Steem Bangladesh Contest ||🍔ইফতারি ফুড রেসিপি🍔 ||18-04-2021

in Steem Bangladesh3 years ago (edited)

আসসালামু আলাইকুম।


সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।করোনাভাইরাস এর দ্বিতীয় ধাপের কঠিন পরিস্থিতিতে আশাকরি সবাই সাবধানে এবং সুস্থ আছেন। আমি আজকে ইফতারি রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করবো। . আশা করি সবার ভালো লাগবে।
@kingrakib
Bangladesh
ইফতারি ফুড রেসিপি

উপাদানসমূহ

উপাদানের নামপরিমান
ছুলা৫০০ গ্রাম
কাচা মরিচ১০০ গ্রাম
রসুন বাটা১ টেবিল চামচ
পেঁয়াজ বাটা২ টেবিল চামচ
অদা বাটা২ টেবিল চামচ
মরিচের গুঁড়া১ টেবিল চামচ
লবন২ টেবিল চামচ
এলাচ৪ পিস
দারচিনি৩ পিস
জিরা গুঁড়া১ টেবিল চামচ
সয়াবিন তেল২ কাপ
তেজ পাতা৪ পিস

উপাদানের নামপরিমান
আলু৫০০ গ্রাম
কাচা মরিচ১০০ গ্রাম
পেঁয়াজ বাটা১ টেবিল চামচ
লবন১ টেবিল চামচ
বেসমের ময়দা৩ কাপ
সয়াবিন তেলপরিমান মতো

উপাদানের নাম-
মিশ্রী + ট্রাঙ্ক = শরবত
মুড়ি
আপেল
কলা
খিরখেজুর
বুন্দিয়া

1.নম্বর ধাপ

প্রথমে একটা পাত্রে ৫০০ গ্রাম ছুলা ও পরিমান মতো পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে.একটু বেশি সময় নিয়ে ছুলা ভিজিয়ে রাখলে ভালো হবে।

2. নম্বর ধাপ

এবার ছুলা ও একটু আলু ও পরিমান মতো পানি দিয়া ২০ মিনিট সিদ্ধ করতে হবে

3.নম্বর ধাপ

কাচা মরিচ ১০০ গ্রাম ,রসুন বাটা ১ টেবিল চামচ ,পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, অদা বাটা ২ টেবিল চামচ ,মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, লবন ২ টেবিল চামচ, এলাচ ৪ পিস,দারচিনি ৩ পিস,জিরা গুঁড়া ১ টেবিল চামচ ,সয়াবিন তেল২ কাপ, তেজ পাতা ৪ পিস সব দিয়ে কিচুখান নেড়ে তারপর ভিজা ছুলা দিয়ে দিন.আবার ১০ মিনিট রান্না করতে হবে.আবার নামিয়ে ফেলুন।

4.নম্বর ধাপ

সিদ্ধ আলু আলু ৫০০ গ্রাম,কাচা মরিচ ১০০ গ্রাম ,পেঁয়াজ বাটা১ টেবিল চামচ,লবন ১ টেবিল চামচ এক সাথে মিশিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে.

5.নম্বর ধাপ

পরিমান মতো পানি + বেসমের ময়দা একটু ঘনো করে মিশ্রণ তৈরী করতে হবে

6.নম্বর ধাপ

আবার আলু হাতের আঙুলের চাপ দিয়ে সেটা বেসমের ময়দার মধ্যে ডুবিয়ে গরম তেলে দিতে হবে.একটু নারাচাড়া করেই তুলে ফেলতে হবে।

সব গুলো এক জায়গায় গুছিয়ে নিলাম।

7.নম্বর ধাপ

আবার মিশ্রী + ট্রাঙ্ক+ পানি = শরবত বানিয়ে ফেললাম

8.নম্বর ধাপ

আবার আলুর চপ গুলো ছিড়ে ছটো ছটো করলাম। আবার ১ পেকেট মরি ঢেলে দিলাম,আবার ছুলা ঢেলে দিলাম,আবার বুন্দিয়া দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম।সবার সামনে একটা করে কোলা আপেল ও খিরখেজুর রেখে দিলাম।

আজকের ইফতারি রেডি। সবাইকে অনেক ধন্যবাদ।

[বিশেষ দ্রষ্টব্যঃ আজকের এই পোস্ট থেকে যে পরিমান অর্থ পাবো সেটা দিয়া অসহায় দারিদ্র মানুষদের ইফতারির বেবস্থা করবো।আসা করি সবার সাপোর্ট পাবো ]

@kingrakib

Sort:  
 3 years ago (edited)

রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ। আরো গুছিয়ে মার্কডাউনগুলো ব্যবহার করুন।

ok vaiya

 3 years ago 

অনেক সুন্দর পোস্ট করেছেন। খুব ভাল লাগলো পোস্টটি দেখে।

IMG_20210418_195827.jpg

আপনি ছবির এই অতিরিক্ত লেখাগুলো মুছে ফেলুন এডিট করে। তাহলে এগুলো আর দেখা যাবেনা।

ভাই মার্কডাউনগুলো ব্যবহার নুতুন করছি তাই এমন হয়েছে.

 3 years ago 

সমস্যা নেই। আপনি এডিট করে যেইগুলো মার্ক করেছি সেই লেখা গুলো মুছে ফেলেন তাহলে হবে।

পোস্ট এর টপিক্স ভালো ছিল। তবে তুই পোস্টটা ভাল ভাবে সাজাতে পারিস নি। next টাইম আরো ভালো করার চেষ্টা করবি।

ok .thank you.

well done🌺
Keep going👍

 3 years ago 

আপনার পোস্ট টপ পোস্টের জন্য বাছাই করা হয়েছে। () ব্র্যাকেট গুলো মুছার চেষ্টা করেন।

IMG_20210419_114218.jpg

thank you vai.koreci.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 69344.89
ETH 3347.76
USDT 1.00
SBD 2.74