বড় লোকের মেয়ে নাটক রিভিউ।(10% Beneficiary To shy-fox)

আজ শুক্রবার,
২৯ সেপ্টেম্বর ২০২৩।

হ্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল এবং সুস্থ আছেন।আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।আমি @kosto আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন বাংলাদেশী ইউজার। আমি বাংলায় বলতে, লিখতে ও প্রকাশ করতে অনেক ভালোবাসি। আজকে আমি আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হলাম।নাটকের নাম -বড় লোকের মেয়ে।নাটকটি কিছু দিন আগে রিলিজ হয়েছে তবে আমার কাছে খুবই ভালো লেগেছে নাটকটি। আশা করি আপনাদের ভাল লাগবে। নাটকটি দেখে ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই নাটকটি শেয়ার করি।

Screenshot_20230929-223520_YouTube.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

নাটক এর গুরুত্বপূর্ণ তথ্য

নাটকের নাম : বড় লোকের মেয়ে।
নাটকটি মুক্তি পেয়েছে :১৮-০৯-২০২৩।
চিত্রনাট্য ও পরিচালনা: মহিন খান।
কাস্ট: জাহের আলভি,সামন্তি শৌমি,রকি
খান, রেশমা আহমেদ, এবং আরো অনেকে।
প্রধান সহকারী পরিচালকঃ মহিউদ্দিন সাবেত।
চিত্রগ্রাহকঃ মোঃ সুজন।
সহকারী পরিচালকঃ শুভজিৎ রায়।
সম্পাদনাঃ আলামিন হোসেন নাজিম।
সঙ্গীতঃ তানজিল হাসান।
বিষয়বস্তু প্রকাশঃ ইমন রাবেক।
প্রযোজকঃ মোঃ মিজানুর রহমান মিজান।
নির্বাহী প্রযোজক: ইকসান রনি।

প্রথম সিনে আমরা দেখছি নায়িকার গাড়ির সাথে একটি রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। নায়িকা গাড়ি থেকে রেগে রিক্সাওয়ালা গায়ে হাত তোলে এবং তার কাছে ক্ষতিপূরণ চায়। রিক্সায় বসে ছিল নায়ক তিনি নেমে বিভিন্ন ধরনের বোঝানোর চেষ্টা করে তারপরে নায়িকাকে জরিমানার টাকা দিয়ে। রিক্সাওয়ালা গায়ে হাত তোলার জন্য কান ধরে উঠবস করায়। নায়িকা অনেক জেদি ও বড়লোক বাবার মেয়ে।সে ক্ষমা চাইতে রাজি হয় না কিন্তু তাকে বাধ্য করা হয়। কোথায় আছো না হাতে যদি কাদায় পড়ে পেপারে ছাড় দেয় না। এখানে থেকে এরকমই হয়েছে।

Screenshot_20230929-223616_YouTube.jpg

Screenshot_20230929-223656_YouTube.jpg

Screenshot_20230929-223934_YouTube.jpg

এরপর আমরা দেখতে পাই নায়ক যে অফিসে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাই।সেই অফিস নায়িকার বাবার এবং নায়কের বাবা ওখানে সিকিউরিটি চাকরি করে। নায়ককে নায়িকার অ্যাসিস্ট্যান্ট সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।নায়িকা সেই সুযোগ অপব্যবহার করে নায়ক কে জোর পূর্বে তার জুতা মুসিয়ে নেই। পরবর্তীতে অফিস ছুটির পরে গেটের বাহিরে। নায়ক নায়িকাকে ছেড়ে দেয় না। নায়িকাকে দিয়ে জোর পূর্বে নায়কের বাবার পা পরিষ্কার করে নেই।পুর সিন এভাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে চলে।

Screenshot_20230929-224836_YouTube.jpg

Screenshot_20230929-224856_YouTube.jpg

Screenshot_20230929-225012_YouTube.jpg

হঠাৎ করে একদিন নায়ককে অপবাদ দিয়ে অফিস থেকে বের করে দেয় নায়িকা।কিছুখন পর নায়কের বাবাকেও চাকরি থেকে বের করে দেয় যে কারণে নায়ক প্রতিশোধ নেওয়ার জন্য নায়িকার বাবার কাছে আসে।তাদের মধ্যে কথা কাটাকাটি হতে হতে। হঠাৎ করে নায়িকার বাবা বলেন আমার মেয়ের হাত খরচ দিনে ৫ লাখ টাকা তুমি যদি একদিনে এনে দিতে পারো তাহলে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেবো। পরের দিন অফিসের কলিগ ও নায়কের বাবা মিলে তাকে ৫ লাখ টাকা দেয়। সাথে সাথে নায়িকার বাবার মুখের সামনে টাকা নিয়ে এসে নায়িকাকে বিয়ের প্রস্তাব দেয় এবং নায়িকাকে বিয়ে করে গ্রামে নিয়ে যায়।

Screenshot_20230929-231733_YouTube.jpg

Screenshot_20230929-231745_YouTube.jpg

পরবর্তীতে গ্রামে নিয়ে এসে বিভিন্ন পর্যায়ে ও বিভিন্ন কাজের মাধ্যমে তাকে বুঝিয়ে দেয়া হয় আসলে দরিদ্র মানুষের বা মধ্যবিত্ত মানুষের কষ্টটা কেমন। নাটকের শেষে আপনার চমৎকার একটি বিষয়ে জানতে পারি। নায়িকার বাবা আদরে আদরে নায়িকাকে বাঁদর তৈরি করেছিল যেটা সে নিজে সংশোধন করতে পারছিল না। তাই পরিকল্পিতভাবে নিজের দারোয়ানের পরিবারে মেয়েকে বিয়ে দিয়ে তাকে বুঝিয়ে দেয় মানুষের মর্যাদা কেমন কষ্ট কাকে বলে। একদিন সে যেভাবে মানুষের উপরে অমানবিক বিচার করেছে বা আচরণ করেছে সেটা সম্পূর্ণ ভুল ছিল।

Screenshot_20230929-231917_YouTube.jpg

Screenshot_20230929-231941_YouTube.jpg

Screenshot_20230929-231953_YouTube.jpg

Screenshot_20230929-232131_YouTube.jpg

ব্যক্তিগত মতামত
প্রথমে বলবো এই নাটকটি গরিব ও বড়লোকের মধ্যে মানসিকতার কিছু পার্থক্য রয়েছে।মধ্যবিত্ত ও দরিদ্র মানুষগুলো নিরুপায় হয়ে বড়লোকদের হুকুমের গোলাম হয়ে থাকে। তারই সুযোগ নিয়ে কিছু বড়লোকেরা আনন্দ মেতে ওঠে।যে কোনো বাবা-মা কখনোই চায়না তাদের সন্তান ছেলে বা মেয়ে কখনো কষ্ট পাক।তারা যখন যেটা দাবি করে সেটা আবদার করে সবগুলোই পুরণ করার চেষ্টা করেন বাবারা। আর যদি ধনী ঘরের সন্তান হয়ে থাকে তাহলে তো তাদের ছোটকাল থেকে অহংকার বেশি থাকে। এই নাটকটি মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি।মেয়ের অহংকার ও ভুল ধারণা ধরিয়ে দেয়ার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে পরিকল্পিতভাবে মেয়েকে তার শ্বশুরবাড়িতে পাঠায়। এ বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে।অবশেষে অহংকারী মেয়ে তার ভুল ভ্রান্তি গুলো বুঝতে পেরে নতুন করে জীবন সাজায়।নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের বাংলাদেশে এমন সামাজিক নাটক গুলোর মাধ্যমে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারছি।আশা করছি নাটকটি দেখলে আপনারা অনেক মজা পাবেন ধন্যবাদ সবাইকে।
নাটকের ইউটিউব লিংক

লিংক

ব্যক্তিগত রেটিং

৮/১০

লোকেসনকুমিল্লা,বাংলাদেশ।
ডিভাইজস্যামসাং এম ২১।
পোষ্টনাটক রিভিউ
রিভিউ@kosto
Sort:  
 last year 

কিছুদিন আগেই নাটকটা আমি দেখেছি। যেমন মজার ছিলো তেমনি শিক্ষনীয় কিছু বিষয়ও ছিলো।সব মিলিয়ে বেশ ভালো একটা নাটক ছিলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা নাটকের রিভিউ দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

আমি দু'দিন ধরে ভাবছি এই নাটকটা দেখবো কিন্তু সময়ের অভাবে আর দেখা হয়না। আপনি খুব সুন্দর নাটক রিভিউ দিয়েছেন। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। আপনার রিভিউ পড়ে বুঝতে পারলাম এর কাহিনী খুবই সুন্দর। ধন্যবাদ সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

 last year 

মূল্যবান মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

ভালো লাগার মত একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করেছেন। আপনার নাটক রিভিউটা কিন্তু আমার কাছে দারুন লেগেছে। সুন্দর ভাবে নাটকটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন রিভিউ এর মধ্য দিয়ে আর এই থেকে বুঝতে পারলাম নাটকের ভেতরের ধরনটা কেমন। যেহেতু নাটকটা আজ পর্যন্ত দেখার সম্ভব হয়নি জানা ছিল না তবে জানতে পারলাম নাটক সম্পর্কে আপনার রিভিউ এর মধ্য দিয়ে। সময় সাপেক্ষে দেখার চেষ্টা করব।

 last year 

মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last year 

ভাই আপনি খুব চমৎকার একটি নাটক রিভিউ করেছেন। এই নাটকের মধ্য দিয়ে বড়লোকের মেয়েরা কেমন জেদী হয় এবং তাদের আচরণ কেমন হয় সেইদিকটা তুলে ধরেছে। তবে এক্ষেত্রে সবাই না। মানুষ আচরণগত দিক থেকে সবাই একরকম নয়। অনেক সময় টাকার অহংকারের মানুষ ভুল করে থাকে। পরবর্তীতে ভুল বুঝতে পারে সে ফিরেও আসে এটাই হচ্ছে মানুষের মাহাত্ম্য। ধন্যবাদ ভাই সুন্দর নাটকটি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

খুবই সুন্দর একটি নাটক এর রিভিউ করেছেন আপনি। আর আপনি খুবই ভালোভাবে এই নাটকের রিভিউ দিয়েছেন। আর এই নাটকের মধ্যে যে বিষয়বস্তুগুলো ছিল সেগুলো আপনি খুবই ভালোভাবে তুলে ধরেছেন। অসম্ভব সুন্দর হয়েছে এই নাটকটি। সময় করে আমি এই নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ।

 last year 

জি ভাইয়া নাটকটি আমার কাছেও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 last year 

এই নাটকটা আমি এমনিতেই দেখেছিলাম ইউটিউবে, কিন্তু এখনো নাটকটার সম্পূর্ণ কাহিনী দেখা হয়নি। তবে এই নাটকটা দেখেই বুঝতে পেরেছিলাম এটির কাহিনী অনেক সুন্দর। আসলে গরিব মানুষগুলো যখন বড়লোকদের হুকুমে চলে তখন তারা অনেক বেশি মজা পায়। বাস্তব জীবনকে কেন্দ্র করে আমার মনে হচ্ছে এই নাটকটা হয়েছে। তবে যাই হোক নাটকের মাধ্যমে ফুটে ওঠা বাস্তবিক দিকগুলো আমার অনেক ভালো লেগেছে।

 last year 

জি আপু এখন বর্তমানে বাস্তব জীবনে যে ঘটনাগুলো ঘটে থাকে তার উপর নির্ভর করে নাটক হয়তো তৈরি করেছে।

 last year 

আমি সময় পেলে বেশিরভাগ সময় চেষ্টা করি নাটক দেখার। আসলে এরকম নাটক গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে, আর এই নাটকগুলো দেখলে বিনোদন নেওয়া যায়। আপনি নাটকটার সম্পূর্ণ কাহিনী দারুন ভাবে তুলে ধরলেন যা পড়ে পুরোটা বুঝতে পারলাম। এ নাটকটা এখনো দেখা হয়নি, তাই অবশ্যই চেষ্টা করব সময় পেলে নাটক টা দেখার।

 last year 

ভাই আপনার মত আমিও নাটক দেখতে অনেক পছন্দ কিন্তু সময়ের অভাবে দেখতে পারিনা।

 last year 

এই নাটকটি আমার এখনো দেখা হয়নি ভাই। তবে আপনার পোষ্টের মধ্যে দিয়ে জেনেই ফেললাম ঘটনাটি। আসলেই ধনী পরিবারের সন্তান হলে, ছোটবেলা থেকেই সামান্য কিছুটা অহংকার ভিতর থেকে যায় তাদের। আবার অনেকে অতিরিক্ত আদরে বাঁদর হয়ে যায়, ঠিক যেমন এই নাটকের নায়িকা বাঁদর হয়ে গেছে। তবে শেষ পর্যন্ত তার বাবা, বুদ্ধি করে মেয়েকে বাস্তব জীবন সম্পর্কে ধারণা দিল দেখে ভালো লাগলো।

 last year 

ঠিকই বলেছেন আপু তবে সবাই না কিছু কিছু সন্তানেরা এভাবে আদরে বাঁদর হয়ে যায়। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 last year 

খুবই চমৎকার একটা নাটকের রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। বাংলাদেশের এই ধরনের নাটকগুলো খুবই ভালো লাগে আমার কাছে। যদিও এই নাটকটা আমি এখনো দেখিনি কিন্তু আপনার শেয়ার করার রিভিউ পড়েই দেখতে ইচ্ছা করছে।

 last year 

মূল্যবান সময় ব্যয় করে পোস্টি ভিজিট করে মূল্যবান মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65628.71
ETH 2669.64
USDT 1.00
SBD 2.86