আমার মনোনয়ন : The Steemit Awards 2023

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার বন্ধুরা,

দেখতে দেখতে আরো একটা বছরের অন্তিমে দাঁড়িয়ে। ২০২৩ পার করে আমরা ২০২৪ সালের দোর গোড়ায় পৌঁছে গেলাম। নতুন বছর যেমন আগত তেমনি আমাদের সামনে আগত স্টিমিট আওয়ার্ডস। আপনারা সকলেই জানেন Steemit Inc বিগত তিন বছর যাবৎ বেস্ট ব্লগার, বেস্ট কমিউনিটি ও বেস্ট কনট্রিবিউটর আওয়ার্ড প্রদান করে চলেছে। বিগত বছরে আমাদের প্রিয় RME দা বেস্ট কনট্রিবিউটর এবং আমাদের ভালবাসার আমার বাংলা ব্লগ বেস্ট কমিউনিটি হিসেবে নির্বাচিত হয়েছিলো কারণ RME দাদার দুবছরের অক্লান্ত পরিশ্রম। Steemit Inc এ বছরেও তাদের বাৎসরিক অ্যাওয়ার্ডস নিয়ে হাজির হয়েছে। Steemit Inc থেকে মোট তিন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়। যার মধ্যে আজ আমি দুটি ক্যাটাগরিতে আমার মনোনয়ন আপনাদের সামনে ভাগ করে নেব।

IMG.png

Courtesy : @steemitblog



Best Contributor to the Community


Screenshot_20231207-225505.png

আমার প্রথম মনোনয়ন Steemit Best Contributor to the Community। তিনি এমন একজন মানুষ যার অবদান শুধুমাত্র যে "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে সীমাবদ্ধ তাই নয় তার ভাবনায় আজ স্টিমিটের অনেকাংশ এক ছাতার তলায় চলে এসেছে। সেই মানুষটি কে হতে পারেন সেটা আপনারা নিশ্চই আন্দাজ করতে পেরেছেন তিনি আর কেউ নয় আমাদের সকলের প্রিয় @rme দাদা। দাদাকেই আমি আমার এবছরের The Steemit Awards 2023 এ Best Contributor to the Community বিভাগে তাকে মনোনয়ন করবো। দাদার অক্লান্ত প্রচেষ্টাতেই আজ আমার বাংলা ব্লগ স্টিমিটে শীর্ষে জায়গা করে নিয়েছে। দাদা শুধুমাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটিতেই থেমে থাকেননি। তার মানসসন্তান আমার বাংলা ব্লগকে ঘিরে আরো ছখানা কমিউনিটি নিয়ে আমার বাংলা ওয়ার্ল্ড তৈরি করেছেন। সেই কমিউনিটি গুলো হলো, Steem Alliance, Beauty of Creativity, STEEM WATCHER, Tron Fan Club, Steem Dev।

দাদার আর্থিক বিনিয়োগ, ব্যক্তিগত প্রচেষ্টা এবং পরিকল্পনাতেই আমার বাংলা ওয়ার্ল্ড আর সার্বিক ভাবে স্টিমিটের জন্য কাজ করে চলেছে। তার নতুন পালক, bangla.witness যা নিরন্তর Steemit প্লাটফর্মের জন্য কাজ করে চলেছে। বাংলা উইকনেস মারফত SteemPro এন্ড্রইড অ্যাপ গঠন করা হয়েছে, যেটা স্টিমিট সদস্যদের জন্য প্রয়োজনীয় একটা অ্যাপ্লিকেশন। এর পাশাপাশি STEEM WATCHER কমিউনিটি, যা RME দাদার আরেক মানসসন্তান, যেটা ২৪ ঘন্টা স্টিমিটে প্লাজিয়ারিসম, কপিরাইট আটকানোর জন্য তৎপরতার সাথে কাজ করে চলেছে। আর রয়েছে Steem Dev, যেখানে স্টিমিট সংক্রান্ত যেকোনো ডেভল্ভমেন্টাল নতুন চিন্তা ভাবনা ও কাজ হয়ে চলেছে। আর সব গুলো কমিউনিটির কিউরেশন দাদা নিজে করে চলেছেন। তিনিই এতগুলো কমিউনিটি এবং কমিউনিটি গুলোর অসংখ্য সদস্যদের সাপোর্ট নিশ্চিত করে চলেছেন।



Best Community


Screenshot_20231207-225450.png


আমার দ্বিতীয় মনোনয়ন Steemit Best Community। বাংলা কিছুদিন আগ পর্যন্ত বাংলা ব্যতীত স্টিমিটে প্রত্যেক ভাষার কমিউনিটি ছিলো। পৃথিবীতে ২৯০ কোটি বাংলা ভাষীদের জন্য কোনো আলাদা কমিউনিটি বিদ্যমান ছিল না যাতে পরিবর্তন আসে rme দাদার মানসসন্তান আমার বাংলা ব্লগের হাত ধরে। বর্তমানে ১৫০ এর উপরে নিয়মিত অ্যাক্টিভ অথর নিয়ে চলতে থাকা আমার বাংলা ব্লগ বাংলা ও বাঙালির জন্য এক আলাদা পৃথিবী। যেখানে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষকে একসাথে মিশে গেছে। পৃথিবীর সপ্তম সর্বাধিক ব্যবহার করা ভাষা বাংলা আমার বাংলা ব্লগের সুবাদেই স্টিমিটে নিজের জায়গা করে নিয়েছে।

আমার বাংলা নিজের মধ্যেই একটা আলাদা পৃথিবী। এক স্বয়ংসম্পূর্ণ কমিউনিটি, যেটার পুরোটাই rme দাদার ভাবনা ও পরিকল্পনায় চলছে। সদস্যদের লেখার মান এবং পোস্ট এর বিভিন্নতা আনার জন্য সদস্যদের প্রতিনিয়ত কিউরেশনের মাধ্যমে প্রচুর পরিমাণে সাপোর্ট দেওয়া হয়। shy-fox, amarbanglablog, abb-school, এবং দাদার ব্যক্তিগত একাউন্ট rme থেকেও কমিউনিটির প্রত্যেকটা সদস্যের সাপোর্ট নিশ্চিত করা হয়ে থাকে। তাছাড়া স্টিমিটে নতুন যুক্ত হওয়া বাঙালি সদস্যদের জন্য আমার বাংলা ব্লগের এবিবি স্কুল পরিচালনা করা হয়। যেটা পারতপক্ষে Steemit সম্পর্কে না জানা ইউজারদের জন্য খুবই উপযোগী। কারণ এখানে Steemit এর খুঁটিনাটি লেভেলে ভাগ করে লাইভ ক্লাস করিয়ে বোঝানো হয়ে থাকে। লেভেলে থাকা সদস্যদের জন্যও সাপোর্ট নিশ্চিত করতে রয়েছে abb-school কিউরেশন প্রজেক্ট।

ভেরিফাইড মেম্বারদের জন্য অ্যাক্টিভ লিস্ট, সুপার অ্যাকটিভ লিস্ট। যেখানে তাদের প্রতিনিয়ত shy-fox থেকে সাপোর্ট দেওয়া হয়। বাড়তি সাপোর্টের জন্য আমার বাংলা ব্লগে রোজ একটি করে ফিচারড আর্টিকেলও পাবলিশ করা হয়। আর তিনজন সদস্যকে ব্লগারস অব দ্য উইক এবং একজনকে ফাউন্ডার্স চয়েস করা হয়, যাদের জন্য থাকে বাড়তি সাপোর্ট। সেই সৌজন্যে আমার বাংলা ব্লগ আর শীর্ষে উঠে এসেছে। এসব কিছুই সম্ভব হয়েছে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা rme দাদার সুবাদে।




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 11 months ago 

স্টিমিট অ্যাওয়ার্ড ২০২৩ এর সেরা কন্ট্রিবিউটর নিঃসন্দেহে আমাদের প্রিয় দাদা। তিনি স্টিমিট প্ল্যাটফর্মকে উন্নত করার জন্য অনেকগুলো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন। একই সাথে তিনি দক্ষ ইউজার তৈরি করার জন্য যথার্থ পদক্ষেপ গ্রহণ করেছেন।

 11 months ago 

তবে আপনি একদম ঠিক বলেছেন ২০২৩ এ বেস্ট কন্ট্রিবিউটর হিসাবে মনোনয়ন পাওয়ার যোগ্য একমাত্র আমাদের কমিউনিটির ফাউন্ডার @rme দাদা। বাংলা ভাষায় একটা কমিউনিটি গড়ে তুলে সেই কমিউনিটিকে স্টিমেট জগতে প্রথম স্থানে আনার জন্য অনেক পরিশ্রম করেছে অবশেষে তিনি সফল হয়েছেন আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটি স্টিমেটে টপ নাম্বার জায়গা দখল করে আছে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

আসলে বেস্ট মনোনয়ন পাওয়ার যোগ্য একমাত্র দাদাই। কারণ তিনি এই প্লাটফর্মে আমার বাংলা ভাষাকে যেভাবে রিপ্রেজেন্ট করে সবার উপরে নিয়ে গেছে। সেটা সত্যিই অনেক বড় পাওয়া। তাছাড়া প্রত্যেকটা প্ল্যান পরিকল্পনা এই প্লাটফর্মকে ভালোবেসে করেই চলেছেন। যেটা ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ । খুবই ভালো লাগলো দাদা আপনি আমাদের প্রিয় দাদাকে মনোনয়ন এর জন্য বিবেচনা করেছেন দাদার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আমাদের দাদার কোনো তুলনা হয় না, কারণ দাদা প্রথমত বিশাল এমাউন্ট বিনিয়োগ করে রেখেছেন এই প্লাটফর্মে এবং দ্বিতীয়ত স্টিমিট প্লাটফর্মকে এগিয়ে নিতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের কমিউনিটির ইউজারদেরকে নিঃস্বার্থভাবে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তিনি প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকলে কিংবা অসুস্থ থাকলেও নিজের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেন। যাইহোক দাদা এবং আমাদের কমিউনিটি এককথায় সেরা। দাদা অবশ্যই গতবারের মতো এবারও সম্মাননা পুরষ্কার পাবে ইনশাআল্লাহ। যাইহোক আপনার মনোনয়ন দাখিল করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76024.68
ETH 2926.23
USDT 1.00
SBD 2.60