালো লেগেছে। সৎ বাবা নাটকটা যদিও আমার এখনো পর্যন্ত দেখা হয়নি, তবে নাটকটার সম্পূর্ণ রিভিউ পড়ার চেষ্টা করেছি। এই নাটকটাতে অপূর্ব অনেক ভালো অভিনয় করেছে এবং অন্য সবাইও অনেক ভালো অভিনয় করেছে। আমি সময় পেলে অবশ্যই চেষ্টা করব এই নাটকটা দেখে নেওয়ার।

জি আপু নাটকটি অনেক শিক্ষনীয় এবং অভিনয় ভালো করেছে। গঠনমূলক মন্তব্য করে উচ্চতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 64050.44
ETH 2502.78
USDT 1.00
SBD 2.65